Mohammad Alamin Amini

Mohammad Alamin Amini পরিবর্তন অথবা মৃত্যু হঠাৎ করে হবে।
চিন্তার কিছু নেই,
আলহামদুলিল্লাহ 🌺

12/01/2024

দুনিয়ার সুখঃ
১. মা-বাবা। ২.নেক স্বামী। ৩. নেক বিবি। ৪. নেক ছেলে মেয়ে।

আখেরাতের সুখঃ
১. ইলম। ২. পরহেজগারী। ৩. সদকা। ৪. নেক আমল।

শরীরের সুখঃ
১. কম খাওয়া। ২. কম ঘুমানো। ৩. কম কথা বলা। ৪. কম হাসা।

মনের সুখঃ
১. সবর। ২. জিকির ও তাসবীহ পাঠ করা। ৩. আল্লাহর শোকর আদায় করা। ৪. ভাবগাম্ভির্য থাকা।

ঈমানের স্বার্থকতাঃ
১. লজ্জা। ২. পাক পবিত্র থাকা। ৩. সত্যের সাথে থাকা। ৪. ইনসাফ করা।

যেসব কথায় আল্লাহ নারাজ হনঃ
১. পারস্পরিক সম্পর্ক ছিন্ন করা।
২. মা বাপের উপর কথা বলা।
৩. স্বামী অবাধ্য হওয়া এবং স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করা। স্বামীর সাথে রাগ করে কথা না বলা, স্বামীর ভাল আদেশ মেনে না চলা।
৪. কারো সাথে প্র*তার*ণা, ছ*ল*না এবং মোনাফেকি করা।
৫. আজানের সময় কথা বলা আর কাজ করা।
৬. নামাজের পর দোয়া না করা।
৭. দাঁড়িয়ে পানি পান করা।
৮. গা*লা*গা*লি করা।
৯. হিং*সা রাখা।
১০. ঘরে মেহমান দেখে নারাজ হওয়া।
১১. চিরন্তন সত্যকে মিথ্যা প্রচার করা।
১২. ইসলামি শরীয়াহ অস্বীকার করা।
১৩. কারো সাথে তিন দিনের বেশী কথা বলা বন্ধ রাখা।
১৪. ওয়াক্ত মত সালাত আদায় না করা।

উপকারী কয়েকটি কথাঃ
→যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো। যদি মুখের ঔজ্জ্বলতা বৃদ্ধি করতে চাও তাহলে নিয়মিত তাহাজ্জুদ পড়ো।
→যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও তাহলে , কুরআন তেলাওয়াত করো।
→যদি শরীর সুস্থ পেতে চাও তাহলে , রোজা রাখো।
→যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে , ইস্তেগফার পড়ো।
→যদি ঘরে বরকত চাও তাহলে দুরুদ শরিফ পড়ো।
→যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে , লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
→যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে , দোয়া করো।

আল্লাহ পাক আমাদেরকে ভালো থাকার ও ভালো কাজের তওফীক দান করুন, (আমিন🤲)

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
25/12/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

21/10/2023
20/10/2023

পাপের প্রতিক্রিয়া দেখতে না পেয়ে ধোঁকা খাবেন না। ৪০ বছর পর হলেও আপনি এর প্রতিক্রিয়া পাবেন।
(ইবনুল কায়্যিম, আল জাওয়াবুল কাফি, ১৩০)

18/09/2023

আল্লাহ ﷻ সূরা ইনশিরাহ-তে বলেছেন:
“ফা ইন্না মা’আল ‘উসরি ইউসরান, ইন্না মা’আল ‘উসরি ইউসরা”
অর্থ: অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে।
(আল-কুরআন ৯৪:৫-৬)

এখানে কয়েকটা ব্যাপার লক্ষণীয়:
১। আল্লাহ ﷻ কিন্তু বলেননি কষ্টের পরে স্বস্তি আছে, আল্লাহ ﷻ বলেছেন কষ্টের সাথেই স্বস্তি আছে। প্রতিটা কষ্টই আসলে আমাদের জন্য স্বস্তি, কষ্টের মূহুর্তটা ইটসেলফ আমাদের জন্য স্বস্তি। কারণ, কষ্টের ঐ মুহুর্তগুলিতে যদি ধৈর্য্য ধরতে পারি, তাহলে সেই কষ্টের বিনিময়ে আল্লাহ ﷻ আমাদের গুনাহ মাফ করে দিবেন।
২। কষ্টটাই স্বস্তি, কারণ আমাদের জীবনের সবচেয়ে ভালো পরিবর্তনগুলো, সবচেয়ে বড় পরিবর্তনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি আমরা শিখি কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে। তাই, কষ্ট আর স্বস্তি যেন একে অপরের সমার্থক।
৩। কষ্টটা স্বস্তি হওয়া মানে এই না যে কষ্টের মূহুর্ত কখনো শেষ হবে না, বরং তা শেষ হবে এবং তখন আমরা রিলিভড্ (স্বস্তি) ফিল করব। ৫ নং আয়াতের স্বস্তি যদি হয় কষ্টের সময়কার স্বস্তি, ৬ নং আয়াতের স্বস্তি হলো কষ্ট মুক্তির পরের স্বস্তি।
৪। ৬ নং আয়াতে আল্লাহ কষ্টের পরে (বা’দ) স্বস্তি আছে না বলে কষ্টের সাথে (মা’আ) স্বস্তি আছে বললেন কেন? কারণ, পরকালের অনন্ত-অসীম জীবনের কাছে ইহকালের কষ্টের দিনগুলি এতই ক্ষণিকের যে, তখন চিন্তা করলে মনে হবে – পৃথিবীতে যতদিন ছিলাম, কষ্টের সাথে সাথেই তো স্বস্তি ছিল!

