বাংলা ভাষায় সৃজনশীল বইয়ের চাহিদা দিনদিন বাড়ছে। নতুন প্রজন্মের একটি অংশ ভার্চুয়াল দুনিয়ার মায়াবী হাতছানিতে বইবিমুখ হলেও তরুনদের বড় একটি অংশের আগ্রহ এখনো বইয়ের পাতায়, বইয়ের মাঝেই খুঁজে পায় জ্ঞান ও আত্মার খোরাক। বিশেষত ইসলামি অনুশাসন, আচার-বিচার ও আত্মোন্নয়নমূলক বইয়ের চাহিদা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি।
ইসলামি ইতিহাস ও ঐতিহ্যের প্রতি তরুণদের আগ্রহ সম্ভাবনার নতুন দিগন
্ত উন্মোচন করছে। ডিজিটাল মার্কেটিং, দ্রুততর ডেলিভারি সার্ভিস ও পুস্তকবাণিজ্যের নবতর কৌশল রেনেসাঁর সূচনা করেছে বললেও বেশি বলা হবে না। অতীতের তুলনায় অনেক বেশি পরিমাণে ইসলামি বই প্রকাশ হচ্ছে। প্রকাশ পাচ্ছে অনেক ভালো মানের বই।
তরুন প্রজন্মের মধ্যে বই প্রকাশ, বই বিপণন ও বইয়ের প্রচার-প্রসারের যে উদগ্র বাসনা পরিলক্ষিত হচ্ছে, এই আগ্রহ যদি ধরে রাখা যায়, সঠিক পন্থায় পরিচর্যা হয়, পাঠকের হাতে যদি তুলে দেয়া যায় দুনিয়া ও আখেরাতের সাফল্যের কিছু পাথেয়, তাহলে খুব সহজেই গড়ে উঠবে একটি ধর্মভীরু শিক্ষিত প্রজন্ম, প্রতিষ্ঠিত হবে শান্তিময় সমাজ।
সেই মহান লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আমরাও ভুমিকা রাখতে চাই। গড়তে চাই সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ইনসাফ ভিত্তিক সমাজ। স্বপ্ন দেখি এমন একটি শিক্ষিত প্রজন্মের যারা প্রযুক্তির মোহময় রাজ্যে থেকেও খুজেঁ নিবে সৃষ্টিকর্তার ঠিকানা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই একদল বিদগ্ধ আলেম, লেখক, গবেষক, সম্পাদক ও কলাকুশলীকে সঙ্গে নিয়ে আত্মপ্রকাশ করছে পয়গাম প্রকাশন।
সাবলীল ও রুচিশীল প্রকাশনার মান বজায় রেখেই আমরা বই প্রকাশ করতে চাই। ঈমান, আমল, মুআমালা, মুআশারা, ফিকহি গবেষণা, সিরাত, আকাইদ, ইতিহাস, জীবনচরিত, আন্দোলন-সংগ্রাম, ইসলমি দর্শন, শিশুতোষসহ সব ধরনের বই প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মহান রাব্বুল আলামিনের মেহেরবানি ও লেখক, পাঠক ও শুভাকাঙ্খীদের দোয়ায় আমরা পথ চলতে চাই। আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন।