Daily Bhabodaho

Daily Bhabodaho It is an on line newspaper

গোধূলি লগ্নে
23/05/2024

গোধূলি লগ্নে

শেষ বিকেলে
23/05/2024

শেষ বিকেলে

সীমান্ত জেলা যশোরে ৮ জনের শরীরে  এইডস সনাক্ত মরণ ব্যাধি এইচআইভি /এইডস সম্পর্কে  মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮...
07/09/2022

সীমান্ত জেলা যশোরে ৮ জনের শরীরে এইডস সনাক্ত

মরণ ব্যাধি এইচআইভি /এইডস সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে ১ ডিসেম্বরকে আন্তর্জাতিক এইডস দিবস হিসেবে পালন করে আসছে। কিন্তু তারপরও এইচআর / এইডস-এ আক্রান্ত ও মৃতের সংখ্যা গাণিতিকভাবে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশে বেড়েই চলছে।
যশোরে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৪ দিনে ৪ ব্যক্তির শরীরে এইচআইভি/এইডসের জীবাণু শনাক্ত হয়েছে। ইতিপূর্বে গত আগস্ট মাসে ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া যায়। সব মিলিয়ে গত ৩৫ দিনে ৮ জনের শরীরে এইডস শনাক্ত হয়েছে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচআইভি- এইডস পরীক্ষা-নিরীক্ষা কেন্দ্র এইচটিসি সেন্টারে এ পরীক্ষা করা হয়েছে।
গত ২০ বছরের ইতিহাসে ও এত অল্প সময়ের ব্যবধানে এত সংখ্যক এইচআইভি জীবাণু বহনকারী ইতিপূর্বে যশোরে সনাক্ত হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকরা এ পরিস্থিতিকে একটি সতর্কতামূলক বার্তা বলে অভিহিত করেছেন।

হাসপাতাল সূত্র জানা যায়-এইচটিসি সেন্টারে গত ১ সেপ্টেম্বর থেকে ৪ দিনে ৩০ জনের এইচআইভি/এইডস পরীক্ষা করা হয়েছে। এর ভেতর ৪ জনের শরীরে এইডসের জীবাণু পাওয়া গেছে। হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী গত ৪ সেপ্টেম্বর একজন ও
৬ সেপ্টেম্বর ৩০ জনের রক্ত পরীক্ষা করে তাদের মধ্যে ৩ জনের শরীরে এইচআইভি/এইডস শনাক্ত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর ৫ জনের রক্ত পরীক্ষা করা হলেও তাদের কারো শরীরে এইডস ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

গত আগস্টের ৩১ দিনে ১শ ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর ভেতর ৪ জনের শরীরে এইচআইভি/ এইডসের জীবাণু পাওয়া গিয়েছিল।

পরিসংখ্যান অনুযায়ী ২৯ আগস্ট-১ জন, ১৬ আগস্ট ১ জন, ৭ আগস্ট ১ জন ও ৪ আগস্ট ১ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়। আক্রান্তদের অনেকেই ভারত ও বাংলাদেশে বসবাস করেন। যা উভয় দেশের জন্য আতঙ্কের।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আক্তারুজ্জামান বলেন- গত ২ মাসে যেভাবে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমাদের জন্যে একটি সতর্ক বার্তা। আক্রান্তদের অনেকেই ভারত এবং বাংলাদেশ বসবাস করেন।
উল্লেখ্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এইচআইভি /এইডসেট চিকিৎসার জন্য সরকারিভাবে থেরাপি সেন্টার নেই। খুলনা মেডিকেল কলেজে এই থেরাপি সেন্টার আছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে অতি অল্প সময়ে থেরাপি সেন্টার স্থাপন করা হবে। বাংলাদেশের ৫টি হাসপাতালে এ সেন্টার স্থাপনের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এর ভেতর যশোর ২৫০ শয্যা হাসপাতাল একটি।

মনিরামপুরে ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান  যশোর জেলার মনিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাঠি ইউনিয়নের বর্তম...
06/09/2022

মনিরামপুরে ছাত্রলীগ কর্মীকে বেধড়ক পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান

যশোর জেলার মনিরামপুর উপজেলার ৫ নং হরিদাসকাঠি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন আজ (৬ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুন বাবু (২৪)কে বাঁশের মোটা লাঠি দিয়ে পিটিয়েছেন।

বাবু একই ইউনিয়নের কাটাখালি গ্রামের আমজাদ হোসেন মোল্ল্যার ছেলে।

মোটরসাইকেল জোরে শব্দ করে চালানোর অপরাধে ছাত্রলীগ কর্মীকে চেয়ারম্যান ডেকে নিয়ে গিয়ে ইউনিয়ন পরিষদের বারন্দায় ফেলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন।যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাস হওয়ার পর বাবুর মা মেহেরুন্নেছা পরিষদে গেলে তাকেও গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়।

এরপরে ছাত্রলীগের ঐ কর্মীকে চেয়ারম্যান ঘরের মধ্যে নিয়ে দরজা আটকিয়ে স্লাইরেঞ্জ দিয়ে মারপিট করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়- আজ সকালে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ওয়াজেদ আলী ও রমেশ বিশ্বাস বাবুকে পরিষদ ধরে আনেন। এরপর ইউপি চেয়ারম্যন আলমগীর কবীর লিটন বাঁশের লাঠি দুই হাত দিয়ে ধরে ছাত্রলীগ কর্মী বাবুকে বেধড়ক পিটিয়ে জখম করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

