Poem with Saju

Poem with Saju ভালোবাসি একটি কবিতার ছন্দ�

11/03/2024

গভীর নিশি!
তন্দ্রাভর কাটানো রজনী—
ঘুম সে তো দিয়েছে আড়ি;
রাতের সাথে!

এক অজানা কাশি
অর্ধেক যামিনীর সঙ্গী।
পরিপক্ব রাত পীড়া দেয়
অজানা দেওয়ালে।
অথচ! আমি অসমাপ্ত কবিতায়—
পাড় করেছি পুরোটা জিন্দেগী।

খড়কুটোর মতো বেকায়দায় জীবন—
জীর্ণ শীর্ণ মতবাদে জলধারা!
এই যে হঠাৎ করেই পাশ বদল হয়;
জানে কি তা হৃদয়?
উপলব্ধি করেছে কি এই অন্তঃকরণ?

একাকিত্ব নিশি!
বক্ষে আজ সুখের মতো ব্যথা—
অভিনয়ে হাসি!
হৃৎপিণ্ডে জমেছে হাজারো জং অযথা।

পাশ বদল করে আবারও নির্ঘুমতায়—
চিন্তিত মস্তিষ্ক!
সায় দিয়েছে শূন্যতা—
ভবে বেমালুম আনাগোনা!

এভাবেই কাটে রোজ—
অজানা মেয়ের নাম বেহরোজ!
অথচ! তাতেও অবয়ব চিত্তে বাচা—
ভাবনায় ধরেছে অদ্ভুত মরিচা!

এক নির্ঘুম নিশি
✍️ Sajjad Saju
১১ মার্চ ২৪

🥀
23/02/2024

🥀

13/02/2024

পাক কালেমা🙏

Mujahid Bulbul
Mujahidul Islam Bulbul

যে নারী বই পড়তে ভালোবাসে, সে নারী তোমার স'ঙ্গী হওয়ার যোগ্য। কারণ যে নারী ধৈ'র্য ধরে বই পড়তে পারে,সে নারী তোমাকেও স'হ্...
04/10/2023

যে নারী বই পড়তে ভালোবাসে,
সে নারী তোমার স'ঙ্গী হওয়ার যোগ্য।
কারণ যে নারী ধৈ'র্য ধরে বই পড়তে পারে,
সে নারী তোমাকেও স'হ্য করতে পারবে।

-সৌরভ মজুমদার

লেখাটা ভীষণ ভালো লাগছে 💝

29/08/2023

আজকাল নিজের ঢোল নিজেই পিটাতে হয়🤭 অন্যরা বাজাবে না😄

এপিট-ওপিঠসাজ্জাদ সাজুআমার ভালোলাগা ফুল কৃষ্ণচূড়া তবে বরাবরেরি মতো পছন্দের ফুল হাসনাহেনা।যাকে অনেকেই চিনে না;অনেকেই জানেন...
09/08/2023

এপিট-ওপিঠ
সাজ্জাদ সাজু

আমার ভালোলাগা ফুল কৃষ্ণচূড়া
তবে বরাবরেরি মতো পছন্দের ফুল হাসনাহেনা।
যাকে অনেকেই চিনে না;
অনেকেই জানেনা;
হয়তো শুনেনি নাম।
আমার ভালোলাগা গুলো এরকমই,
কেউ ভাবতেও পারে না, কল্পনা ও করেনা,
অদৃশ্যে পড়ে থাকে ধুলোমলিন কাদায়।

আমার হাসিটুকু আপেক্ষিক!
দুঃখের সময়ও যে হাসি,
তবু দুঃখ আপন; তাকে অবশ্য--ভালোবাসি।

লুকিয়ে রাখা অভিমান
ধৈর্য ধরা অপমান!
অপরিকল্পিত সম্মান
আমার জন্য বেমানান।

আমি আমাকে কখনোই বাসিনি ভালো।
ভালো তো বাসতে হয় আলোকে,
অন্ধকারাচ্ছন্নতায় ভরা হৃদয় আমার;
আমি কখনোই বাসিনি ভালো নিজেকে।
যদি ভালোবাসতামই- তাহলে, নফসের গোলামী করে
জাহান্নাম ক্রয় করে নিতাম না।
জাহান্নাম ক্রয় করতাম না।

