পয়গাম প্রকাশন

পয়গাম প্রকাশন Official page of paigam prokashon.
(2)

বাংলা ভাষায় সৃজনশীল বইয়ের চাহিদা দিনদিন বাড়ছে। নতুন প্রজন্মের একটি অংশ ভার্চুয়াল দুনিয়ার মায়াবী হাতছানিতে বইবিমুখ হলেও তরুনদের বড় একটি অংশের আগ্রহ এখনো বইয়ের পাতায়, বইয়ের মাঝেই খুঁজে পায় জ্ঞান ও আত্মার খোরাক। বিশেষত ইসলামি অনুশাসন, আচার-বিচার ও আত্মোন্নয়নমূলক বইয়ের চাহিদা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি।

ইসলামি ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তরুণদের আগ্রহ সম্ভাবনার নতুন দিগন

্ত উন্মোচন করছে। ডিজিটাল মার্কেটিং, দ্রুততর ডেলিভারি সার্ভিস ও পুস্তকবাণিজ্যের নবতর কৌশল রেনেসাঁর সূচনা করেছে বললেও বেশি বলা হবে না। অতীতের তুলনায় অনেক বেশি পরিমাণে ইসলামি বই প্রকাশ হচ্ছে। প্রকাশ পাচ্ছে অনেক ভালো মানের বই।

তরুন প্রজন্মের মধ্যে বই প্রকাশ, বই বিপণন ও বইয়ের প্রচার-প্রসারের যে উদগ্র বাসনা পরিলক্ষিত হচ্ছে, এই আগ্রহ যদি ধরে রাখা যায়, সঠিক পন্থায় পরিচর্যা হয়, পাঠকের হাতে যদি তুলে দেয়া যায় দুনিয়া ও আখেরাতের সাফল্যের কিছু পাথেয়, তাহলে খুব সহজেই গড়ে উঠবে একটি ধর্মভীরু শিক্ষিত প্রজন্ম, প্রতিষ্ঠিত হবে শান্তিময় সমাজ।

সেই মহান লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আমরাও ভুমিকা রাখতে চাই। গড়তে চাই সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ইনসাফ ভিত্তিক সমাজ। স্বপ্ন দেখি এমন একটি শিক্ষিত প্রজন্মের যারা প্রযুক্তির মোহময় রাজ্যে থেকেও খুজেঁ নিবে সৃষ্টিকর্তার ঠিকানা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই একদল বিদগ্ধ আলেম, লেখক, গবেষক, সম্পাদক ও কলাকুশলীকে সঙ্গে নিয়ে আত্মপ্রকাশ করছে পয়গাম প্রকাশন।

সাবলীল ও রুচিশীল প্রকাশনার মান বজায় রেখেই আমরা বই প্রকাশ করতে চাই। ঈমান, আমল, মুআমালা, মুআশারা, ফিকহি গবেষণা, সিরাত, আকাইদ, ইতিহাস, জীবনচরিত, আন্দোলন-সংগ্রাম, ইসলমি দর্শন, শিশুতোষসহ সব ধরনের বই প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মহান রাব্বুল আলামিনের মেহেরবানি ও লেখক, পাঠক ও শুভাকাঙ্খীদের দোয়ায় আমরা পথ চলতে চাই। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন।

23/09/2023
বইটির লেখক ও সম্পাদক কারাগারে বন্দী। ভাগিনা মাওলানা এহসানুল হক ও মামা মাওলানা মামুনুল এক সফরে আল্লামা জুনায়েদ বাবুনগরী র...
17/09/2021

বইটির লেখক ও সম্পাদক কারাগারে বন্দী। ভাগিনা মাওলানা এহসানুল হক ও মামা মাওলানা মামুনুল এক সফরে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর সাক্ষাতে মিলিত হন। মাওলানা এহসানুল হকের হাত থেকে শাইখুল হাদীস রহ. জীবনীগ্রন্থ 'বরেণ্যদের চোখে শাইখুল হাদীস' হাদিয়া হিসেবে কবুল করেন। বাবুনগরী রহ. ইন্তেকাল করেছেন, লেখক মাওলানা এহসানুল হক ও সম্পাদক মাওলানা মামুনুল হক কারাবন্দী। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। কারাবন্দী হজরতদের দ্রুত ফিরিয়ে দিন। আমিন।

#বইটির মুদ্রিত মূল্য ৬২০ টাকা। ৫০% ছাড়ে ৩১০ টাকায় সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকে।

‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ বইয়ে চৌদ্দ জন এমন বুজুর্গের সাক্ষাৎকার এসেছে, যারা আজ আর আমাদের মধ্যে নেই।  আল্লাহর ডাকে স...
22/02/2021

‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ বইয়ে চৌদ্দ জন এমন বুজুর্গের সাক্ষাৎকার এসেছে, যারা আজ আর আমাদের মধ্যে নেই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা সবাই চলে গেছেন আখেরাতের সফরে।

তারা হলেন:
১. আল্লামা মুহিউদ্দিন খান রহ.
২. আল্লামা আহমদ শফী রহ.
৩. আল্লামা আশরাফ আলি রহ.
৪. আল্লামা আব্দুল জাব্বার জানাবাদি রহ.
৫. আল্লামা নেজামুদ্দিন রহ.
৬. আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ.
৭. আল্লামা আব্দুল লতিফ নেজামী রহ.
৮. আল্লামা নুর হুসাইন কাসেমি রহ.
৯. আল্লামা ফজলুল হক আমিনি রহ.
১০. আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহ.
১১. আল্লামা মোস্তফা আজাদ রহ.
১২. আল্লামা আব্দুস সামাদ ফরিদি রহ.
১৩. শাইখুল হাদীস রহ. এর সহধর্মিণী
১৪. প্রফেসর মো. নূরুল হক মিয়া রহ.

উল্লিখিত গুণীজনের প্রত্যেকেই জীবদ্দশায় ছিলেন, যার যার জায়গায় আলো ছড়ানো ব্যক্তিত্ব। তাদের সবার জীবন আমাদের জন্য অনুসরণীয়। বিশেষত শাইখুল হাদীস রহ. সম্পর্কে তাদের মূল্যবান মতামত জানতে Ehsanul Haque বিরচিত পয়গাম প্রকাশন প্রকাশিত ‘বরেণ্যদের শাইখুল হাদীস’ বইটি আজই সংগ্রহ করুন ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন, 01911970628

20/02/2021

‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ বইয়ের লেখক মাওলানা এহসানুল হকের পিতা ঢাকা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর নূরল হক মিয়ার জানাজা রাহমানিয়া সাত মসজিদে বাদ এশা ০৮:০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।

আপনাদের সবার উপস্থিতি ও দুআ কাম্য।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ এখন ব্রাহ্মণবাড়িয়ার কিতাব মেলায়! পাওয়া যাচ্ছে, কালান্ততের স্টলে। আপনার কপিটি আজই সংগ্রহ কর...
17/02/2021

‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ এখন ব্রাহ্মণবাড়িয়ার কিতাব মেলায়! পাওয়া যাচ্ছে, কালান্ততের স্টলে। আপনার কপিটি আজই সংগ্রহ করুন!