৫ নং হরিদাসকাঠি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুবজ বিশ্বাস জানান,ল- বাবু ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। শুধু মোটরসাইকেলে শব্দ হওয়ার কারণে বাবুকে ধরে নিয়ে মারপিট করেছেন চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন। তিনি আরও জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে নির্বাচন করেছিল বাবু। এই রাগে বাবুকে নৌকার বিদ্রোহী চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন বাবুকে মারপিট করতে পারেন বলে তার দাবি।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন লিটন জানান, তার ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মাঠে গ্রীষ্মকালীন খেলাধূলা চলছিল। খেলা চলাকালে বিকট শব্দ করে বাবু মোটরসাইকেল চালাচ্ছিল। এ কারণে তাকে শাসন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান জানান, মোটরসাইকাইকেল চালোনোর সময় পড়ে গিয়ে শব্দ হয়। শুধু এই অপরাধে বাবুকে পরিষদে ধরে নিয়ে পেটান চেয়ারম্যান লিটন। তিনি পরিষদের গিয়ে দেখেন ঘরে মধ্যে আটকিয়ে স্লাইরেঞ্জ দিয়ে মারপিট করছেন চেয়ারম্যান লিটন। চেয়ারম্যানকে নিবৃত করতে গিয়ে তিনিও হেনস্থার শিকার হন।

উল্লেখ্য, আলমগীর হোসেন লিটন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন। বিগত ইউপি নির্বাচনে তিনি নৌকার বিদ্রোহী প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি জয়ী হন। এরপর দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় আলমগীর হোসেন লিটন দল থেকে বহিষ্কার হন।

থানার ওসি নূর-ই আলম সিদ্দীকি বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশে করোনার নতুন  উপধরন সনাক্ত  বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তিনজন...
06/09/2022

বাংলাদেশে করোনার নতুন উপধরন সনাক্ত

বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তিনজন বাংলাদেশীর শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন সাব-ভ্যারিয়েন্ট বা উপধরন 22D:Omicron/BA.2.75 শনাক্ত হয়েছে।

রোববার জিনোম সেন্টারের একদল গবেষক যশোরে করোনায় আক্রান্ত তিনজন ব্যক্তির শরীর থেকে সংগৃহীত ভাইরাসের আংশিক (স্পাইক প্রোটিন) জিনোম সিকুয়েন্সের মাধ্যমে করোনার নতুন এই সা-ভ্যারিয়েন্ট শনাক্ত করেন।

যবিপ্রবির গবেষক দলটি জানান-আক্রান্ত তিনজন ব্যক্তিই পুরুষ।আক্রান্তদের শরীরে জ্বর, গলাব্যথা, সর্দি-কাশিসহ বিভিন্ন মৃদু উপসর্গ রয়েছে।আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্য ২ জন বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। যাদের একজনের বয়স ৫৫ এবং বাকি দুইজনের বয়স ৮৫ বছর।

গবেষক দলটি আরও জানান- BA.2.75 সাব-ভ্যারিয়েন্টে স্পাইক প্রোটিনে ওমিক্রনের BA.2 ভ্যারিয়েন্টের মতোই মিউটেশন দেখা যায়। তবে তার সঙ্গে দুইটি রিভার্সন মিউটেশন G446S এবং R493Q দেখা যায়। ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্টটি জুলাই মাসে প্রথম ভারতে শনাক্ত হয়েছিল। এছাড়া গত আগস্ট মাসে এই সাব-ভ্যারিয়েন্টটি বিশ্বের বিভিন্ন দেশেও শনাক্ত হয়। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাও এই সাব-ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হচ্ছেন। আগামী দিনে এই সাব-ভ্যারিয়েন্ট বর্তমানে সংক্রমণশীল অন্যান্য সাব-ভ্যারিয়েন্টের তুলনায় বেশি সংক্রমণ ঘটাতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন।

করোনার এই নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্তের বিষয়ে যবিপ্রবির উপাচার্য ও জেনোম সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন- এই সাব-ভ্যারিয়েন্টটি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। এ জন্য মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

তিনি জানান- অচিরেই পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্স করে এ বিষয়ে আরও তথ্য জানা সম্ভব হবে এবং এই সাব-ভ্যারিয়েন্ট শনাক্তকরণের কাজ জিনোম সেন্টারে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইতোপূর্বেও যশোর জিনোম সেন্টারে করোনাভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্টের স্থানীয় সংক্রমণ শনাক্ত হয়।

যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে করোনার নতুন এই সাব-ভ্যারিয়েন্ট শনাক্তে গবেষক দলের অন্য সদস্যরা হলেন- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হাসান মো. আল-ইমরান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শিরিন নিগার, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম, ড. সেলিনা আক্তার, ড. অভিনু কিবরিয়া ইসলাম, জিনোম সেন্টারের গবেষণা সহকারী প্রশান্ত কুমার দাস, মো. আলী আহসান সেতু প্রমুখ।

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ২আজ(৫ সেপ্টেম্বর) সোমবার সকালে যশোরের চাঁচড়া এলাকা থেকে দুর্বৃত্তের হাতে নিহত যুবক ...
05/09/2022

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেফতার ২

আজ(৫ সেপ্টেম্বর) সোমবার সকালে যশোরের চাঁচড়া এলাকা থেকে দুর্বৃত্তের হাতে নিহত যুবক মোস্তাফিজুর রহমান (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি সাতক্ষীরা জেলার সুলতান পুরের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নিহতের ভাই আব্দুল মোত্তালিব জানান-মোস্তাফিজ খুলনার একটি ফিড কোম্পানিতে চাকরি করতেন। রোববার সকালে তিনি খুলনায় অফিসে যান এবং অফিসিয়াল কাজে সেখান থেকে ঝিনাইদহ যান। ঝিনাইদহ থেকে যশোরে আসার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।সোমবার সকালে মোস্তাফিজের সহকর্মী রবিউল ইসলামের কাছে মোবাইল করলে তিনি জানান যশোর থেকে এক ব্যক্তি তাকে জানিয়েছেন মোস্তাফিজকে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে আছে। এ খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে জানতে পারেন ছুরিকাঘাতে মুস্তাফিজুর খুন হয়েছে। পরে হাসপাতালের মর্গে যেয়ে লাশ শনাক্ত করেন।

