TUHIN TV12

TUHIN TV12 TUHIN TV12

01/07/2022
29/06/2022
29/06/2022
লেখাটা পড়তে গিয়ে শরীরের লোম দাড়িয়ে গেছে : জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন।এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা...
23/05/2022

লেখাটা পড়তে গিয়ে শরীরের লোম দাড়িয়ে গেছে :
জান্নাতীরা জান্নাতে নিজ গৃহে অবস্থান করবেন।এমন সময় দরজায় কেউ কড়া নাড়বে। দরজা খুলে দেখবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে।তিঁনি বলবেন ‘চলো আল্লাহ সুবহানাহু ওতায়ালার সাথে দেখা করে আসি।

তিনি তখন খুবই উল্লসিত হয়ে বের হয়ে এসে দেখবেন খুব সুন্দর একটা বাহন তাঁর জন্য প্রস্তুত।বাহন ছুটে চলবে খুব বিস্তৃত নয়নাভিরাম মাঠ দিয়ে যা স্বর্ণ আর মণি মুক্তা খচিত পিলারে সাজানো ।

জান্নাতিরা খুব পরিতৃপ্তি নিয়ে ছুটবে।এমন সময় আলো দেখবে আলোর পর আরো আলো।তারপর আরো আলো ।

জান্নাতীরা তখন উল্লসিত হয়ে ফেরেস্তাদের জিজ্ঞেস করবেন ‘ আমরা কি আল্লাহকে দেখেছি ?’

না, আমরা সে পথেই ছুটছি।ফেরেস্তা বলবেন ।

হঠাৎ জান্নাতীরা শুনবেন গায়েবী আওয়াজ -

* আস সালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ *

আল্লাহ সুবহানাহু তায়ালা স্বয়ং সালাম দিচ্ছেন জান্নাতীদের ।

খুবই আবেগময় হবে সে মুহূর্তটা !!!

আল্লাহু আকবার ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালার সালামের জবাবে
তখন জান্নাতীরা বলবেন,

আল্লাহুম্মা আনতাস সালাম,ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম।

হে আল্লাহ!আপনি শান্তিময় এবং আপনা হতেই শান্তি উৎসারিত হয়।। আপনি বরকতময় হে মহান ও সম্মানের অধিকারী ।

তখন আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা জিজ্ঞেস করবেন,

তোমরা কি খুশী ? তোমরা কি সন্তুষ্ট ?

ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমাদের আপনি জান্নাত দিয়েছেন ! আমরা অসন্তুষ্ট হই কি করে !

জান্নাতীরা জবাব দিবেন ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন জিজ্ঞেস করবেন,

তোমাদের আর কি চাই ?

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) বলবেন-
আর কিছু চাই না ।

আল্লাহ বলবেন না না।আজ তো দেয়ার দিন।
আমি আরও দিব।বলো কি চাই ।

তখন জান্নাতীরা (ইনশাআল্লাহ) সমস্বরে বলে উঠবেন-

ও আল্লাহ,আমরা আপনাকে দেখতে চাই ।

আপনাকে দেখি নি কখনও।আপনাকে আমরা ভালবাসি ।

আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা তখন পর্দা সরিয়ে দেবেন ।

সৃষ্টি এবং স্রষ্টা মুখোমুখি।চোখ বন্ধ করে একটু চিন্তা করুন। সারাজীবন দুনিয়াতে যাকে ডেকেছেন।যাকে না দেখে চোখ দুটো অঝোরে কেঁদেছেন।কাউকে না বলা আপনার একান্ত কথাগুলো যাকে বলেছেন।খুব বিপদে কেউ নেই পাশে,কেঁদে কেঁদে যাকে বলেছিলেন।

পকেট ফাঁকা, ঘরে খাবার নেই, অনিশ্চিত উৎস থেকে খাবারের ব্যবস্হা যিনি করেছেন।কত চাওয়া,মাকে বলেন নি, বাবাকেও না , রাতের আঁধারে কেঁদে কেঁদে যাকে বলেছিলেন ।

কত অপরাধ করেছি, কেউ দেখে নি।একজন দেখেছেন কিন্তু গোপন রেখেছেন।বারবার ভুল করেছি, যিনি মাফ করে দিয়েছেন, অদৃশ্য ইশারায় সাবধান করেছেন।মমতাময়ী মা, আমার আদরের সন্তান, প্রিয়তমা স্ত্রীর ভালবাসা দিয়ে অদৃশ্য ভালবাসায় আমাকে যিনি ভালবেসেছেন সবচেয়ে বেশী । সবচেয়ে আপন, সুমহান সেই প্রতিপালকের মুখোমুখি ...

সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজী বলেছেন,পৃথিবীতে আমরা যেমন চাঁদকে স্পষ্ট দেখি ,আমরা আল্লাহ সুবহানুওতায়ালাকে তেমনি দেখব। ইনশাআল্লাহ ।

আল্লাহকে দেখাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামাহ্ !

💕ইয়া আল্লাহ - স্বল্প সংখ্যক সেই মহা সৌভাগ্যবানদের তালিকায় আমাদের নামটা যোগ করে দিন। আমিন👏

আসুনএকটু গভীরভাবে চিন্তা করি ...!!আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে,যারা আমার জায়গা জমি ভোগ করবে ...
11/05/2022

আসুনএকটু গভীরভাবে চিন্তা করি ...!!

আজ থেকে ২০০ বছর পর আমার বাড়িতে, আমার ঘরে যারা বসবাস করবে,
যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদের চিনিনা।
তারাও আমাকে চিনবেনা।
কারন তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসি হয়ে যাব।
আর ততদিন মুছে যাবে আমার নাম নিশানা।
কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে।
আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে, ততদিন তারা হয়ত মনে পড়লে দীর্ঘ নিশ্বাস ফেলবে।

কিন্তু,
তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না।
হয়ত বাবার কবর জিয়ারত করে দোয়া করার সময় দাদার জন্যও একটু করবে।

কিন্তু
তার পরের প্রজন্ম আর মনে রাখবেনা।

প্রায় ২০০ বছর আগে মারা গেছে আমার দাদার দাদা।

যিনি আমার পূর্ব পুরুষদের জন্য ঘর বাড়ি, জায়গা জমি রেখে গেছেন।
একই বাড়ি, একই জায়গা জমি আমরা এখন ভোগ করছি।
কিন্তু উনার কবরটা কোথায় সেটাও আমরা জানিনা।
হয়ত আমার দাদার পিতা জানতেন।

কিন্তু
দাদার পিতা তো বেঁচে নেই, দাদাও বেঁচে নেই।

তবে সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়েছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন না।

আর
যাদের জন্য রেখে যাচ্ছেন তারা ও আপনাকে মনে রাখবেনা এটাই নিশ্চিত!

অন্যের সম্পত্তি জবর দখল করে ভাবছেন আপনি জিতে গেছেন....?

সুদ, ঘুষ,
কমিশন বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন....?

তাহলে
আপনি আস্ত একটা বোকা !

এই শব্দটা ব্যবহার করার জন্য দুঃক্ষিত! ক্ষমা করবেন।

আমাদের সময় খুব কম!
তাই এই সুদ, ঘুষ ,দুর্নীতি ক্ষমতার অপব্যবহার , সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি । কোন লাভ নেই ভাইজান । সময় থাকা কালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ঐটাই বুদ্ধিমানের কাজ।
© হলেও বাস্তব

11/05/2022

বাবুল জিহাদ (باب الجهاد)
যারা ইসলামের স্বার্থে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে। তবে স্মরণ রাখতে হবে যে, পবিত্র কুরআনে মুসলিমদেরকে যেকোনো সমস্যা প্রাথমিকভাবে সমঝোতার মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে।

