ATV News Bangla

ATV News Bangla News channel�

26/05/2024

ইট ভাটার মাটি থেকে বের হচ্ছে সোনা। ভাগ্য বদলের আশায় হুমড়ি খেয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
বিস্তারিত ভিডিওতে..

26/05/2024

ভাগ্য বদলের স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই স্বপ্ন পূরণে এবার দিন-রাত ইটের ভাটার মাটি খুঁড়ে চলেছেন কয়েকশ মানুষ। কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি দিয়ে সোনার সন্ধানে চালিয়ে যাচ্ছেন প্রাণান্ত চেষ্টাঋ

ভাগ্য বদলের স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই স্বপ্ন পূরণে এবার দিন-রাত ইটের ভাটার মাটি খুঁড়ে চলেছেন কয়েক...
26/05/2024

ভাগ্য বদলের স্বপ্ন দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই স্বপ্ন পূরণে এবার দিন-রাত ইটের ভাটার মাটি খুঁড়ে চলেছেন কয়েকশ মানুষ। কেউ কোদাল, কেউ বাসিলা, কেউ খুন্তি দিয়ে সোনার সন্ধানে চালিয়ে যাচ্ছেন প্রাণান্ত চেষ্টা।

ভাগ্য বদলের আশায় মাটি খননের এই প্রতিযোগিতা চলছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায়। তবে ভাটায় সংবাদকর্মী দেখলেই ক্ষিপ্ত হয়ে উঠছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইট ভাটায় গত কয়েকদিন ধরে চলছে মাটি খননের প্রতিযোগিতা। গ্রামের বিভিন্ন বয়সের নারী পুরুষ বাড়ি থেকে কোদাল, বাসিলা নিয়ে ওই ভাটায় আসছেন এবং ইট তৈরির জন্য স্থুপ করে রাখা মাটির ঢিবি খনন করছেন। এদের মধ্যে শ্রমিক শ্রেণির মানুষই বেশি। সোনা পেলে ভাগ্য বদল হবে এই আশায় গভীর রাতেও মানুষের ভিড় দেখা যাচ্ছে ইট ভাটায়।

জানা যায়, এপ্রিল মাসে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে রানীশংকৈল উপজেলার কাতিহার আরবিবি ইটভাটা। বলা হচ্ছে, ওই ভাটায় মাটির নিচে পাওয়া যাচ্ছে সোনা। এমন একটি সংবাদ ভাইরাল হওয়ার পর দূর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন ভাটায়। সোনা পাওয়ার আশায় ইট তৈরির জন্য স্থুপ করে রাখা মাটির ঢিবিতে চালাচ্ছেন ইচ্ছামতো খনন কাজ

স্থানীয় বাসিন্দা মকসেদুল, নুরজামাল, খতিবরসহ আরও কয়েকজন বলেন, ভাটার মাটির স্তুপে সোনা পেয়েছেন কয়েকজন। কিন্তু কে পেয়েছেন এ কথা স্বীকার করছেন না কেউ। তাদের দাবি অনেকেই পেয়েছে, তাই আমারাও খুঁড়ে দেখছি।

আরবিবি ইটভাটার ব্যবস্থাপক লিটন আলী বলেন, কাতিহার সামরাই মন্দিরের পাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্থুপ করা হয়েছে। গুজব উঠেছে ওই মাটির স্থুপ থেকে সোনার জিনিস পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্থুপ খনন করে বাছাই শুরু করেছে। তবে কেউ সোনার কোনো অংশ পেয়েছে, এমন খবর তারা পাননি। তারপরও প্রতিদিন হাজার হাজার মানুষ মাটি খুঁড়তে আসছে।

এ বিষয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিষয়টি এর আগেও জেনেছি। বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দু’দিন ধরে জনতা আবার একই কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

26/05/2024

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী অরিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া নি*হ*ত হয়েছেন।

26/05/2024

ঘূর্ণিঝড় "রেমাল"

26/05/2024

ঘূর্ণিঝড় "রেমাল" ৯ নাম্বার সতর্ক সংকেত

26/05/2024

ঘূর্ণিঝড় "রেমাল" প্রভাবে মোরেলগঞ্জে শহর পানির নিচে:
৮ ঘন্টা ফেরী চলাচল বন্ধ

24/05/2024

ঝিনাইদহে এমপি আনার হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন।

#ঝিনাইদহে #এমপি #আনার #হ'ত্যা'র #মানববন্ধন

24/05/2024

ঝিনাইদহে নিজ বাসভবনে সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এমপি আনারের মেয়ে ডরিন....

