Munjurul Kabir

  • Home
  • Munjurul Kabir

Munjurul Kabir Assalamualaykum

ব্রাজিলের এক মহিলা মারা যাবার পরও তার শরীরকে ১২৩ দিন ধরে জীবিত রাখা হয় যার ফলে তার সন্তানরা পৃথিবীর আলো দেখতে পায়!      ...
30/07/2025

ব্রাজিলের এক মহিলা মারা যাবার পরও তার শরীরকে ১২৩ দিন ধরে জীবিত রাখা হয় যার ফলে তার সন্তানরা পৃথিবীর আলো দেখতে পায়!

Munjurul Kabir

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে! চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে ...
30/07/2025

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে!

চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে চুইংগাম কিনে দিই, সেগুলো সিনথেটিক। তবে প্রাকৃতিক হোক বা সিনথেটিক— সব ধরণের চুইংগামেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। এক টাকার একটি চুইংগামে প্রায় ১-৩ হাজার প্লাস্টিক কণা থাকতে পারে।

সম্প্রতি আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটি সম্মেলনে বিজ্ঞানীরা এই গবেষণাটি তুলে ধরেন।

তারা জানান, চুইংগামে মূলত পলিইথিলিন ও পলিস্টাইরিনের মতো প্লাস্টিকের কণিকা থাকে। এগুলো কী তা বোঝার সুবিধার্থে বলা যায়— পলিইথিলিন পলিথিন ব্যাগ, পানির বোতল এবং পলিস্টাইরিন ওয়ান-টাইম কাপ, সিডি-ডিভিডি ইত্যাদিতে ব্যবহার করা হয়।

এই প্লাস্টিক কণাগুলো দেহ হজম করতে পারে না, যার ফলে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে দেহে। সে প্রভাবগুলো সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে এ ধরণের পণ্য থেকে দূরে থাকাই উত্তম। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

তথ্যসূত্র: আমেরিকান কেমিক্যাল সোসাইটি
ফলো করুনঃ Munjurul Kabir

তাসকিন - মিরাজের কাছে দর্শকের সাহায্য প্রার্থনাTaskin Ahmed   Mehidy Hasan Miraz
25/07/2025

তাসকিন - মিরাজের কাছে দর্শকের সাহায্য প্রার্থনা
Taskin Ahmed Mehidy Hasan Miraz

**🔥 যখন শরীর আগুনে পোড়ে তখনকার  অনভূতি কেমন হয়  🔥**  *"জানেন কি, আগুনে পোড়ার ব্যথা পৃথিবীর সবচেয়ে তীব্র ব্যথাগুলোর একটি?...
25/07/2025

**🔥 যখন শরীর আগুনে পোড়ে তখনকার অনভূতি কেমন হয় 🔥**

*"জানেন কি, আগুনে পোড়ার ব্যথা পৃথিবীর সবচেয়ে তীব্র ব্যথাগুলোর একটি? আসুন জেনে নেই আসলে কী অনুভূত হয়..."*

---

**🌡️ প্রথম সেকেন্ডগুলো:**
- মনে হবে যেন কেউ আপনার গায়ে **গরম লোহার রড চেপে ধরেছে**
- ত্বক ফেটে যাওয়ার মতো **তীক্ষ্ণ একটা সংবেদন**
- নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কারণ আগুন চারপাশের অক্সিজেন খেয়ে ফেলে

**💥 পরের কয়েক মিনিট:**
- শরীর থেকে **প্রচুর তাপ নির্গত হচ্ছে** বলে মনে হবে
- পোড়া স্থান **সাদা থেকে লাল হয়ে ফোসকা পড়তে শুরু করবে**
- ব্যথা এতটাই তীব্র যে **মস্তিষ্ক শক খেয়ে যেতে পারে**

**😢💫 দীর্ঘস্থায়ী প্রভাব:**
- পোড়া স্থান **চিরতরে অনুভূতিহীন** হয়ে যেতে পারে
- প্রতিদিনের ব্যান্ডেজ পরিবর্তনের সময় **নতুন করে ব্যথা অনুভব** হবে
- **শারীরিক ও মানসিকভাবে** দীর্ঘদিন ভুগতে হতে পারে