আলহামদুলিল্লাহ, পয়গাম প্রকাশনের প্রথম বই ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ ইতিমধ্যেই সহস্রাধিক কপি পাঠকের হাতে চলে গিয়েছে।  ...
17/02/2021

আলহামদুলিল্লাহ, পয়গাম প্রকাশনের প্রথম বই ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ ইতিমধ্যেই সহস্রাধিক কপি পাঠকের হাতে চলে গিয়েছে। প্রথম বইয়ে আপনাদের অভাবনীয় সাড়ায় আমরা রীতিমতো অভিভূত।

আশা করি অনেকে বইটি পড়ে শেষও করে ফেলেছেন। আমাদের সাথে বই সংক্রান্ত যে কোনো অনুভূতি আপনারা শেয়ার করতে পারেন। আপনাদের রিভিউ বা অভিজ্ঞতা অন্যরাও বই পাঠে উদ্বুদ্ধ হবেন, ইনশাআল্লাহ...

হুজুরের সাথে আমার পরিচয় স্বাধীনতার আগে থেকে। তবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া প্রতিষ্ঠার পর হুজুর যখন সাধারণ সম্পাদক হলেন, ...
14/02/2021

হুজুরের সাথে আমার পরিচয় স্বাধীনতার আগে থেকে। তবে বেফাকুল মাদারিসিল আরাবিয়া প্রতিষ্ঠার পর হুজুর যখন সাধারণ সম্পাদক হলেন, তখন থেকে হুজুরের কাছাকাছি আসার সুযোগ হয়। ১৯৭৮ সালে শায়েস্তাখান হলে দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে একটা সম্মেলন হয়েছিল। সম্মেলনে খতিব উবায়দুল হক, শাইখুল হাদীস, আব্দুল করিম শাইখে কৌরিয়া মাদানি খলিফা মাওলানা দেলোয়ার সাহেবসহ আরও অনেক নেতৃস্থানীয় উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সেই সম্মেলনেই বেফাক গঠন করা হয়। সভাপতি করা হয় পটিয়া মাদরাসার হাজি ইউনুস সাহেবকে আরও কয়েক জনকে সহ-সভাপতি করা হয়। আর শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. কে সেক্রেটারি করা হয়। তখন তিনি লালবাগ মাদরাসার শিক্ষক। আর আমাকে করা হয় নাজেমে ইমতেহান। মাওলানা আব্দুল জব্বার সাহেব ছিলেন অফিস সেক্রেটারি। তিনিও প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন।

তখন থেকেই হুজুরের কাছাকাছি আসার সুযোগ হয়। বিভিন্ন মিটিঙে, শুরা, আমেলা, ইমতেহান কমিটির বৈঠক এগুলোতে হুজুরের সাথে দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো। হুজুরের একটা বৈশিষ্ট্য ছিল কোনো কথাই লম্বা করতেন না। মিটিঙে যা এজেন্ডা থাকত তা যত তাড়াতাড়ি শেষ করা যায়। অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করা তিনি পছন্দ করতেন না। আমি তখন নাজেমে ইমতেহান। তিনি পরীক্ষার আগে ফরিদাবাদ গিয়ে খোঁজ-খবর নিতেন। কাজ কত দূর হয়েছে দেখতেন।

হুজুরের জীবনটা ছিল ‘মিন হুসনে ইসলামিল মারয়ি তারকুহু মালা ইয়ানি’ বাস্তবরূপ। অনর্থক কথা না বলা এবং অনর্থক কাজ না করা এটা হুজুরের জীবনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সময়ের সদ্ব্যবহার করতেন তিনি। এইজন্যই এতগুলো মাদরাসায় দরস দেওয়া, সারা দেশে ওয়াজ-মাহফিল করা, ইসলামি আন্দোলন করা, বুখারির অনুবাদ করা একজনের পক্ষে সম্ভব হয়েছে। -আল্লামা আশরাফ আলি রহ.

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.
লেখক: মাওলানা এহসানুল হক (Ehsanul Haque)
প্রকাশনায়: পয়গাম প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা
বিক্রয় মূল্য: ৩১০ টাকা
সারা দেশে কুরিয়ার চার্জ ‍ফ্রি!
আপনার কপিটির জন্য আজই যোগাযোগ করুন: 01911970628

‘সিয়াসাতের ব্যাপারে ইমাম গাজালি রহ. বলেছেন, ‘দ্বীন ও রাষ্ট্র জমজ বাচ্চার মতো একটা আরেকটা থেকে পৃথক হয় না।’ আমিও এটা বিশ্...
07/02/2021

‘সিয়াসাতের ব্যাপারে ইমাম গাজালি রহ. বলেছেন, ‘দ্বীন ও রাষ্ট্র জমজ বাচ্চার মতো একটা আরেকটা থেকে পৃথক হয় না।’ আমিও এটা বিশ্বাস করি। ইসলাম ও রাজনীতি একটা আরেকটার বিরোধী নয়; সহযোগী। সচেতন আলেমদের অনেকেই সিয়াসাতের লাইনে যে সময় ব্যয় করেছেন। এটাও ইসলামের এক বড় খেদমত। বাংলাদেশে এই ময়দানে যারা কাজ করেছেন,তাদের মধ্যে বিশেষভাবে কয়েকজনের নাম উল্লেখযোগ্য। যেমন মাওলানা আতহার আলি রহ. আমাদের চট্টগ্রামের খতিবে আজম. জীবনের শেষ দিকে হজরত হাফেজ্জি হুজুর রহ.। ইসলামি রাজনীতির ময়দানে খেদমতের দিক থেকে শাইখুল হাদীস রহ. তাদের কাতারেরই ছিলেন।

শাইখুল হাদীস রাহিমাহুল্লাহুর ব্যাপারে আমার খুব বড় একটা মুগ্ধতার বিষয় হলো, তিনি দুই ক্ষেত্রেই কাজ করেছেন। একদিকে ইলমি খেদমত, অন্যদিকে আবার রদ্দে বাতিলও করেছেন। বিশেষত বাবরি মসজিদের লংমার্চটা আমাকে খুবই আন্দোলিত করেছে। তাদের অনুসারী হিসাবে আমরাও ৬ই এপ্রিল লংমার্চ করলাম। ওই সময় সাংবাদিকেরা আমাকে প্রশ্ন করেছে, ‘লংমার্চ তো কার্ল মাক্সের আদর্শ। এটা আপনারা কেনো করছেন? আমি বললাম, ‘এটা কার্ল মাক্সের আদর্শ এটা আপনাদের কে বললো? এটা আমাদের নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বহু দূর-দূরান্ত গিয়েছেন। পায়ে হেঁটে গিয়েছেন তো লংমার্চই তো করেছেন নাকি!’ —শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস
লেখক: মাওলানা এহসানুল হক (Ehsanul Haque)
প্রকাশনায়: পয়গাম প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা মাত্র
৫০% ছাড়ে বিক্রয় মূল্য: ৩১০ টাকা মাত্র
সারাদেশে ফ্রি ডেলিভারি!