14/09/2023

এই ভিডিওতে দেখা যাচ্ছে সিংগাইরের আজিমপুর এলাকার বেশ কিছু ছেলে, রামনগর বাজার এলাকায়- ম*দ খেয়ে মাতলামি ও বেশ কয়েকজনকে মারধর সহ হুমকি দিচ্ছে, আর জনগণ রামধোলাই না দিয়ে তাকিয়ে ------

12/09/2023

নৌকা বাইচ সিংগাইর মানিকগঞ্জ

12/07/2023

বাইক এক্সিডেন্টে পা দুই ভা-গ

12/07/2023

নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন তামিম ইকবাল

26/06/2023

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দনপুর ঋষিপাড়া এলাকায় ১৬ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ , বর্তমানে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্ব । জানা যায় ,এলাকার পঞ্চায়েত ও দালাল চক্র বিষয়টি ২ লক্ষ টাকার বিনিময়ে মীমাংসার পাঁয়তারা চালাচ্ছে।

20/05/2023

সাংস্কৃতিক অনুষ্ঠান

ধানের বাম্পার ফল
17/05/2023

ধানের বাম্পার ফল

তিল খেত
17/05/2023

তিল খেত

30/04/2023

কোটি টাকার স্বর্ণ নিয়ে উধাও

25/04/2023

গানের আসর

31/03/2023
সিংগাইরে পুলিশের সামনেই বিষপানে যুবকের মৃত্যু     জমি সংক্রান্ত বিরোধে বাবার অভিযোগের কারণে পুলিশের উপস্থিতিতে বিষপানে ম...
27/03/2023

সিংগাইরে পুলিশের সামনেই বিষপানে যুবকের মৃত্যু


জমি সংক্রান্ত বিরোধে বাবার অভিযোগের কারণে পুলিশের উপস্থিতিতে বিষপানে মারা গেছেন ছেলে মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৫)।

শনিবার (২৫ মার্চ) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। তবে সোমবার ২৭ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জল ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়।

স্থানীয় লোকজন ও নিহতের স্ত্রীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, লোকমান হোসেন তার পুত্রবধূ রোজিনাকে সুযোগ পেলেই যৌন হয়রানির চেষ্টা করতো। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। মঞ্জু স্ত্রী সন্তান নিয়ে অন্যত্র ভাড়া বাসায় থাকতেন। পরবর্তীতে বিষয়টি জমি সংক্রান্ত বিরোধে গড়ায়। লোকমানের বসতবাড়ির ২২ শতাংশ জমি পরিবারের সদস্যদের মধ্যে হাত বদলের পর সর্বশেষ দলিল মূলে মঞ্জু মালিক হন। ওই জমি নিজের নামে ফিরিয়ে নিতে লোকমান পারিবারিক চাপের পাশাপাশি স্থানীয় শান্তিপুর-বাঘুলি পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন।

