Mood Off Ariyan \-

Mood Off Ariyan \- Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mood Off Ariyan \-, Video Creator, Dhaka, Muktagachha.

12/12/2022

_ কার্ড বাবা 😳 🎵 😂

12/12/2022
10/12/2022

😂

06/12/2022

আজ আমি সব হারানো 🙂 ( Song lover )

🖤

05/12/2022

🙂

মানুষ বড়োই অদ্ভুত! অবহেলাকে ভালোবাসে আর ভালোবাসাকে অবহেলা করে। 🙂
22/09/2022

মানুষ বড়োই অদ্ভুত! অবহেলাকে ভালোবাসে আর ভালোবাসাকে অবহেলা করে। 🙂

28/07/2022

যদি কাউকে কেঁদে-ও না পাও,
তবে তাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও!
কাউকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব কিছু না।
সে আসার আগে যেমন জীবন থেমে ছিলো না,
সে চলে গেলেও তেমন জীবন থেমে থাকবে না।

শুধু তার অভ্যাস কাটাতে তোমার কিছুটা সময়ের প্রয়োজন হবে,কিন্তু একটা সময় পর আবার তুমি ফিরে আসবে তোমার স্বাভাবিক জীবনে।
কিন্তু তাঁকে ছাড়া বাঁচবে না ভেবে একজন ভুল মানুষকে আগলে রাখার সিদ্ধান্তটা সম্পুর্ণ-ই ভুল। ভুল মানুষকে সঙ্গী করে জীবনে কখনো সুখী হওয়া যায় না।

বরং সময় যতো বাড়বে কষ্টের মাত্রা ততোই বাড়তে থাকবে। যে থাকার সে তোমার জন্য থাকবে তোমার ভালবাসার জন্য থাকবে। তোমাকে তাঁর হাতে-পায়ে ধরে কাঁদতে হবে না,তাঁর কাছে ছোট হতে হবে না।

আর যে থাকবে না তাঁর জন্য তুমি নিজেকে শেষে করে দিলে ও সে তোমার হবে না। কারণ সে তো তোমায় ভালোই বাসে না,তবে কি করে সে বুঝবে তোমার ভালবাসা,আকুলতা,ধরে রাখার তীব্রতা?

ভালবাসলে নত হতে হয় যদি বিপরীত মানুষটি-ও ভালবাসে। কিন্তু যেখানে শুধু তোমাকেই নত হতে হয় সেখানে তুমি কি করে ভালো থাকবে?
তাছাড়া যে ছেড়ে যেতে চায় সে তো কখনো ভালোই বাসে না! আর যে তোমায় ভালোই বাসে না তাঁকে তুমি নিজের করে রেখে কি করবে?

তুমি তাঁকে নিজের করে রাখতে চাইলেও সে খুঁজে বেড়াবে অন্য কাউকে। কারণ সে তো ভালবাসে নি তোমায়। তাই যে চলে যেতে চায় তাঁকে হাসি মুখে বিদায় দিয়ে দাও,বলে দাও তুমি আমায় ছাড়া ভালো থাকতে পারলে আমও তোমায় ছাড়া মরে যাবো না। 💖

17/07/2022

এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত

তারা তোমার ভালো থাকার কারণগুলো
কেড়ে নিয়ে বলবে ভালো থেকো,
তোমার গোছালো জীবনটাকে করে অগোছালো
বলবে জীবনটাকে নতুন করে সাজিয়ে নিও,
তোমার স্বপ্নগুলো ভেঙে দিয়ে বলবে
ভবিষ্যত সুন্দর ও সাফল্যমন্ডিত হোক,
তোমার ক্ষুধাগুলোকে মেরে দিয়ে বলবে
সময়মতো খাওয়া দাওয়া করো,
তোমার রাতের ঘুম কেড়ে নিয়ে বলবে
রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো। 😿

16/07/2022

আবেগ প্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে।তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। 🙂

06/07/2022

"এরপর আর দেখা হবে না"

শেষ! খুব ছোট একটা লাইন,একটা বড় দীর্ঘশ্বাস!
অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষ টার বিদায়।
যাকে দেখে শান্তি লাগতো,সেই মানুষটাকেই আর দেখা হবে না।শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে।অথচ সেই প্রিয় মুখটাই সেখানে আর থাকবে না। সুন্দর সৃত্মি হয়ে থাকা জায়গা গুলোতে আবারো যাওয়া হবে,কিন্তু সেই মানুষ টা থাকবে না।দীর্ঘনিঃশ্বাস এসে ভর করবে,তাকে জানানো যাবে না,সব কিছু থেকেও খালি খালি লাগবে,কারন আর দেখা হবে না... আর দেখা হবে না! 🙂

