Mehadi Blogs

Mehadi Blogs [[Video & Content Creator ]]
(1)

05/01/2024
22/11/2023

জীবন তখুনি সুন্দর যখন কেউ আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, যখন আপনি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন, সরল ভালোবাসায় যখন কেউ বলে তোমাকে মরতে দেবো না, তোমাকে বুড়ি হতে দেবো না, বা আমার আর কোনো বন্ধু লাগবে না, কিচ্ছু লাগবে না শুধু তোমাকে চাই...

এই "তোমাকে চাই" শব্দটা আমাকে বাঁচিয়ে রাখে সুস্থতা এবং সুন্দর অনুভূতির সাথে।

বেকুটিয়া সেতু ✌️✌️
14/10/2023

বেকুটিয়া সেতু ✌️✌️

30/09/2023

সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ে স্কাউটস ক্যাম্প'র তাবু জলসা,মোংলা।

25/09/2023

বিশ্ব নদী দিবস উপলক্ষে নাজমুল হক এর (নাজমুল কাকুর) গান পরিবেশনা।

"ঠিলে দুইয়ে দে বৌ, গাছ কাটতি যাবো"

২৪/০৯/২০২২৩
মোংলা

মোংলায় বিশ্ব নদী দিবস পালিত ------------------------------------------------সুন্দরবনের প্রাণ পশুর নদসহউপকূলের নদ-নদী দখল...
24/09/2023

মোংলায় বিশ্ব নদী দিবস পালিত

------------------------------------------------

সুন্দরবনের প্রাণ পশুর নদসহ
উপকূলের নদ-নদী দখল ও দূষণে আক্রান্ত

সুন্দরবনের প্রাণ পশুর নদসহ উপকূলের নদ-নদী দখল ও দূষণে আক্রান্ত। সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগে মৎস্য নিধন করা হচ্ছে। এতে একদিকে যেমন নদীর স্বাস্থ্যহানী ঘটছে অন্যদিকে সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে পড়েছে। মোংলায় শতাধিক প্রবাহমান সরকারি নদী খালে অবৈধ বাঁধ দিয়ে নদী-খাল মেরে ফেলা হয়েছে। পশুর, রুপসা ও মোংলা নদীতে প্লাস্টিক দূষণের ফলে মাছের দেহে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। এসব মাছ খেলে মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। সুন্দরবনের ইসিএ এলাকায় অপরিকল্পিত শিল্পায়নে নদী দূষণ হচ্ছে। নদী একটি জীবন্ত সত্তা আসুন আমরা নদীর অধিকার অধিকার নিশ্চিত করি। ২৪ সেপ্টেম্বর রবিবার মোংলায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালনকালে বক্তারা এসব কথা বলেন। কর্মসুচির মধ্যে ছিলো পশুর নদ প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান, পশুর নদীতে গণগোসল, নদী কেন্দ্রিক গানের আসর এবং দিনরাত নদীর সাথে আড্ডা, নদীতে আলোচনা সভা-মানববন্ধন ও অবস্থান কর্মসুচি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাদাবন সংঘ, পিএফজি মোংলা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এসব কর্মসুচি পালিত হয়।
রবিবার দিনব্যাপী বিশ্ব নদী দিবসের নানা কর্মসুচিতে সভপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। কর্মসুচিতে বক্তব্য রাখেন বাপা নেতা সৈয়দ মিজানুর রহমান, নাজমুল হক, কমলা সরকার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পিএফজি’র শেখ শাকির হোসেন, পিএফজি নেতা এরশাদুজ্জামান সেলিম, বাদাবন সংঘের পপি বেগম ও হোসনে আরা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, ছবি হাজরা, সুষ্মিতা মন্ডল, তন্বী মন্ডল প্রমূখ। সভাপতি ও প্রধান অতিথির বক্তৃতায় বাপা’র কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মোঃ নূর আলম শেখ বলেন জাতিসংঘের টেকসই উন্নয়ন গোলের নদী-খাল-জলাশয় ও পরিবেশ বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনে ধীরগতি লক্ষ্য করছি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ি ২০২০ সালের মধ্যে নদ-নদী-জলাশয় দখল ও দূষণমুক্ত করা কথা বলা হলেও তা এখনো অর্জিত হয়নি। নদী তীরবর্তী জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষদের উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা দেয়ার কথা টেকসই উন্নয়নে গোলে বলা হলেও তা বাস্তবায়িত হচ্ছেনা। টেকসই উন্নয়নে ১৩ নম্বর গোলের লক্ষ্যমাত্রায় বলা হয়েছে উপকূলের নদ-নদী ও জলাশয়কে দখল এবং দূষণমুক্ত করার মাধ্যমে সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও ব্যবস্থাপনা করতে হবে। সভাপতির বক্তব্যে মোঃ নূর আলম শেখ আরো বলেন নদী বিষয়ক হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। নদীর অভিভাবক নদী কমিশনকে শক্তিশালী করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের নদী রক্ষা কমিটিকে সক্রিয় করা জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

