সত্যের সন্ধানে

সত্যের সন্ধানে :★ইসলাম জিতবে তোমাকে নিয়ে অথবা.. .তোমাকে ছাড়া কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে
ইসলাম ছাড়া।😊

(সুতরাং ইসলামকে আঁকড়ে ধরো)

21/04/2024

তাহলে তো ধর্ষন আর ধর্ষক বাড়বেই,,😔😔

(নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?)ফেইসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কত সুন্দ...
12/04/2024

(নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?)
ফেইসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। কত সুন্দর মিনিংফুল একটি ছবি। ইগো, অহংকার, রাগ এসবের মধ্যে আমরা বন্দি। অথচ সবার ভেতরেই একটা শিশু সুলভ মন আছে। যে মিশতে চায়। মিলে মিশে থাকতে চায়। কম্প্রোমাইজ করতে চায়। শিশুর মতোই একটু পরেই ভুলে যায় সবকিছুই। কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা। বড় একা।

তারা ভরা রাতে ছাদে শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বুঝা যায় কত ছোট আমাদের পৃথিবী। তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা।

ওই দিন আমার এক ফ্রেন্ড খুব হাইথট একটা কথা বলল। ওর কথাটা আমাকে অনেকক্ষন ভাবিয়েছে।

বলল, তোর হাতের মোবাইলটার মালিক তুই, মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না। তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না। তোর হাতটা কেটে ফেলেও তুই বেঁচে থাকবি। এই পা, মাথা সব কিছুই তোর কিন্তু কোনটাই তুই না। তাহলে তুই কে? হু আর ইউ? হয়ার আর ইউ?

আমি কিছুক্ষন টাসকি খেয়েছিলাম। আসলেইতো আমি কে? আমার পরিচয় কি? আমার দেহের ভেতর তন্ন তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি। তার মানে জ্বীন ভুত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি। ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রন করে। আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা। কিন্তু আমি কে? কোথায় আমি? আমার পরিচয় কি? হাকিম তো আমার দেহটার নাম।
তাহলে আমার হৃদয় ও মনের নাম কি?

পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে। সামনে আরো মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে। তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকব। পৃথিবীর হিসেবে মাত্র কয়েক ন্যানোসেকেন্ড আমাদের স্থায়িত্ব।

তবুও কেন এতো মারামারি, এতো হানাহানি, এতো লোভ, এতো লালসা? এতো বিভেদ, এতো ভেদাভেদ, এতো দূরত্ব?

নিজের পরিচয় জানিনা অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি। হাস্যকর না?

মানুষের দেহের গতি খুব বেশি না। কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি। মানুষ চাইলে মুহুর্তেই বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখানে ধাম করে মঙ্গলগ্রহে।

মানুষ চাইলে পৃথিবীটাকে মুহুর্তেই ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়ে দিতে পারে।

ভাল থাকুক মানুষ। ইগো, রাগ, হিংসার হাজতে বন্দি না থেকে চারিদিকে ছড়িয়ে পরুক। একে অপরের সাথে আঠার মত লেগে থাকুক জয় হউক মানবতার🥰

11/04/2024

♦️♦️ফিলিস্তিনি ভাইদের কথা কি ভুলো গেছো ঈদের আনন্দে,♦️♦️
আমরা তো গরুর মাংশ খাচ্ছি,, কিন্তু তারা তো একবেলা খাবারও পাচ্ছে না,
তাদের দোষ কি?
এটাই যে তা জন্ম গ্রহন করেছিলো বরকতময় পবিত্র ভূমিতে,।
ভুলো যেয়ো না তারা তোমারই ভাই,।
কিছু না পারেন মন থেকে তাদের জন্য দোয়া নিশ্চি করতে কোন অসুবিধা নাই?
শেষ রাতে উঠে দু'রাকাত নামাজ আদায় করে আপনার রবের কাছে দু'ফোটা ছোখের পানি ফেলে দোয়া করুন না তাদের পরিস্থিতির উন্নতি করতে,,
যদি এতটুকু ও না পারে খোদার কসম আপনাকে কিয়ামতে ময়দানে জবাবদিহী করতে হবে😔,,,

আহারে বাংলাদেশ,, নামাজের জন্য ডাকলে সে শিবির হয়ে যায়😭[আমরা তোমাকে ভুলিনি]
05/04/2024

আহারে বাংলাদেশ,, নামাজের জন্য ডাকলে সে শিবির হয়ে যায়😭
[আমরা তোমাকে ভুলিনি]

02/04/2024

বই আমাকে শিক্ষা দেই:-
"কিভাবে জিবন যুদ্ধে অংশ গ্রহন করতে হয়"