---

**🆘 জরুরি পরামর্শ:**
✔️ গ্যাস লিক হলে **ইলেকট্রিক সুইচ স্পর্শ করবেন না**
✔️ আগুন ধরা মানুষকে দেখলে **কাঁথা বা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন**
✔️ **পানি দিয়ে নয়**, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করুন

---

** #সচেতনতা #আগুনে_পোড়া #জরুরি_পরিস্থিতি**

কেবল ১০ গ্রাম ইউরেনিয়াম-২৩৫ ভাঙলে যে পরিমান শক্তি উৎপন্ন হবে তা দ্বারা শত শত মানুষ মারা সম্ভব। কিন্তু স্রষ্টা চায়নি তার ...
24/07/2025

কেবল ১০ গ্রাম ইউরেনিয়াম-২৩৫ ভাঙলে যে পরিমান শক্তি উৎপন্ন হবে তা দ্বারা শত শত মানুষ মারা সম্ভব। কিন্তু স্রষ্টা চায়নি তার এই সৃষ্টি— মানুষের ক্ষতির কারণ হোক। তাই তিনি এই ইউরেনিয়াম-২৩৫ এর হাফ লাইফ ৭০৪ মিলিয়ন বছর করে দিলেন। অর্থ্যাৎ ১০ গ্রাম ইউরেনিয়াম রেখে দিলে তা ভেঙে ৫ গ্রাম হতে সময় লাগবে ৭০৪ মিলিয়ন বছর। এবং ৫ গ্রাম ইউরেনিয়াম ভেঙে ২.৫ গ্রাম হতে সময় লাগবে পুণরায় ৭০৪ মিলিয়ন বছর। অর্থ্যাৎ এই ১০ গ্রাম ইউরেনিয়াম সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে ৪০০০ মিলিয়ন বছর।

এতে করে ইউরেনিয়াম ভাঙার ফলে যে শক্তি উৎপন্ন হবে, তা ৪০০০ মিলিয়ন বছরে ভাগ ভাগ হয়ে যাবে। ফলে সৃষ্টির তেমন কোনো ক্ষতি হতো না।

কিন্তু আমরা কি করলাম?

ইউরেনিয়াম ভাঙার সময়কে ৭০৪ মিলিয়ন বছর থেকে কয়েক মিলি সেকেন্ডে করে দিলাম। যে ইউরেনিয়াম ভাঙতে সময় লাগতো ৭০৪ মিলিয়ন বছর, সেই ইউরেনিয়াম পরমানুকে একটা নিউট্রন দিয়ে আঘাত করে চোখের নিমিষেই ভেঙে ফেলার থিওরী বের করে ফেললাম। প্রকৃতির যে শক্তি— নির্গত হতে সময় লাগতো ৭০৪ মিলিয়ন বছর, সেই শক্তিকে কয়েক মিলি সেকেন্ডেই নির্গত করে ধ্বংশ করে দিলাম হিরোশিমা ও নাগাসাকি।

কি আশ্চর্য!
Munjurul Kabir

কাঠঠোকরার অবিশ্বাস্য জিহ্বা! 🐦কাঠঠোকরার জিহ্বা শুধু লম্বাই নয়, এটি তার মাথার চারপাশে পেঁচিয়ে থাকে! যখন কাঠঠোকরা গাছে ঠোক...
24/07/2025

কাঠঠোকরার অবিশ্বাস্য জিহ্বা! 🐦
কাঠঠোকরার জিহ্বা শুধু লম্বাই নয়, এটি তার মাথার চারপাশে পেঁচিয়ে থাকে! যখন কাঠঠোকরা গাছে ঠোকরায়, তখন এর জিহ্বার হাড় পিছিয়ে গিয়ে খুলিকে স্থিতিশীল করে এবং পেশী-স্কেলেটাল সহায়তা দেয়। আশ্চর্যের বিষয় হলো, এটি তার মস্তিষ্ককে ১০০০ গুণেরও বেশি বলের আঘাত থেকে রক্ষা করে, ধাক্কা শোষণ করে শক্তি প্রশমিত করে।আল্লাহর অসাধারণ সৃষ্টি!
Munjurul Kabir

আগেকার দিনে যখন রাডার আবিষ্কৃত হয়নি তখন এভাবেই আকাশসীমায় ঢুকে পড়া শত্রুবিমানের উপস্থিতি শনাক্ত করা হতো!
23/07/2025

আগেকার দিনে যখন রাডার আবিষ্কৃত হয়নি তখন এভাবেই আকাশসীমায় ঢুকে পড়া শত্রুবিমানের উপস্থিতি শনাক্ত করা হতো!

হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী। একটি আফ্রিকান হাতির ওজন **৫,০০০ থেকে ৬,০০০ কেজি** (বা তারও বেশি) হতে পারে!     -...
19/07/2025

হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী। একটি আফ্রিকান হাতির ওজন **৫,০০০ থেকে ৬,০০০ কেজি** (বা তারও বেশি) হতে পারে!
- তারা অত্যন্ত সামাজিক ও সংবেদনশীল প্রাণী। অন্য হাতির মৃত্যুতে শোক প্রকাশ করে, এমনকি কখনো কখনো তাদের "কবরও" দেয়!
- "হাতির মত স্মৃতি" কথাটি সত্যি! হাতিরা দীর্ঘদিন ধরে পথ, জলাশয় এবং এমনকি মানুষকেও মনে রাখতে পারে।
- হাতির শুঁড়ে **৪০,০০০** এর বেশি পেশী থাকে (মানুষের সমস্ত শরীরে মাত্র **৬৫০** টি পেশী থাকে!)।
- এটি দিয়ে তারা গাছ উপড়ে ফেলতে পারে, আবার একটি ছোট মুদ্রাও তুলে নিতে পারে!
**কান দিয়ে শরীর ঠাণ্ডা রাখে**
- আফ্রিকান হাতির বিশাল কান শুধু শোনার জন্য নয়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে!
**গর্ভধারণের দীর্ঘ সময়**
- হাতির গর্ভধারণকাল **২২ মাস** (প্রায় ২ বছর!), যা যে কোনো স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে দীর্ঘ।
**খাবার প্রেমী**
- একটি প্রাপ্তবয়স্ক হাতি দিনে **১৫০ কেজি** পর্যন্ত খাবার (ঘাস, পাতা, ফল ইত্যাদি) এবং **১০০ লিটার** পর্যন্ত পানি পান করতে পারে!

**হাতিরাও "সাঁতারু"**
- হাতিরা সাঁতারে দক্ষ। তারা **ঘণ্টার পর ঘণ্টা** সাঁতার কেটে দূরের দ্বীপে পৌঁছাতে পারে!

হাতিরা প্রকৃতির এক আশ্চর্য ও বুদ্ধিমান প্রাণী। এদের সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেআইনি শিকার ও বাসস্থান ধ্বংসের কারণে এদের সংখ্যা কমে যাচ্ছে। 🐘💙

বাবা🥺_ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস রাস্তার পাশে খাদের পানিতে ডুবে গেলে সন্তানকে এভাবেই বুকে জড়িয়ে রক্ষার ...
13/05/2025

বাবা🥺
_ময়মনসিংহের ফুলপুরে সড়ক দূর্ঘটনায় মাইক্রোবাস রাস্তার পাশে খাদের পানিতে ডুবে গেলে সন্তানকে এভাবেই বুকে জড়িয়ে রক্ষার শেষ চেষ্টা করে বাবা।

মৃত্যু নিশ্চিত জেনেও আদরের মেয়েকে বুক থেকে ছাড়েননি এই বাবা।

পানিতে ডুবে মৃত্যু হয় দু' জনেরই। 😭

সন্তানের প্রতি একজন বাবার ভালোবাসা কতোটা তীব্র হতে পারে ছবিটি তারই একটি চিত্র। পৃথিবীর সকল সন্তান ও বাবাকে আল্লাহ নিরাপদে রাখুক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Munjurul Kabir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munjurul Kabir:

  • Want your business to be the top-listed Media Company?

Share