আপনার কপিটির জন্য আজই যোগাযোগ করুন 01675364337 নম্বরে...

‘একবার ঈদের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হলো। সরকার বলল আগামী কাল ঈদ। সদর সাহেব এবং শাইখুল হাদীস রহ বললেন, না; আগামী কাল ঈ...
04/02/2021

‘একবার ঈদের চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হলো। সরকার বলল আগামী কাল ঈদ। সদর সাহেব এবং শাইখুল হাদীস রহ বললেন, না; আগামী কাল ঈদ হবে না। আমার স্পষ্ট মনে আছে, আমি তখন ঢাকা আলিয়ার হোস্টেলে থাকি। শাইখুল হাদীস রহ আমাকে ডেকে হুকুম করলেন, মসজিদে মসজিদে গিয়ে বলার জন্য যে, আগামী কাল ঈদ হবে না। তখন আমি এবং মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব বিভিন্ন মসজিদে গিয়ে ঘোষণা করলাম যে, আগামী কাল ঈদ হবে না। সবাই রোজা রাখবেন। মানুষের মধ্যে বেশ প্রভাব পড়ল। পরদিন কেউই ঈদ করেনি। জাতীয় ঈদগাতে নামাজ পড়ানোর জন্য লোকই পাওয়া যায়নি। অবশেষে কোনো রকম এক লোককে ধরে নামাজের ব্যবস্থা করা হয়েছে। সদর সাহেব এবং শাইখুল হাদীস রহ সহ আমরা পরের দিন ঈদ করলাম। ঈদের আমরা ঈদ উপলক্ষে একটা মিছিলও বের করেছিলাম।
এর কিছুদিন পরে মাওলানা আকরাম খাঁ তার তফসিরে জীনকে অস্বীকার করে বসেন। যা কুরআন হাদীসের স্পষ্ট লঙ্ঘন। কোনোভাবেই তিনি তার মত থেকে ফিরে আসছিলেন না। তখন শাইখুল হাদীস রহ তার প্রতিবাদে লিফলেট প্রকাশ করে চ্যালেঞ্জ করে বলেন যে, মাওলানা আকরাম খাঁ যদি তার এই মত থেকে ফিরে না আসে তা হলে তার ঈমান থাকবে না। তখন ওই সময়েই আইয়ুব খানের কোনো এক ইসলামবিরোধী কাজের ব্যাপারে একটা জরুরি পরামর্শ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠক ছিল আজাদ অফিসে। বৈঠকে সদর সাহেব, শাইখুল হাদীস রহ সহ আমরা ছিলাম। সেই বৈঠকে মাওলানা আকরাম খাঁও ছিলেন। বৈঠকের এক পর্যাায়ে মাগরিবের আজান হয়ে গেল। সবাই যখন নামাজের জন্য উঠতে যাবেন। এমন সময় মাওলানা আখরাম খাঁ বললেন, কেউ বাইরে যাবেন না। আমরা নামাজ এখানেই পড়ব। সবাই কাতারবন্দি হলো। কে ইমামতি করবেন। একজন আরেকজনের দিকে তাকায়। তখন আকরাম খাঁ বললেন, মাওলানা আজিজুল হক নামাজ পড়াবেন। নামাজের পর আকরাম খাঁ বললেন, কেয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করেন, ‘আমার ঈমান আছে কি না?’ তাহলে আমি মাওলানা আজিজুল হককে স্বাক্ষী মানব। বলব আমি মাওলানা আজিজুল হকের পেছনে নামাজ পড়েছি।’ -মাওলানা মুহিউদ্দিন খান রহ.

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.
লেখক: মাওলানা এহসানুল হক(Ehsanul Haque)
প্রকাশনায়: পয়গাম প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা
বিক্রয় মূল্য: ৩১০ টাকা
কুরিয়ার চার্জ ফ্রি!

আপনার কপিটির আজই যোগাযোগ করুন, 01911970628

আমার সৌভাগ্যই বলতে হয় যে, হেদায়াতুন্নাহু থেকে মিশকাত পর্যমন্ত অনেক কিতাবই হুজুরের কাছে পড়েছি।  মেশকাত শরিফ ও ইবনে মাজাহ ...
01/02/2021

আমার সৌভাগ্যই বলতে হয় যে, হেদায়াতুন্নাহু থেকে মিশকাত পর্যমন্ত অনেক কিতাবই হুজুরের কাছে পড়েছি। মেশকাত শরিফ ও ইবনে মাজাহ হুজুরের কাছে পড়েছি। যদিও বুখারি শরিফ হুজুরের কাছে পড়ার সৌভাগ্য হয়নি। তথাপি হাদীসের উল্লেখিত দুই কিতাব পড়ার মাধ্যমেই তার দরসের মাহাত্ম্য এবং গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। সবচেয়ে বড় কথা হলো কিতাবি এবং দরসি জ্ঞান ছাড়াও সব বিষয়েই আমি হজরত শাইখুল হাদীস রহ থেকে দিকনির্দেশনা নিয়েছি। হুজুরের ইলমি যোগ্যতা ও জ্ঞানের গভীরতা তার সাহচর্যস নেওয়া ছাড়া কারও পক্ষে তা অনুমান করা সম্ভব নয়। তিনি মূলত ছিলেন জ্ঞানের সাগর। যে কোনো কঠিন বিষয়কেও তিনি এত সহজভাবে উত্থাপন করতে পারতেন, যা কল্পনার বাইরের বিষয়।

একটি ঘটনা মনে আছে, হেদায়াতুন্নাহু কিতাবে ‘আম্মাল মুকাদ্দামাতু ফাফিল মাবাদি’ এই ইবারতের সারবস্তু আমার বুঝে আসছিল না। অনেক শরাহ-শরুহাত ঘেঁটেও মাথায় ঢুকছিল না। বিষয়টি হুজুরের কাছে উত্থাপন করলে হুজুর হাসি দিয়ে বললেন, ‘মনে করো একটি লাকড়ির বোঝা একটি রশি দিয়ে বাঁধা। বাঁধা অবস্থায় বোঝাটি জিনিস আবার বাঁধন খুলে ফেললে প্রতিটি লাকড়ি আলাদা জিনিসি। তো মাকাদ্দামা হলো রশি দিয়ে বাঁধা বোঝাটি, আর মাবাদি হলো লাকড়িগুলো।’ এধরনের অনেক মাসআলাকে তিনি এমন সুন্দরভাবে উপস্থাপন করতেন যে পুরো বিষয়টি একদম ঝলমলে উজ্জ্বল হয়ে উঠত। -আল্লামা ফজলুল হক আমিনি রহ.

