স্বপ্নীল পরিবার

স্বপ্নীল পরিবার It is a long established fact that a reader will be distracted by the readable content of a page whe

09/02/2022

Some memories with Jajira Food Express

06/02/2022
31/01/2022

Some memories share with my respected viewers..

আসসালামুআলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন?
30/12/2021

আসসালামুআলাইকুম ভিউয়ার্স
সবাই কেমন আছেন?

07/02/2021

সবার জানা দরকার।
করোনা Vaccine সম্পর্কে কিছু কথা।

১৬ বছরের উর্দ্ধে সবাই করোনা vaccine নিতে পারবে। যেহেতু covid একবার হলে ও আবার হতে পারে তাই সবাইকে vaccine নিতে হবে।যদি covid এর সময় convalescent plasma বা monoclonal antibody নিয়ে থাকেন তবে ৯০ দিন পরে নিতে হবে। covid vaccine নেওয়ার পরেও infection থাকলে covid vaccine নেওয়া যে কেউ covid ছড়াতে পারে, তাই vaccine নেওয়ার পরেও social distancing and Mask must.

Moderna এবং Pfizer vaccine এ egg, preservative ও latex নেই, তাই ঐ সবে যাদের allergy আছে তাঁরাও নিতে পারবেন।polysorbate allergy থাকলে নেওয়া যাবে না। Oxford vaccine এ polysorbate ( Icecream, Frozen custard and Frozen desserts), ethanol ও sucrose আছে, তাই এ সবে যাদের allergy আছে তা্ঁরা নেবেন না।

কতজন মানুষকে vaccine দিলে herd immunity develop করবে? Influenza 95% and Polio 80%.কিন্তু covid এর জন্য তা এখনও অজ্ঞাত।তাই সবাই vaccine না পেলে কেউ safe না।

Pregnant মহিলারা moderna ও pfizer vaccine না নেওয়া উচিৎ।( united kingdom health regulatory body)।কোন safety data নেই। CDC আবার pregnant health care personnel দের নিতে বলেছে।আবার Mayo Clinic এ ব্যাপারে confirmatory কিছু বলে নি।
NHS এর মতে যারা এমন জায়গায় কাজ করেন যে covid হওয়ার সম্ভাবনা বেশী তারা pregnant অবস্হায় নিতে পারবে।

Breast feeding অবস্হায় vaccine নেওয়া যাবে। vaccine future fertilityতে কোন affect করে না।

Vaccine নেওয়ার স্হানের অাশেপাশে সামান্য লাল হওয়া, ফুলে যাওয়া ও ব্যাথা হতে পারে। এ ছাড়া সামান্য জ্বর, মাথাব্যাথা, পা কামড়ানো হতে পারে,কিন্তু তা বেশীর পক্ষে ৩দিন থাকে। বেশী ব্যাথা বা জ্বরের জন্য paracetamol and Ibuorofen Tab নিলে হবে। Injection site এ লাল ভাব বা ব্যাথা ২৪ ঘন্টার বেশী থাকলে doctorএর হেল্প নেন। injection site এ ভেজা ঠান্ডা কাপড় দিয়ে রাখলে যথেষ্ঠ। যথেষ্ট পানি ও ফলমুল খান।vaccine নেওয়ার পরে ৩০ মিনিট কেন্দ্র থাকুন(To observe anaphylaxis)

ভ‍্যাকসিনের দুটা dose নিতে হবে। এক shot এ কদ্দুর ও কতদিন protection হয় তার কোন data নেই। vaccine নেওয়ার পরে covid test positive হয় না ( CDC)।
যেহেতু antibody develop করতে সময় লাগে, তাই vaccine নেওয়ার পরপর আপনার আবার covid infection হতে পারে।তাই vaccine নেওয়ার পরে ও protective measures কয়েক সপ্তাহ বা আরও বেশী চালিয়ে যেতে হবে।Even two wks is required after 2nd dose for protection(Daniel C. DeSimone)

vaccine নেওয়ার আগেরদিন ও পরের দিন alcohol পান নিষিদ্ধ (UK)।

Vaccine নেওয়ার পরেও যারা unprotected (যেমন বয়স্ক আত্মীয় স্বজন যারা এখনও vaccine নেন নি) দের visit করবেন তাদের অবশ্য maskপড়তে হবে ও social distancing মেনে চলতে হবে।
যদিও Immunocompromised, HIV ও Autoimmune diseased রোগীদের sufficient data নেই,তারপরে ও যেহেতু ঐসব রোগীর রিস্ক অন্যদের তুলনায় বেশী তাই "risk vs benefit" চিন্তা করলে there is no contraindication.(যদিও immunocompromised pt দের vaccine এর কার্যকারীতা কতটুকু doutful)।

যারা Anticoagulant নেন, INR ঠিক থাকলে vaccine নেওয়া যাবে।There is no contraindication of vaccine if person takes antiplatelet.(যদিও bruise একটু বেশী হতে পারে).

যদি 1st dose এক ধরনের vaccine দেওয়ার পরে ঐটা আর available না হয় অন্য একটা দেওয়া যাবে কিন্তু same dise এ mix করা যাবে না। প্রথম বার reaction হলেও 2nd shot নিতে হবে।

Covid and other vaccines:

যেহেতু অনেক কিছু জানা যায়নি তাই covid vaccine নেওয়ার ২ সপ্তাহের মধ্যে অন্য কোন vaccine( যেমন flu shot)না নেওয়া ভাল(CDC)।

Virus mutation and vaccine:

Virus mutation হলে যে vaccine কাজ করবে না তা ঠিক না। সব vaccine spike protein এর against এ তৈরী করা। spike protein এ 1270 টা amminoacid আছে। Immune system can generate different antibodies to different parts of spike. আবার খুব দ্রুত mutation হলে অনেক সময় vaccine বের করা যায় না, তাই এখনও AIDS এর vaccine নেই।কিন্তু Flu vaccine প্রতি বছর বের হচ্ছে। আশার কথা covid mutation Flu র চাইতে slow. তাই দরকার হলে নুতন vaccine বের করা যাবে। বিশেষ করে moderna ওPfizerএর ক্ষেত্রে এটা সহজ হবে।

যেহেতু NSAIDS ও Allergic reaction হয় তাই অনেকেই vaccine নেওয়ার পূর্বে ও ২ ঘন্ঠাপরে এ সব মেডিসিন না নেওয়ার জন্য advice করে। কিন্তু যারা antihistaminic নিচ্ছেন তারা তা চালিয়ে যাবেন।

Covid সম্পর্কে যেমন আমরা এখনও অনেক কিছু জানি না, তেমনি vaccine এর অনেক কিছু জানি না, যা হয়তবা phase IV trial এ অনেক কিছু বেরিয়ে আসবে।

22/12/2020

Assalamualaicum to all of beautiful minds. Hope you are well and thanks for following my page. I hope you all will be by my side.

Address

Mohammadpur
Mohammadpur
1207

Telephone

+8801966617960

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নীল পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্নীল পরিবার:

Videos

Share

Category


Other Video Creators in Mohammadpur

Show All