আর বাস্তবতা আমাকে শিক্ষা দেই:-
"কিভাবে এই জিবন যুদ্ধে বিজয় লাভ করতে হয়"

01/04/2024

# # লাইলাতুল কদরের সন্ধান: রহস্যময় রাতের আলোকিত দিক

**লাইলাতুল কদর**, রহস্যময় ও ফজিলত পুর্ণ একটি রাত, যা এক হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে আল্লাহ্‌র রহমত ও বরকত বর্ষিত হয় এবং পাপ ক্ষমা করা হয়।

**কখন এই রাতটি আসে তা কেবল আল্লাহ্‌ই জানেন।**

তবে, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে (21.23.25.27.29) অনুসন্ধান করা উচিত।

**আধ্যাত্মিক প্রস্তুতি:**

* **ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা:** নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা, ইস্তেগফার, দুরুদ পড়া।
* **শারীরিক পরিশ্রম:** রোজা রাখা, রাত জাগা।
* **সদকা:** গরিব-দুঃখীদের সাহায্য করা, ফিতরা ও যাকাত প্রদান করা।

**লাইলাতুল কদরের লক্ষণ:**

**প্রকৃতিগত:**

* **আকাশ পরিষ্কার ও উজ্জ্বল।**
* **পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল চাঁদ।**
* **শান্ত ও মনোরম হাওয়া।**
* **রাত জাগা সহজ।**

**আধ্যাত্মিক:**

* **মনে অসাধারণ শান্তি ও প্রশান্তি।**
* **ইবাদত করার তীব্র ইচ্ছা।**
* **কোরআন তেলাওয়াতে সাবলীলতা।**
* **দোয়া কবুল হওয়ার অনুভূতি।**

**অন্যান্য:**

* **সুন্দর ও পবিত্র স্বপ্ন।**
* **ঘুম ভাঙতে সুবিধা।**
* **রাত জাগা কষ্টকর নয়।**
#একটি_ভালো_কাজ

 # # লাইলাতুল কদরের সন্ধান: রহস্যময় রাতের আলোকিত দিক**লাইলাতুল কদর**, রহস্যময় ও ফজিলত পুর্ণ একটি রাত, যা এক হাজার মাসে...
01/04/2024

# # লাইলাতুল কদরের সন্ধান: রহস্যময় রাতের আলোকিত দিক

**লাইলাতুল কদর**, রহস্যময় ও ফজিলত পুর্ণ একটি রাত, যা এক হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে আল্লাহ্‌র রহমত ও বরকত বর্ষিত হয় এবং পাপ ক্ষমা করা হয়।

**কখন এই রাতটি আসে তা কেবল আল্লাহ্‌ই জানেন।**

তবে, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে (21.23.25.27.29) অনুসন্ধান করা উচিত।

**আধ্যাত্মিক প্রস্তুতি:**

* **ইবাদতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা:** নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা, ইস্তেগফার, দুরুদ পড়া।
* **শারীরিক পরিশ্রম:** রোজা রাখা, রাত জাগা।
* **সদকা:** গরিব-দুঃখীদের সাহায্য করা, ফিতরা ও যাকাত প্রদান করা।

**লাইলাতুল কদরের লক্ষণ:**

**প্রকৃতিগত:**

* **আকাশ পরিষ্কার ও উজ্জ্বল।**
* **পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল চাঁদ।**
* **শান্ত ও মনোরম হাওয়া।**
* **রাত জাগা সহজ।**

**আধ্যাত্মিক:**

* **মনে অসাধারণ শান্তি ও প্রশান্তি।**
* **ইবাদত করার তীব্র ইচ্ছা।**
* **কোরআন তেলাওয়াতে সাবলীলতা।**
* **দোয়া কবুল হওয়ার অনুভূতি।**

**অন্যান্য:**

* **সুন্দর ও পবিত্র স্বপ্ন।**
* **ঘুম ভাঙতে সুবিধা।**
* **রাত জাগা কষ্টকর নয়।**

27/03/2024

এটা বাংলাদেশের অবস্থা,,,😔😔

26/03/2024

শায়েখ পারেন ও বটে.....😁☺️😁

25/03/2024

ততক্ষণ পর্যন্ত চেষ্টা থামিও না
যতক্ষণ পর্যন্ত না সফল হও ☺️

Send a message to learn more

21/03/2024

••বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি••

-'পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না'!

-'আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না।

-' মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে।ঐটা দোকানদারের এটিটিউট না।

-'খোশা সহ একটা কলার দাম 10 টাকা....
ঠিক ঐ কলার যখন খোশা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না।

তখন এটা মশা মাছির খাবার হবে...

