22/05/2022
ব্যর্থতা,,,,,,,
এ পৃথিবীর মানুষদের কাছে সবচেয়ে পরিচিত একটি শব্দের নাম হলো ব্যর্থতা,
দুনিয়াতে এমন লোক খুজে পাওয়া যাবে না যে কিনা কখনো ব্যর্থ হয়নি,,,,,,,
অথচ ব্যর্থতা হলো সাময়িক একটি সমস্যা মাত্র, এ পৃথিবীতে সকল ব্যর্থ লোকেরাই বেশি সফলকাম, কেননা প্রকৃত বিজয়ীরা পরাজয়ের সাধ জানে।
সৃষ্টিকর্তা মানুষকে বড় কিছু দেওয়ার আগে ব্যর্থতার দ্বারা তাকে যোগ্য করে গড়ে তোলেন, যে পরাজয়ের সাধ পায়নি সে প্রকৃত বিজয়ের আনন্দ কি তা জানে না।
টমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব আবিস্কার করেন, তিনি বলেন আমি কখনই মনে করিনা যে আমি এক হাজার বার ব্যর্থ হয়েছি, বরং আমি মনে করি আমি ব্যর্থ হওয়ার এক হাজারটি কারন বের করেছি।
আপনি কি ভাবছেন?
এই যে আধুনিক সভ্যতার এতো সব বড় বড় আবিস্কার তা মানুষ চাইলেন আর আবিস্কার করে পেললেন?
আসলে মানব সভ্যতার প্রতিটি অর্জনের পিচনে হাজার হাজার লোকের ব্যর্থতার গল্প রচিত হয়েই সফলতার দার উন্মক্ত হয়েছে।
সাধারন মানুষ সমস্যায় পড়তে ভয় পায়, আর লিজেন্ডদের কাছে নতুন একটি সমস্যা মানেই হলো নতুন একটি সমাধানের উপায় খুজে পাওয়া। বর্তমান পৃথিবীতে ইলেন মাস্কের মত ব্যায়বহুল ব্যর্থ লোক একজন ও নেই, সে মহাকাশ জয় করার স্বপ্ন দেখে কতবার যে স্পেস এক্স স্যাটেলাইট উৎক্ষেপণ করতে ব্যর্থ হয়েছে তার হিসাব নেই, অথচ সফল হওয়ার পর তার মহাকাশ প্রযুক্তি স্পেস এক্স আমেরিকার নাসাকে ও ছাড়িয়ে গেছে, সুতরাং এ মহুর্তে তার চেয়ে সফল ব্যাক্তি পৃথিবীতে একজন ও নেই।
তাহলে কি বুঝলেন বন্ধুরা??
সমস্যায় পড়লে ভেঙে না পড়ে সমাধান খুজে বের করতে হবে, ব্যর্থতা সফলতারই আগাম বার্তা।
পরিবর্তনশীল এ মহাবির্শ্বে কোন কিছুই স্থায়ী না, এমনকি আমাদের ব্যর্থতাগুলো ও না, জীবনটা উপভোগের বিষয়, যে অবস্থাতেই থাকুন জীবনটা উপভোগ করে যান।
Happy Freelancing✅