10/05/2022

এলাকায় সাধারন একটা মসজিদ ছিল। সিলিং ফ্যানগুলোও সাধারন। মসজিদে তেমন দামি কোন জিনিস পত্র নেই, তাই চুরি হওয়ার ও কোন ভয় নেই। বলতে গেলে সারাদিনই মসজিদ খোলা থাকতো। মুসল্লিরা যখন তখন এসে ইবাদত পরতে পারতেন। গরীব মানুষেরা একটু গা এলিয়ে বিশ্রাম নিতে পারতেন।
তারপর শুরু হলো মসজিদের উন্নয়ন কর্মসূচী।
গরমে মানুষের কষ্ট হয় তাই এসি কেনা প্রয়োজন। মিম্বর থেকে ইমাম সাহেবরা আবু-বকর (রা), ওমর (রা) এর দানের ইমোশনাল কাহিনী শুনিয়া তহবিল সংগ্রহ করা শুরু করলেন।
মাশাল্লাহ পুরো মসজিদে এখন দামি দামি টাইলস, এমনকি বাইরের ওয়ালে পর্যন্ত কারুকার্যে ভরা টাইলস হয়েছে। মসজিদের ভিতরে দামি দামি রঙ বিরঙের কার্পেট, তারপর আবার ২ পাশে সারি সারি চেয়ার তো আছেই। আগে মসজিদেের দায়িত্বে থাকত ২-৩ জন। এখন সেই মসজিদ কমিটির আকারও অনেক বড় হয়েছে।

প্রায় মসজিদে এলাকার টপ ঘুষখোর, চোর, সুদখোর, অত্যাচারী, ক্ষমতাধর প্রকৃতির লোকেরাই সেই কমিটির সদস্য, আবার সভাপতিও।

মসজিদের ভ্যালু এখন অনেক। চুরি যাওয়ার ভয় তো আছেই। অতএব সারাক্ষণ মসজিদ খোলা রাখা যাবে না।তাই এখন প্রায় অনেক মসজিদই নামাজ ব্যতীত অন্যান্য সময় তালাবদ্ধ থাকে, মসজিদে টাইম মেনে মুসল্লিদের আসা যাওয়া করতে হবে। গরীবেরা এখন ভয়ে ভয়ে মসজিদে ঢুকে টাইলস কার্পেট অপরিচ্ছন্ন হয়ে যায় কিনা। তাদের পরিচিত আল্লাহর ঘর এখন পুরোটাই অচেনা। আগের দিনে মানুষ এ দায়িত্ব নিতে ভয়ে কাঁপত কোন ভুল হয়ে যাচ্ছে কিনা। এখন মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে গেছে। সারা পথ হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এ ব্যাপারে ইমাম, খতিবদের কোনো ফতোয়া নাই। সুদখোর, চোর,ঘুষখোরদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আস্তে আস্তে কেয়ামতের দিকে এগোচ্ছি আমরা। নামাজিরা নামাজ শেষ করার আগে মসজিদ তালাবদ্ধ করার জন্য ইমাম মুয়াজ্জিন দাড়িয়ে থাকে দরজার গোড়ায়।ওদের ও সময় নাই নিজের দায়িত্ব পালনে। ভবিষ্যতে আরো কতকিছু দেখার অপেক্ষায় আছি আমরা।

ঈদ মানে আন্দহ, ঈদ মানে কসি
05/05/2022

ঈদ মানে আন্দহ,
ঈদ মানে কসি

ঈদ মোবারক
05/05/2022

ঈদ মোবারক

ঈদ মোবারক,, সবাইকে
05/05/2022

ঈদ মোবারক,, সবাইকে

27/04/2022

মোসলমান, আর, হিন্দু দের মাজে পার্থক্য কি

26/04/2022

আমি কারো কাছে প্রিয় না
কারণ -🥀❤️
-টাকা থাকলে মানুষ মানুষের জন্য প্রিয়!! 🥀👨‍💼❤️

25/04/2022

পুরাতন কাপড় দিয়ে ইদ করা লজ্জার বিষয় না,

লজ্জার বিষয় হচ্ছে রোজা না রেখে ইদ করা।

25/04/2022

রোজা শেষ হয়ে যাচ্ছে কবর বাসীর কান্না শুরু হয়ে গেছে হে আল্লাহ তুমি সকল কবর বাসিকে ক্ষমা করে দাও আমিন

