আব্দুর রহিম

আব্দুর রহিম সুন্দর একটি সমাজ আপনাদের উপহার দেওয়া আমার লক্ষ

ঈদ মোবারক
22/04/2023

ঈদ মোবারক

03/12/2022

আরজেন্টিনা বনাম অস্ট্রলিয়া খেলা

28/11/2022

Live খেলা দেখতে চোখ রাখুন আমার পেইজ এ
ব্রাজিল _ সুইজারল্যান্ড

13/10/2022

ও বন্ধু তোমায় আমি
অরজিনাল গান মনির খান সাবিনা ইয়াসমিন

12/10/2022

#সন্তানের_জন্য_সঞ্চয়ী_ও_তাদের_ভবিষ্যৎ_গড়ার #নামে_ভবিষ্যৎ_ধ্বংসকারী_বাবা_মায়ের_জন্য_লেখাটি পড়া খুবই জরুরি।

🏋️‍👉 #আমাদের_ছেলে_রা_কীভাবে_পুরুষ_হবে_?

👉গ্রামের বাড়িতে গেছি বেড়াতে। রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির শুনছি। একটু ডিস্টার্বই হচ্ছে। দোতলার বারান্দায় নাকি আম্মু মুরগির বাচ্চা এনে রেখেছেন। জানতে চাইলাম, মুরগির খোপ রেখে এখানে এগুলো কেন রেখেছেন? আম্মু জানালেন যে, মুরগির বাচ্চা মায়ের সাথে যত বেশিদিন থাকে তত দেরিতে ডিম দেয়, আর মা থেকে আলাদা করে রাখলে দ্রুত ডিম দেওয়া শুরু করে।

👉চট করে আমার চিন্তাটা মুরগির বাচ্চা থেকে সরে আমাদের বর্তমান সমাজের আধুনিক প্রজন্মের ‘ছেলেবাবুদের’ দিকে সরে গেল, যারা বয়স পচিশ-ত্রিশে এসেও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হতে পারে না।

👉আমার বন্ধু শরিফ। ওরা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি বৃটিশ। ওর বাবা গিয়েছিলেন ষাটের দশকে। ও ওর নিজের জীবনের দারুণ একটা ঘটনা শুনিয়েছিল আমাকে। ওর বয়স যেদিন ষোলো বছর পূর্ণ হয়ে সতেরোতে পড়ল, সেদিন ওর বাবা ওকে ডেকে বললেন, এখন থেকে তুমি বৃটিশ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, স্বাধীন ও স্বনির্ভর পুরুষ। এখন থেকে তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। তোমার লেখাপড়ার খরচা তোমাকেই যোগাতে হবে। আর আমার বাসায় থাকতে হলে বাসা ভাড়া, আর খেতে হলে খাবার খরচ দিতে হবে। যেই কথা সেই কাজ। কোনো ছাড় নেই। শরিফ বাধ্য হয়ে একটা শপে পার্টটাইম কাজ জোগাড় করল। স্কুল শেষে সেখানে কাজ করত। সেই টাকা দিয়ে বাসা ভাড়া আর খাবার বিল দিত। লেখাপড়া তো সরকারি স্কুলে, তাই এক বাচা বাঁচল। বৃটিশ কালচারে এটা স্বাভাবিক হলেও বাঙালী হিসেবে বাবার এই আচরণ মেনে নিতে ওর বেশ কষ্ট হয়েছিল। এই সময়টাতে বাবার প্রতি জমেছিল এক রাশ ঘৃণা আর অভিমান। এই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল তা আমরা একটু পরে বলছি।

👉জীবনের এই প্রথম ধাক্কাই তাকে অনেকটা পরিপক্বতা এনে দিয়েছিল। ১৯ বছর বয়সে বিয়ে করেছিল। এখন মাত্র ৪৫ বছর বয়সে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে। আমি শরিফকে আমার এই বিশ বছরের বন্ধুত্বের জীবনে অসংখ্য ভালো কাজের উদ্যোগ নিতে ও অংশগ্রহণ করতে দেখেছি। অনেক অসহায় মানুষকে, পরিবারকে ও সাহায্য করেছে।