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.
লেখক: মাওলানা এহসানুল হক (Ehsanul Haque)
প্রকাশনায়: পয়গাম প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা
বিক্রয় মূল্য: ৩১০ টাকা

আপনার কপিটির জন্য আজই যোগাযোগ করুন, 01911970628 নম্বরে।

মানব ইতিহাসের এ এক মানিত সত্য -এই মাটির পৃথিবীতে কিছু মানুষ জন্মায় অলংকার হয়ে।  তারা অলংকার সময়ের, সমাজের এবং ইতিহাসের। ...
29/01/2021

মানব ইতিহাসের এ এক মানিত সত্য -এই মাটির পৃথিবীতে কিছু মানুষ জন্মায় অলংকার হয়ে। তারা অলংকার সময়ের, সমাজের এবং ইতিহাসের। ক্ষণজন্মা এইসব মানুষের পদরেখা ধরেই ইতিহাস এগিয়ে যায়। তাদের জীবন পাথরে খোদাই করা সাফল্যের চিরন্তন মন্ত্রের মতো। নতুন প্রজন্ম স্বপ্নের হীরকচূড়া স্পর্শ করতে বরাবর খুঁজে ফিরে ওই চূড়াজয়ী মহান বিজয়ীদের। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. সাফল্যের চূড়াজয়ী এক অনন্য উপমা। তিনি আমাদের বর্ণিল বর্ণাঢ্য ইতিহাসের এক মহতি স্তম্ভ। তার আলোচনা তাকে বাঁচিয়ে রাখবার জন্যে নয়। তাকে বলতে হয়, লিখতে হয়, ভাবতে হয়-সে আমাদের স্বার্থে।

একজন বড় মানুষকে জানবার জন্যে একদা প্রধান আশ্রয় ছিল জীবনী ও আত্মজীবনী। সাক্ষাৎকার এ ধারার আধুনিক ও সবচে মনোহর দর্পণ। বক্ষমাণগ্রন্থখানি একটি সাক্ষাৎকারভিত্তিক জীবনী। বহুজনের বহুনয়নের বহু পর্যবেক্ষণের বহুভাবনার বহুস্বপ্নের বহুপ্রান্তির নির্যাসিত ও শূষিত রসে নির্মিত এই পীযুষকাব্য। সাধারণ একজন মানুষকে যত কোণ থেকে যতভাবে দেখা যায়, ভাবা যায়- তার সবটাই স্থান পেয়েছে এই গ্রন্থে। একজন বরিত বড় মানুষ- তার বড় দৃষ্টির কল্যানে তার জীবনের অনেক অমূল্য অধ্যায় তুচ্ছ বলে উপেক্ষিত হয়। গুণতৃষার্ত শিষ্য ভক্ত কিংবা সতর্ক সন্তানের চোখে তা ধরা পড়ে দীপক মোম হয়ে। ধরা পড়ে আদর্শের সহযাত্রী এবং সহকর্মীর চোখেও। সুখের কথা, এই গ্রন্থে ওই সকল চোখের চুম্বক সঞ্চয়গুলো স্থান পেয়েছে পরম যত্নে। এই বিচারে এটি আসামান্য জীবনীগ্রন্থ।

এই গ্রন্থের একটি অসামান্য গুরুত্বের জায়গা হলো সাক্ষাৎকার-গ্রহীতা মাওলানা মুহাম্মদ এহসানুল হক। তিনি একই সঙ্গে আলেম লেখক আবার হযরত শাইখুল হাদীস রহ. এর নাতি। ফলে হযরত শাইখুল হাদীস রহ.-কে জানবার সকল জায়গায় টোকা দেওয়া তার পক্ষে সম্ভব হয়েছে। শাইখুল ইসলাম হযরত মাদানী রহ. এর বিশিষ্ট শিষ্য হযরত আল্লামা আহমদ শফি, শাইখুল হাদীস মাওলানা আশরাফ আলী রহ., বেফাকুল মাদারিসেরদীর্ঘদিনের কর্ণধার মাওলানা আব্দুল জব্বার রহ.,

বাংলা সাহিত্যে আমাদের নবাব মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর মতো বিশিষ্টজনদের কাছে তিনি যেমন যেতে পেরেছেন, তেমনি ঘরের সন্তান হওয়ায় মুখোমুখি বসতে পেরেছেন হযরত শাইখুল হাদীস রহ. সহধর্মিনী এবং তার প্রিয় কন্যাদেরও। ফলে হযরত শাইখুল হাদীস রহ. এর পরিবারজীবন- যা কিনা একজন মুমিন বান্দার ব্যক্তিজীবনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য- তাও সংরক্ষিত হয়েছে পূর্ণ আস্থার সঙ্গে। বলতে দ্বিধা নেই, এই অধ্যায়ে হযরত শাইখুল হাদীস রহ. এর এমন বৈশিষ্ট্য পত্রস্থ হয়েছে যা আমাদের এই বঙ্গদেশে রীতিমতো বিরল।

আমাদের এই দেশের একটি প্রচলিত বদনাম আছে, আমরা আমাদের মহান পূর্বসূরিদের পদচিহ্ন সংরক্ষণ করতে পারি না। এই বদনামের বরফ এখন গলতে শুরু করেছে। পূর্বসূরিদের নিয়ে অনেক ভালো বিশ্বস্ত ও সৃজনশীল কাজ হচ্ছে। বক্ষ্যমাণ গ্রন্থখানি এই ধারার একটি মূল্যবান মর্যাদাশীল বিশ্বস্ত ও বিশাল অধ্যায়। আমাদের জানা মতে, এ দেশের আর কোনও মনীষীকে নিয়ে এত বর্ণাঢ্য সাক্ষাৎকার গ্রন্থ প্রকাশিত হয়নি। এরজন্য প্রিয় এহসানুল হক এবং হযরত শাইখের পরিবার, সবিশেষ তার যোগ্য পুত্রগণ ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তায়ালা তাদেরকে হযরত শাইখুল হাদীস রহ. এর সকল উত্তম গুণের উত্তরাধিকারী করুন! এই গ্রন্থকে কবুল করুন বাংলাভাষী মানুষের পথের বাতিস্বরূপ। -- মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন

বই: বরেণ্যদের চোখে শাইখূল হাদীস রহ.
লেখক: মাওলানা এহসানুল হক Ehsanul Haque
প্রকাশনায়: পয়গাম প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা
বিক্রয় মূল্য: ৩১০ টাকা

আপনার কপিটির জন্য আজই যোগাযোগ করুন 01911970628 নম্বরে।

“শাইখুল হাদীস রহ যা করেছেন, দ্বীনের জন্যেই করেছেন।  অন্য কোনো খাহেশ তার মধ্যে ছিল না। শুধুমাত্র দ্বীন কায়েমের জন্যেই কাজ...
26/01/2021

“শাইখুল হাদীস রহ যা করেছেন, দ্বীনের জন্যেই করেছেন। অন্য কোনো খাহেশ তার মধ্যে ছিল না। শুধুমাত্র দ্বীন কায়েমের জন্যেই কাজ করে গেছেন। আমাদের আকাবিরিনে কেরামের বৈশিষ্ট্য ছিল শাইখুল হাদীস রহ. জীবনের সকল কাজে। দেওবন্দি আকাবিরিনের মতো তিনিও তালিম ও তাদরিসের পাশাপাশি দ্বীন কায়েমের জন্যে আন্দোলন সংগ্রাম করেছেন। বারবার জেলে গিয়েছেন। ইসলামি আন্দোলন করতে গিয়ে তিনি যে ত্যাগ-তিতিক্ষা, জুলুম-নির্যাতন সহ্য করেছেন তা সত্যিই অতুলনীয়” -- আল্লামা আহমদ শফি রহ.