25/04/2022

01711567890নাম্ভারে আজ ফোন আসল,শেখ হাসিনায় দিয়া খয় ইদ মোবারক😂

23/04/2022
TUHIN TV12
23/04/2022

TUHIN TV12

23/04/2022

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার পর থেকে দুনিয়াবি কাজ থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

20/04/2022

🥀🥀পৃথীবীর সবচেয়ে মহান মানুষ কে🌹

শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান 💞💝💖 মাশাআল্লাহবাবা তার ছেলে সম্পর্কে যাঁ বললেন।আমি (Dr Jakir Naik) শুধু ইংলিশ,হিন্দি ও উর্দ...
20/04/2022

শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্তান 💞💝💖 মাশাআল্লাহ
বাবা তার ছেলে সম্পর্কে যাঁ বললেন।
আমি (Dr Jakir Naik) শুধু ইংলিশ,হিন্দি ও উর্দুতে লেকচার দিতে পারি!
আর আমার ছেলে মাশাআল্লাহ শুধু ইংলিশ নয় হিন্দি,উর্দুতে লেকচার দিয়েছে,আরবি সর্ম্পূন ভাষা জানে, সেই আরবিতেও লেকচার দিয়েছে সৌদি আরবে,যাহা আমি সারাজীবন ও পারবো না।।
আলহামদুলিল্লাহ।।।
আমি তো শুধু কোরআন-হাদীসের ছাত্র মাত্র,
আর আমার ছেলে ১২ বছর বয়সে কোরআনে হাফেজ এবং প্রচুর হাদীস মুখস্থ হয়েছে ১৪ বছর বয়সে। তার সাথে পাশাপাশি খ্রিষ্টান ধর্মে বাইবেল,হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থ,বৌদ্ধ ধর্ম,ও ইহুদি ধর্ম অধিকাংশ প্রায় ৯০% মুখস্থ করেছে।।।
যেখানে আমি মুখস্থ করেছি প্রায় ৭৫ % মতো।।।।।
শুধু কোরআন হাদীস থেকে নয়, অমুসলিমদের ধর্মগ্রন্থ থেকে আমার চেয়েও আরো ভালো রেফারেন্স দিতে পারে।
আমার থেকেও আমার ছেলে অনেক জ্ঞানী ব্যক্তি।
ডাঃ_জাকির_নায়েক

মাওলানা,আসগরউ জ্জোমান বিপ্লবী নাতুন ওয়াজ, পেতে,, লাইক দিয়ে সাতে তাকেন
20/04/2022

মাওলানা,আসগরউ জ্জোমান বিপ্লবী
নাতুন ওয়াজ, পেতে,, লাইক দিয়ে সাতে তাকেন

সোরা আর রহমানের এর ব্যাখ্যা দিলেন মাওলানা উবাইদুল রহমান স্হযাইফী https://youtu.be/d2p2j3VPL3o
20/04/2022

সোরা আর রহমানের এর ব্যাখ্যা দিলেন মাওলানা
উবাইদুল রহমান স্হযাইফী https://youtu.be/d2p2j3VPL3o

সোরা আর রহমান এর ব্যাখ্যা দিলেনমাওলানা উবাদুল রহমান ন্হযাইফীইসলামিক মিডিয়া12TV মোবাইল,01738350012

19/04/2022

- বর্তমান হুজুরনীরা এমন হুজুর খুঁজে, যে দ্বীনদার তার সাথে টাকা ওয়ালা!

- কিন্তু এরা এটা জানেনা দ্বীনদাররা বড়লোক হতে চায় না!

19/04/2022

যে সময় টা নষ্টও করতেছো মেয়েদের সাথে কথা বলে এই সময় টা নামাজ পড়ো জান্নাতের দরজা খুলে দিবেন আল্লাহ তায়ালা 🤲আমিন 🤲

Address

টেংরা বাজার
Mogalabazar
14141

Telephone

+8801646475878

Website

Alerts

Be the first to know and let us send you an email when TUHIN TV12 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TUHIN TV12:

Share

Category


Other TV Channels in Mogalabazar

Show All