তারা আরো জানতে পারেন, একই কোম্পানিতে চাকুরীরত ইমরানের সাথে কোম্পানির পাওনা টাকা নিয়ে মোস্তাফিজুরের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে ৪ সেপ্টেম্বর বিকেলে পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে ইমরান ও তার সহযোগী আরও ৩/৪ জন চাঁচড়া চেকপোস্টে নিউ নূর হোটেলের সামনে থেকে জোরপূর্বক রাব্বি হাসানের ইজিবাইকে তুলে নিয়ে যায়। এরপর হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করে।
হত্যাকাণ্ডের ঘটনায় তার ভাই আব্দুল মোত্তালিব আজ (৫ সেপ্টেম্বর) সোমবার ছয়জনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। আসামিরা হচ্ছেন -ইসহক গাজির ছেলে ইব্রাহিম (২৩), শামীম হোসেনের ছেলে ইমরান (২৫), আসলাম হোসেনের ছেলে সুজন হোসেন (২২), মিঠুর ছেলে আল আমিন (২৪), মৃত অনিল মন্ডলের ছেলে অন্তর মন্ডল (২৬) ও মৃত শরিফুল ইসলামের ছেলে রাব্বি হাসান (২৩)। আসামিদের সবার বাড়ি যশোর সদরের বিরামপুর কালীতলা গ্রামে।

যশোর কোতোয়ালী থানার ওসি তাজুল ইসলাম বলেন,-আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্তর মন্ডল ও রাব্বি হাসান নামে দুই যুবককে আটক করা হয়েছে।

কেশবপুরে গাঁজা গাছসহ গ্রেফতার ১ আজ(সোমবার)  ভোরে যশোর জেলার  কেশবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ আনোয়ার আ...
05/09/2022

কেশবপুরে গাঁজা গাছসহ গ্রেফতার ১

আজ(সোমবার) ভোরে যশোর জেলার কেশবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ আনোয়ার আলী সরদার (৫৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি উক্ত উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের জাবের আলী সরদারের ছেলে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁর নির্দেশনা অনুযায়ী ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঈনুরএর নেতৃত্বে এএসআই আবুল বাশার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আজ (সোমবার) ভোরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামে অভিযান পরিচালনা করে আটককৃত আসামির বাড়ির পশ্চিম পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার করেন।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যশোর জেলা ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নিন্দা আজ যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সম...
04/09/2022

যশোর জেলা ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নিন্দা

আজ যশোর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক কাজী তৌফিক এলাহী টনিকে আটক করে মিথ্যা মামলা, ছাত্রদলের সহ-সভাপতি বেনজির বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমামুল ইসলাম, যশোর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ জহির উদ্দিনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক ব্যক্তিকে আসামী করে বানোয়াট মামলা দেওয়ার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাপ্পি ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ ইমরান এবং ছাত্রনেতা টনিসহ সকলের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে তারা বলেন-পুলিশ আজ নিজেদের শপথ ভঙ্গ করে প্রজাতন্ত্রের কর্মচারী থেকে জনসমার্থনহীন ফ্যাসিবাদী সরকারের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র পুনরোদ্ধারের পথকে অবরুদ্ধ করতে হামলা-মামলা-গ্রেফতারের পথ বেঁছে নিয়েছে৷ তবে হামলা-মামলা-জেল-জুলুম-নির্যাতন চালিয়ে কখনই গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সিপাহীদের সাহসী পদযাত্রাকে রুখে দেওয়া যায় না। দমন-পীড়নের মাত্রা যত বেশি হবে নেতা-কর্মীদের মনোবল তত বেশি ইস্পাত কঠিন আকারে রূপ নেবে। রাতের আঁধার যত গভীর হয়, ভোরের সোনালী আলো ততই সন্নিকটেআসে। অচিরেই গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নির্যাতিত নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভেসে যাবে নব্য বাকশালী স্বৈরাচারের সকল ষড়যন্ত্র, জিয়া পরিবারের নেতৃত্বে আসন্ন গণ-আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের আকাশে উদিত হবে গণতন্ত্রের স্বাধীন সূর্য, এটাই চলমান আন্দোলনে সকলের অঙ্গীকার।

সুন্দরবনের খাঁটি বাড়ির তৈরি মধু!
04/09/2022

সুন্দরবনের খাঁটি বাড়ির তৈরি মধু!

