রং তুলি

রং তুলি ❦_𝑴𝒚 𝑺𝒕𝒚𝒍𝒆 𝒊𝒔 𝑴𝒚 𝑨𝒕𝒕𝒊𝒕𝒖𝒅𝒆 ❀

24/11/2024

Lucky girl..

কী কমতি ছিলো তাদের...??আসলে পুরুষ আটকায় কীসে..???
17/10/2024

কী কমতি ছিলো তাদের...??
আসলে পুরুষ আটকায় কীসে..???

10/10/2024

"তোমাকে অল্প সাজেই সুন্দর লাগে" This is the Best Compliment for a Girl.❤️

পুরুষ মানুষ আসলে কীসে আটকায়? এক মেয়ের বয়সী নারীর জন্য আমার বাবা দীর্ঘ ৩০ বছরের সংসার ভুলে গিয়ে, সেই নারীকে বিয়ে করে ঘরে ...
10/10/2024

পুরুষ মানুষ আসলে কীসে আটকায়? এক মেয়ের বয়সী নারীর জন্য আমার বাবা দীর্ঘ ৩০ বছরের সংসার ভুলে গিয়ে, সেই নারীকে বিয়ে করে ঘরে তুলেছেন। আমার মা বিছানায় পরে রয়েছেন বেহুশ হয়ে। কিন্তু তিনি তার নতুন সংসারে আচ্ছন্ন 😅💔

10/10/2024

আমার একটা ফাইন ছবি তুলেছি আমি। রাতে আপলোড দেবো। তোমরা দিনে যার যা কাজ আছে, সেরে ফেলো। পড়াশোনা বাকি থাকলে করে ফেলো। রাত নয়টায় আপলোড দেবো। বিবাহিত মেয়েরা যার যার স্বামীকে 'আজ মাথা ধরেছে' বলার প্রস্তুতি নাও। ছেলেরা একদিনের জন্য আমায় আনফলো করে দাও..

বেশীরভাগ নারীরা তাদের জীবনে তেমন পুরুষকেই পেতে চায় , যার জীবনে কোনে নারী থাকবে না, তার কেনো অতীত থাকবেনা। প্রেম নারীরা য...
10/10/2024

বেশীরভাগ নারীরা তাদের জীবনে তেমন পুরুষকেই পেতে চায় , যার জীবনে কোনে নারী থাকবে না, তার কেনো অতীত থাকবেনা। প্রেম নারীরা যার সাথেই করুক না কেনে, বিয়ে করার সময় তারা বেছে নেয় সুশীল সুবোধ কেনো বালককে, যদি সে নারীর তেমন সামর্থ্য থাকে। আলিয়া ভাট সেদিক থেকে ব্যাতিক্রম মনে হলো। রনবীর কাপুরের প্রেম কাহিনী সবার জানা, তার জীবনে অনেক নারীই এসেছিল, শোনা যায় বড় বোন রিদিমা কাপুরের বান্ধবীর সাথেও প্রেম করেছেন রনবীর। আর প্রেমিকার তালিকায় যে দীপিকা এবং ক্যাটরিনারও ছিল সেটাও সবার জানা। দিপীকা করন জোহরের কফি উইথ করনে, রনবীর সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, রনবীরের কনডমের বিজ্ঞাপন করা উচিত! যা নিয়ে মিডিয়া তোলপাড় হলেও রনবীর ছিলেন চুপ। দীপিকা এই কথা দিয়ে কি বুঝিয়েছেন তা বোধকরি সচেতন মানুষ মাত্রই বুঝবে। ক্যাটরিনার সাথেও দীর্ঘদিনের সম্পর্ক থাকার পরও ক্যাটের মতো সুন্দরী এবং জনপ্রিয় এই নায়িকা পারেননি রনবীরকে ছাদন তলায় নিতে, মানে বিয়ের পিড়িতে বসাতে। যা আলিয়া পেরেছেন।
আসলে কিছু কিছু নারীর ভেতরে কিছু শক্তি থাকে, যা দিয়ে তারা একজন উচ্ছৃঙ্খল মানুষকেও সুশৃঙ্খল জীবনে ফিরিয়ে আনতে পারে।পারে সারাজীবনের জন্য বাঁধতে।

