Niloy Mahmud Rayhan

Niloy Mahmud Rayhan I'm Niloy Mahmud. Professional Digital Marketer and freelancer. Currently working in social media.
(3)

13/02/2024

"হাতে নিয় ল্যাপটপ কিংবা কাস্তে,
আজকে নিজেকে তৈরী করছি-
আগামীকাল বেচতে!"
- প্রান্তিক কল্লোল -

12/02/2024

বাবা হিসেবে কে সফল??..
কৃষকের ছেলে- সচিব
সচিবের ছেলে- ভাদাইম্মা!

11/02/2024
07/02/2024

"This Too Shall Pass"
Stay Strong

07/02/2024

এই যে তোমার মন ভালো নেই -
কারন টা কি জানো?
বলছি আমি -
চুপটি করে পাশে বসে শোনো।

হাতটা রাখো হাতের 'পরে -
চোখটা ফেলো চোখে;
দ্যাখো এখন - ভাসছে ও মন -
অজানা এক সুখে।

ওয়াদুদ খান স্যার
বই- সব পাখি নীড়ে ফেরে না

ভাই আমি কত দ্রুত SEO-এর উপর কোর্স  শেষ করে ইনকাম শুরু করতে পারবো?১। আপনি যখন একটা কোর্স শুরু করবেন তখন আপনি ৯০% এর মধ্যে...
05/02/2024

ভাই আমি কত দ্রুত SEO-এর উপর কোর্স শেষ করে ইনকাম শুরু করতে পারবো?

১। আপনি যখন একটা কোর্স শুরু করবেন তখন আপনি ৯০% এর মধ্যেই থাকবেন। কারন আপনার মত অনেকেই কোর্সে লাফাইতে লাফাইতে ভর্তি হতে আসবে।

২। যখন কোর্সটা আপনি শেষ করবেন, ঠিকভাবে সব এসাইনমেন্ট করবেন তখন আপনি ৪০% এর মধ্যে চলে আসবেন। বাকিরা এবং তাদের উৎসাহ ততদিনে নাই হয়ে যাবে।

৩। কোর্স শেষে আপনি যখন নিজে নিজে স্টাডি করা শুরু করবেন (নিয়মিত আপডেট আর্টিকেল পড়া), SEO প্রাকটিস করা শুরু করবেন…নিজের সাইট এর উপর কাজ করা শুরু করবেন এবং আপনার কাজের যখন ফলাফল ভালো হওয়া শুরু হবে.... তখন আপনি আস্তে আস্তে ৩০% এর মধ্যে আসবেন।

৪। এরপর যদি কোথাও ইন্টার্ন করেন আপনার কিছু রিয়েল লাইফ অফিস এক্সপেরিয়েন্স হবে। এই এক্সপেরিয়েন্স আপনাকে হেল্প করবে কমিউনিকেশন স্কিল গ্রো করতে, কিভাবে একটা প্রজেক্টে/প্রোডাক্টে কাজ হয় এই ব্যাপারগুলো বুঝতে। এভাবে চলে আসবেন আপনি ২০% এর মধ্যে।

৫। এর পাশাপাশি বিজনেস নিয়ে যদি একটু জানেন। কিভাবে কোম্পানীতে ভ্যালু এড করতে হয় এই ব্যাপারগুলো যদি বুঝতে পারেন। ক্রমাগত যদি নিজেকে গ্রো করতে থাকেন তাহলে খুব ইজিলি চলে আসতে পারবেন ১৫%-১০% এর মধ্যে।

ট্রাস্ট মি এই ১৫%-১০% এর মধ্যে যারা থাকে তাদের কখনো চাকরী নিয়ে চিন্তা করতে হয় না। আর এই জায়গাটায় আসাটাও কোন ম্যাজিক না। এর জন্য সময় লাগবে... স্কিল লাগবে।

কিন্তু আমরা কি করি? আমরা চাই ৬ মাসের মধ্যে সব শিখে ফেলতে। আমাদের ব্যাপার হলো এত ধৈর্য্য আমাদের নাই।

ভাই আপনি যাই করেন, যেটাই শিখেন.... মনে রাখবেন শেখাটা একটা সাধনা। এইটা কোন প্যাকেজ না, এইটা এন্টিবায়োটিক না যে একবারে খাওয়ায়ে দিলেই আপনি লাখ লাখ টাকা কামাতে শুরু করবেন।

সকল কোর্সের ক্ষেত্রেই প্রোযোজ্য

©
Rahman

04/02/2024

❝পড়তে আপনাকে হবেই,
হয়তো বই, নয়তো পিছিয়ে❞

04/02/2024

পৃথিবীর প্রত্যেকটি মানুষ সুখী হবে- যদি তার রাগ, ক্ষোভ, অভিমান ও প্রতিশোধ পরায়ণ মনোবৃত্তিকে দমন করতে পারে!

02/02/2024

Others Vs Me

02/02/2024

❝আমাদের সুশিক্ষিত সমাজ,
অদক্ষ হয়ে বেড়ে উঠছে❞

খুব শীগ্রই এই শহর টা ঘুরে দেখতে চাই🏕️
31/01/2024

খুব শীগ্রই এই শহর টা ঘুরে দেখতে চাই🏕️

30/01/2024

“তোমার হাজার শূন্যতায় বইয়ের মাঝে আমিহীন পূর্নতা খুজে নিও,
হয়তো আমাকেও খুজে পাবে কোন এক স্মৃতির পাতায়”

30/01/2024

Don't define who are he,
Define what he is saying
®

29/01/2024

খেয়াল করে দেখলাম, আমার কোনো কিছুর অভাব নাই— শুধু টাকা ছাড়া!
😀

প্রতিটা পরিবারেই অন্তত কাউকে না কাউকে হাল ধরতে হয়, পরিবারের কোন একজনের হাত ধরেই একটি পরিবার সাবলম্বী হয়ে ওঠে মুক্তি পায় ...
26/01/2024

প্রতিটা পরিবারেই অন্তত কাউকে না কাউকে হাল ধরতে হয়,
পরিবারের কোন একজনের হাত ধরেই একটি পরিবার সাবলম্বী হয়ে ওঠে মুক্তি পায় দু:খ,দুর্দশা সহ অভাবের করাল গ্রাস থেকে।

আমি চাই আপনিই সেই মানুষটা হয়ে উঠুন। ❤️

আপনার প্রতিটি দিন অনেক বেশি সুন্দর হোক ও ভালো থাকুক আপনার পরিবার।

তাকে অনুস্মরণ করুন,যিনি পারেন।
26/01/2024

তাকে অনুস্মরণ করুন,
যিনি পারেন।

24/01/2024

লড়ে যাও নির্ভীক—
এই নশ্বর জীবনের অমর কেবল পথচলা...

Address

Mohammadpur

1207

Alerts

Be the first to know and let us send you an email when Niloy Mahmud Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niloy Mahmud Rayhan:

Videos

Share