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদসহ যাত্রী আটক আজ (৩ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টায় বর্ডার গার্ড বাংলাদে...
03/09/2022

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদসহ যাত্রী আটক

আজ (৩ সেপ্টেম্বর) শনিবার সকাল ১০ টায় বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)যশোরের বেনাপোল চেকপোস্টের সামনে থেকে ৫১ লাখ ১৮ হাজার ১৬ টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদসহ বাংলাদেশি পাসপোর্ট ধারী আশিক মিয়াকে আটক করেছে।
আটককৃত আসামি শরিয়তপুর জেলার কলিমউল্লা মাস্টারকান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ আবেদীন সিদ্দিকী বলেন- সন্দেহবশতঃ ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী আশিক মিয়ার ব্যাগ তল্লাশি করে তার ব্যাগের মধ্য থেকে চকলেটের প্যাকেটের মধ্যে সাজানো অবস্থায় ইউএস ডলার ২২ হাজার ৩শ’, সৌদি রিয়াল ৫৭ হাজার, কানাডিয়ান ডলার ১০ হাজার, ভারতীয় রুপি ৭২০ এবং বাংলাদেশি ৭ হাজার ৪৩০ টাকাসহ ৮ বোতল মদ উদ্ধার করা হয়।

উল্লেখিত পাসপোর্টধারী যাত্রীকে হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোরে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ টি মোবাইল ফোন উদ্ধার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত আগস্ট  মাসে হারানো ৪০ মোবাইল ফোন উদ্...
03/09/2022

যশোরে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ টি মোবাইল ফোন উদ্ধার

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গত আগস্ট মাসে হারানো ৪০ মোবাইল ফোন উদ্ধার করেন।
বিভিন্ন থানায় ৪০ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়। এই জিডি-এর প্রেক্ষিতে পুলিশের এ সাফল্য ।এ সময় তারা বিকাশ ও নগদে ভুলবশতঃ অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ১৩ জন ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে ১ লক্ষ ৯ হাজার ৯৯০ টাকা উদ্ধারসহ ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছেন।

আজ ( ৩ সেপ্টেম্বর ) শনিবার দুপুরে যশোর জেলা পুলিশের কনফারেন্স রুমে এগুলো হস্তান্তর করা হয়। এ সময় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ সার্কেল’) মুকিত সরকারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা
সাংবাদিকবৃন্দ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভক্তভোগীগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (‘খ সার্কেল’) মুকিত সরকার বলেন, মোবাইল হারানো সংক্রান্ত বিভিন্ন থানায় ভুক্তভোগীরা জিডি করেন। এর প্রেক্ষিতে গত এক মাসে বিভিন্ন ব্রান্ডের সর্বমোট ৪০টি হারানো মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

এছাড়াও বিকাশ ও নগদ লেনদেনের সময় ভুলবশতঃ অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ১৩ জন ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে সর্বমোট ১ লক্ষ ৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার পূর্বক করে ভুক্তভোগী মালিকদের নিকট হস্তান্তর করা হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং হওয়া ৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে ভিকটিমকে সহায়তা প্রদান করেছে।

তিনি আরও বলেন-সেলটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতরণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ করে চলেছে। আর তাই সাইবার স্পেসে যদি কোন নারী প্রতরণা বা হয়রানির শিকার হন তবে আমাদের কাছে জানাতে পারেন। এক্ষেত্রে অভিযোগকারীর নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।

বিবর্তন যশোরের ৮৮তম প্রযোজনা নতুন রূপক  পথনাটক ‘ছন্দ রাজার দেশে’ মঞ্চস্থ আজ(২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় যশোর টাউনহল...
02/09/2022

বিবর্তন যশোরের ৮৮তম প্রযোজনা নতুন রূপক পথনাটক ‘ছন্দ রাজার দেশে’ মঞ্চস্থ

আজ(২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় যশোর টাউনহল মাঠের রওশান আলী উন্মুক্ত মঞ্চে ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বিবর্তন যশোরের ৮৮তম প্রযোজনা সামাজিক অসংগতির বিরুদ্ধে নতুন রূপক পথ নাটক ‘ছন্দ রাজার দেশে’ অনুষ্ঠিত হয়েছে।

নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মৃন্ময় চক্রবর্তী এবং অভিনয় করছেন নওরোজ আলম খান চপল, মানস বিশ্বাস, মৃন্ময় চক্রবর্তী, দীপঙ্কর বিশ্বাস, সুমন ব্যানার্জি , বৃন্দাবন সাহা, তরিকুল ইসলাম, নিশি, রিপা সাহা,মোহন, তন্ময়, অপু, হাফিজুর রহমান, রামপ্রসাদ রায়, কাবিল, দেবদুলাল,কাজী পলাশসহ আরও অনেকে।

নাটকটিতে বর্তমান সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় সমাজপতি ও নেতাদের নীতি নৈতিকতার যে প্রতিমা বিসর্জন হয়েছে এবং আমলা তান্ত্রিক জটিলতা ও নেতাদের দৌরাত্ম্যে জনগণের জীবনে চরম বিপর্যয়ের ফলে খাজনা,কর,সার,তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া উর্দ্ধগতির অক্টোপাসে অন্ন,বস্ত্র,শিক্ষা,চিকিৎসাসহ সংসারের আনুষঙ্গিক ব্যয় মিটাতে হিমসিম খাচ্ছে তখন রাষ্ট্রনায়কসহ সমস্ত পারিষদগণ দ্রব্যমূল্যের কৃত্রিম আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণ না করে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য ব্যবসায়ী ও দাতা সংস্থার সাথে গণবিরোধী আঁতাত করছে আর জনগণকে উন্নয়নের রাজপথের ছেলে ভুলানো গল্প শুনাচ্ছে তার চিত্র চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

তেমনি অন্যদিকে রাজার দরবারের পরিষদগণের উদাসীনতা আর কিছু মানুষের তোষামদির কারণে রাজ্যে অবক্ষয় ঘটেছে নীতি ও নৈতিকতার। প্রজারা তখন বহুবিধ সমস্যায় জর্জরিত হয়ে দিশেহারা, অভাবের তাড়নায় চারিদিকে দূর্ভিক্ষ্যের হাহাকার পড়ে গেছে। ফলে আশার শেষ ভরসাস্থল রাজার কাছে গিয়ে শুনাতে চায় তাদের দুঃখ কষ্টের কথা,তাদের স্বার্থের কথা, নেতাদের ক্ষমতা ও টাকার পাহাড়সম অনিয়মের কথা। যা শুনতে চায় না কেউ ফলে অধরাই থেকে যায় প্রজাদের হিমালয় পাহাড়সম সমস্যাগুলো।

