02/10/2024
যে শিবির আমাদের ছেলে মুহির মতো মানুষ তৈরি করে আমি নির্দিধায় বলতে পারি- সে শিবিরই সবচেয়ে ভালো।
বৈষম্য বিরোধী আন্দোলনে
পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হাম|লার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপিকা "শেহরীন আমিন মোনামি" ম্যাম বলেন-
আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান) যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক হয়ে থাকে তাহলে আমি নির্দিধায় বলতে পারি সেই শিবিরই সবচেয়ে ভালো।
তার অনার্সের রেজাল্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ও মাস্টার্স প্রথম বর্ষে সে ৪.০০ এ ৪.০০ ই পেয়েছে।
আমি মুহিকে আমার ক্লাসে সবচেয়ে ভালো নম্র ভদ্র মার্জিত ও মেধাবী স্টুডেন্ট হিসেবে পেয়েছি। সে ক্লাসের অন্য দশজন শিক্ষার্থীর চেয়ে অমায়িক ছিলো, পরিপাটি ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই বয়সের একটা ছেলের ধার্মিকতা দেখে যে কেউ অবাক হবে, কৌতুহল জাগবে।
আমি তার এই চলাফেরাকে মার্ক করেছি কিন্তু কল্পনাও করিনি যে তাকে শিবিরই এভাবে তৈরি করেছে।
🎙️ শেহরীন আমিন মোনামি
অধ্যাপকা, লোকপ্রশাসন বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।