সত্যের সন্ধানে-৩২১০

সত্যের সন্ধানে-৩২১০ আমি

09/06/2024

নবীজি (সাঃ)কত বৎসর বয়স থেকে নবী ছিলেন।

07/06/2024

আল্লামা ইমান উদ্দিন চৌধুরী ফুলতলী।

01/06/2024

শহিদ মাওঃ নুরুল ইসলাম ফারুকী।

30/05/2024

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী
@

25/05/2024

মোয়াজ্জিন সাহেবের আযান এবং ইকামত ও ইমাম সাহেবের নামাজের কিছু ভুল নিয়ম গুলা জেনে নিন-
মাওঃমুফতি সিরাজুর ইসলাম ফারুকী।
.

24/05/2024

আহমদ হাসান চৌধুরী শাহান ফুলতলী।
সহকারী অধ্যাপক ঢাকা আরবী বিশ্ববিদ্যালয়।

23/05/2024

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী
বড় ছাহেব ফুলতলী।

19/05/2024

উস্তাদ,মাওলানা-মাহমুদুল হাসান সাহেব।

17/05/2024

কবী নজরুলের নাঁত শুনে অশ্রুসিক্ত নয়নে কান্নায় ভেঙ্গে পরলেন-আল্লামা শিহাব উদ্দিন চৌধরী ফুলতলী

14/05/2024

মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব পির সাহেব বরুনী-

04/05/2024

মৌলভীবাজার সদর উপজেলা' উপনির্বাচনে গিয়াসনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে'র প্রার্থীদের সাক্ষাতকার।

দ্বীনি সার্কেল তৈরী করার উদ্যোগ নিন। পরিস্থিতি যতই খারাপ হোক হতাশ হওয়া যাবে না। হতাশ হয়ে গেলে মানুষ অকর্মণ্য হয়ে যায়। বর...
27/04/2024

দ্বীনি সার্কেল তৈরী করার উদ্যোগ নিন।

পরিস্থিতি যতই খারাপ হোক হতাশ হওয়া যাবে না। হতাশ হয়ে গেলে মানুষ অকর্মণ্য হয়ে যায়। বরং প্রত্যেকটি শোককে শক্তিতে পরিণত করতে হবে। হাহুতাশ আর হতাশাজনক কথাবার্তা বন্ধ করে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্রত্যেকটা এলাকায় আমাদের দ্বীনি সার্কেল গড়ে তুলতে হবে। এজন্য বেশ কিছু পদক্ষেপ নিতে পারেন।

১. মসজিদ ভিত্তিক দাওয়াহ কার্যক্রম চালু করা। অর্থাৎ, কিশোর, তরুণ ও যুবকদের দ্বীনের দাওয়াত দেওয়া। পশ্চি মা নোংরামি থেকে তাদের ফিরিয়ে আনা। ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরা।

২. এই সকল কিশোর, তরুণ ও যুবকদের সবার আগে পাঁচ ওয়াক্ত নামাজ সহ তাদের ঈমান, আমল, আখলাক ও খুলুসিয়্যতের প্রতি যত্নবান করা।

৩. তাছাড়া প্রতি সপ্তাহে মসজিদে বসে ঈমান, তাওহীদ, ঈমান ভঙ্গের কারন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর পরিচয়, মাযহাব মানার প্রয়োজনীয়তা এসব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া। যাতে কেউ ইখতেলাফি দ্বন্দে না পড়ে।

৪. যুবকদের মধ্যে বেশি বেশি নবীজি ﷺ এর সীরাহ, সাহাবীগণের জীবনী, ইসলামের মহান বীর মু জা হিদদের জীবনী, মোদ্দাকথা আমাদের পূর্বপুরুষের সংগ্রামী ও গৌরবময় বীরত্বগাঁথা ইতিহাস নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া।

৫. মোবাইল আসক্তি কমিয়ে সবাইকে বইমুখী করা। এক্ষেত্রে মসজিদে পাঠাগার করার চেষ্টা করা। কিশোর-যুবকদের বই পড়তে উদ্বুদ্ধ করা। তাদেরকে চিন্তাশীল হিসেবে গড়ে তোলা।