নাটকের দর্শকদের সাথে কথা বল জানা যায় দেশের বর্তমান সময়ের জনদুর্ভোগসমূহ ছন্দ রাজার দেশে নাটককে ছন্দময়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা সবার হৃদয় কেড়ে নিয়েছে।

ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া সাত কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, গ্রেফতার ২ ও নিহত ১গতকাল(১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার  দি...
02/09/2022

ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া সাত কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার, গ্রেফতার ২ ও নিহত ১

গতকাল(১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক একটায় যশোর গোয়েন্দা পুলিশ ও শার্শা থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৯ কেজি ৭ শত ৫৮ গ্রাম ওজনের ৩০ টি স্বর্ণের বার ও ১টি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ ২২-০৪২৪) স্বর্ণ পাচারকারী রবিন(৩৫) ও আবুল কাশেম(৩৫) কে আটক করেন। আটককৃত রবিন কুমিল্লা জেলার হোমনা থানার আবুল সরকারের ছেলে ও আবুল কাশেম একই জেলার দাউদকান্দি উপজেলার কবির হোসেনের ছেলে।

যশোরের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার টহলদলের পুলিশ সদস্যরা এবং প্রাইভেটকারসহ ২ আসামিকে আটক করেন।আটকের পর আসামি রবিনের দেহ ও প্রাইভেটকার তল্লাশি করে গাড়িতে সুকৌশলে লুকিয়ে রাখা ৯ কেজি ৭ শত ৫৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার উদ্ধার করেন।যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি টাকা।

স্বর্নসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য সীমান্তবর্তী যশোর জেলায় সীমান্তের গডফাদাররা দীর্ঘদিন যাবত সীমান্তপথে ভারতে সোনা পাচার করে আসছে এবং এই সব পাচারকারীদের রয়েছে বিশাল মাফিয়া গ্রুপ।গতকালকে যখন পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হয় তখন ২৫-৩০টি মোটরসাইকেল যোগে প্রায় ৫০-৬০ জন যুবক পুলিশের উপর বোমা বর্ষন করে এবং আত্মরক্ষার্থে পুলিশও গুলি এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয় এবংহামলাকারীদের ফেলে যাওয়া ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

মৃতব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান।

যশোরে বিএনপির  ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনআজ(১ সেপ্টেম্বর)  বৃহস্পতিবার  বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।দুঃশাসনকে হট...
01/09/2022

যশোরে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আজ(১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দুঃশাসনকে হটিয়ে শান্তি, সমৃদ্ধি প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দৃপ্ত শপথের মধ্য দিয়ে সারাদেশের ন্যায়
যশোর বিএনপি দলটির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
দিবসটি উপলক্ষে যশোরে নানা ধরনের কর্মসূচি নেওয়া হয়।কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা ও আনন্দ র‍্যালি,দোয়া মাহফিল ও আলোচনা সভা।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বিএনপির জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়া আরও বক্তব্য রাখেন- দলের সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শহীদ ইকবাল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্যের শুরুতে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ারউর রহমানসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করেন।
তারপর বলেন-বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও ফ্যাসিবাদী শক্তিকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বিএনপির নেতৃত্বে দেশব্যাপী সমগ্র জনগণ যখন ঐক্যবদ্ধ, তখন এই সরকার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে জনগণের আন্দোলনকে নস্যাৎ করতে দলীয় সন্ত্রাসী এবং তাদের অনুুগত প্রশাসনকে লেলিয়ে দিয়েছে। আওয়ামী লীগ দিন বদলের কথা বলে ক্ষমতায় এসে তাদের মনের বদল ঘটাতে পারেনি। যে কারণে তারা প্রতিনিয়ত দেশের ভিন্ন মতকে দমন পীড়নসহ হত্যার মিশনে ব্যস্ত রয়েছে। আজ যখন দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে তখন নেত্রকোনাএবং নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে দুই দুটি তাজা প্রাণ ঝরে গেল। ভয়াবহ এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জনগণ বিএনপির নেতৃত্বে রাজপথে নেমে এসেছে। রাজপথে জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

সবশেষে দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

যশোরে স্বল্পমূল্যের খাদ্যবান্ধব কার্যক্রম শুরু বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হঠ...
01/09/2022

যশোরে স্বল্পমূল্যের খাদ্যবান্ধব কার্যক্রম শুরু

বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় আজ থেকে সারাদেশের নিম্ন আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওএমএস চাল বিক্রির কার্যক্রম শুরু করেছে ।
তারই ধারাবাহিকতায় আজ( ১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় যশোর শহরের রেল রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।


জেলা প্রশাসক বলেন-খোলা বাজার থেকে বেশি দামে চাল কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা করতে যশোরে প্রতিদিন ৩০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হবে। ওএমএস ডিলারদের মাধ্যমে যশোর পৌরসভার ১৪টি স্থানে প্রতিদিন ২২ মেট্রিকটন, মণিরামপুর, কেশবপুর, নওয়াপাড়া, বেনাপোল, ঝিকরগাছা, বাঘারপাড়া ও চৌগাছা পৌরসভার ২৬ টি স্থানে প্রতিদিন ৫০ মেট্রিকটন এবং শার্শা উপজেলার দু’টি স্থানে চার মেট্রিকটন করে চাল বিক্রি করা হবে। সাধারণ মানুষের পাশাপাশি এবার টিসিবির কার্ডধারীরাও এই চাল কেনার সুযোগ পাচ্ছেন। একজন একদিনে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন।

