19/11/2024
পড়ুন, জানতে পারবেন বাস্তবতা কতটা কঠিন!
ব্যাংকের এক ক্লায়েন্টের সাথে হঠাৎ দেখা,, প্রায় ১২ বছর আগে অন্য এক ব্রাঞ্চে ছেলেটি এসেছিলো তার বাবার নামে একাউন্ট খুলতে৷ তথ্য গ্রহণে জেনেছিলাম সে লেবার ভিসায় বাহরাইন যাবে গ্রামে পরিবারের শোচনীয় অবস্থা দূর করতে,,, বাড়ী লক্ষ্মিপুর।
প্রসঙ্গক্রমে আমি বলেছিলাম তার নিজের নামেও একটা সেভিংস আর ডিপিএস খুলতে, ওটাতে কিছু টাকা জমা রাখবে, আর সাংসারিক ও জরুরী খরচটা বাবার একাউন্টে পাঠাবে। ছেলেটি এবং তার বাবা দুজনেই অমত করলেন,,,।
এবার এক যুগ পরের ঘটনা,,, কিছুদিন আগে কাউকে না জানিয়ে দেশে এসে সোজা গ্রামে চলে যায় সারপ্রাইজ দিবে বলে,, কিন্তু নিজেই বড় সারপ্রাইজটি পেলো প্রিয়জনদের কাছ থেকে।
সে ছিলো ৩ ভাইয়ের মধ্যে মেজো। একটা বোনও আছে। সবার বিয়ে হয়েছে। ভাঙ্গা বাড়ীটির জাগায় ঢালাই ঘর উঠেছে,, বড় ভাই বাজারে ভালো মুদি ব্যাবসা দিয়েছে। এইটুকুন রেখে যাওয়া ভাইস্তা এখন দামী বাইক চালায়,, ছোট বোনের নতুন বাচ্চা হয়েছে,, সবার জন্য সে টুকটাক গিফট এনেছে,, যখন যা চোখে পড়তো, কিনে জমিয়ে রাখতো, দেশে আসার অপেক্ষায়,,
কিন্তু অবাক হলো যখন কেউ তাকে ভালোভাবে গ্রহণ করেনি,, অথচ ভিডিও কলে সবাই কত আন্তরিক!! লাগেজ খুলা পর্যন্ত একটু আশেপাশে ছিলো, তারপর যে যার রুমে চলে যায়,,, দুপুরে খাবার সময় মা'ও বিশ্রামের উছিলায় সামনে থাকেনি। সবচেয়ে বড় সমস্যা হলো ৫ রুমের বাড়িতে রাতে ঘুমাবার জন্য তার কোথাও জায়গা হচ্ছিলো না,, ভাইস্তা নাকি কারো সাথে রুম শেয়ার পছন্দ করে না, সামনে পরীক্ষা,, রাত জেগে পড়তে হয়। বোন নাইওর এসেছে, ড্রইং রুমের ছোট বেডটি তার দখলে। বাকি ৩ রুমে বাবা-মা আর দুই ভাই থাকে পরিবার সহ।
রাতটা কোনরকমে কাটলেও বিপত্তি বাধে পরদিন সকালে যখন সে বাবাকে ব্যাংক থেকে কিছু টাকা উঠাতে বলে।
বাবা একবাক্যে বলে দিলেন "একাউন্টে কোন টাকা নেই",, এতো বড় সংসার,, এর ব্যাবসা, ওর বিয়ে,, বাড়ি মেরামত,, চিকিৎসা,, এই,,সেই,, নানা কাজে টাকা লেগেছে। টাকা তো খরচের জন্যই, নাকি? ছেলে নির্বাক!! জীবনের ১২ টি বছর খেয়ে-না খেয়ে রাত-দিন কঠিন অমানবিক পরিশ্রমার্জিত টাকার কিছুই সে নিজের জন্য রাখতো না, দেশে তো জমছেই,, এই ভেবে সব পাঠিয়ে দিতো বাবার একাউন্টে। হিসাব রাখেনি,, তবে আনুমানিক ৬০ লাখের উপরে টাকা পাঠিয়েছে লেবারি করে,, হাতজোড়া দেখালো ফোঁসকা পড়ে গেছে, কড় ধরে গেছে জাগায় জাগায়। না খেয়ে থেকে বিভিন্ন রোগ বাঁধিয়েছে,,