৬. মাঝেমধ্যে এলাকার যুবকদের নিয়ে ইসলামিক কুইজ, পাঠচক্র আয়োজন করা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের গৌরবময় খে লা ফত নিয়ে আলোচনা করা। ইসলামি খে লা ফতের স্বর্ণালী সেই সময়ে মুসলিমদের অবস্থা ও বর্তমান সময়ে মুসলিমদের নাজেহাল অবস্থার কারণ উদঘাটন করা। বেশি বেশি জ্ঞানার্জন করতে উৎসাহিত করা।

৭. এছাড়াও বর্তমান বিশ্বব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি, প শ্চি মাদের আধিপত্যবাদ ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করা। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করা।

৮. শিশুদেরকে মসজিদমুখী করা। মনে রাখবেন এরাই আমাদের ভবিষ্যৎ। এক্ষেত্রে তাদের নিয়ে সপ্তাহে বা মাসে ইসলামিক গল্পের আসর করা, যারা নামাযে আসবে তাদের খেলনা, চকলেট বা গিফট দিয়ে উৎসাহিত করা। দেশে-বিদেশে এলাকার লোকদের সহায়তা নিয়ে চল্লিশদিন তাকবীরে উলার সাথে জামাতে নামায পড়লে বিজয়ীকে পুরুষ্কার দেওয়ার উদ্যোগ নেওয়া।

৯. এলাকায় সামাজিক কিছু কর্মকাণ্ড করা। যেমন, গাছ লাগানো, রাস্তার মোরে মোরে অন্তরে নাড়া দেয় এমন কিছু সাইনবোর্ড ঝুলানো, দ্বীনের প্রতি আগ্রহ বাড়ে এমন কোন কার্যক্রম হাতে নেওয়া।

১০. সর্বোপরি, যুবকদের নিয়ে ইসলামি সমাজ বিনির্মানে এরকম উদ্যোগ অব্যাহত রাখা। এক সাহাবীওয়ালা কাফেলা গড়ে তোলা। যুবসমাজকে প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে তোলাই হবে মূল লক্ষ্য।

ইনশাআল্লাহ এরকম দ্বীনি সার্কেল থাকলে ঐ এলাকা কেন, পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। ভাইয়েরা শুধু হাহুতাস না করে এখনই কাজে লেগে যান। একজন দিয়ে হলেও শুরু করেন।
যেকোনো পরামর্শ, সহোযোগিতার জন্য আমাকে মেসেজ দিবেন। দ্বীনের স্বার্থে আমার সাথে কিছু ভাইয়েরা নিস্বার্থে সময় দিচ্ছেন, আমাদের টিম আছে। আমরা আপনাদের সাথেই আছি।

‎يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنْ تَنْصُرُوا اللّٰهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ اَقْدَامَكُمْ
'হে মুমিনগণ ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করবেন।' (সূরা মুহাম্মাদ, আয়াতঃ ৭)
(আল্লাহকে সাহায্য করার মানে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করা)

বিঃদ্রঃ দ্বীনের স্বার্থে লিখাটি সবাই ছড়িয়ে দিন, আগ্রহীদেরকে মেনশন করে দৃষ্টি আকর্ষণ করতে পারেন।
‎وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغ
collected.

04/01/2024

তীব্র নিন্দা জানাই।

04/01/2024

আলহামদুলিল্লাহ।

04/01/2024

জিতবে এবার কেটলি।

19/09/2022

জাম্বুরার খুশা ফেলে না দিয়ে খেয়ে দেখুন শরিলের কি উপকারে আসে।

14/09/2022

বনজ উদ্ভিদ দ্বারা কি ভাবে আমরা আমাদের শরিলের যত্ম নিতে পারি,এবং কি কি উপকার হয়,এই ভিডিও দেখে আমরা জেনে নিতে পারি।

12/09/2022

দেখেনিন ভেসজ উদ্ভিদ প্রকৃয়া দ্বারা কিভাবে মুখের বিভিন্ন দাগ বা ব্রুনের দাগ পরিষ্কার করা যায়।

11/09/2022

আমার এই ভিডিও দেখে শিকে নিন।
চারা রূপন করে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে নেপ্তালিন ব্যবহার করে গাছে অধিক ফল পাওয়া যায়।