তিনি আরো বলেন-ওএমএসের পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে নির্ধারিত ডিলারদের কাছ থেকে কার্ডধারী ১ লাখ ৫ হাজার ৬৫৫ জন ১৫ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। একজন কার্ডধারী মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল পাবেন।
দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই ক্রান্তিকালে স্বল্পমূল্যে চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। তবে তারা চালের পরিমাণ ৫ কেজি থেকে বৃদ্ধি করার দাবি জানিয়েছেন।

01/09/2022

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ; নিহত ১; গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

বাংলাদেশ সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক সীমান্তবর্তী যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর থেকে আজ( ৩১ আগস্ট) ...
31/08/2022

বাংলাদেশ সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সীমান্তবর্তী যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর থেকে আজ( ৩১ আগস্ট) বুধবার ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বারসহ দীর্ঘদিন যাবত কৃষকের ছদ্মবেশে স্বর্ণ পাচারে জড়িত শুকুর আলী নামে এক পাচারকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে খুলনা ২১ বিজিবি।
আটককৃত শুকুর রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভির রহমান পিএসসি জানান-গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুলনা ২১ বিজিবি এর একটি টহলকারী দল রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে কৃষকের ছদ্মবেশে থাকা শুকুরকে আটক করেন। আটকের পর তাল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৯ টি স্বর্ণের বার উদ্ধার করেন।যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম এবং স্বর্ণের বাজারমূল্য ১ কোটি ৭০ লক্ষ টাকা।
এ সময় আরও জব্দ করা হয়েছে পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
তিনি আরও বলনে - আটককৃত আসামিকে স্বর্ণের বারসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে এবং
স্বর্ণ পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।গত ৬ মাস পর্যন্ত খুলনা ২১ বিজিবি ৭ জন আসামী সহ প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ আটক করেছে।

যশোর জেলা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আজ (৩১আগস্ট) বুধবার সকাল দশ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল...
31/08/2022

যশোর জেলা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আজ (৩১আগস্ট) বুধবার সকাল দশ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ মহাকাব্যের মহা নায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ‘‘ক” সার্কেল, যশোরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম ।
বক্তব্য রাখেন- জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ,
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরবর্তীতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সভাপতির বক্তব্যের শুরুতেইপুলিশ সুপার বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরে বলেন-বঙ্গবন্ধু সারা জীবন এদেশের জন্য দিয়ে গেছেন কিন্তু সেই বঙ্গবন্ধুকেই স্বপরিবারে জীবন দিতে হলো এদেশের কিছু বিপদগামী সেনাসদস্যের হাতে। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় বাঙালি জাতির কাছে আর কিছু হতে পারে না।

পরিশেষে তিনি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করতে আহ্বান করেন।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল ইউনিট, পিবিআই, সিআইডি ও হাইওয়ে পুলিশ থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সাংবাদিক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশআজ (৩১ আগস্ট) বুধবার  বিকালে চারটায়যশোরের মনিরামপুর উপজেলা প্রেসক...
31/08/2022

সাংবাদিক লাঞ্চনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আজ (৩১ আগস্ট) বুধবার বিকালে চারটায়
যশোরের মনিরামপুর উপজেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক লাঞ্চিত করায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে মণিরামপুর পৌরসভাধীন পোষ্ট অফিস এলাকায় বিরোধপূর্ণ একটি জমিতে এ দুই পুলিশ কর্মকর্তা এস আই আবু বকর ও আলমগীর হোসেন যান। এ সময় এক পক্ষের অর্থে তুষ্ট হয়ে সেখানে থাকা নারী-পুরুষের সাথে অসৌজন্যমূলক আচারণ করনে এবং এক পর্যায়ে দিনমজুর দুই ব্যক্তিকে আটক করলে এগিয়ে যান মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন দুষ্ট । দু’জন পুলিশ কর্মকর্তা নিরীহ ঐ দুই ব্যক্তিকে আটকের কারণ জানতে চাইলে তারা প্রেসক্লাবের সম্পাদককে লাঞ্চিত করে।

উল্লেখিত ঘটনার প্রতিবাদে ও মণিরামপুর থানার এস আই আবু বকর ও আলমগীর হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের এবং মণিরামপুর থানা থেকে প্রত্যাহারের দাবীতে মণিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতারের পরিচালনায় ও প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নিছার উদ্দিন খান আযম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্বাস উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, বর্তমান সহ-সভাপতি জি এম ফারুক আলম, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক, নির্বাহী সদস্য বোরহান উদ্দীন জাকির, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক জসিম উদ্দীন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার তারিকুল রায়হান, সাংবাদিক নেতা নাসিম রেজা, সাবেক সহ-সভাপতি প্রভাষক নূরুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান রয়েল, সাবেক দপ্তর সম্পাদক অশোক বিশ্বাস প্রমুখ।

বক্তরা বলেন - ঐ দুই পুলিশ কর্মকর্তা শুধু সাংবাদিকদের লাঞ্চিত করেন নাই বরং মাদক ব্যবসায়ীদের বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা দেওয়াসহ পয়সা রোজগারের জন্য নিরীহ জনগণকেও মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। আর তাই পুলিশ কর্মকর্তা আবু বকর ও আলমগীর হোসেনকে ৭২ ঘন্টার মধ্যে প্রত্যহার এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