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.
লেখক: মাওলানা এহসানুল হক (Ehsanul Haque)
প্রকাশনায়: পয়গাম প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা
বিক্রয় মূল্য: ৩১০ টাকা
কুরিয়ার চার্জ ফ্রি!

আপনার কপিটির জন্য আজই যোগাযোগ করুন, 01911970628 নম্বরে।

“বিভক্তি থাকলে তো শক্তি থাকে না।  ঐক্যবদ্ধ থাকলেই শক্তি থাকে।  তাই আহলে হক জামাতের শক্তি অর্জনের জন্যেই ইসলামি দলগুলো শা...
23/01/2021

“বিভক্তি থাকলে তো শক্তি থাকে না। ঐক্যবদ্ধ থাকলেই শক্তি থাকে। তাই আহলে হক জামাতের শক্তি অর্জনের জন্যেই ইসলামি দলগুলো শাইখুল হাদীস রহ. এর নেতৃত্বে ইসলামি ঐক্যজোটের ব্যানারে একত্রিত হয়েছিল।

জোট গঠনে বিএনপি বেচে নেওয়ার কারণ হলো, এদেশের রাজনীতি মোটাদাগে দুই শিবিরে বিভক্ত। একটা বাঙালি জাতীয়তাবাদ নির্ভর। বাঙালি জাতীয়তাবাদের বুনিয়াদ হলো, হিন্দুয়ানী সংস্কৃতি। হিন্দুয়ানী সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হয়েছে। যা ইসলামি তাহজিব-তামাদ্দুনের সম্পূর্ণ বিপরীত। এ পক্ষে রয়েছে আওয়ামী লীগ।

আরেকটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এর অর্থ হলো এখানে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি চলবে। সঙ্গত কারণেই এখানে ইসলামি মূল্যবোধের জায়গা রয়েছে। ইসলামি দলগুলো চায় এদেশে খেলাফত কায়েম করতে। আর যারা গণতন্ত্র করে, তাদের কথা হলো আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যে রাজনীতি করি না। তবে আমরা ইসলামবিরোধী নই। যেমন বিএনপি। এজন্যেই ইসলামি দলগুলোর অবস্থান তাদের কাছাকাছি।

আমার মতে শাইখুল হাদীস রহ. এর সবচে বড় আন্দোলনগুলোর মধ্যে বাবরি মসজিদ লংমার্চ সবচে উল্লেখযোগ্য। তিনি উলামায়ে দেওবন্দের আকাবির-আসলাফের ভরপুর সোহবত পেয়েছিলেন এবং আমৃত্যু তাদের সে আদর্শ আঁকড়ে ছিলেন।

হজরত কাসিম নানুতবি রহ. এর ইলম ছিল মাওহুবি তথা আল্লাহপ্রদত্ত ইলম। তার মাওহুবি ইলমের শারেহ ছিলেন, শাইখুল হিন্দ এবং কারি তাইয়্যিব রহ. এবং শাইখুল হিন্দের খাস শাগরিদ হজরত সাব্বির আহমাদ উসমানি হয়ে এই মাওহুবি ইলমের মোবারক উত্তারিধাকারী হন শাইখুল হাদীস রহ. । তিনি উলুমে কাসিমির সর্বশেষ শারেহদের অন্যতম ছিলেন। এই দিক বিবেচনায় শাইখুল হাদীস রহ এর অবস্থান সত্যিই স্বতন্ত্র। অতুলনীয়। ” আল্লামা নুর হুসাইন কাসেমি রহ.

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.
লেখক: Ehsanul Haque
প্রকাশনায়: পয়গাম প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা
বিক্রয় মুল্য: ৩১০ টাকা
কুরিয়ার চার্জ ফ্রি!

আপনার কপিটির জন্যে আজই যোগাযোগ করুন, 01911970628 নম্বরে।

08/01/2021

“শাইখুল হাদীস রাহিমাহুল্লাহুর ব্যাপারে আমার খুব বড় একটা মুগ্ধতার বিষয় হলো, তিনি দুই ক্ষেত্রেই কাজ করেছেন। একদিকে ইলমি খেদমত, অন্যদিকে অন্যদিকে আবার রদ্দে বাতিলও করেছেন। বিশেষত বাবরি মসজিদের লংমার্চটা আমাকে খুবই আন্দোলিত করেছে। তাদের অনুসারী হিসাবে আমরাও ৬ই এপ্রিল লংমার্চ করলাম। ওই সময় সাংবাদিকেরা আমাকে প্রশ্ন করেছে, ‘লংমার্চ তো কার্ল মাক্সের আদর্শ। এটা আপনারা কেনো করছেন? আমি বললাম, ‘এটা কার্ল মাক্সের আদর্শ এটা আপনাদের কে বললো? এটা আমাদের নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বহু দূর-দূরান্ত গিয়েছেন। পায়ে হেঁটে গিয়েছেন তো লংমার্চই তো করেছেন নাকি!”

—শাইখুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরী

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস
লেখক: মাওলানা এহসানুল হক
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা মাত্র
৫০% ছাড়ে বিক্রয় মূল্য: ৩১০ টাকা মাত্র
সারাদেশে ফ্রি ডেলিভারি

বিস্তারিত জানতে কল করুন 01675364337

তারুণ্যের রঙিন চোখে অস্তিত্বের অহমে নিজেরে ছাড়া জগৎ-জীবন প্রায়শই মনে হয় নস্যি।  তরুণরা তাই বড়দের উপযোগিতা অনুধাবনে অনেক ...
18/12/2020

তারুণ্যের রঙিন চোখে অস্তিত্বের অহমে নিজেরে ছাড়া জগৎ-জীবন প্রায়শই মনে হয় নস্যি। তরুণরা তাই বড়দের উপযোগিতা অনুধাবনে অনেক সময় ভুল করে বসে। ইদানিং ‘কুরআন-হাদিস থাকতে আকাবির আবার কী’ মনোভাবের একদল উঠতি ইন্টেলেকচুয়ালও গোচরিভূত হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কিতাবরে সাথে রিজালও পাঠিয়েছেন। পৃথিবীর সকল বিদ্যায়-ই মেন্টরের প্রয়োজনীয়তা মিমাংসিত সত্য।