"বিশ্ব নদী দিবস" -সুন্দরবনের প্রান পশুর নদী পরিদর্শনে। ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং
24/09/2023

"বিশ্ব নদী দিবস"
-সুন্দরবনের প্রান পশুর নদী পরিদর্শনে।
২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং

মোংলায় এআইআইবি বিরোধী পদযাত্রা-------------------------------------------------------এআইআইবি’র জীবাশ্ম জ্বালানি খাতে বিন...
23/09/2023

মোংলায় এআইআইবি বিরোধী পদযাত্রা
-------------------------------------------------------
এআইআইবি’র জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগে
বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগে বাংলাদেশ পরিবেশগত ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাংলাদেশে এআইআইবি’র কোন বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানিকে সমর্থন করেনা। জলবায়ু সংকটের সময়ে এটি অগ্রহণযোগ্য। এআইআইবি’র বিনিয়োগ আমাদের জীবনকে ধ্বংস করছে, পরনির্ভশীলতা বাড়িয়ে তুলছে। জীবাশ্ম জ্বালানি থেকে এআইআইবি’র বিনিয়োগ প্রত্যাহার করো এবং কার্বন নির্গমন বন্ধে অর্থায়ন করো। ২৩ সেপ্টেম্বর শনিবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারিতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগের বিরুদ্ধে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বিডাব্লিউজিইডি আয়োজিত নাগরিক পদযাত্রা শেষে সমাবেশে বক্তারা একথা বলেন।
শনিবার সকাল ১০টায় নাগরিক পদযাত্রা শেষে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজ’র আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক নেতা গীতিকার মোল্লা আল মামুন, নারীনেত্রী কমলা সরকার, সাংবাদিক শেখ রাসেল, সাংবাদিক হাছিব সরদার, পরিবেশকর্মী মার্টিন সরকার, তন্বী মন্ডল প্রমূখ। নাগরিক পদযাত্রা শেষে সমাবেশে বক্তারা আরো বলেন এআইআইবি’র চালিকা শক্তি হচ্ছে চীন। আর চীনের সাথে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। জরিপের তথ্য অনুযায়ি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ব্যবহৃত মোট জ্বালানির ৯০ শতাংশ হবে আমদানি নির্ভর। বিশেষ করে কয়লা এবং এলএনজি। আর এর জন্য বাংলাদেশকে মোটা অংকের অর্থের যোগান দিতে হবে যা ডলারে পরিশোধ করতে হবে। ইতিমধ্যে আমাদের রিজার্ভের সংকটের কথা আমরা জানি। এআইআইবি’র পরামর্শে কাজ করতে যেয়ে আমাদের দেশ সমস্যার সম্মুখিন হচ্ছে। সমাবেশে সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার প্রথম তিন বছরের মধ্যে যত অর্থ বিনিয়োগ করেছে তার মধ্যে ২০ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানি প্রকল্প। দ্রুত গতিতে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য এই জীবাশ্ম জ্বালানির ব্যবহারই অন্যতম দায়ী। এআইআইবি ২০১৭ সাল থেকে আমাদের দেশে জ্বালানি খাতে বিনিয়োগ করছে। ২০২২ সাল পর্যন্ত ৫১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০২৩ সালের জানুয়ারিতে এসে এআইআইবি বিদ্যুৎ খাতে দুটি প্রকল্পে ২৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এআইআইবি’র বিনিয়োগ সামাজিক, পরিবেশ ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে এবং একই সাথে জলবায়ু সংকট বাড়িয়ে তুলছে। তাই বাংলাদেশে এআইআইবি- কে সকল কয়লা এবং জীবাশ্ম জ্বালানি পরিবহনসহ ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, বন্দর উন্নয়ন, হাইব্রিড প্লান্ট এবং কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন ও স্টোরেজ সমর্থক পরিকাঠামোতে বিনিয়োগ বন্ধের আহ্বান জানাই। নাগরিক সমাজের নানা শ্রেণীপেশার কয়েকশো মানুষ এক কিলোমিটার রাস্তা এআইআইবি বিরোধী পদযাত্রা শেষে দক্ষিণ কাইনমারিতে সমাবেশের মাধ্যমে কর্মসুচি শেষ হয়।

20/09/2023

খানজাহান আলী (রঃ) মাজার, বাগেরহাট, এর পুকুরে মাছ ধরার ছিপ পেলার দৃশ্য।

মিঠাখালী মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছোট ভাই প্রয়াত অধ্যাপক ড.হিমেল বরকত এর পাশে চির নিদ্রায় শায়িত  হলেন নোয়া ভ...
16/09/2023