09/09/2022

ঘড়ুয়া উপায়ে কি ভাবে আপনার শরিলের বা পায়ে কালসে দাগ এবং রুদেপুরে চামড়া কালো হয়েগেছে তা সচ্ছল পরিষ্কার রাখতে হয়,এই ভিডিও দেখে শিখে নিন।

06/09/2022

মোবারক বাদ জানাই পুলিশ সুপার কে।
এক নজরে দেখেনেই মানবতা আজ কুথায় গিয়ে দাড়িয়েছে।

05/09/2022

ভেসজ উদ্ভিদ এর চারা কিভাবে করতে হয়।
আমার এই ভিডিও দেখে শিখে নিন।

04/09/2022

বনাজি ফর্মুলা আপনিও পরিক্ষা করে দেখতে পারেন।

04/09/2022

বৌ গেলো যার ভাগিয়া তিনবার,বোন দুইটা গেলো দুইবার
তার মুখে লাম্বা মাত, আহা.. কি চমৎকার... কি চমৎকার...

বাবায় করে জোর করিয়া চাচিরে বিয়া
হে আবার লাম্বা মাতে কোন মুখ দিয়া?

মসজিদ লইয়া মাইর করাইয়া করে যে ইনকাম
ওকালতির মহান পেশারে করছে সে দুর্নাম।

হুফুর টাকা মারিয়া খাওয়ার যার উপরে অভিযোগ
হেই দেখি ভালা ভাব লয়, ফেইসবুকে তুকায় সুখ!!

ভালা মানুষের নামে যে রটায় শুধু রটনা
তার পরিবারে যিতা ঘটে ইতা কেউর নায় অজানা।

শিক্ষিত হইছো সার্টিফিকেট পাইছো, অতার কিছু দাম দেও
ওকালতি বাইরে করো সাব, গ্রামের মানুষরে শান্তি দেও।

29/08/2022
ওযীফায়ে লতিফিয়া-১ ( দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দু'আ) এখন নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।https://tasneembd.org/books/...
28/08/2021

ওযীফায়ে লতিফিয়া-১ ( দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দু'আ) এখন নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।
https://tasneembd.org/books/%E0%A6%93%E0%A6%AF%E0%A7%80%E0%A6%AB%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A7%A7/

উল্লেখ্য যে, tasneembd.org ওয়েবসাইটটি জনাব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত।

ওযিফায়ে লতিফিয়া 08-01-2021 00.47  ...বিস্তারিত

13/04/2021
13/12/2020

ইদেমিলাদুন্নবী{সাঃ}প্রসঙ্গে গজল।
শুনলে ভালো লাগবে।

29/11/2020
হার্ট ও হাই প্রেসার রোগীদের জন্য কোরআন শরীফের আ'মাল।যাদের হার্ট বা হাই প্রেসারের সমস্যা আছে তারা ফজরের নামাজ পর এবং আছরে...
16/11/2020

হার্ট ও হাই প্রেসার রোগীদের জন্য কোরআন শরীফের আ'মাল।
যাদের হার্ট বা হাই প্রেসারের সমস্যা আছে তারা ফজরের নামাজ পর এবং আছরের নামাজের পর বুকে (বাম পিস্তানের নিচে) ডান হাত রেখে সুরা ফাতহের নিম্নোক্ত আয়াতে কারিমাটি ৭ বার পাঠ করবেন।

هُوَ الَّذِي أَنزَلَ السَّكِينَةَ فِي قُلُوبِ الْمُؤْمِنِينَ لِيَزْدَادُوا إِيمَانًا مَّعَ إِيمَانِهِمْ ۗ وَلِلَّهِ جُنُودُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا (٤٨:
হুওয়াল্লাজী আনঝালাছ ছাকিনাতা ফী ক্বুলুবিল মু-মিনিনা লি ইয়াজদাদু ঈমানাম্মায়া ঈমানিহিম ওয়া লিল্লাহি জুনুদুসসামাওয়াতি ওয়াল আরদ্ব। অকানাল্লাহু আলিমান হাকীমা।

Address

Akborpour
Moulvi Bazar
LUKMANALI

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে-৩২১০ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like