05/07/2022

আজ থেকে আমিও ভালো থাকবো।
ভুলে যাবো তুমি নামক শব্দের অভিধান।
ভুলে যাবো তোমার দেয়া সেই ডাকনাম।
আজ থেকে সত্যিই ভুলে যাবো সব পিছুটান। 😿

03/07/2022

নিজের অনুভূতি গুলো অন্যকে বুঝানো সত্যি'ই অনেক ক'ঠিন.!🙃

19/06/2022

আমাদের প্রত্যেকের জীবনেই স্পেশাল কিছু মানুষ থাকে ,,,,,,
যাদের সাথে যোগাযোগ না থাকলেও কখনো ভুলা যাবে না,,,,,,!

17/06/2022

-আমার নির্দিষ্ট কোন দুঃখ ছিল না🙃

-যা আছে তা আপনজনদের থেকে পাওয়া 💔🙂

17/06/2022

ব্যস্ততার শহরে চলতি পথে কোনো একদিন চোখে চোখ পড়াতে থমকে যাবো দু'জন।

স্তব্ধ হয়ে যায়ে গোটা শহর আশেপাশের পরিবেশ।

হাওয়াও শান্ত হয়ে যাবে সেই মূহুর্তে।

হারিয়ে ফেলবো দু'জন চলার শক্তি।

চলে যেতে চাইবো কিন্তু পা এক কদম এগোতে পারবোনা। কিভাবে চলাফেরা করে ক্ষণিকের জন্য ভুলে যাবো। থেমে যাবে কথা বলার শক্তি তখন আর আওয়াজ আসবে না।

মনে জমে থাকা কষ্ট গুলো বের হবে অশ্রু হয়ে দেখা ছাড়া কিছুই করতে পারবো না।

তুমি একরাশ দীর্ঘশ্বাস ফেলে বলবে যদি মা বাবার কথা না শুনতাম আর ক'টা দিন অপেক্ষা করতাম তাহলে এই মানুষটার সাথে বাকিটা জীবন কাটাতে পারতাম। সব আছে শুধু আমায় বুঝার মতো মানুষটার অভাব আর একটু শান্তির অভাব।

আমি একরাশ দীর্ঘশ্বাস ফেলে বলবো সেই আজ চাকরি হলো যদি তাঁর কথা মতো পালিয়ে যেতাম কোনো এক অজানা দেশে।

বোধহয় ভালোই করতাম। হয়তোবা অভাবে থাকতাম স্বচ্ছল ভাবে থাকতে পারতাম না দু'জন কিন্তু ভালোবাসার অভাবে প্রতিদিন প্রতিটা মূহুর্ত পুড়ে পুড়ে মরতাম না।

সেই আজ চাকরি হলো কিন্তু সে তো আর হলো না।

দীর্ঘশ্বাস

16/06/2022

power of মাইয়া , হাতে না পারলে ভাতে মারে 🙂

13/06/2022

যে সম্পর্ক গুলো মনের গভীর থেকে সৃষ্টি হয় সে সম্পর্কগুলোর সমাপ্তি কখনোই হয় না।
হয়তো একি সাথে পথ চলা যায় না নয়তো একে অপরের প্রতি কোনো অধিকার থাকেনা। কিন্তু সে সম্পর্ক বাঁচে তাদের আত্মার মাঝে।

দু দিকের দু'টি মানুষ খুব করে একে অপরকে চাইলেও সমাজের কিছু ঠুনকো নিয়ম তাদের আলাদা হতে বাধ্য করে।

রুপ,গুন,বয়স,ধর্ম, বংশ, ধনী, গরীব এই সব কিছু ভালোবাসায় ডুবন্ত।এই সব কিছুকে ছাড়িয়ে ভালোবাসাটা চিরকাল বেঁচে থাকতে চায়।
কিন্তু দিনশেষে এই সবের পার্থক্য গুলো মানুষকে একা থাকতে শিখিয়ে যায়। প্রিয় মানুষকে ছাড়া বাঁচতে শিখিয়ে যায়। এই সব কিছুর জন্যই ভালোবাসার মানুষগুলো খুব অসহায় হয়ে যায়।

