Afrin's Shop BD

  • Home
  • Afrin's Shop BD

Afrin's Shop BD Business page

জ্ঞানীর হাত ধরা যায়,কিন্তু বোকার মুখ ধরা যায় না।- জর্জ হার্বার্ট মিডআলহামদুলিল্লাহ....
02/12/2024

জ্ঞানীর হাত ধরা যায়,
কিন্তু বোকার মুখ ধরা যায় না।
- জর্জ হার্বার্ট মিড

আলহামদুলিল্লাহ....

নিজের উপর বিশ্বাস মানেই ইশ্বরের উপর বিশ্বাস,ইহাই উন্নতি লাভের একমাত্র পথ।–উক্তিআলহামদুলিল্লাহ......
22/10/2024

নিজের উপর বিশ্বাস মানেই ইশ্বরের উপর বিশ্বাস,
ইহাই উন্নতি লাভের একমাত্র পথ।
–উক্তি

আলহামদুলিল্লাহ......

আসসালামু আলাইকুম, আমি একজন সফল নারী উদ্যোক্তা। আমি ৫ বছর হলো বেকিং প্রফেশনে আছি,সেই সাথে সাথে উদ্যোক্তা হওয়ার লক্ষে নারী...
21/10/2024

আসসালামু আলাইকুম, আমি একজন সফল নারী উদ্যোক্তা। আমি ৫ বছর হলো বেকিং প্রফেশনে আছি,সেই সাথে সাথে উদ্যোক্তা হওয়ার লক্ষে নারী এবং পুরুষ ( ছেলেদের অনলাইনে বেকিং কোর্স করিয়ে থাকি) উভয়কেই বেকিং প্রশিক্ষণ দিয়ে থাকি। এখন পর্যন্ত আমার হাত ধরে অনেকেই উদ্যোক্তা হয়েছেন।

গতকাল ছিল আমার স্টুডেন্টদের নিয়ে বেকিং কোর্সের শেষ দিন। এবারের কোর্সে স্টুডেন্ট ছিলেন ১৫ জন।প্রত্যেকটা স্টুডেন্টকে খুব মিস করছি,তারাও মেসেজ করছেন যে আপু আপনাকে এবং সবাইকে খুব মিস করছি। গত ৩ দিনে আমার সব স্টুডেন্টদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা কিন্তু ৩ দিনে সীমাবদ্ধ থাকে না,সম্পর্কটা এই ৩ দিয়ে হয়ে যায় সারাজীবনের🥰।

আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদের সাথেই আমার সম্পর্ক অন্যরকম। আর প্রত্যেকবারই কোর্স শেষ হওয়ার পরে মন খারাপ থাকে কিছুদিন কারণ সবাইকে প্রচন্ড মিস করি। ৩ দিন বাসাটা একদম ভরা থাকে আর এখন বাসা একদম খালি🥺।

আমার সব স্টুডেন্ট খুবই ফ্রেন্ডলি এবং হেল্পফুল হয় সেজন্য আমার কাজটাও খুব সহজ হয়। আমার মনোভাব কখনও এমন থাকে না যে তারাই শুধু আমার থেকে শিখবে,আমি তাদের থেকে অনেক কিছুই শিখতে পারি। কোর্স শেষেও আমার সব স্টুডেন্ট দের আমি সব সময় বেকিং সংক্রান্ত বিষয়ে সাপোর্ট দিয়ে থাকি। এটা আমার স্টুডেন্টরাই ভাল বলতে পারবেন।(মাঝে মাঝে একটু রাগ দেখাই😁)।

আলহামদুলিল্লাহ এই ৫ বছরের প্রফেসনে এসে অনেক অনেক সম্মান এবং ভালোবাসা পেয়েছি,স্টুডেন্ট এবং কাস্টোমার সবার কাছ থেকেই। নিজের একটা শক্ত অবস্থান তৈরির সাথে সাথে সবার আস্থাও অর্জন করেছি,নিজের নামটা কে একটা ব্র্যান্ড বানাতে পেরেছি। এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া😇।

কখনও না পরে যাওয়ার মাঝে বীরত্ব নেই,পরে গিয়ে আবার উঠে দাড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে।– উক্তিআমার করা কিছু চকলেট...
26/09/2024

কখনও না পরে যাওয়ার মাঝে বীরত্ব নেই,
পরে গিয়ে আবার উঠে দাড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব
লুকিয়ে আছে।
– উক্তি

আমার করা কিছু চকলেট ময়েস্ট কেক 😋।
আলহামদুলিল্লাহ.....

মুরাদনগর উপজেলার মধ্যে নিজের বিজনেসের নামটা একটা ব্র্যান্ড হবে এই আত্নবিশ্বাস ছিল শুরু থেকেই,আপনারাও আমাকে সেই সম্মান এব...
06/09/2024

মুরাদনগর উপজেলার মধ্যে নিজের বিজনেসের নামটা একটা ব্র্যান্ড হবে এই আত্নবিশ্বাস ছিল শুরু থেকেই,আপনারাও আমাকে সেই সম্মান এবং ভালোবাসা দিয়েছেন শুরু থেকেই। আমার হাতের কেকের টেস্ট এবং ডিজাইনের জন্য আমাকে সব সময় বেস্ট এন্ড বেটার তকমা টা-ই দিয়েছেন। Afrin's Shop BD কে আপনারাই ব্র্যান্ড বানিয়েছেন তাই আমার এই বিজনেস ব্র্যান্ডটাকে আরও শক্তিশালী করে নিলাম।। অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটা লোগো থাকবে বিজনেসেরও।

আজ তা বাস্তবায়িত হল, আলহামদুলিল্লাহ 🥰। আপনাদের জন্যই আমি এতোদূর আসতে পেরেছি। এই ভাবে সব সময় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কামনা করি।

আলহামদুলিল্লাহ....