👉ঠিক এর বিপরীতে গেলে আমাদের সমাজে অসংখ্য মানুষ দেখতে পাবেন, যারা ত্রিশে এসেও বালকসুলভ জীবন কাটায়, পুরুষ হয় না। কোনো দায়িত্ব নিতে সক্ষম নয়, কোনোকিছুতে স্থির নয়, কোনো লক্ষ্যপানে ধাবিত নয়, কোনো অর্জনের জন্য স্থির নয়।

👉আমাদের অধিকাংশ মানুষদের বলতে দেখবেন, ছেলেমেয়েদের জন্যই তারা খেটে মরে, বাড়িগাড়ি বানায়। জিজ্ঞেস করলে বলে, আমরা যে কষ্টের মধ্য দিয়ে গেছি আমার ছেলেমেয়েরা যেন তার মধ্য দিয়ে না যায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এ ধরণের চিন্তার বাবা-মায়ের সন্তানরা খুবই অযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন হয়। যে বাবা-মা তাদের জন্য খেটে মরেছে, তাদের জন্য কিছু করা তো দূরের কথা, তারা নিজেদের দায়িত্বই নিতে সক্ষম হয় না। বাবা-মায়ের রেখে যাওয়া সম্পদের উপর নির্ভরশীল হয়। সেটা ফুরিয়ে গেলে চরম মানবেতর জীবনযাপন করে।

👉আমাদের ভিতরে যারা একটু স্মার্ট এবং বাস্তবসম্মত চিন্তা করেন, তারা ভাবেন—ছেলেমেয়েদের জন্য বাড়িগাড়ি রেখে যাওয়া আমাদের দায়িত্ব নয়, তাদের শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব। তারা দেখা যায় উন্নত লেখাপড়ার জন্য ছেলেমেয়ের পিছনে অঢেল টাকাপয়সা ব্যয় করেন, দুনিয়ার সকল ঝুটঝামেলা ও বাস্তবতা থেকে এমনভাবে দূরে রাখেন, ফলে তারা হয় ‘শিক্ষিত বলদ’।

👉👉সত্যিকারভাবে ছেলেদেরকে পুরুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ খুব কম মানুষই গ্রহণ করতে পারেন। আর এর অবধারিত ফল হলো ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, সমাজ ও জাতি হিসেবে পিছিয়ে পড়া।

👉👉একটা মানুষ যদি পৃথিবীর জন্য পনেরো-ষোলো বছর থেকে অবদান রাখা শুরু করতে পারে, তাহলে তার অবদানের মাত্রা ও মান দুটোই অনেক বৃদ্ধি পায়। পক্ষান্তরে কথিত মাস্টার্স শেষ করে কর্পোরেট স্লেইভ হতে হতে যে সময় ব্যয় হয়ে যায়, তাতে অবদান রাখার সময় যেমন হারিয়ে যায়, তেমনই অবদানের মানও আর অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে ওঠে না।

👉👉আমি ড্রাইভিং শিখেছিলাম ৩৩ বছর বয়সের দিকে। আমার এক বন্ধু তখন বলেছিল—তুমি এখন আর ফার্স্ট ক্লাস এফিশিয়েন্ট ড্রাইভার হতে পারবা না, তুমি হবা ‘আংকেল ড্রাইভার’। সামনের আরেকটা গাড়ির পেছনে পেছনে স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে তোমার জীবন যাবে। আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম যে, কথা খুবই সত্য। আমার পাশ দিয়ে বহু গাড়ি কাটিয়ে চলে যায়, আর আমার কাছে সামনের গাড়ির পিছনে ধরে রাখাকেই নিরাপদ ও আরামদায়ক মনে হয়। তাই দেরি করে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা শুধু দায়িত্বজ্ঞানহীন করে তা-ই নয়, দায়িত্ববোধের মান ও দায়িত্ব পালনের যোগ্যতাও হ্রাস করে ফেলে।