বড়দের জীবনী রচনায় ইসলামে তৈরি হয়েছে স্বতন্ত্র ধারা। আবহমান কাল থেকেই চলে আসছে এর পঠন-পাঠন। নতুন প্রজন্মের জন্য আইডোলজিক্যাল মডেলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আকাবিরিনের জীবনী পাঠে খুলে যায় সমূহ সম্ভাবনার দোয়ার। ইসলামের জন্য তাদের না-কাবেলে বয়ান খিদমাত পরবর্তী সকল প্রজন্মের অনুপ্রেরণা। ‘লা ইয়াসলুহু আখিরু হাজিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আওয়ালুহা’। তাদের জীবনী পাঠের মধ্য দিয়ে দীনের জন্য কুরবানির জজবা তৈরি হয় পাঠকের মনে। মুসলিম জীবনে তাই আকাবিরিনের জীবনী পাঠের বিকল্প নেই।

বাংলাদেশ প্রক্ষাপটে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহুর জীবনী সর্বমুখী শিক্ষার আধার। তালিম-তাদরিস, বক্তৃতা-লিখনী, রাজনীতি-সমাজসেবা মোট কথা একজন দাঈর জীবনে যে সকল মহৎ গুণ থাকা জরুরি, হজরতের জীবন ছিলো সে সবেরই সামষ্টিক সমন্বয়। এইজন্য দলমত-নির্বিশেষে যে কোন দাঈর জন্যই হজরতের জীবন একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে।
বহু প্রতীক্ষার পর শাইখুল হাদিস রাহিমাহুল্লাহর উপর প্রায় দেড় যুগের ধারাবাহিক লেখালেখির পরিমার্জিত রূপ নিয়ে পাঠকের সামনে হাজির হয়েছে হজরতেরই দৌহিত্র মাওলানা এহসানুল হক। ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদিস’ পাঠকের অপেক্ষার অবসানের পাশাপাশি বাংলাসাহিত্যে সাক্ষাৎকারভিত্তিক জীবনীগ্রন্থ রচনায় উল্লেখ্য সংযোজন হিসেবে বিবেচিত হবে।

সাক্ষাৎকারভিত্তিক জীবনী-হেতু এই গ্রন্থে শাইখুল হাদিসের বহুবর্ণীল জীবনকে সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করা হয়েছে। তার তুলনারহিত তালিম ও তাসনিফ সম্পর্কে তারই সময়াময়িক উলামায়ে কেরাম লিখেছেন। রাজীতির ময়দানে খুব কাছ থেকে দেখা লড়াকু সৈনিকদের লেখায় ওঠে এসেছে তার রাজনৈতিক জীবনের বিস্তারিত বিবরণ। একান্ত অনুগত ছাত্রদের বয়ানে ওঠে এসেছে তার বে-মিছাল দরস ও তাদরিসের কথকতা। আর পারিবারিক জীবনে একজন পিতা-স্বামী-ভাই-শ্বশুর মোট কথা ফ্যামিলি মেম্বার হিসেবে হজরত কেমন ছিলেন? এসব তো বাইরের কারও জানার কথা নয়; তাই সেসব নিয়ে লিখেছেন হজরতের পুত্র-জায়া-কন্যারাই! এভাবেই হজরতের জীবনের সকল দিক বহুমাত্রিক মুনশিয়ানায় মলাটবদ্ধ করেছেন লেখক। রিভিউ: Omar Alfaruque

বই: বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.
লেখক: মাওলানা এহসানুল হক Ehsanul Haque
মুদ্রিত মূল্য: ৬২০ টাকা মাত্র
৫০% ছাড়ে বিক্রয় মূল্য ৩১০ টাকা মাত্র
সারা দেশে ফ্রি ডেলিভারি

আপনার কপিটি জন্য আজই যোগাযোগ করুন, 01675-364337

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. সাফ্যলের চূড়াজয়ী এক অনন্য উপমা। তিনি আমাদের বর্ণীল বর্ণাঢ্য ইতিহাসের এক মহতি স্তম্ভ। ...
14/12/2020

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. সাফ্যলের চূড়াজয়ী এক অনন্য উপমা। তিনি আমাদের বর্ণীল বর্ণাঢ্য ইতিহাসের এক মহতি স্তম্ভ। তার আলোচনা তাকে বাঁচিয়ে রাখবার জন্যে নয়। তাকে বলতে হয়, লিখতে হয়, ভাবতে হয়- সে আমাদেরই স্বার্থে। এই পৃথিবীতে যারা স্বপ্নচারী- প্রধানত তারাই আলোকিত করে রাখে এই ধরণীর বুক। তার জীবনজুড়ে ছড়িয়ে আছে বহুবিচিত্র মানবজীবনের সাধনার গল্প, সাফল্যের দীপ, সংগ্রামের প্রেরণা, স্বপ্ন জয়ের মন্ত্র এবং স্বার্থক জীবনের মোহন হাতছানি— মুহাম্মাদ যাইনুল আবেদীন

বই: বরেণ্যদের চোখে শাইখু হাদীস
লেখক: মাওলানা এহসানুল হক Haque

আজই কালেক্ট করুন আপনার কপি
বইটি পেতে ইনবক্স করুন,
অথবা কল করুন,01675364337 নম্বরে

গতকাল আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমানিয়ায় ছিলেন। আমীরে হেফাজতের তিনটি প্রোগ্রাম বাতিল করার প্রতিবাদে বিকালে সাত মসজিদ চত...
20/11/2020

গতকাল আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমানিয়ায় ছিলেন। আমীরে হেফাজতের তিনটি প্রোগ্রাম বাতিল করার প্রতিবাদে বিকালে সাত মসজিদ চত্বরের সমাবেশ হয়েছে। সেখানে তিনি ভাষণ দিয়েছেন। সন্ধ্যার পর রাহমানিয়ায় বুখারীর দরস দিয়েছেন। এরপর দীর্ঘ সময় হুজুরের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে।

এই সুযোগে আমি হুজুরের হাতে 'বরেণ্যদের চোখে শাইখুল হাদীস' গ্রন্থটি তুলে দেই। বই হাতে নিয়ে হুজুর বললেন, তুৃমি আমার কাছে লেখা আনতে হাটহাজারী গিয়েছিলে সেটা আমার মনে আছে। আল্লাহ তোমার কলমে বরকত দান করেন। এরপর আমাকে অবাক করে দিয়ে হুজুর বইটি বুকে জড়িয়ে ধরলেন। চুমু দিলেন। আরও অনেক দোয়া দিলেন। ফালিল্লাহিল হামদ।

- Ehsanul Haque

বরেণ্যদের চোখে শাইখুল হাদীস গ্রন্থটি এখন পাওয়া যাবে বাংলাবাজার ইসলামী টাওয়ার, বাইতুল মুকাররম মার্কেটসহ দেশের বিভিন্ন অঞ্...
14/11/2020

বরেণ্যদের চোখে শাইখুল হাদীস গ্রন্থটি এখন পাওয়া যাবে বাংলাবাজার ইসলামী টাওয়ার, বাইতুল মুকাররম মার্কেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে। প্রি অর্ডারের সুযোগ থাকছে ১৭ নভেম্বর পর্যন্ত। আগামীকাল থেকে বই পাঠানো শুরু হবে ইনশাআল্লাহ। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন- 01675364337

