14/01/2024
কিছু কিছু মানুষ সবসময় কষ্ট পায়, আঘাত পায়, পদেপদে দূর্বিষহ পরীক্ষা দেয়। জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলে তাদের পরীক্ষা আর শেষ হয়না কখনোই।
নিজেকে বোঝায় একদিন সুখ হবে, আমিও সুখী হবো।
দিন যায় মাস যায় বছরের পর বছর যায় ভাগ্য আর বদলে না। তাদের কষ্টের কথা শুনে সকলেই বলে দুনিয়াতে সবাই সুখী নয় সবারই কষ্ট থাকে কিছু না কিছু। এই কথাটা আমি সবাইকে বলি।
অপরপ্রান্তে আমি এটাও দেখি কথাটা সত্যি কিন্তু সবার জন্য নয়, অনেকেই আছেন যারা কতো সুখে আছে তাদের ভিতর বাইর সব কথা জানি এবং সুখে থাকার সব নিয়ামত নিজ চোখে দেখি, কই তাদের তো কষ্ট দেখিনা।
এমনকি সুখ রাখার জায়গা পায়না, এতো হাসিখুশি এবং আনন্দে ভরা তাদের জীবনে।
কতোজন কেঁদে কেঁদে জীবন পার করে কান্নার প্রহর আর ফুরোয় না যেনো💔
ইয়া রব্বে কাবা এতোবেশি পরীক্ষা তুমি এই বান্দাদের নিওনা, তুমি ছাড়া তাদের যাওয়ার জায়গা নাই!
এই দম আটকে যাওয়া কষ্টের কথা তোমার এই বান্দারা কারো কাছে কইতে পারেনা, তোমাকে বলার আগেই হুহু করে কাঁদে প্রতিটা মোনাজাতে, তাদের মায়া করো দয়া করো।
তুমিতো তাদের অভিভাবক ইয়া রব🤲
সকলেই যেনো বলতে পারে "হে আমার রব! আমিতো তোমায় ডেকে কখনও নিরাশ হইনি…..!!🤲
সুরা মারইয়াম, আয়াত নং ০৪