এ কারণে পুলিশ বিভিন্ন সময় ওই জমি তার বাবাকে ফিরিয়ে দিতে মঞ্জুকে চাপ দেন। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ মার্চ) এএসআই শাহীন ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে মঞ্জু ও তার স্ত্রীকে গাল-মন্দ করে গ্রেপ্তারের হুমকি দেন। এতে মঞ্জু লজ্জা অপমান সহ্য করতে না পেরে পুলিশ ও পরিবারের লোকজনের সামনে বিষ পান করে । মুমূর্ষ অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকাস্থ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে, লোকমান হোসেন ছেলের চিকিৎসার খোঁজ খবর না নিয়ে পুত্রবধূ রোজিনার বিরুদ্ধে ছেলের আত্মহত্যার প্ররোচনার দায়ে থানায় অভিযোগ নিয়ে যান তিনি। একই সময় পুত্রবধূও তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। পরে স্থানীয়ভাবে আপোস-মীমাংসার শর্তে তারা থানা থেকে চলে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। সোমবার (২৭ মার্চ) সকালে স্থানীয়ভাবে বিষয়টি সুরাহা হয় বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নিহত মঞ্জুর পিতা লোকমান হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের এএসআই মো. শাহীনুর ইসলাম ঘটনার সময় তার উপস্থিতির কথা অস্বীকার করে তিনি তার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলেন।

সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. রবিউল আলম উজ্জল বলেন, শান্তির লক্ষ্যে স্থানীয়ভাবে বসে নিহতের স্ত্রী রোজিনার জিনিসগুলো বুঝিয়ে দেয়া হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের বাবা অপমৃত্যুর মামলার অভিযোগ নিয়ে এসেছিলেন। সেটা ভুল থাকায় পরে সংশোধন করে দিয়ে গেছেন। পুলিশের উপস্থিতিতে বিষপানের কথা অস্বীকার করেন তিনি

24/03/2023

সাভারের হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়নে রাজু নামের এক সংবাদকর্মী পরিচয় দানকারীর মাদক ব্যবসায়ীর কাছ থেকে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও মাদক বিক্রির অডিও ফাঁস (পর্ব-১) ।

14/03/2023

হেমায়েতপুরের পদ্মার মোড়ে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে আহত ০৩।

সাভারে দুই হাউসিং ব্যবসায়ীর কয়েকদিন পরপর মারামারিতে আতঙ্কিত এলাকাবাসী,বড় কোন সংঘর্ষের আশঙ্কা, তেমন কিছু ঘটার আগেই প্র...
05/03/2023

সাভারে দুই হাউসিং ব্যবসায়ীর কয়েকদিন পরপর মারামারিতে আতঙ্কিত এলাকাবাসী,বড় কোন সংঘর্ষের আশঙ্কা, তেমন কিছু ঘটার আগেই প্রতিকার চাচ্ছেন সাধারণ জনগণ ।

অভিনন্দন❤️Rubaet Shaharia Shanto নবনির্বাচিত  সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাভার পৌর ছাএলীগ,সাভার মডেল কলেজ শাখা।
28/02/2023

অভিনন্দন❤️
Rubaet Shaharia Shanto
নবনির্বাচিত
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
সাভার পৌর ছাএলীগ,
সাভার মডেল কলেজ শাখা।

24/02/2023
21/02/2023

একুশে বই মেলা উদ্বোধন

07/02/2023

রবি হ্যাকার যখন লোডের দোকানে ফোন দেয়... 😁

04/02/2023

সাভারে পূর্ব শক্রুতার জের ধরে কুপিয়ে ও পিটিয়ে পাঁচ জনকে জখম।

পূর্ব শক্রুতার জের ধরে সাভারে একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের কালিনগর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার জানায়,কালিনগর এলাকার রুহুল এর সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শক্রুতার বিরোধ চলে আসছিলো রনি নামের এক যুবকের। এর জের ধরে রাতে রনির প্রায় বিশ থেকে ত্রিশ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে রুহুলের বাড়িতে হামলা চালায়। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাড়ি ঘরে ভাঙচুরে বাধা দিলে সন্ত্রাসীরা রুহুলের বাবা নিয়ত আলী,স্ত্রী রুবি,পরিবারের সদস্য পুতুল,মাজেদাসহ পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এঘটনায় ভুক্তভোগী পরিবারটির মাঝে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা বিরাজ করছে। সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবি করেছে তারা।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Address

Singair High Road
Munshiganj
1820

Alerts

Be the first to know and let us send you an email when ATV News Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATV News Bangla:

Videos

Share

Nearby media companies