Poem with Saju

হিরো আলম বই লিখেছে। আপনার কি হাসি আসছে❓হাসি আসলে, একবার ভাবুন। সে যেমনই হোক-সে একজন মানুষ! আমার আপনার চেয়ে সফল একজন মানু...
31/07/2023

হিরো আলম বই লিখেছে। আপনার কি হাসি আসছে❓
হাসি আসলে, একবার ভাবুন। সে যেমনই হোক-সে একজন মানুষ! আমার আপনার চেয়ে সফল একজন মানুষ! তার বইয়ের ১০ টি পয়েন্টস পড়ে দেখুন।
বইয়ে হিরো আলমের ছোটবেলার কথা আছে। তার চানাচুর, সিডি, মিউজিক ভিডিওর ব্যাবসার নানান গল্প আছে। আছে তার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘটনা। ক্লাস সেভেন পাশ এবং দেখতে অসুন্দর এই মানুষটির অদম্য জেদ আছে, সাহস আছে। যা আমাদের অধিকাংশের ই নেই।
হিরো আলমের বইয়ের ১০টা চুম্বক লাইন-
১। "আপনারা শিক্ষিত কাগজে কলমে, মনুষ্যত্বের শিক্ষা শিক্ষিত লোকের মাঝে তেমন একটা নাই।
২। আমি অশিক্ষিত হয়ে লাত্থি উস্টা খেয়েও বেচে আছি, আপনারা শিক্ষিতরা কেন আত্মহত্যা করেন?
৩। আমার চেহারাটা নিয়ে আর কি বলবেন? আল্লাহই তো আমারে বানাইছে। আমি তো বানাই নাই। আমি কি করবো? এই চেহারা চেঞ্জ তো করতে পারবো না৷
৪। জীবনের সব ব্যবসা আমি টাকা দিয়ে করেছি, শুধু নির্বাচন ছাড়া।
৫। শিক্ষিতরা যে আমারে নিয়ে মজা করেন, আমার জায়গায় থাকলে তো রিসকা চালায়ে খাইতেন। আমি তো তাও চেহারা খারাপ বলে মিডিয়ায় আইছি, আপনার তো চেহারা মুটামুটি। আপনি তো তাও পারতেন না।
৬। আমি আমার ভক্তগো একবার ধন্যবাদ দিলে সমালোচকগো দুইবার ধন্যবাদ দেই। তারা আমার ভিডিও খিয়াল করে দেখে। ঘুমাতে যাওয়ার আগেও দেখে, উইঠেও দেখে।
৭। সারটিফিকেট ধারী শিক্ষিত লোক হইলো ভীতু। নিজেরা তো কিছু করবেই না, কেউ করতে দেখলেও গা জ্বলে। এরা যে কি চায় নিজেরাই জানে না।
৮। আমি পরিত্যক্ত সন্তান হয়ে চানাচুর বেচে, সিডি, ডিস লাইন, মিউজিক ভিডিও করে ১০-১৫টা মানুষের দায়িত্ব নিতে পারি, আপনি শিক্ষিত হয়ে কিছু পারেন না কেন?
৯। আমি হিরো আলম আমার ভিডিও দেখে খালি মানুষ হাসবে এই জন্যে কাজ করি। আমার মাইনসের হাসিমুখ দেখতেই ভালো লাগে। এই সব ভাইরাল, সমালোচনা এসবের জন্যে কাজ করি না।
১০। আমি সকল বিধবা মা, পরিত্যক্ত নারী ও শিশুদের জন্যে একটা সংস্থা করে যেতে চাই, যাতে, আমার মায়ের মতো কারো মার যেন মাইর খেয়ে রাস্তায় বাচ্চা নিয়ে রাত কাটানো না লাগে"।
#নেট থেকে সংগৃহীত