অভয়নগরে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার ১আজ (৩০ আগস্ট)  মঙ্গলবার বিকাল পোনে পাঁচটায়  যশোর গোয়েন্দা পুলিশ  জেলার অভয়নগর উপজেল...
30/08/2022

অভয়নগরে মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার ১

আজ (৩০ আগস্ট) মঙ্গলবার বিকাল পোনে পাঁচটায় যশোর গোয়েন্দা পুলিশ জেলার অভয়নগর উপজেলায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহম্মেদ (২৯) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রাজু অভয়নগর উপজেলার বাহিরঘাট গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
যশোর গোয়েন্দা পুলিশের এসআই
মোঃ আরিফুল ইসলাম বলেন - গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বিকাল পোনে পাঁচটায় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টীম অভয়নগর থানার বাগদাদ পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাজুকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
এ সংক্রান্ত বিষয়ে এএসআই(নিঃ) নিরমল কুমার ঘোষ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।
(

যশোরে  র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার-০২ যশোরের অভয়নগরে র‌্যাব-৬ এর বিশেষ  অভিযানে মহিবুর রহমান চৌধুরী (৪৬) ও সাইফ...
29/08/2022

যশোরে র‌্যাবের অভিযানে জাল নোটসহ গ্রেফতার-০২

যশোরের অভয়নগরে র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে মহিবুর রহমান চৌধুরী (৪৬) ও সাইফুল ইসলাম (৩৮) নামে দুই প্রতারককে ৪০ টি ৫০০ টাকার জাল নোটসহ আটক করে।

রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে বারোটায় জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আবাসিক হোটেল আল রেজুয়ানের ৩য় তলার ৩০৩ নং রুমে অভিযান চালিয়ে র‍্যাবের বিশেষ টীম এসব নকল টাকা সহ তাদেরকে আটক করেন।

আটক মহিবুর রহমান চৌধুরী চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার দেশগাঁও কাশেমপুরের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে। সে ঢাকা ডিএমপি ডেমরা থানা এলাকার -মাতৃছায়া, বাসা নং ৭১, ওয়ার্ড নং ৬৭ বসবাস করে দীর্ঘদিন ধরে নকল টাকার ব্যবসা করে আসছিলো ও আটক সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার পটিয়াদী উপজেলার চরজাকালিয়া এলাকার শামসুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে অভয়নগর এলাকার অবস্থান করে এসব জাল ব্যবসা করেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে: এম নাজিউর রহমান বলেন- গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে জেলার অভয়নগর উপজেলার শিল্প নগরী নওয়াপাড়ার ১নং ওয়ার্ডের আবাসিক হোটেল আল রেজুয়ানের ৩য় তলার ৩০৩ নং রুমে দুই নকল টাকার কারবারিরা অবস্থান করছে। এ সময়ে ফোর্স নিয়ে রাত সাড়ে বারোটার দিকে সেখানে অভিযান চালিয়ে ৪০টি ৫০০ টাকার জাল নোটসহ মহিবুর রহমান চৌধুরী ও সাইফুল ইসলাম নামে দুই প্রতারককে হাতেনাতে আটক করা হয়
আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছিলো। এর আগেও তারা জাল টাকা তৈরীর মেশিন সহ ঢাকার ডেমরা থানা পুলিশের কাছে আটক হয়েছিল।। সোমবার দুপুরে কাজের বিরুদ্ধে মামলা দিয়ে অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।অভয়নগর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম শামীম হোসাইন জাল টাকা সহ থানায় দুজনকে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই আওয়ামীলীগকে প্রতিহত করা হবে-গয়েশ্বর চন্দ্র রায়।আজ (২৯ আগস্ট)  সোমবার বিকালে লালদীঘির পা...
29/08/2022

রাতের অন্ধকারে নয় দিনের আলোতেই আওয়ামীলীগকে প্রতিহত করা হবে-গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (২৯ আগস্ট) সোমবার বিকালে লালদীঘির পাড়ে অবস্থিত যশোর বিএনপির জেলা কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচিতে হামলা,দলীয় নেতা কর্মীদের বাড়িতে হামলা ও দলীয় কার্যালয়ে ভাংচুরসহ দলীয় নেতাকর্মীদের গণ গ্রেফতারের প্রতিবাদে আজকের এ সংবাদ সম্মেলন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ -সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন- বাঁচি মরি জনগণের জন্য গণতন্ত্রের আন্দোলন চলবে। দমন নিপীড়ন করে এ আন্দোলন ঠেকানো যাবে না এবং রাতের অন্ধকারে নয়,দিনের আলোতেই আওয়ামীলীগকে প্রতিহত করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন- দমন পীড়নের মধ্য দিয়ে জনগণের আন্দোলন থামানো যাবে না। সরকার প্রধান আন্দোলন কর্মসূচী প্রতিহত করা হবে না বললেও তার দলের নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছেন। গত দশ দিনে সারাদেশে অসংখ্য হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছে শত শত নেতাকর্মী। আর এসব ঘটনায় মিথ্যা অভিযোগে তিন হাজার মামলা হয়েছে।

তিনি বলেন-আওয়ামী লীগকে প্রতিহত করতে আমরা জানি, রাজপথ রক্তে রঞ্জিত হবে জেনেই আমরা মাঠে নেমেছি। জনগণের টাকায় যে আইন-শৃঙ্খলা বাহিনীর অস্ত্র গুলি কেনা হয় তাদেরকে হাতিয়ার বাহিনী হিসেবে গড়ে তুলেছে সরকার। কিন্তু ইতিহাস বলে বিপদ দেখলে এরা কখনো পিছনে থাকে না। এখন জনগণের ক্ষোভ বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। ফলে সময় ঘনিয়ে এলে এ হাতিয়ার বাহিনীকে তারা পাশে পাবে না।