খুব কম সংখ্যক মানুষ এই সব কিছু ডিঙিয়ে তাদের ভালোবাসাটা সার্থক করে নিতে পারে। 😑

12/06/2022

আমি ঠিক নিখোঁজ তোমার,তোমার শহর
তোমার অস্তিত্ব,তোমার চাওয়া-পাওয়া থেকে।
নেই প্রজ্ঞাপন নেই বিলবোর্ডে নিখোঁজ বিজ্ঞপ্তির সমাহার ।

তুমি আমাকে ভালোবাসছো ঠিকই
কিন্তু আমাকে চাওনি কখনো নিজের মতো করে ।
তাই আজ প্রিয় মানুষের নিখোঁজ সংবাদেও কেঁপে উঠে না তোমার আত্মা তোমার হয় না চুল পরিমাণ ও কষ্ট ।

আজ আমি নেই তোমার কাছে তোমার শহরে
তবুও তোমার নেই কোন দুঃখ কষ্টের কথা,
নেই তোমার উদাসীনতা ।

তুমি দিব্বি হাসছো,খেলছো,ঘুরছো
তোমার মতো করে তোমার শহরে,
আর আমার শহরে তোমার অনুপস্থিতিতে
সবটা জুড়ে নিঃস্বঙ্গতা,নিস্তব্ধতা বিরাজ করছে ।
আমি ঠিক থমকে গেছি চলতি পথে,
এখনো আতকে উঠি মধ্যরাতে তোমার কথা ভেবে।
চাইলেও ছাড়তে পারি না,না পারি তোমার স্মৃতিকে বিসর্জন দিয়ে নতুন করে বাঁচতে ।

তবে কোন কালে আমিও পাষাণ হবো,আমি শিখবো দিনশেষে প্রিয় মানুষকে উপেক্ষা করা তখন আমিও
হাসবো,খেলবো,ঘুরবো আমিও দিনশেষে নতুন করে বাঁচবো।

আর যাইহোক
যে সম্পর্কে ভালোবাসার থেকে উপেক্ষা পরিমাণ বেশি থাকে,সেখান থেকে সেচ্ছায় দূরত্ব করা প্রয়োজন
আর না হয় দিনশেষে হতাশা,বিষণ্ণতা প্রধান কাম্য।

💖🌺

11/06/2022

★ ভালোবাসা আবেগ নয়.. যে
তোমাকে না পেলে আমি বাঁচতে পারবো না, মরে যাবো ।
ভালোবাসা এমন এক অনুভুতি যে,
তোমাকে পাবো বলেই তো আমাকে বাঁচতে হবে ।

ভালোবাসা প্রেম নয় যে,
হঠাৎ বৃষ্টিতে তোমাকে আমার চাই-ই চাই ।
ভালোবাসা এক অদ্ভুত অনুভব যে,
তোমাকে আমার সবসময়ই কারণে অকারণে চাই ।

ভালোবাসা তা নয় যা প্রকাশিত,, যে
সারাক্ষণই ভালোবাসি ভালোবাসি বলা ।
ভালোবাসা এক নীরবতা ও গোপনীয়,
যা শুধু অনুভূতিতেই প্রকাশ করা যায় বাস্তবে তা একবিন্দুও না ।

ভালেবাসা এমন নয় যে,
মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমার পাশে চাই,
ভালোবাসা তো সেটাই যে,
জান্নাতে শত শত হুরের মাঝেও আমার এই তুমিটাকেই চাই ।। 💖

10/06/2022

.ভুল মানুষের পাল্লায় পড়ে জীবন শেষ করে দেয়ার থেকে,সারাজীবন নিঃসঙ্গ থাকা ঢের ভালো!
আমি কখনোই বিচ্ছেদের পক্ষে নই।কিন্তু তাই বলে যে ভুল মানুষের কাছেই সারাজীবন কাটিয়ে দিতে হবে,এমনটাও বলছি না!

সঠিক মানুষ আর ভুল মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক বুঝার উপায় নেই, তবে একটা মানুষের সাথে থাকতে থাকতে যখন প্রমাণ হয়েই যায় যে মানুষটা ভুল;তখনও তার কাছে থেকে যাওয়ার কোনো মানেই হয় না!

ভুল মানুষকে শত চেষ্টা করেও সঠিক মানুষে রুপান্তরিত করা যায় না কখনোই। স্বভাবে যার মিথ্যা,প্রতারণা এবং উদাসীন মনোভাব লুকিয়ে থাকে তাকে মানুষ করতে গিয়ে বরং আপনি নিজেই অমানুষে পরিণত হয়ে যাবেন;তবে তাকে আর মানুষ বানাতে পারবেন না!

শত অবহেলা,শত কষ্ট বুকে চেপে দিনের পর দিন একতরফা স্যাক্রিফাইজ করে যাবেন;কিন্তু যে মানুষটা নিতান্তই ভুল,সেই মানুষটা কখনোই আপনার কথা ভেবে বিন্দুমাত্র স্যাক্রিফাইজ করবে না,করার কথাও না!
কেননা সে নিজেও জানে আপনার প্রতি তার আচরণ কেমন,কিন্তু তারপরও আপনি তাকে ছাড়বেন না,ছাড়তে পারবেন না।

সংসার কয়েক মাস কিংবা ১ যুগের জন্য নয়। দু'জন পাশাপাশি থেকে সকল সুখ-দুঃখ,হাসি-কান্না,অভাব-অনটন এর মধ্যে দিয়ে পরস্পরের স্যাক্রিফাইজ,সহমর্মিতা,দায়িত্ববোধ,বোঝাপড়া,ভালোবাসা-যত্ন দিয়ে আগলে রেখে আমৃত্যু পরস্পরের জীবন পার করে দেয়ার নামই সংসার!

ভুল মানুষ নিয়ে অন্তত সংসার করা যায় না!
আমি আবার বলছি;একদমই যায় না!

এদের ঠিক তাদের মতো করে ছেড়ে দিতে হয়,যেন তারা নিজেরাও ঠিক তাদের মতোই কাউকে খুঁজে নিতে পারে।তারপর দেখবেন,একদিন ঠিক আপনার জন্য আফসোস করবে।যখন দেখবে আপনার মতো করে আর কেউ একতরফা স্যাক্রিফাইজ করে না,করতে চায় না।

জীবন একটাই,আর এ জীবন কেউ রঙ্গিন করে সাজিয়ে দিবে না বরং নিজেকেই সাজাতে হবে।ভুল মানুষকে আঁকড়ে ধরে সারাজীবন মানসিক যন্ত্রণা পেয়ে তীলে তীলে মরে যাওয়ার থেকে,সঠিক সময়ে তার কাছ থেকে সরে আসাই উত্তম!জীবনকে সহজ করতে জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে ফেলুন,দেখবেন জীবন কত সুন্দর! 🖤

MMood Off Ariyan \-OMood Off Ariyan \-AMood Off Ariyan \-\Mood Off Ariyan \-Mood Off Ariyan \-🖤

08/06/2022

সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের ছবিতে।
অন্য কেউ Love react দিলে সহ্য করা যায়না। 😅

07/06/2022

- কেমন আছি? এটা একমাত্র আল্লাহ্ ছাড়া😐

- দুনিয়ার আর কারো বুঝার ক্ষমতা নেই.!😢😓

31/05/2022

সেক্রিসাইজ করলাম 🐸

23/05/2022

কিছুই তো হলো না 🙂

অনেক কথা ছিলো আমাদের?তাই না?অনেক প্রতিশ্রুতিও তো ছিলো?তাই না?একসাথে শরৎের সন্ধ্যায় হারিয়ে যাওয়া হলো কই?ঘোর বর্ষায় এক কাপে দুজনার চা খাওয়া হলো কই?কাক ডাকা ভোরে আধোঘুম চোখে তোমায় নিয়ে ঘুরতে যাওয়া হলো কই?কুয়াশাচ্ছন্ন শীতের সকালে নগ্ন পায়ে শিশির ভেজা ঘাসে তোমার হাত ধরে হাটা হলো কই?সত্যি বলতে কি আমাদের ভালবাসাটা হলো কই?ভালবাসা না হয় না ই হলো বোঝাপড়াটা হলো কই? 😢

Address

Dhaka
Muktagachha
UTTORA

Telephone

+8801849139066

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mood Off Ariyan \- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mood Off Ariyan \-:

Videos

Share

Category


Other Video Creators in Muktagachha

Show All

You may also like