ফ্রিয় neta ভাই amar😶Today🙄ghuraghuri🖤With Kamal Husen Shipu 🥰
27/07/2023

ফ্রিয় neta ভাই amar😶
Today🙄ghuraghuri🖤

With Kamal Husen Shipu 🥰

27/07/2023

😥😥🖤

25/07/2023

সময়ের ব্যবধানে আমরা এক ও অনন্য-
সময়ের কাছে সময় মোর বিক্রি হলো অনায়াসে।
আঁকাবাঁকা পথে তবুও অগ্রগামী,
ডুবু ডুবু নৌকায় নির্ভয়ে পাল ছাড়া;
তরি কি পৌছাবে আমার?
নিস্তব্ধতা মোর; অন্য চোখে দুর্বলতা_
আমি ওই পাড়ে চেয়ে রই আনমনে
নিত্য এই প্রতিযোগিতা অহরহ দাগ কাটে মনে।
পিচ্ছিলতার গল্প শুনেছি খুব, দেখেছি ও
তবু ঘুরে দাঁড়ানো সময় তৃপ্তির।
এই যে লোকালয় থেকে লোকালয়ে থাকা
উত্তোলনের নবীন মুখ না হয় যেন ঢাকা;
না থাকে যেন ঢাকা।

with Saju

✍️ Poem with Saju
25/06/2023

✍️ Poem with Saju

🖤
20/06/2023

🖤

19/06/2023

সুন্দর তাজা একটা গোলাপ পেতে হলে, সচরাচর আমাদের কাঁটার আঘাত সহ্য করতে হয়।
তেমনি আপনি সুন্দরী নারীকে বিয়ে করবেন, আর গোলাপের কাঁটার চাইতে বেশি আঘাত পাবেন না; এটা হয় না।

তারা বেশি সুন্দর বলে, বেশি জ্বালাবে; এটাই নিয়ম।

-Sajjad Saju

17/06/2023

চাই করুণা
সাজ্জাদ সাজু

একটা জীবন অপূর্ণতায় কেটে কেটে যায়
অশান্তিতে ভরা জীবন পাইনা খুজে ঠা-য়

রবের দিকে একটা কদম হয়নি যাওয়া আর
বাড়তি কোনো আমল নাইরে হইবো কেমনে পাড়।

মিথ্যে মায়ায় জীবন আমার চলছে অবিরাম
নৌকা ছাড়া তরি বাওয়া কি যে অপমান।

ভারি ভীষণ বইয়ে চলা এই জীবনের ভার
অন্ধকারে ডুবে যাওয়া এ হৃদয় আমার।

তুমি ছাড়া নেই যে কেহ আপন ও আমার
চাই গো আমি করুণা রহম ও তোমার।

Poem with Saju

মেঘে মেঘে বৃষ্টি নামেসাজ্জাদ সাজুবৃষ্টিমুখর দিনগুলো আমার খুবই পছন্দেরভালোলাগে মনোরম পরিবেশ সৃষ্ট হওয়া আশপাশ;হৃদয়ে প্রশান...
14/06/2023

মেঘে মেঘে বৃষ্টি নামে
সাজ্জাদ সাজু

বৃষ্টিমুখর দিনগুলো আমার খুবই পছন্দের
ভালোলাগে মনোরম পরিবেশ সৃষ্ট হওয়া আশপাশ;
হৃদয়ে প্রশান্তি অপ্রত্যাশিত সুখ।

ভালোলাগে মেঘ জমা আকাশ
ভালোলাগে সবুজে লেপ্টে যাওয়া ঘাস;
অপ্রীতি অন্তরে বয়ে চলা তৃপ্তিময় বাতাশ।

ইচ্ছে করে বৃষ্টিতে ভেজা হয় না বহু দিন
ছোঁয়া হয় না টিন বেয়ে গড়ানো জলে হাত বাড়ানোর দিন।
বারংবার ছুটে চলা; খুঁজে নিতে এতটুকু সুখ
বিপদে ঘোর অন্ধকারে আর দেখা হয় না সাফল্যের মুখ।

শৈশব আমার প্রশান্তির;
ছোট্ট পাওয়ায় যা তৃপ্ত হত,
অনেক জোর করেই বৃষ্টি ছোঁতাম;
আজ সুযোগেই হয়না-শখগুলো হয়ে গেছে নত।

তুফান! যাকে আনন্দে উপভোগ করা;
ক্ষতিকর সম্ভাবনার পরও
থেমে যাওয়া সময় অভিলাষী মন;
চায় স্পর্শ পর পর আবারও।