বললো, দেশে আসার নাম নিলেই বাবা-মা নিষেধ করতেন,, এখনই কেনো,, আরো টাকা জমুক, পরে আয়,, বিয়ের কথা বললে সবাই কেমন যেনো অবাক হতো, যেনো এটা অর্থ উপার্জনের বয়স, বিয়ের বয়স না। অথচ ছোট ভাইটি তার চেয়ে ৫ বছরের ছোট এবং বেকার হলেও হাইফাই চালচলন, দামী পোষাক এবং ঘটা করে বিয়ে করেছে বছরখানেক হলো। এই গন্ডগ্রামেও তার রুমে এসি আছে।
শুরু হলো বাক-বিতন্ডা,, কয়েক বছর আগে একটা জায়গা কেনার জন্য টানা দুই মাস দুপুরের মিল না খেয়ে জমিয়ে বেশী করে টাকা পাঠিয়েছিলো,, ছেলে ওই সম্পত্তিটি বিক্রি করতে চাইলো,, বাবা বললেন, যেহেতু বাবার বয়স হয়েছে, আর সে বিদেশ থাকে, তাই জায়গাটি রেজিস্ট্রি হয়েছে দেশের দুই ভাইয়ের নামে। তারা ওটা বিক্রিতে রাজি না,, তাদের সন্তানদের একটা ভবিষ্যত আছে তো!!
মাত্র ৩ দিনের মাথায় সে এক কাপড়ে পাসপোর্ট নিয়ে ঢাকা চলে এলো, বাড়ীতে কিছু জানিয়ে আসেনি, তারাও ফোনে খোঁজ নেয়নি। ৩/৪ দিন পরের ফ্লাইটের টিকিট কেটে ফেলেছে,, এই কদিন ঢাকা শহরে চলতে হবে তো!! বিকাশে কোন এক বন্ধুর কাছ থেকে হাজার তিনেক ধার এনেছে, আর পকেটে সামান্য কিছু বিদেশী মুদ্রা ছিলো, ব্যাংকে এসেছিলো ওগুলো কোথায় কনভার্ট করবে জানতে,,
আফসোস নিয়ে বললো, প্রবাসী বন্ধুদের কাছ থেকে পরিবার নিয়ে বিভিন্ন রকম গল্প শুনতাম,, অবিশ্বাস্য ঠেকতো,, আজ নিজে প্রমাণ পেলাম। আমার মনে আছে, সেদিন আপনারা নিজের নামে একটা ডিপিএস করতে বলেছিলেন,, করলে ওটার উছিলায় আজ কিছু টাকা অন্তত নিজ সঞ্চয়ে থাকতো,,
ব্যাংকারদের জন্য এরকম ঘটনা নতুন নয়,, প্রায়ই বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন প্রবাসীরা,, বিশেষ করে লেবার/ওয়ার্ক ভিসাধারী যারা আরব কান্ট্রিগুলোতে আছেন, তাদের জীবনের গল্পগুলো খুব একটা সুখকর নয়,,
এক সপ্তাহের "দেশ" সফর ছেলেটিকে অনেক কিছু শিখিয়েছে,,, বিদায়ের সময় আমাদের বলে গেলো, তার পরিবারের সবার দামি বাইক আছে, ব্যাবসা আছে, বউ-বাচ্চা আছে,, সম্পত্তি আছে,, শুধু তার "কিছু" নেই,,, "কেউ" নেই,,,
ভালো লাগলে
Ḿȡ.Oĺi Uĺĺẫħ Šħẫuḱi
゚ ゚