উল্লেখ্য গত শুক্রবার রাতে যশোর বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে জয়বাংলা স্লোগান দিয়ে ৩০/৩৫ জনের একটি সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।এরপর রবিবার দুপুরে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের গাড়ি, বাড়ি ও জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

সংবাদ সম্মেলনের আগে কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতা হামলার শিকার খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবন ও জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন করেন।

যশোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার  আজ (২৯ আগস্ট) সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের আশ্রম মোড়ের বাসা থেকে হোসনে আরা রশনি (...
29/08/2022

যশোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

আজ (২৯ আগস্ট) সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের আশ্রম মোড়ের বাসা থেকে হোসনে আরা রশনি (৫২) নামে এক নারীর গলা কাটা লাশঘরের তালা ভেঙ্গে পুলিশ উদ্ধার করে।
নিহত রশনি ওই এলাকার অবসর প্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত- মোস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন এবং তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না।

আজ সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সাথে কথা বলেছেন। বিকেলে তার মা ওই বাড়িতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। ফোন করলেও সেটি বন্ধ পান।

এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন।

এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলা কাটা লাশ উদ্ধার করে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান-খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ হোসনে আরা রশনিকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর খাটের বক্সের মধ্যে লুকিয়ে রেখেছে।

29/08/2022
যশোরে দফায় দফায় বিএনপি কেন্দ্রীয় নেতার উপর হামলাআজ (২৮আগস্ট) রবিবার বিকাল ৪ টার কিছু সময় পর যশোর দড়টানা ভৈরব চত্বরে হত্য...
28/08/2022

যশোরে দফায় দফায় বিএনপি কেন্দ্রীয় নেতার উপর হামলা
আজ (২৮আগস্ট) রবিবার বিকাল ৪ টার কিছু সময় পর যশোর দড়টানা ভৈরব চত্বরে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা চালায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের উপর।
কিন্তু হত্যা চেষ্টায় ব্যর্থ হয়ে তার ব্যবহৃত সাদা রঙের মাইক্রোবাস ভাংচুর করে এবং তার ঘোপ পিলু খান সড়কস্থ বাস ভবনে পুনরায় হামলা করে। এ সময় গণ মাধ্যম কর্মীদের মোটর সাইকেল ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এছাড়া লালদীঘির পাড়ে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়েও ব্যাপক ভাংচুর চালায়। শতাধিক সন্ত্রাসী এ মিশনে অংশ নেয়।
উল্লেখ্য আজ বেলা ৪টার পর অনিন্দ্য ইসলাম অমিত মুজিব সড়ক দিয়ে তার বাস ভবনে যাচ্ছিলেন। গাড়িটি দড়াটানা ভৈরব চত্বরে পৌঁছানো মাত্র সন্ত্রাসীরা গতিরোধ করে এবং সন্ত্রাসীরা তাকে গাড়ির ভেতর থেকে নামানোর চেষ্টা চালায়।

প্রকাশ্যে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রও অস্ত্র উচিয়ে গুলি করতে উদ্যোত হয়। হত্যা করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা জিআই পাইপ, ক্রিকেট স্ট্যাম্প,লোহার রড দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতের গাড়ি ভেঙে দেয়। বাসার সামনে অদূরে রাখা হাসপাতালে রোগী নিয়ে আসা প্রাইভেট চালক আব্দুর রউফের ভাড়াই চালিত প্রাইভেটটিও ভেঙে দেয়। সেখান থেকে তিনি বাড়ি ফেরা মাত্রই সন্ত্রাসীর তার বাস ভবনে গিয়ে হামলা করে। হামলার সময় পেছনে পুলিশে বিশাল একটি গাড়ি বহর ছিল। তার বাস ভবনের চর্তুদিক থেকে ইট পাটকেল নিক্ষেপ করে গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। তার বাস ভবনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।

সন্ত্রাসীরা প্রথমে তার বাস ভবনের ডান দিক থেকে আক্রমণ করে।বাস ভবনের সামনে রাখা গণ মাধ্যম কর্মীদের দুটি মোটর সাইকেল ও বিএনপির দলীয় নেতা কর্মীদের রাখা আরও তিনটি মোটর সাইকেল ভাংচুর করে।

পরে সন্ত্রাসীরা লালদীঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায় বলে কার্যালয়ের আশপাশের ব্যবসায়ীসহ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান। সন্ত্রাসীরা জেলা বিএনপি কার্যালয়ে থাকা আসবাব পত্র,বেগম খালেদা জিয়া ও সাবেক জাতীয় স্থায়ী কমিটির সদস্য,মন্ত্রী তরিকুল ইসলামের ছবি ভাঙচুর করে।
উল্লেখ্য গত শুক্রবার থেকে দফায় দফায় বিএনপির শীর্ষ নেতাদের বাড়িতে হামলাসহ,মামলা দিয়ে বিএনপির চলমান কর্মসূচির গতি রোধ করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিএনপির কর্মীদের দ্বারা আওয়ামী লীগ সমার্থিত চেয়ারম্যানের গাড়ি ভাংচুর করায় উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করে সংবাদ সম্মেলনেসহ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি করায় যশোরের রাজনৈতিক অঙ্গনে কালোমেঘ যেমন বিরাজ করছে তেমনি যশোর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Address

Monirampur

Alerts

Be the first to know and let us send you an email when Daily Bhabodaho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Monirampur media companies

Show All