Sajjad Saju

13/06/2023

ভয় পেয়ে ঘুমিয়ে থেকো না ঘরে আর
লড়াই করো ঝাপিয়ে পড়ো;
বিজয় এসেছিলো, বিজয় এসেছে, বিজয় আসবে আরবার।

রনতরি ছাড়ো আজ-
যতই বাধা থাকুক লাজ,
জয় হবেই হবে ধরা
উঠবে সত্যের আওয়াজ।

🥀🥀
01/06/2023

🥀🥀

আলহামদুলিল্লাহ 😍
16/05/2023

আলহামদুলিল্লাহ 😍

14/05/2023

ভুল গুলো মুছে দাও
~~ Sajjad Saju

আমি পাড়ি দিয়েছি
আমি দুর্গম পথের হয়েছি মুখোমুখি
আমি গুনেছি প্রহর
আমি করেছি পাপ তবু তোমার দয়া দেখি।
হে আমার রহমান দয়া বিলাও
করে দাও ক্ষমা আমায়।
ভুল গুলো মুছে দাও।

যদি পালিয়ে বেড়াই জীবনের মানেটা বুঝতে হয়ে যায় দেরি
তবে দয়া করে তুমি সৎ পথে চালিও আমার এ ভাঙা তরি।
তবু আমার এ চাওয়া করে দাও পূরণ তোমার ভালোবাসায়।
হে আমার রহমান দয়া বিলাও
করে দাও ক্ষমা আমায়।

আমার প্রশান্তি তোমার স্মরণে হোক চলুক অবিরত
খোঁজে পাই যেন আমি তোমার হিদায়াত সালিহীনের মতো।
তবু করুণার মায়া জালে জড়িয়ে রাখো, করে দাও ক্ষমা আমায়।
হে আমার রহমান দয়া বিলাও
করে দাও ক্ষমা আমায়।

Poem with Saju

22/04/2023

ভালোবাসার জায়গা দারুল কিরাত ২০২৩ ইং।

22/04/2023

একজন প্রকৃত শিক্ষক! একজন বাবা, একজন মা, একজন ভাই, একজন বোন, তার সাথে একজন পরম বন্ধু, সাথি ও।

শিক্ষকের কথায় উপকার আছে, লেখায় আছে, আদেশে আছে, নিষেধে আছে, তার সাথে বেতের আঘাতে ও আছে।

কোনো শিক্ষক কোনো দিন-ই চান না যে, ছাত্র/ছাত্রীদের কোন ক্ষতি হোক। কোন কারণে হোক বা কোন মাধ্যমেই হোক, তারা কখনোই খারাপ চান না।

আমরা অনেক সময় তা অনুধাবন করতে পারি না। কোনো সময় কোনো কারণে শিক্ষকদের বিরুদ্ধেই অভিযোগের ডাইরি করি। কিন্তু আসলেই কি ডাইরি করা উচিত? তিনি কি দোষী?

শিক্ষকের মর্যাদা ও সম্মান সেই বুঝতে পারে, যে লেখা পড়া করে একটা পর্যায় যেতে পারে। তখন বুঝা যায় শিক্ষক যা-ই করেছেন, আমার ভালোর জন্যই করেছেন।

আব্দুল্লাহ আবু সাঈদ স্যার বলেছেন --- শিক্ষকরা একটা জায়গায় এসে খুব দূর্বল। তাদের অর্থ বিত্ত কিছুই থাকে না; থাকে একটা জিনিস "সম্মান"।

শিক্ষকরা সম্মানের কাঙ্গাল। তারা আর কিছুই চান না।
✍️ Poem with Saju

18/04/2023

সান্ত্বনা আর চাই না উদঘাট হোক আকুতি

কত আর বুঝানো আর মানানো, পরিত্যক্ত এই মিনতি😪

Poem with Saju

16/04/2023

প্রতিচ্ছবির কালো ছায়া দূর হোক দূর দূরান্তে
জেগে উঠুক মোর প্রশান্ত আত্মা এই- নাজাতে🥰

23/07/2022

সময়!!