আলহামদুলিল্লাহ!  আগামী ১২ নভেম্বর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় মহতি আয়োজনের মাধ্যমে পয়গাম প্রকাশনের প্রথম বই ' বরেণ্যদের চো...
10/11/2020

আলহামদুলিল্লাহ! আগামী ১২ নভেম্বর জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় মহতি আয়োজনের মাধ্যমে পয়গাম প্রকাশনের প্রথম বই ' বরেণ্যদের চোখে শাইখুল হাদীস' -এর প্রকাশনা অনুষ্ঠান হবে। সকল শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের দাওয়াত রইল।

ইনশাআল্লাহ, অনুষ্ঠানের পর থেকে প্রি অর্ডারকারীদের জন্য বই পাঠানো শুরু হবে। যারা প্রি অর্ডার করতে চান, তারা এই ফরমটি পুরণ করুন -https://forms.gle/9vBQQ4N11GH3CWoa9

আলহামদুলিল্লাহ! পয়গাম প্রকাশনীর প্রথম বই 'বরেণ্যদের চোখে শাইখুল হাদীস' গ্রন্থের প্রি-অর্ডার ঘোষণার পর থেকে পাঠকদের ব্যাপ...
08/11/2020

আলহামদুলিল্লাহ! পয়গাম প্রকাশনীর প্রথম বই
'বরেণ্যদের চোখে শাইখুল হাদীস' গ্রন্থের প্রি-অর্ডার ঘোষণার পর থেকে পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছি।

ইতোমধ্যে শতাধিক পাঠক বইটি সংগ্রহের জন্য ফরম পূরণ করেছেন। সকলকে পয়গামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

এছাড়াও যারা বইটি অর্ডার করতে চান, তারা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত প্রি অর্ডার করার সুযোগ পাচ্ছেন।

প্রি অর্ডার করতে ফরমটি পূরণ করুন - https://forms.gle/9vBQQ4N11GH3CWoa9

এক নজরে বই

বই : বরেণ্যদের চোখে শাইখুল হাদীস
সম্পাদনা : মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
গ্রন্থনা : মাওলানা এহসানুল হক ( Ehsanul Haque)
প্রচ্ছদ : কাজী যুবায়ের মাহমুদ
প্রকাশক : পয়গাম প্রকাশন
পৃষ্ঠাসংখ্যা : ৪১৬
মূদ্রিত মূল্য : ৬২০
প্রি-অর্ডার মূল্য : ২৯০ ডেলিভারি চার্জ ফ্রি
প্রি-অর্ডার চলবে : ১৭ নভেম্বর পর্যন্ত

এছাড়াও রকমারি ডটকম, ওয়াফি লাইফসহ সকল অনলাইন শপ থেকে বইটি সংগ্রহ করা যাবে। (লিংক কমেন্টে)

বরেণ্যদের চোখে শাইখুল হাদীস গ্রন্থের প্রি-অর্ডার ঘোষণাউপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, কিংবদন্তি আলেম, শাইখুল হাদীস আল্...
03/11/2020

বরেণ্যদের চোখে শাইখুল হাদীস গ্রন্থের প্রি-অর্ডার ঘোষণা

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, কিংবদন্তি আলেম, শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জ্যোতির্ময় জীবনের দাস্তান; বহুলাকাংখিত বই— ‘বরেণ্যদের চোখে শাইখুল হাদীস’ বাজারে আসছে ইনশাআল্লাহ।

ক্ষণজন্মা এই আলোর মিনারকে যারা কাছ থেকে দেখেছেন। লাভ করেছেন সান্নিধ্যের সুবাস। বুখারির দরসে বসে শীষ্যত্ব লাভে ধন্য হওয়া রাজললাটের ত্বলাবা। রাজপথের উত্তাল আন্দোলন-সংগ্রামে সহকর্মি-সহযোদ্ধা হওয়ার গৌরব অর্জন করেছেন যারা; বইটি তাদের স্বর্ণখোচিত কথামালায় বর্ণাঢ্য— সমৃদ্ধ।

বইটিতে বিবৃত হয়েছে আল্লামা আজিজুল হকের শাইখুল হাদীস হয়ে ওঠার প্রাঞ্জল বয়ান৷ প্রতিটি ছাত্র-শিক্ষকের জন্য যা হতে পারে দীপ্যমান পাঠ— পাথেয়। রকমারি মানুষের আলাপে উঠে এসেছে— এই সিংহশাবকের রাজনীতির দুর্গম পথ পেরুনোর রোমাঞ্চকর গল্প। ব্যক্তিস্বার্থ আর লোভের উর্ধ্বে কাটানো তার নিরাপোষ জীবন।অসহনীয় জুলুম নির্যাতন সহ্যের যাপন৷ নিঃসন্দেহে এগুলো হবে ইসলামি আন্দোলনের কর্মযোদ্ধাদের আত্মার খোরাক।

শুধু তা-ই নয়— পরিবারের সদস্যদের একান্ত আলাপচারিতায় আরও উঠে এসেছে এই জ্ঞানতাপসের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অন্দরের কথা। যা হতে পারে অধঃপতিত এই সমাজে আদর্শ পরিবার গঠনের অদ্বিতীয় উপমা।

বইটি গ্রন্থনা করেছেন— শাইখুল হাদীস রহ. এরই দৌহিত্র, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার শিক্ষক, রাহমানী পয়গামের সহকারী সম্পাদক, চিন্তক আলেমে দ্বীন মাওলানা এহসানুল হক। সম্পাদনা করেছেন শাইখের আত্মজ, সব্যসাচি কর্মবীর মাওলানা মামুনুল হক। ভূমিকা লিখেছেন সময়ের খ্যতিমান লেখক, অন্যতম বাচিক শিল্পী— মাওলানা যাইনুল আবিদীন।

একটু বিলম্ব হলেও বইটি নভেম্বরের ১০ তারিখের মধ্যে বাজারে আসবে। আগামী ১২ নভেম্বর বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পযর্ন্ত প্রি-অর্ডার চলবে।

এক নজরে বই

বই : বরেণ্যদের চোখে শাইখুল হাদীস
সম্পাদনা : মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
গ্রন্থনা : মাওলানা এহসানুল হক ( Ehsanul Haque)
প্রচ্ছদ : কাজী যুবায়ের মাহমুদ
প্রকাশক : পয়গাম প্রকাশন
পৃষ্ঠাসংখ্যা : ৪১৬
মূদ্রিত মূল্য : ৬২০
প্রি-অর্ডার মূল্য : ২৯০ ডেলিভারি চার্জ ফ্রি
প্রি-অর্ডার চলবে : ১৭ নভেম্বর পর্যন্ত

প্রি-অর্ডার করতে চাইলে এই লিংকে প্রবেশ করুন- https://forms.gle/9vBQQ4N11GH3CWoa9

এছাড়াও রকমারি ডটকম, ওয়াফি লাইফসহ সকল অনলাইন শপ থেকে বইটি সংগ্রহ করা যাবে।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন -০১৬৭৫ ৩৬৪৩৩৭