👉👉বাবার প্রতি শরিফের ঘৃণা আর অভিমানের কথা মনে আছে? এবার বলি সেই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল। বিয়ের দু’বছর পর যখন একটা ব্যবসা দাড় করানোর জন্য ভালো অংকের একটা নগদ অর্থ দরকার হলো তখন সেই কঠোর বাবা তার হাতে পাউন্ডের একটা বান্ডিল দিয়ে বলেছিলেন, ‘এটা বাসা ভাড়া আর খাওয়ার খরচ হিসেবে দেওয়া তোমার সেই অর্থ। এমন কোনো প্রয়োজনের সময় দেওয়ার জন্য জমা করে রেখেছিলাম’। জীবনে কোনো এক সময় যদিও বাবার প্রতি শরিফের ঘৃণা জন্মেছিল, কিন্তু এখন বাবার সেই কঠোরতাটুকুকে সে তার জীবনের অমুল্য সম্বল মনে করে এবং বাবাকে নিয়ে সে আজ সত্যিকারে গর্ব অনুভব করে।

👉👉সেই মুরগির গল্পে ফিরে আসুন। ফিরে আসুন ইসলামের বাতলানো সমাজ চিন্তায়। মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার তলে থাকলে ডিম দেবে না, তেমনি আপনার ছেলেকে যতদিন ডানার নিচে রাখবেন সে দায়িত্বশীল হবে না। এটা সৃষ্টির প্রকৃতির মধ্যে দেওয়া স্রষ্টার অমোঘ নিয়ম। ইসলাম বলে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার উপর শরিয়তের সকল আইন কার্যকর। মহান আল্লাহ এই সীমাটা এইজন্যই নির্ধারণ করেছেন যে, এই বয়স থেকে সে জীবন ও জগতে তার উপর অর্পিত দায়িত্ব পালন শুরু করবে। আমাদের উচিত ছিলো, আমাদের সন্তানদেরকে এই বয়সে উপনীত হওয়ার আগেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও যোগ্য করে গড়ে তোলা; কিন্তু সেটা না করে একটা দীর্ঘ সময় তাদেরকে স্পুন ফিডিং করে আমরা একটি অকর্মন্য ও অযোগ্য প্রজন্ম গড়ে তুলছি।

✅আমরা কি বিষয়টা নিয়ে একটুও ভাবার প্রয়োজন বোধ করি?

(Collected Post)

11/10/2022

#ভাতে_স্ত্রীর_চুল_পেলে_কি_করবেন_?

যখন-ই ভাতে চুল পাবেন তখন বলবেন, দেখো কি কাণ্ড! তোমাকে ভালোবাসি বলে তোমার চুলও আমার পিছু ছাড়লো না, খাবারেও চলে আসে। এরপর হি হি হি করে হেসে দিবেন।

অথবা চুল যদি মুখের ভিতর চলে যায়, তখন তাকে বলবেন, এই আমাকে একটু হেল্প করো তো। আমার মুখে তোমার একটা বিশাল লম্বা চুল এসে গেছে। প্লিজ একটু হেল্প করো, এটাকে বের করতে হবে তো। চুলটা বের করে মুখে লুকমা দিতে দিতে বলবেন, কী হয়েছে তোমার? আজকাল চুলের যত্ন নিচ্ছো না কিন্তু। এভাবে চুল পড়লে তোমার চুল তো শেষ হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে আর ভালোবাসবো না আমি। এই বলে দিলাম কিন্তু।

ব্যস, কেইস ডিশমিশ। একদিকে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা অটল এবং আরো বৃদ্ধি পেলো, অন্যদিকে স্ত্রী মনে মনে লজ্জিত হয়ে শাসনও পেলো। সে এখন থেকে খুব সাবধানে থাকবে। এখানে রাগ করার বা উত্তপ্ত বাক্য ছুড়ার কোনো প্রয়োজন নেই। স্ত্রীর চুল তো আর কারোর নয়, আপনারই মানুষের।

ঝিকরগাছা রেলওয়ে
07/10/2022

ঝিকরগাছা রেলওয়ে

06/10/2022

ভালোবাসা মানে জীবনের শেষ সময় পযর্ন্ত একে অপরের পাশে থাকা!?

