10/01/2024
নতুন ব্রিজ খুকন আহমেদের নয়া বাড়িতে রড চুরির সময় হাতে নাতে দুই চোরকে ধরে ফেলেন, চুরের গডফাদার কামাল পালিয়ে যায়। তাহারা উভয়ই নতুন ব্রিজ এলাকার স্থানীয়, এই দুই চোরকে কিছুটা সাইজ করে প্রশাসনের হাতে হস্তান্তর করেন এলাকার মুরব্বিরা ও খুকন আহমেদ।