13/09/2023

12-9-2023 After Magrib, Mongolbar, Baitul Haq Jame Masjid, Dhalkanagar, Dhaka

শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন,

এক সাহাবী রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ! দুনিয়া আমাকে একদমই বাদ দিয়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। মানে টাকা-পয়সা কিছু নাই। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম বললেন যে, যেই দোআর বরকতে আসমান-জমিনের সব মাখলুক খায়, সব মাখলুক চলে সেই দোআ কই, আর তুমি কই? সেটা তুমি করো। ফজরের ওয়াক্ত যখন হয় সেই থেকে সূর্য উদয়ের সময় মাঝখানে এটা ১০০ বার পড়বে। আল্লাহপাক রিজিকে খুব বরকত দেবেন। দোআ হলো,
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ، وَبِحَمْدِهِ اسْتَغْفِرِ اللَّهَ
বেশ কিছুদিন পর ঐ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে যে আমল বলছিলেন ঐ আমলটা আমি করেছি। আল্লাহপাক আমাকে এত দিয়েছেন যে, আমি খেয়েও কুলাতে পারি না, দিয়েও কুলাতে পারি না।

একটা আমল যত্নের সাথে করতে থাকা চাই। দুই-চার-দশ দিন, এক মাস করেই পেরেশান হওয়া, অস্থির হওয়া এমনটা না করা চাই।

13/09/2023

ব্রেকিং নিউজ
বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার। হাইকোর্ট
আলহামদুলিল্লাহ।

11/09/2023

একজন মুমিনের হৃদয়ে ৪ জন নারী থাকেন!

• মা
• স্ত্রী
• বোন
• মেয়ে

প্রথম জন সন্তুষ্ট থাকলে আল্লাহ্ সন্তুষ্ট হন।

দ্বিতীয় জনকে সম্মান ও সদাচরণ করা রাসূলের (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ওসিয়ত।

তৃতীয় জনের সাথে সুসম্পর্ক জীবন ও রিযিকে বরকত আনে।

চতুর্থ জনকে ভালোভাবে লালন-পালন জান্নাতের গ্যারান্টি।

- শাইখ আহমাদুল্লাহ্ (হাফি.)

26/08/2023

স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে!

আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষ ও ধ্বং'স হয়ে যায়!
Mohammad Alamin Amini

25/08/2023

যার যেটা প্রাপ্য, তাকে সে পরিমাণ দিয়ে দেয়া উচিত l রোজ হাশরে আপনাদেরকে জবাবদিহির জন্য দাঁড়াতে হবে l

23/08/2023

রিযিকের পেরেশানি যদি মনকে আচ্ছন্ন করে ফেলে, আকাশের পাখির দিকে তাকাবেন। তারা জানে না কোথায় গেলে তাদের খাবার মিলবে, তারা শুধু জানে— ছুটতে হবে আল্লাহর ওপর ভরসা করে। আপনিও ছুটুন আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে৷ রিযিক যে মিলবে সেটা শতভাগ নিশ্চিত৷

[আরিফ আজাদ]

28/07/2023

জীবনে ভালো মানুষের খোঁজে না থেকে তুমি নিজেই ভালো হয়ে যাও, হয়তো কারো খোঁজ পূরণ হয়ে যাবে।

- জুনায়েদ জামশেদ রহ.

27/07/2023

হারাম কাজ করলে কষ্ট পেতেই হবে। কারণ যে কাজটা আল্লাহ পছন্দ করেন না সেখানে আমাদের সুখ জিনিসটা আশা করাটা বোকামি !
আল্লাহ

03/07/2023

- জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে.!🖤

- স্বপ্ন গুলো পড়ে আছে অপূর্ণতা'র খেয়ালে.!😊🥀

03/07/2023

২০১৯ এর
পর থেকে মনে আর শান্তি নেই।
অদৃশ্য বুলেট

23/06/2023

কখনো কখনো গুরুত্ব বোঝানোর
জন্য দূরত্বের প্রয়োজন হয়🥹

21/06/2023

পরীক্ষার খাতা বাদে আর কোথাও মতামতের গুরুত্ব পাইনি!🙂
অদৃশ্য বুলেট

21/06/2023

সফল মানুষেরা বেকার অবস্থায় বিয়ে করে🌺

অদৃশ্য বুলেট

21/06/2023

নিজে খুজতে যেওনা
নিজের প্রিয়জন
হবে সে তোমার
হয়ে যাবে তুমি তার প্রয়োজন

Jannat - জান্নাত جَنَّت

28/05/2023

মা মা মা
বাবা

28/05/2023

দোয়া কবুল হবেই 🤲🏻

'যদি কোন ব্যক্তি নিম্নোক্ত দোয়াটি * ৩ বার পাঠ করে! তখন আল্লাহ তায়ালা বলতে থাকেন। হে বান্দা,তুমি যা খুশি প্রাণ খুলে চাও! আমি তোমাকে তাই দান করবো!
দোয়াটি হলো

"ইয়া আরহামার রাহিমিন" 💗

(হে সকল দয়ালুর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু )
(মুস্তাদরাক হাকিমঃ ১৯৯৬)

🥹
28/05/2023

🥹

Address

Mujib City

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Alamin Amini posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Alamin Amini:

Videos

Share

Nearby media companies