Shahed Alam

Shahed Alam im Digital creator i love creating
stay tuned support me
(6)

28/10/2024
With Dr. Shusama Reza – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
16/10/2024

With Dr. Shusama Reza – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

22/09/2024

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ধনুকে তীর সোজা করার ন্যায় আমাদের কাতার সোজা করতেন। এমনকি আমরা তাঁর হতে কাতার সোজা করার গুরুত্ব উপলব্ধি করেছি। একদিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (ঘর থেকে) বের হয়ে এসে সলাতের জন্যে দাঁড়ালেন। তাকবীরে তাহ্‌রীমা বাঁধতে যাবেন ঠিক এ মুহূর্তে এক ব্যক্তির বুক সলাতের কাতার থেকে একটু বেরিয়ে আছে দেখতে পেয়ে বলেন, হে আল্লাহর বান্দা! তোমাদের কাতার সোজা করো। নতুবা আল্লাহ তোমাদের চেহারায় বিভেদ সৃষ্টি করে দিবেন। (মুসলিম) [১]

06/08/2024

বাংলাদেশের মানুষ কতটা নির্কিষ্ট তারা এই অরাজকতা মাধ্যমে প্রকাশ করতেছ এদের লজ্জা বলতে কিছু নেই
চুর কি শুধু হাসিনাই
তুতু তোদের এই চরিত্রে
তোরা কেনো এই লুটপাট আর দেশের সম্পদ কে নষ্ট করতেসছ
তোরা আসলেই নির্কিষ্ট

05/08/2024

যে মাটিতে আমার ভাই বোনদের রক্ত লেগেছে সেই মাটি ও দেশ আর দেশের ভাই বোনদের বিজয় হবেই ইনশা'আল্লাহ

15/06/2024

ঈদুল আদ'হা মোবারক

#ঈদমোবারক

োবারক

27/05/2024

আমাদের রব অর্থ-সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আবার আমাদের দারিদ্রতা দিয়েও পরীক্ষা করেন। যারা আল্লাহর উপর ভরসা রাখে এবং ভয় করে তারাই সফল হয়।

18/05/2024

একজন পুরুষের জন্য শুধু সুন্দরী বউ পাওয়াটা ভাগ্যের ব্যাপার নয়।
একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার।

12/05/2024

আপনার ভালোবাসা ও আন্তরিকতার মূল্য সবাই বুঝবে না। যারা নিজেদের কথা ছাড়া অন্যদের কথা ভাবতে শিখে নাই তাদের কাছে আপনার কোন মূল্য নাই।

12/05/2024

মা'কে ভালোবাসতে নির্দিষ্ট কোনো দিবস লাগেনা। সন্তানের কাছে ৩৬৫ দিনই মা দিবস।

11/05/2024

অন্যের থেকে পাওয়ার আশা ছেড়ে দিন।
আর নিজে কিছু করুন
দেখবেন আপনি সুখী হতে পারবেন।

28/04/2024

কেউ যদি ভুল ক্ষমা চায় তাদেরকে বুদ্ধিমান বলা হয়। আর ভুল না করেও যারা ক্ষমা চায় তাদেরকে জামাই বলা হয়।

 ু_সাঈদ_খুদরী_(রা:)থেকে বর্ণিত একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ...
10/04/2024

ু_সাঈদ_খুদরী_(রা:)থেকে বর্ণিত
একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেনঃ হে মহিলা সমাজ! তোমার সদাক্বাহ করতে থাক। কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তাঁরা জিজ্ঞেস করলেনঃ কী কারণে, হে আল্লাহ্‌র রসূল? তিনি বললেনঃ তোমরা অধিক পরিমানে অভিশাপ দিয়ে থাক আর স্বামীর অকৃতজ্ঞ হও। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদাসতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চেয়ে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেনঃ আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায়, হে আল্লাহ্‌র রসূল? তিনি বললেনঃ একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, ‘হ্যাঁ’। তখন তিনি বললেনঃ এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম হতে বিরত থাকে না? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ এ হচ্ছে তাদের দ্বীনের ত্রুটি।

(১৪৬২, ১৯৫১, ২৬৫৮; মুসলিম ১/৩৪, হাঃ ৭৯, ৮০ আহমাদ ৫৪৪৩) (আ.প্র. ২৯৩, ই.ফা. ২৯৮)

Address

Moulvi Bazar

3200

Telephone

+8801718018552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahed Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahed Alam:

Videos

Share