মিঠাখালী মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ছোট ভাই প্রয়াত অধ্যাপক ড.হিমেল বরকত এর পাশে চির নিদ্রায় শায়িত হলেন নোয়া ভাই সুবীর ওবায়েদ।

মোংলায় জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ুন্যায্যতার দাবিতে পশুর নদীতে জলবায়ু অবরোধ কয়লা, গ্যাস, বা হাইড্রোজেন নয়; নবায়নযোগ্য জ...
15/09/2023

মোংলায় জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু
ন্যায্যতার দাবিতে পশুর নদীতে জলবায়ু অবরোধ

কয়লা, গ্যাস, বা হাইড্রোজেন নয়; নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই। এলএনজি টার্মিনাল ও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করো। সূর্য যেহেতু জ্বালানি দেয়; তাই তেল আমদানির কোন প্রয়োজন নেই। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করো। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলির কাছে ঋণ নয়, আমরা ক্ষতিপূরণ চাই। ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে জ্বালানি অধিকার সপ্তাহ উপলক্ষে মোংলার চিলা বাজার এলাকার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচি পালনকালে সমাবেশে বক্তারা একথা বলেন। জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার ও ব্রতীর আয়োজনে এ জলবায়ু অবরোধ এবং অবস্থান কর্মসুচি পালিত হয়।
শুক্রবার সকাল ১০টায় জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র কমলা সরকার, বাপা নেতা গীতিকার মোল্লা আল মামুন, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার শেখ রাসেল, মেহেদী হাসান বাবু, তন্বী মন্ডল প্রমূখ। জলবায়ু অবরোধ কর্মসুচিতে বক্তারা আরো বলেন জলবায়ু সংকটের জন্য আমরা দায়ী না। অতিরিক্ত মাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তন আজ অনিবার্য হিসেবে দেখা দিয়েছে। জীবাশ্ম জ্বালানি ক্লিন এনার্জি না। তাই জীবাশ্ম জ্বালানি নীতি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ করতে হবে। জলবায়ু অবরোধ কর্মসুচিতে বক্তারা আরো বলেন দেশের সকল জনগনের জন্য সুলভ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ এবং উন্নয়ন বাংলাদেশের সংবিধানের মূলনীতির অংশ ( ১৮ এর ’ক’ অনুচ্ছেদ )। প্যারিস চুক্তিতে স্বাক্ষরকারি দেশ হিসেবে বাংলাদেশ গ্রীণহাইজ গ্যাস নিঃসরণ হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। যা টেকসই উন্নয়ন অভীষ্ট ৭ ও ১৩ অর্জনের পূর্বশর্ত। নবায়নযোগ্য জ্বালানি পরিবেশগত ন্যায় বিচার। বক্তারা বিশ্ব নেতৃবৃন্দকে জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ প্রত্যাহার এবং কার্বন নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন করার আহ্বান জানান। জলবায়ু অবরোধ ও অবস্থান কর্মসুচিতে শতাধিক জলবায়ু উদ্বাস্তু এবং ঝুঁকিপূর্ণ মানুষ অংশগ্রহণ করেন। জলবায়ু অবরোধ এবং অবস্থান কর্মসুচি ছাড়াও শুক্রবার বিকেলে মোংলার খাসেরডাঙ্গা গার্লস স্কুল মাঠে ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং ব্রতীর আয়োজনে জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে গ্রাম বাংলার জনপ্রিয় লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এসময় অন্তত তিন সহস্রাধিক জলবায়ু ক্ষতিগ্রস্থ মানুষ লাঠিখেলা উপভোগ করেন।
মোংলা, বাগেরহাট।

আবৃত্তিকার সুবীর ওবায়েদ Subir Obayed  আজ শুক্রবার ভোরে না ফেরার দেশে চলে গেছে। ইন্না-লিল্লাহি----রাজিউন। তিনি কয়েকবছর ধর...
15/09/2023

আবৃত্তিকার সুবীর ওবায়েদ Subir Obayed আজ শুক্রবার ভোরে না ফেরার দেশে চলে গেছে। ইন্না-লিল্লাহি----রাজিউন। তিনি কয়েকবছর ধরে হৃদরোগে ভুগছিলেন। আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সুবীর ওবায়েদ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ'র ছোট ভাই। এভাবে চলে যাওয়াটা কোন ভাবেই মেনে নিতে পারছিনা, তারপরেও মেনে নিতে হবে এটাই বিধির বিধান। মহান আল্লাহ তায়ালার কাছে এই কামনা তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। সুবীর ওবায়েদের মৃত্যুতে গভীর শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা। ১৫-০৯-২০২৩