কেকের রূপ দেখিয়া চক্ষু শীতল করিলাম, মাশা-আল্লাহ 😍।এখনে ৫ পাউন্ড ভ্যানিলা কেক ছিল।আলহামদুলিল্লাহ......
05/09/2024

কেকের রূপ দেখিয়া চক্ষু শীতল করিলাম, মাশা-আল্লাহ 😍।
এখনে ৫ পাউন্ড ভ্যানিলা কেক ছিল।

আলহামদুলিল্লাহ......

উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ লোকের কাছ থেকেও কথা শুনতে হবে।–উক্তিআলহামদুলিল্লাহ.....
29/08/2024

উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ
লোকের কাছ থেকেও কথা শুনতে হবে।
–উক্তি

আলহামদুলিল্লাহ.....

গায়ে হলুদের কেক মানেই কালারফুল আর আকর্ষণীয় একটি কেক। গায়ে হলুদের অনুষ্ঠানের সৌন্দর্য আরও অনেক গুন বাড়িয়ে দেয় এমন একটি সু...
17/08/2024

গায়ে হলুদের কেক মানেই কালারফুল আর আকর্ষণীয় একটি কেক। গায়ে হলুদের অনুষ্ঠানের সৌন্দর্য আরও অনেক গুন বাড়িয়ে দেয় এমন একটি সুন্দর ফ্লোরাল হলুদের কেক। মাশা-আল্লাহ।

আলহামদুলিল্লাহ.....

চাকুরি হলো দাসত্ব। বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্যোক্তা। –ড. মুহাম্মদ ইউনূসআলহামদুলিল্লাহ.... 🥰
13/08/2024

চাকুরি হলো দাসত্ব।
বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে হতে হবে উদ্যোক্তা।
–ড. মুহাম্মদ ইউনূস

আলহামদুলিল্লাহ.... 🥰

কর্মজীবী মানুষের ঘরে ক্ষুদা উঁকি মারে,কিন্তু ঢুকতে সাহস পায় না।– বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আলহামদুলিল্লাহ......
11/08/2024

কর্মজীবী মানুষের ঘরে ক্ষুদা উঁকি মারে,
কিন্তু ঢুকতে সাহস পায় না।
– বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

আলহামদুলিল্লাহ......

আমার দেশ,আমার অহংকার 🇧🇩আলহামদুলিল্লাহ......
07/08/2024

আমার দেশ,
আমার অহংকার 🇧🇩

আলহামদুলিল্লাহ......

Same Same But Different 😍Alhamdulillah.....
02/08/2024

Same Same But Different 😍

Alhamdulillah.....

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মনে রাখতে হবেঃ-"এ পৃথিবীকে রেখে যেতে চাই এক নতুন প্রজন্মের হাতে।"- (সুকান্ত ভট্টাচার্য)। আল...
01/08/2024

আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মনে রাখতে হবেঃ-
"এ পৃথিবীকে রেখে যেতে চাই এক নতুন প্রজন্মের হাতে।"
- (সুকান্ত ভট্টাচার্য)।

আলহামদুলিল্লাহ.....

উপরে উঠার পথে যাদের সাথে দেখা হবে,তাদের সাথে ভালো ব্যবহার করো;কারণ নিচে নামার সময় আবার তাদের সাথে দেখা হবে।–উইলসন মিজনার...
03/07/2024

উপরে উঠার পথে যাদের সাথে দেখা হবে,
তাদের সাথে ভালো ব্যবহার করো;
কারণ নিচে নামার সময়
আবার তাদের সাথে দেখা হবে।
–উইলসন মিজনার

আলহামদুলিল্লাহ....

বেশির ভাগ দিনেই সব কেকের কাজ এক সাথে শেষ করতে পারি না,কারণ সব কাস্টোমারদের কেক নেয়ার সময় টা এক হয় না। তবে আজকে অনেকদিন প...
28/06/2024

বেশির ভাগ দিনেই সব কেকের কাজ এক সাথে শেষ করতে পারি না,কারণ সব কাস্টোমারদের কেক নেয়ার সময় টা এক হয় না।

তবে আজকে অনেকদিন পর সব গুলো কেকর কাজ শেষ করে একসাথে ছবি উঠাতে পারলাম।
সব গুলো কেক এক সাথে দেখে অনেক শান্তি আর চোখের আরাম পেলাম।

আলহামদুলিল্লাহ......

আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন,তাহলে আপনি আপনার অর্থও নিয়ন্ত্রণ করতে পারবেন না।–ওয়ারেন বাফেটআলহামদুলিল্লা...
23/06/2024

আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন,
তাহলে আপনি আপনার অর্থও নিয়ন্ত্রণ করতে পারবেন না।
–ওয়ারেন বাফেট

আলহামদুলিল্লাহ......

যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর,আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব।–(সূরা ইব্রাহিম ১৪:৭)আলহামদুলিল্লাহ.....
21/06/2024

যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় কর,
আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব।
–(সূরা ইব্রাহিম ১৪:৭)

আলহামদুলিল্লাহ.....

ঘোড়াশাল আব্দুল করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়।এস এস সি ব্যাচ–১৯৯৭। আলহামদুলিল্লাহ.....
20/06/2024

ঘোড়াশাল আব্দুল করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়।
এস এস সি ব্যাচ–১৯৯৭।

আলহামদুলিল্লাহ.....

Address


Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801688727231

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin's Shop BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afrin's Shop BD:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share