বারিশা হক এক টক শোতে বললেন" জীবনে ভালোবাসার থেকে টাকা গুরুত্বপূর্ণ। যে সন্তান বেশি টাকা ইনকাম করে সে বেশি গুরুত্ব পায় কম...
09/10/2024

বারিশা হক এক টক শোতে বললেন" জীবনে ভালোবাসার থেকে টাকা গুরুত্বপূর্ণ। যে সন্তান বেশি টাকা ইনকাম করে সে বেশি গুরুত্ব পায় কম ইনকাম করা সন্তানের থেকে।এমনি তার জন্য তরকারির ভালো ভালো পিস গুলো আলাদা বাটিতে তুলে রাাখে সেই মা যে মা সব সন্তান কেই জন্ম দেয়।"মায়েরা কি আসলেই এমন করে।
আপনাদের কি মতামত❓

কাজ এর ব্যস্ততায় সে আমার ৪৭৫ টা কল দেওয়ার পর ও না ধরায় তাঁকে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম!'তাই সে আমার রাগ ...
09/10/2024

কাজ এর ব্যস্ততায় সে আমার ৪৭৫ টা কল দেওয়ার পর ও না ধরায় তাঁকে আমি সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম!'

তাই সে আমার রাগ ভাঙ্গানোর জন্য ফোর ফ্লেবার পিৎজা নিয়ে বাসার নিচে হাজির 🥹🖤

16/07/2024

ফেইসবুক চালানো নারী কখনো ভালো স্ত্রী হতে পারে না!😐
আর ফেইসবুক চালানো স্বামী হলো শাহ্ সুফী পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল অলীয়ে আ'যম নেওয়াযে আকরাম মুহাদ্দিসে আলা কুতুবে তাম শাইখিয়া হাফেজিয়া আলহাজ্ব মাওলানা!😒

14/07/2024

বাসে গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি দামী স্যুটকেস নিয়ে উঠলেন। অধ্যাপক টাইপ চেহারা।

প্রশ্ন করলেন-"আচ্ছা, পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?"

সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন -

"পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজউদ্দৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।"

একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- "তবে সত্য ইতিহাসটা কী?"

"সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আম বাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্ত্বাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনও চাল চেলেছে।

হঠাৎ নজর পড়ল আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে, নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।

ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করল। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ্!"

ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন -

"নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কী ছিল ষড়যন্ত্র?"

যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আম গাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!

ভদ্রলোক বললেন, "কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?"

যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে, "আমরা জানি না, আপনিই বরং বলে দিন।"

তিনি তখন স্যুটকেস খুললেন। একটি জিনিস বের করে সকলকে দেখিয়ে বললেন -

"ডাল নড়ে ওঠার কারণ ছিল- চুলকানি, দাউদ, চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।

আর তাই আমি এনেছি চুলকানির মলম। দাম মাত্র ত্রিশ টাকা!

14/07/2024

হ রে বইন তোরাই পদ্মজা, তোরাই পদ্মাবতী, তোরাই সুহাসিনী, তোরাই মায়াবতী। আর পদ্মজার বাড়িতে লাউ নিতে আসছিলো না, ওই বেডিটা হইলাম আমি।🙂

12/07/2024

সারাজীবন ইন্দিরা গান্ধীকে মহাত্মা গান্ধীর মেয়ে ভাবার পর একদিন যখন শুনি ইন্দিরা গান্ধী নেহেরুর মেয়ে তখন আমার ভেতর থেকে কে যেন তিরস্কার করে বলে ওঠে "বাহ মচৎকার তোমার ইতিহাস পাঠ!"🙂
এত বই পড়ে যখন শুনি ফাল্গুনী মুখোপাধ্যায়,মারিও পুজো,
এরিক মারিয়া রেমার্ক নারী না, বরং এরা সবাই পুরুষ মানুষ তখন কেমনডা লাগে!🙂
ভাস্কর শামীম শিকদারকে পছন্দ করতেন আহমদ ছফা।
এটা জানার পর ছফাকে হোমো হোমো করে চিল্লাইয়া গালমন্দ করে যখন শুনি শামীম শিকদার পোলা না, জলজ্যন্ত মাইয়া তখন আমি বি লাইক, “কী আর কৈয়াম, হরলিক্সের বৈয়াম"🙂
আবার শরৎচন্দ্রের বই শুভদা নাম দেখে ভেবেছিল শুভ দাদা নামে কাউকে নিয়ে লেখা, পরে দেখি এটা পুরুষ চরিত্রের নাম ই না।
শুভ দা আসলে একটা বেডি মানুষ।
তখুনি বুঝছি কেন শরৎচন্দ্রের ছদ্মনাম অনীলা দেবী খুব ই স্বাভাবিক ব্যাপার🙂
মেরী শেলি আর পি বি শেলি যে দুইজন সেটাও জেনেছি বহুকাল পর।বারবার ভাবতাম বইয়ের টাইপ মিস্টেক।
পরে দেখি টাইপ মিস্টেক ফিস্টেক কিছু না বরং আমার ই জ্ঞান মিস্টেক।😐