পৃথিবীর ইতিহাসে এমন অনেক বিস্ময়কর মনীষার উদাহরণ পাওয়া যায় যাদের চিন্তা-চেতনা ও দর্শন সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে ...
04/10/2020

পৃথিবীর ইতিহাসে এমন অনেক বিস্ময়কর মনীষার উদাহরণ পাওয়া যায় যাদের চিন্তা-চেতনা ও দর্শন সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে এবং যাদেরকে তাদের স্বতন্ত্র আদর্শ ও কৃতিত্বের কারণে মানুষ আজো শ্রদ্ধা ও ভক্তির সাথে স্মরণ করে থাকে।

এইসব মহামানবদের কারো কারো জ্ঞান ও প্রতিভা সরাসরি ‘ওহিয়ে এলাহী’ থেকে আহরিত ও উৎসারিত আর কারো গ্রহণযোগ্যতা ও প্রতিভা তার নিজস্ব চিন্তা, দর্শন এবং রুচি ও হিকমতের ফসল।

তেমনই এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.। তার হিরন্ময় জীবনকে কেন্দ্র করে পয়গাম প্রকাশন থেকে শীঘ্রই বাজারে আসছে অনবদ্য এক গ্রন্থনা 'বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.'।

বইটির প্রতি পাঠকের ভালোবাসা দেখে আমরা মুগ্ধ। খুব দ্রুতই বাংলাদেশের বিভিন্ন অনলাইন শপ ও পয়গাম প্রকাশনের পেজ থেকে প্রি অর্ডার শুরু হবে ইনশাআল্লাহ...।

এক নজরে বই

বই : বরেণ্যদের চোখে শাইখুল হাদীস রহ.
গ্রন্থনা : মুহাম্মদ এহসানুল হক
প্রকাশক : পয়গাম প্রকাশন
সম্ভাব্য প্রকাশকাল : ১৫ অক্টোবর

বাজারে  আসছে পয়গাম প্রকাশনের প্রথম বই প্রায় ৯ বছর আগের কথা। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. তখন হায়াতে ছিলেন। আমাদের ...
29/09/2020

বাজারে আসছে পয়গাম প্রকাশনের প্রথম বই

প্রায় ৯ বছর আগের কথা। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. তখন হায়াতে ছিলেন। আমাদের পারিবারিক এক মজলিসে আলোচনা হল- শাইখুল হাদীস রহ.-এর জীবনী সংকলনের কাজ শুরু করা দরকার। তখনই শাইখুল হাদীস রহ. এর সহকর্মী ও ছাত্রদের মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন। বিশেষ করে মাওলানা সিদ্দিকুর রহমান রহ. চলে যাওয়ায় এই প্রয়োজন তীব্রভাবে অনুভূত হলো।

সিদ্ধান্ত হল, দ্রুততম সময়ে বড়দের কাছ থেকে স্মৃতিকথা সংগ্রহ করা হবে। দায়িত্ব আসল আমার আর মামুন মামার উপর। এক বিকেলে আমরা দু'জন মাওলানা মুহিউদ্দীন খানের কাছে গেলাম। তিনি প্রাণ খুলে কথা বললেন। আরও কয়েক বার কথা বলার আগ্রহ প্রকাশ করলেন। আমাদের উৎসাহ অনেক বেড়ে গেল। আরও উদ্দীপনার সাথে কাজ শুরু করলাম। কয়েকজনের স্মৃতিকথা সংগ্রহ করলাম।

কিছুদিন পরেই শাইখুল হাদীস রহ. আমাদের ছেড়ে চলে গেলেন। হজরতের ইন্তেকালের পর অনেক ধরনের স্মরণসভা ও সম্মেলন হয়েছে। বিভিন্ন পত্রিকা স্মরণ সংখ্যা করেছে। শাইখুল হাদীস রহ. কে নিয়ে আগে-পরে বেশ কয়েকটি ছোট বইও প্রকাশিত হয়েছে। কিন্তু একটি স্মারকগ্রন্থের চাহিদা সব সময়ই ছিল। সেজন্যই স্মৃতিকথা সংগ্রহের কাজ আমি নিরব্বচ্ছিন্নভাবে অব্যাহত রাখি। এ উপলক্ষ্যে আমি প্রায় সারা দেশ সফর করেছি। দেশের শীর্ষস্থানীয় উলমায়ে কেরাম, শাইখুল হাদীস রহ.-এর সহকর্মী ও প্রিয় ছাত্রদের সাথে সাক্ষাৎ করেছি, স্মৃতিকথা সংগ্রহ করেছি।

বইটির কাজ অনেক আগে শুরু হওয়ায় শাইখুল হাদীস রহ.-এর সহকর্মী ও প্রিয় ছাত্রদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের অনেকের স্মৃতিকথা সংরক্ষণ করা সম্ভব হয়েছে। মাওলানা মুহিউদ্দীন খান রহ., মুফতি ফজলুল হক আমিনী রহ., প্রিন্সিপাল হাবিবুর রহমান রহ., আল্লামা আশরাফ আলী রহ., বেফাকের মাওলানা আব্দুল জব্বার রহ. ও সদ্য প্রয়াত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহ. সহ আরও অনেকের দুর্লভ স্মৃতিকথা উঠে এসেছে বইটিতে। বিশেষ করে শাইখুল হাদীস রহ.-এর প্রিয়তমা ও পরিবারের সদস্যদের স্মৃতিকথা বইটিতে অনন্য সম্পদ হিসেবে উপস্থাপিত হয়েছে। এছাড়া বর্তমান সময়ের শীর্ষস্থানীয় আলেমদের স্মৃতিকথা তো আছেই।

প্রায় ৮টি বছর হৃদয় নিংড়ানো পরিশ্রমের ফল এই বইটি। বিন্দু বিন্দু করে জমা করেছি ৯০ হাজার শব্দ, ৪৫০ পৃষ্ঠা, ৪২ টি সাক্ষাৎকার। ভালোলাগার বিষয় হল- সাক্ষাৎকার সংগ্রহ, বিভিন্ন জেলায় সফর, রেকর্ডিং থেকে অনুলিখন, কম্পোজ, এরপর সেই আলোচনাগুলোর বিন্যস্তকরণ- সব কিছুই আমার নিজ হাতে করার সুযোগ হয়েছে- এ আমার পরম সৌভাগ্য। মহান রবের শুকরিয়া আদায়ের ভাষা আমার জানা নেই। ফালিল্লাহিল হামদ!

বইটি প্রকাশিত হচ্ছে পয়গাম প্রকাশন থেকে। সম্পাদনা করেছেন মাওলানা মামুনুল হক। ভূমিকা লিখেছেন স্বপ্নচারী লেখক মাওলানা যাইনুল আবিদীন। প্রচ্ছদ করেছেন কাজী যুবায়ের মাহমুদ। আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে বইটি বাজারে আসবে ইনশাআল্লাহ…!

- Ehsanul Haque

Address

House 6, Road 1, Basila City Developers Limited
Muhammadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when পয়গাম প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পয়গাম প্রকাশন:

Share

Category