CrickeT LivE ScorE UpdatE "বাংলার টাইগার"

CrickeT LivE ScorE UpdatE "বাংলার টাইগার" প্রাকৃতিক সৌন্দর্য ও অনুপ্রেরণা
(28)

11/12/2023

09/12/2023

  অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।— গোল্ড স্মিথ
08/12/2023

অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।
— গোল্ড স্মিথ

 আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা। — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
08/12/2023


আমি একা এই ব্রহ্মান্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা। — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

 তুমি জানো না__আমি তো জানি, কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। — রুদ্র মুহাম্ম...
08/12/2023


তুমি জানো না__আমি তো জানি, কতোটা গ্লানিতে এতো কথা নিয়ে এতো গান, এতো হাসি নিয়ে বুকে নিশ্চুপ হয়ে থাকি। — রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

 কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল। — রেদোয়ান মাসুদ
08/12/2023


কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল। — রেদোয়ান মাসুদ

  প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই...
08/12/2023

প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালবাসা কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই জানে। — জয় গোস্বামী

  যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোন জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নে...
08/12/2023

যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোন জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই।
— রেদোয়ান মাসুদ

07/12/2023

07/12/2023

  জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাক...
07/12/2023

জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।
— ক্রিনেট

  অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে। — হজরত আলী (রাঃ)
07/12/2023

অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে। — হজরত আলী (রাঃ)

  হতাশ হতে কখনোই বেশি সময় লাগেনা, তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়। — রুড সারলিং
07/12/2023

হতাশ হতে কখনোই বেশি সময় লাগেনা, তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়। — রুড সারলিং

  পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নে। — ইউলিয়ামস হেডস
07/12/2023

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নে। — ইউলিয়ামস হেডস

  সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। — হযরত আলী (রাঃ)
07/12/2023

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।
— হযরত আলী (রাঃ)

 বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেন্জ নিতে ভয় পায়। আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি।
06/12/2023


বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেন্জ নিতে ভয় পায়। আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি।

 নিজেকে খুঁজে বের করাই জীবন নয়, বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম।
06/12/2023


নিজেকে খুঁজে বের করাই জীবন নয়, বরং নিজেকে সৃষ্টি করাই জীবনের অপর নাম।

 এই প্রথিবীতে কম বোঝা এবং বেশি কাজ করা ভালো।
06/12/2023


এই প্রথিবীতে কম বোঝা এবং বেশি কাজ করা ভালো।

 মানুষ যখন তার শ্রেষ্ট স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে।
06/12/2023


মানুষ যখন তার শ্রেষ্ট স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে।

 একটি দোষ বহু গুণকেও গ্রাস করে।
06/12/2023


একটি দোষ বহু গুণকেও গ্রাস করে।

  যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ ঘন্টা ব্যয় করব।
06/12/2023

যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য ৮ ঘন্টা সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য ৭ ঘন্টা ব্যয় করব।

  দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেয়া।
05/12/2023

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেয়া।

  ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি।
05/12/2023

ঈশ্বর আমাদের সফলতা চায় না, তিনি চান আমরা যেন চেষ্টা করি।

  সাফল্যের ৩টি শর্তঃa.অন্যের থেকে বেশি জানুনb. অন্যের থেকে বেশি কাজ করুনc.অন্যের থেকে কম আশা করুন।
05/12/2023

সাফল্যের ৩টি শর্তঃ
a.অন্যের থেকে বেশি জানুন
b. অন্যের থেকে বেশি কাজ করুন
c.অন্যের থেকে কম আশা করুন।

  কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাস।
05/12/2023

কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাস।

  অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।
05/12/2023

অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।

  ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়।
05/12/2023

ভুল না করলে সফলতা আসে না, কিন্তু একই ভুল বারবার করলে সাফল্য অধরাই থেকে যায়।

Address

CPL-T 20
Munshiganj
1544

Telephone

+971529699754

Website

https://www.youtube.com/@ShunnO0007

Alerts

Be the first to know and let us send you an email when CrickeT LivE ScorE UpdatE "বাংলার টাইগার" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share