∆ তোমাকে এটাই বলতে চাই ∆

👉 তোমার দেহকে এমন করো না।যে সবাই পুকুরের পানির মতো ব্যবহার করে।

👉 তোমার মন কে আলুর মতো করো না, যে সবাই মিশবে বাট সবাই পছন্দ করে না।

👉 তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানাইও না। যে খানে মশা মাছির মতো সবাই ঢুকবে।খুদা মিটিয়ে চলে যাবে।

তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না মশা মাছির মতো সবাই খুদা মিটিয়ে চলে যাবে। কাউকে ফ্রি দিলেও নিবে না।😔

তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো বা দিচ্ছো...
তারা তোমাকে ব্যবহার করে, ব্যবহার শেষে ফেলে দিবে। লোকাল বাসে সবাই ওঠে কিন্তু গন্তব্য পৌঁছাতে পারে না।

যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে ও ভালো না, চরিত্র খারাপ.. গালি তো আছেই,,,,,,,

বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ংকর
মোকাবেলা করতে পারবে না.....

{আমার কথায় খারাপ লাগলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏🙏}

18/03/2024

Big shout out to my newest top fans! Samiya Khatun

18/03/2024

শিরক করো না😔😔

02/03/2024

আমি জানি আমার পেজের এমন অনেক বেকার ছেলে আছে যারা ঘুমাতে যাবার আগে চিন্তা করে কালকের দিন কেমনে চলবে৷

আমি জানি এমন অনেক বোন আছে যার পরিবারে সে একমাত্র উপার্জন করে৷

এমন অনেক বোন আছেন যাকে গায়ের রঙ জন্যে কথা শুনতে হয়৷
অনেক ভাই আছেন বেকার বলে খোঁটা শুনতে হয়৷

প্রিয় ভাই, বোন শুনো! এতো হতাশ কেনো বলো! তোমার রব তোমার সাথে আছে এতটুকু বিলিভ করো৷ তোমার রিজিক তোমার জন্যেই আছে৷ তোমার সংসার তোমার জন্যে রেডি আছে৷ জানি তোমার এ সময়টা খুব কষ্টের৷ বিলিভ মি! এ কষ্ট এক সময় থাকবে না৷

প্রতি নামাজের মোনাজাতে সেজদায় কাঁদো৷ বলো "হে আমার রব, তুমি আমাকে হেল্প না করলে কে আছে বলো! হে রহমানুর রাহিম! তুমি ছাড়া আমার কোনো গতি নাই৷ তুমি আমাকে দিশা দেও, রিজিক দেও, আমার পথ সহজ করে দেও৷

25/02/2024

---- পর্দাহীন মেয়েদের নিয়ে কিছু কথা বলছি----
☘️ আশা করি সব আপুরা পর্দা করবেন☘️☘️

🌺🌺 মহানবী (সা:) মেরাজ থেকে আসার পরে দরজা বন্ধ করে কান্না করতে ছিলেন।🌺🌺

🌺🌺 তখন তার মেয়ে ফাতেমা(রা:) এসে জিজ্ঞেস করলেন বাবা আপনার কি হয়েছে?

🌺🌺 মহানবী(সা:) দরজা খুলে কেঁদে কেঁদে বললেন মা আমাকে যখন জান্নাত দেখানো হলো খুব ভালো লাগলো।🌺🌺

কিন্তু যখন জাহান্নাম দেখানো হলো,
মা আমি সহ্য করতে পারলাম না।

সেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না।
আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা বেশি ছিল।

🌺🌺 আমি দেখলাম কিছু নারীদের চুল উপরে তুলে রাখছে। নিচে আগুন জ্বলছে।

🌺🌺 তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে। কিন্তু কোন ফেরেশতারা তাদের আগুন এক মিনিটের জন্য বন্ধ করে না।

🌺🌺 তখন আমি জিবরাঈল (আঃ)কে জিজ্ঞেস করলাম এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন?

তখন জিবরাঈল(আ:) বললেন এরা হলো সেই নারী যারা পর্দা করে চলে না।

☘️☘️ যে নারী রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে।
☘️☘️ যে নারী বেহায়াপনা করেছে।☘️

🌺🌺 এসব শুনে ফাতেমা(রা:) বললেন বাবা আমি নিজে পর্দা করি। তবুও আজ থেকেই এমন ,,

পর্দা করবো যেন সকল মুসলিম মা-বোনেরা আমার মতই পর্দাশীল নারী হয়ে ওঠে।👈

💕( আল্লাহ সঠিক ভাবে পর্দা করার তৌফিক দিক।
আমিন)💕

24/02/2024

রাস্তা ছাড়েন প্লিজ! কই যাইবেন মিস?
ওষুধ আনতে ভাই! আজ তোরেই চাই।
দোষটা কি আমার? তুই র-সে-র খামার।