#স্যাড_লাইফ
#ফান_পোস্ট

09/07/2024

আজ দুপুরে রান্নার জন্য ফ্রোজেন আদা রসুন বাটা বের করবো বলে ফ্রিজের কাছে যেতেই ভুলে ফ্রোজেন ডোর না খুলে নরমাল ডোর খুলে ফেলছি... তো হঠাৎ ফ্রিজে আম দেখে মনে হলো একটা আম কেটে খাই!

যেই ভাবনা সেই কাজ আম কেটে খেতে খেতে মনে পরলো .. আরে আমি তো আদা রসুন বাটা ফ্রিজ থেকে বের করিনি...🤔।

আম শেষ করে গেলাম আদা রসুন বাটা বের করার জন্য, ফ্রোজেন ডোর খুলতেই চোখে আইসক্রিম পরলো আইসক্রিম দেখে কি আর অন্য কিছু মনে থাকে?

তো আইসক্রিম হাতে নিলাম.... চোখ বন্ধ করে আয়েস করে আইসক্রিম খেতে খেতে মনে পরলো আদা রসুন এর কথা.....🙈

এবার আর কোন দিকে চোখ না দিয়ে ফ্রিজের কাছাকাছি যেতেই ছেলে পেছন থেকে ডেকে বললো
" মা চানাচুরের বৈয়াম টা কোই?"

ছেলেকে চানাচুর দিতে দিতে মনে হলো চানাচুরের সাথে শশা কুঁচি, টমেটো কুঁচি, কাঁচা মরিচ কুচি,আম তেল আর কয়েকটা পুদিনা পাতা কুঁচি সাথে লেবুর রস দিয়ে মেখে খাই.....জিভের জল ধরে রাখতে না পেরে সব কিছু দিয়ে চানাচুর মেখে মা-ছেলে মিলে মজা করে চানাচুর মাখা খেলাম খেতে খেতে আবারও আদা রসুন এর কথা মনে পরলো...

এবার আর ফ্রিজের সামনেই গেলাম না...ধুর এই ফ্রিজই সব নষ্টের গোড়া।

মেয়েকে বললাম " মা ফ্রিজ থেকে আদা রসুন বাটার বক্সটা একটু বের করে দাওতো "

মেয়ে কিছুতেই খুঁজে পাচ্ছে না। এদিকে বেশ কিছুক্ষণ ফ্রিজের ডোর খোলা থাকায় ফ্রিজের এলার্ম টুংটুং করে শব্দ করে জানান দিচ্ছে ফ্রিজের ডোর বন্ধ করুন।

বাধ্য হয়েই ফ্রিজের কাছে গেলাম...ওমা....আদা রসুন বাটার বক্স চোখে পরার আগে এটা কি আমার চোখে পরলো???

বক্স খুলে দেখি ফ্রোজেন জাম...🤩😋

না না এবার আর আদারসুন এর কথা ভুলিনি... আমি আবার এতোটাও ভুলুক্কোর না 😔😔

যাই হোক আপনারা ভাবছেন কি পেটুক আমি 🙈🙈

আসলে গত দুদিন ডায়েট করে এমন অবস্থা হয়েছে যে কাঁচা পাকা যা দেখছি দুনিয়া শুদ্ধ খেয়ে ফেলতে ইচ্ছে করছে 😰।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when রং তুলি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share