03/07/2022

মানুষ মানুষকে প্রকৃত অর্থে ভালোবাসতে পারে না। ভালোবাসে তার অবস্থানকে। আবু ত্বহা মুহাম্মদ আদনান।

03/07/2022

[গুরুত্বপূর্ণ লেখাটি কষ্ট করে পড়ার অনুরোধ]
লিখেছেন Marjan Ahmad Chowdhury ভাইয়া

শ্বাসরুদ্ধকর পরিণতির দিকে ইসলামি শিক্ষা

বাংলাদেশে তিনটি ধারায় ইসলামি শিক্ষা চলে। সাধারণ, আলিয়া ও কউমি। এই তিন ধারার মধ্যে যুতসই কোনো সমন্বয় বা নবায়ন কখনও চোখে পড়েনি। আজ এর মধ্যে একটির বিদায়ঘন্টা বেজে গেছে। বাকি দুটি ধারা ব্যর্থতার ছাপ বুকে নিয়ে ধুকে মরছে।

বাংলাদেশের বর্তমান Est সর্বোতভাবে ইসলাম বিদ্বেষী। সরাসরি বলতে না পারলেও কোলকাতামুখী বাঙালিয়ানা ও পাশ্চাত্যমুখী বেহায়াপনার পতাকা নিয়ে ওরা দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে প্রভাব বিস্তার করে আছে। ইসলাম বিদ্বেষীরা খুব জানে যে, এ দেশের মাটি থেকে ইসলামের শক্ত শেকড় উপড়ে ফেলতে হলে ইসলামি শিক্ষা ধ্বংস করা ছাড়া কোনো গতি নেই। তাই দেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামি শিক্ষাকে হ্রাস করতে করতে এখন এটিকে প্রায় বিদায় করে দেয়া হয়েছে। হঠাৎ করে সব বাদ দিয়েছে এমন নয়। তথাকথিত নব্বুই পার্সেন্ট ঘুমন্ত মুসলমানের আচ্ছন্নতার সুযোগে ধীরে ধীরে লক্ষ্যে পৌঁছেছে ওরা। নতুন শিক্ষানীতিতে ইসলাম অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এর পরিবর্তে যা ঢুকেছে, তা শিক্ষার্থীদেরকে হয় ‘অনুভূতিহীন চাকর’, না হয় ‘আবরার-হত্যাকারী’ বানাবে।

আলিয়া মাদরাসা আজ ‘না কলেজ, না মাদরাসা’ পর্যায়ের এক চরম হীনমন্য প্রতিষ্ঠান হয়ে টিকে আছে। ব্যক্তিগত পরিশ্রম ছাড়া কেবল মাদরাসার জোরে আজ কেউ আলিম হয়ে যাবে, সেটি আমি স্বপ্নেও ভাবি না। সরকারি বেতনের ঠেলায় মাদরাসায় দ্বীনি শিক্ষাই আজ ঐচ্ছিক। ওয়ায মাহফিলে এক অধ্যক্ষকে গর্বভরে বলতে শুনেছি, “এখন মাদরাসা এত উন্নত যে, মাদরাসায় পড়ে ডাক্তার ও পুলিশ হওয়া যায়।” হীনমন্যতা আর কাকে বলে! যদি ডাক্তার বা পুলিশ হওয়াই সাফল্যের মাপকাঠি হয়, তাহলে প্রথমে মাদরাসা তৈরি করলেন কেন? কলেজে পড়েই সফল হওয়া যেত।

কউমি মাদরাসার পাঠ্যসূচিতে মূলত ইসলামি রাষ্ট্রে বিচারকার্য পরিচালনা করার নিয়মনীতি শেখানো হয়। কারণ দারসে নেজামী চালু হয়েছিল সেলজুক শাসনামলে। সম্ভবত মোঘল শাসনামলে কিছুটা নবায়ন করা হয়েছিল। সেলজুক ও মোঘল, দুই আমলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামি আইন প্রচলিত ছিল। তাই কাযী, মুফতি ইত্যাদির প্রয়োজন হতো। আজ এ দেশে ইসলামি আইনের গন্ধও নেই। যেখানে ঘরই নেই, সেখানে দরজার চৌকাঠের ডিজাইন নিয়ে চিন্তা করার কোনো মানে হয়?