15/09/2023

আঞ্চলিক গান "নাম আমার কদম আলী"।

গানটির শিল্পী আবুল বাশার
সুরকার বাউল আঃ ছালাম
দোতারায় বাকী বিল্লাহ
ঢোলে হৃদয় এবং
চমৎকার অভিনয় করেছেন রুস্তম শেখ।

💝ভালো লাগলে ফলো দিয়ে রাখতে পারেন 💝

মোংলা-রামপাল ( পশুর নদী ): কয়লা, গ্যাস বা হাইড্রোজেন নয়: নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই। G20 LEADERS : NO COAL, LNG &...
07/09/2023

মোংলা-রামপাল ( পশুর নদী ): কয়লা, গ্যাস বা হাইড্রোজেন নয়: নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই। G20 LEADERS : NO COAL, LNG & FALSE SOLUTION: INVEST FOR RENEWABLE. 07-09-2023

জি-২০ এর উদ্দেশ্যে বক্তারা বলেন
---------------------------------------------------
জীবাশ্ম জ্বালানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করো
নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই।
শ্ম জ্বালানি থেকে তোমাদের বিনিয়োগ প্রত্যাহার করো। কার্বন নিরসনে অর্থায়ন করো। তোমাদের বিনিয়োগ আমাদের জীবনকে ধ্বংস করছে। পর নির্ভরশীলতা বাড়িয়ে তুলছে। গ্যাস-কয়লা-তেল ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগ না করে; বাংলাদেশের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করো। দারিদ্রকরণের নীতি বর্জন করো, সক্ষমতা বাড়িয়ে তোলো। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জেটির সামনে পশুর নদীতে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বিডাব্লিউজিইডি আয়োজিত নৌ সমাবেশে জি-২০ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তারা একথা বলেন।
বৃহস্পতিবার দুপুর ১টায় নৌ সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মোঃ নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রশিদ হাওলাদার, নারীনেত্রী কমলা সরকার, পরিবেশকর্মী রাকেশ সানা, মার্টিন সরকার, ফাতেমা জান্নাত, জলবায়ু যোদ্ধা সুষ্মিতা মন্ডল, তন্বী মন্ডল, মেহেদী হাসান বাবু প্রমূখ। নৌ সমাবেশে বক্তারা আরো বলেন মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৮২ শতাংশই গ্যাস, কয়লা ও ডিজেল ভিত্তিক এবং এর অধিকাংশই আমদানি নির্ভর। এই গ্যাস যাদের কাছ থেকে আমদানি করতে হয় তার অধিকাংশই জি-২০ ভূক্ত দেশসমুহ। তাই তাদের কাছে আমাদের দাবী গ্যাস কয়লা তেল ভিত্তিক জ্বালানিতে বিনিয়োগ না করে আমাদের জন্য সুবিধাজনক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করো। আমাদেরকে আর দরিদ্রতার দিকে ঠেলে দিও না। আমাদের দেশকে আর ডলার সংকটের দিকে ঠেলে দিও না। সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজ’র আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন গত ১৫ বছরে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে এ বছরের প্রথম তিন মাসে বাড়ানো হয় তিনবার। অন্যদিকে বসে বসে কেন্দ্র ভাড়া পাচ্ছে বিদ্যুৎ কেন্দ্র গুলো। গত সাড়ে ১৪ বছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ভাড়ার পেছনে ব্যয় হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৭ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতের এই হরিলুট বন্ধ করতে হবে। জ্বালানি সেক্টরের এই পরনির্ভরশীলতা আমরা চাইনা। বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ এখন দেশের অর্থনীতির গলার কাটা হয়ে দাড়িয়েছে যা সর্বজন স্বীকৃত। তাই আমদানি নির্ভর জ্বালানি নীতি থেকে সরে এসে মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ি নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়নে সরকারকে উদ্যোগী হতে হবে। উল্ল্যেখ্য ৯ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে দুইদিন ব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনকে সামনে রেখে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা এবং বিডাব্লিউজিইডি রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটির সামনে পশুর নদীতে এই নৌ সমাবেশের আয়োজন করে।
মোংলা বাগেরহাট

মোংলা-রামপাল ( পশুর নদী ): কয়লা, গ্যাস বা হাইড্রোজেন নয়: নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই। G20 LEADERS : NO COAL, LNG &...
07/09/2023

মোংলা-রামপাল ( পশুর নদী ): কয়লা, গ্যাস বা হাইড্রোজেন নয়: নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন চাই। G20 LEADERS : NO COAL, LNG & FALSE SOLUTION: INVEST FOR RENEWABLE. 07-09-2023

06/09/2023

অসাধারণ একটা নৃত্য👎👎👎👎

04/09/2023

💝আমার পেজে সবাইকে স্বাগতম। 💝

Address

Mongla
Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehadi Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share