প্রকৃতি উপভোগ
02/10/2022

প্রকৃতি উপভোগ

29/09/2022

সেই সার্কাস খেলা
যেটা এখন তেমন একটা লোক সমাজে দেখা যায় না

18/09/2022
15/09/2022

গানটি ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না।

12/09/2022

গানটি ভালো লাগলে অবশ‍্য লাইক দিয়ে শেয়ার করবেন।

04/09/2022

চেষ্টা করলাম

16/08/2022

টানা 12ঘন্টা লাইনে থেকে দাঁড়িয়ে যে কষ্টটা সাধারণ মানুষ ভোগ করছে
তার কি কোনো সমাধান আছে!!!?
কথা বলছি পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দেওয়ার ভোগান্তির বিষয়ে

15/08/2022

সকল শহীদদের উদ্দেশ‍্যে নিবেদিত

13/08/2022

52 কাডে 53 খেলা
খেলা বুজেনা এমন মানুষ খুব কমই আছে
কিন্তু যখন একটা মানুষ অনেক গুলো খেলা পারে
তাও আবার ম‍্যাজিক।
সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে।
আশা করি আপনাদের ভালো লাগবে।

13/08/2022

আলহামদুলিল্লাহ্
গতকাল শুনলাম
বাংলাদেশ নাকি বেহেশতে আছে।
সুতরাং বেহেশত বাসিরা সবাই কেমন আছেন😄😄😄😄

12/08/2022

আসসালামুয়ালাইকুম বন্ধুরা
🌹🥀🌹ফুলকে ভালো বাসেনা এমন মানুষ পৃথিবীতে অনেক কম।
তারই সন্ধান দিতে আপনাদের মাঝে হাজির হলাম।
পাশাপাশি এখানে পেয়ে যাবেন সকল প্রকার ফলের গাছ।
ঠিকানা
স্বাধীন নার্সারী
ইত‍্যা বাজার মনিরামপুর যশোর
নাম্বার 01790891888 01944331368
প্রোঃ মোঃ আতাউর রহমান।

11/08/2022

নতুন ভাবে এগিয়ে যাওয়ার প্রত‍্যয়
সবার একান্ত ভালোবাসা এবং সহযোগিতা চাই।
ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

10/08/2022

তেলের দাম বাড়ায় অনেকে বাইকের বদলে সাইকেল চালানো শুরু করেছে।
কিন্তু এই ভাই টা একটু ভিন্ন কিছু করেছে
শেষে কিনা বাইক বেছে ভ‍্যান 🥺🥺🥺

07/08/2022

বন্ধুরা চলে আসলাম আবার Live নতুন একটি জায়গাই নতুন একটি ঘঠনা শেয়ার করার জন‍্য।

07/08/2022

আসছি Live এ কিছু সময়ের মধ‍্যে।

আদব বা শিক্ষা বড় মহ‍ৎ
05/08/2022

আদব বা শিক্ষা বড় মহ‍ৎ

03/08/2022

আল্লাহর কি নেয়ামত
হঠাৎ বৃষ্টি

02/08/2022

চোখ না থাকলেও মানুষ কতো প্রতিভার অধীকারী সেটাই দেখতে অপেক্ষা করুন......

28/07/2022

বন্ধুর বোনের বিয়ে পার্ঠিতে ইনজয়।

27/07/2022

দক্ষ কারিগর কত দ্রুত সময়ে গরু রেডি করতে পারে দেখুন।
অসাধারন ✅💝✅💝

25/07/2022

ভুতের কাউন্টার

24/07/2022

হাসি থামাতে পারছি না?

22/07/2022

পরীর দীঘি

22/07/2022

প্রাচীন ইতিহাস বইয়ের পাতায় লিপিবদ্ধ থাকে বলে সেটা পড়ে আমরা উপলব্দি করি।
এমন অনেক ইতিহাস আছে যেটা বইয়ের পাতায় লিপিবদ্ধ হয় নি।
তেমনি ১টি ইতিহাস নিয়ে আসছি

19/07/2022

আগামিতে দেখা হচ্ছে আবার
নতুন কিছু নিয়ে

সত‍্যি কালকে আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম

Address

Monirampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুর রহিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আব্দুর রহিম:

Videos

Share

Category


Other Video Creators in Monirampur

Show All