মাদরাসায় যা কিছু দ্বীনি শিক্ষা হচ্ছে, সেটি কি বর্তমান যুগের নব্য শিরক, ইলহাদ, বিবর্তনবাদ, অপমনোবিজ্ঞান, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ, সেক্যুলারিজম, পুঁজিবাদ, সমাজতন্ত্র ও দাজ্জালি আসক্তি মাড়িয়ে ইসলামের আলো জ্বালতে সক্ষম? মাদরাসায় যে ধর্মতত্ত্ব পড়ানো হয়, সেটি নিওপ্লেটোনিক যুগের। আজকের উত্তরাধুনিক বিজ্ঞানের যুগে ওসব তত্ত্ব অচল। আজকের চ্যালেঞ্জ-ই ভিন্ন। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বকে ইসলামের নিজস্ব জ্ঞানতত্ত্ব ও জীবনদর্শন উপহার দেয়ার মতো কোনোকিছু মাদরাসায় শেখানো হয়? কুরআন ও সুন্নাহ’র ওপর বিশ্বমানের গবেষণা হয়? আল্লাহর কিতাবের চেয়ে বরং ফিকহী মাসয়ালা ও আরবি সাহিত্যের গুরুত্ব এখানে বেশি! কুরআন বললেই ধরিয়ে দেয়া হয় জটিল কোনো তাফসির, যেখানে ঈমানি চেতনা ও কর্মোদ্যমের চেয়ে ব্যাকরণের মারপ্যাঁচ বেশি। অথচ এই কুরআন দিয়েই রাসূলুল্লাহ ﷺ উম্মি আরবদের বুকে এমন নূর প্রজ্বলিত করেছিলেন, যে নূরে পরের হাজার বছর মুসলমানরা সারা পৃথিবীকে রওশন করেছিল। সৃষ্টি করেছিল নতুন জ্ঞান, সভ্যতা-সংস্কৃতি। আজ সেই নূর নিভুপ্রায়।

প্রায় পৌনে এক শতাব্দী ইসলামি শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করা প্রবাদপুরুষ, রাহবারে দ্বীন ও মিল্লাত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ’র একটি বয়ান শুনছিলাম গতকাল। তিনি স্পষ্ট করে বলেছেন, “দ্বীন রক্ষা করার একমাত্র মাধ্যম হচ্ছে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া তাসবীহ, যিকর, ওয়ায, এমনকি মসজিদ দিয়েও দ্বীন রক্ষা করা সম্ভব হবে না।”

বাংলাদেশে এত আলিম-উলামা, পীর-মাশাইখ। আমার যদি সামর্থ থাকত, প্রত্যেকের পায়ে ধরে মিনতি করতাম যে, বাকি সব কাজ একপাশে রেখে আপাতত দ্বীনি শিক্ষার দিকে নজর দিন। একজোট হয়ে শিক্ষানীতিতে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করতে বলুন, নতুবা দানদক্ষিণার আশা ছেড়ে নতুন ধারার বেসরকারি দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করুন। নইলে অদূর ভবিষ্যতে কেবল বিয়ে পড়ানো নিম-মৌলভী বাকি থাকবে। ইমাম আবু হানীফা, ইমাম বুখারী, ইমাম গাযালী, আলবেরুনী, আল খাওয়ারিজমী বা শাহ ওয়ালিউল্লাহ আর বেরিয়ে আসবেন না।

ওরা এ দেশের মাটি থেকে ইসলামের শেকড় উপড়ে ফেলতে চায়। এ দেশকে ওরা ওপারের বাবুদের সাংস্কৃতিক শৌচালয় বানাতে চায়। আমাদের চুপ্পি তাদেরকে সুযোগ করে দিচ্ছে। আর আমরা এক পা, এক পা করে আল্লাহর গযবের দিকে এগিয়ে যাচ্ছি।

02/07/2022

যাদেরকে কখনই বিয়ে করা ঠিক না🥀 abu twha muhammad adnan

Address

Rajnagar
Moulvi Bazar
SAJU#

Telephone

+8801771999877

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poem with Saju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Publishers in Moulvi Bazar

Show All