12/01/2024
দুনিয়ার সুখঃ
১. মা-বাবা। ২.নেক স্বামী। ৩. নেক বিবি। ৪. নেক ছেলে মেয়ে।
আখেরাতের সুখঃ
১. ইলম। ২. পরহেজগারী। ৩. সদকা। ৪. নেক আমল।
শরীরের সুখঃ
১. কম খাওয়া। ২. কম ঘুমানো। ৩. কম কথা বলা। ৪. কম হাসা।
মনের সুখঃ
১. সবর। ২. জিকির ও তাসবীহ পাঠ করা। ৩. আল্লাহর শোকর আদায় করা। ৪. ভাবগাম্ভির্য থাকা।
ঈমানের স্বার্থকতাঃ
১. লজ্জা। ২. পাক পবিত্র থাকা। ৩. সত্যের সাথে থাকা। ৪. ইনসাফ করা।
যেসব কথায় আল্লাহ নারাজ হনঃ
১. পারস্পরিক সম্পর্ক ছিন্ন করা।
২. মা বাপের উপর কথা বলা।
৩. স্বামী অবাধ্য হওয়া এবং স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করা। স্বামীর সাথে রাগ করে কথা না বলা, স্বামীর ভাল আদেশ মেনে না চলা।
৪. কারো সাথে প্র*তার*ণা, ছ*ল*না এবং মোনাফেকি করা।
৫. আজানের সময় কথা বলা আর কাজ করা।
৬. নামাজের পর দোয়া না করা।
৭. দাঁড়িয়ে পানি পান করা।
৮. গা*লা*গা*লি করা।
৯. হিং*সা রাখা।
১০. ঘরে মেহমান দেখে নারাজ হওয়া।
১১. চিরন্তন সত্যকে মিথ্যা প্রচার করা।
১২. ইসলামি শরীয়াহ অস্বীকার করা।
১৩. কারো সাথে তিন দিনের বেশী কথা বলা বন্ধ রাখা।
১৪. ওয়াক্ত মত সালাত আদায় না করা।
উপকারী কয়েকটি কথাঃ
→যদি খুশি পেতে চাও তাহলে সময়ে ইবাদত করো। যদি মুখের ঔজ্জ্বলতা বৃদ্ধি করতে চাও তাহলে নিয়মিত তাহাজ্জুদ পড়ো।
→যদি হৃদয়ে প্রশান্তি পেতে চাও তাহলে , কুরআন তেলাওয়াত করো।
→যদি শরীর সুস্থ পেতে চাও তাহলে , রোজা রাখো।
→যদি মুসিবত থেকে বাঁচতে চাও তাহলে , ইস্তেগফার পড়ো।
→যদি ঘরে বরকত চাও তাহলে দুরুদ শরিফ পড়ো।
→যদি সব মুশকিল শেষ করতে চাও তাহলে , লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো।
→যদি দুঃখ থেকে নাজাত পেতে চাও তাহলে , দোয়া করো।
আল্লাহ পাক আমাদেরকে ভালো থাকার ও ভালো কাজের তওফীক দান করুন, (আমিন🤲)