কইরেন না স-র্ব*নাশ! এইটা আমার অভ্যাস!
অসুস্থ মা’টা বাসায়। আমার কি আসে যায়!
মানুষ ডাকবো কিন্তু! এখানে নাই জীব-জ-ন্তু।

বন্ধ হয়ে যাচ্ছে দম! চুপ! কথা বলবি কম।
ছেড়ে দে জা*নো*য়ার! মিটাই আশা একবার।
নাই রে তোর মা-বোন! চুপ! করবো কিন্তু খু*ন।
নর*পি*শাচ একটা তুই। আয় স-র্বা*ঙ্গে তোর ছুঁই।
বাঁ*চাও, বাঁচা*ও, বাঁচাও। চেঁচাও জোরে চেঁচাও।

অতঃপর জা*নোয়া*রটা পৈশাচিক আনন্দে মেতে ওঠে। অভুক্ত কুকুরের ন্যায় খাবলে খেতে থাকে মেয়েটার আপাদমস্তক। একটা সময় পর কুকুরটা ক্লান্ত হয়ে পরে। তারপর মেয়েটা গো-ঙা-তে গো-ঙা-তে বলতে লাগলো—

একটু পানি যদি পাই! হারামযাদি পানি নাই।
বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস। কিছুক্ষণ পর হবি লা*শ!
জীবনটা দেন ভিক্ষা। পরে দিবি আমায় শিক্ষা।
ভুলে যাবো ঘটনা সব। জানি পরে হবে কলরব!

কেউ জানবে না কিছু। শুধু পুলিশ নিবে পিছু।
চুপ থাকব আজীবন। ঘটাতে পারিস অঘটন!
শুধু ভিক্ষা চাচ্ছি প্রা*ণ! এখন নিবো তোর জান।

এভাবেই শত শত মা-বোনের প্রাণ রোজ হচ্ছে শেষ!
ধ-র্ষ*ক বেঁচে যায়!ধ-র্ষ *ণ করে যায়!

সমাপ্ত

22/02/2024
16/02/2024

জীবন অনেকটা বইয়ের মতো,
একটা অধ্যায় খারাপ মানে এই নয় যে,,
বাকি অধ্যায়গুলো খারাপ হবে।🌼📖

12/08/2023

,,,, অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন~~.অর্ধেক তার মিথ্যে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন..

12/08/2023

***. ইসলাম জিতবেই, তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া,
*"কিন্তু ইসলাম ছাড়া তুমি হেরে যাবে এবং হারিয়ে যাবে এই পৃথিবীর মোহে,,,,,,

15/06/2023

🤩🤩আয়াতুল কুরছি,,🤩🤩

18/04/2023

:/এখনও সময় আছে ফিরে এসো..
:সেই প্রতিপালেকর দিকে যে 'আপনাকে এতো সুন্দর করে সৃষ্টি করেছেন...

08/01/2023

সব শিক্ষা বইয়ের পাতার থেকে নয়!'🌸

-------- কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকেও হয়.!🙂

07/01/2023

আমি দিনে ১৮ ঘন্টা কাজ করে দেখেছি😰
দিনে ১২ঘন্টা ঘুমিয়েও দেখেছি😴

পরিক্ষায় ফেল করে দেখেছি😔
ক্লাসে প্রথম হয়েও দেখেছি🥳

আমি রোমাঞ্চকর প্রেম দেখেছি😍
শিকড়ের টান দেখেছি।🥰
তিক্ত বিচ্ছেদ..ও দেখেছি😞

আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি 👎আবার সেই শহরে হাজার টাকার নোট উড়িয়েছি✊

আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুজেছি, খুজে পায়নি কোথাও, কোথাও আমার অস্তিত্ব নেই।
আমি ভিখারির ন্যায় পথে পথে ঘুরেছি তবে কিসের সন্ধানে জানা নেই,😟
বুঝলাম মহান রবের দিকে ফিরে আসা ছাড়া কোন উপায়েই ভালো থাকা সম্ভব নয়।☝️☝️

29/12/2022

الله🖤 🖤

26/11/2022

৮ টি জান্নাতের নাম🥰
জান্নাতুল ফেরদৌস🖤
জান্নাতুল মাওয়া🖤
জান্নাতুল আদন্🖤
জান্নাতুল খুলদ্🖤
দারুল মাকাম🖤
দারুস সালাম🖤
দারুল কারার🖤
জান্মাতুল নাইম🖤

21/07/2022

বাংলা ভাষা নিয়ে গোপালের প্রতিবাদ,,, 🖤

03/06/2022

ALHAMDULILLAH🥰🥰

09/07/2021

আল্লাহ আমার রব

Address

Purapara , Bajar, Colleg Rood
Moheshpur
PHOTOS

Telephone

+8801324840079

Website

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share