মিরসরাই

মিরসরাই Mirsarai ( মীরসরাই ) is a New generation 24x7 Online News

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।মিরসরাই জমজম সুইট এর কর্মচারী মোঃ রাসেল প্রতিদিনের মত করে আজকে ও তার কর্মস্থলে এসে...
15/06/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মিরসরাই জমজম সুইট এর কর্মচারী মোঃ রাসেল প্রতিদিনের মত করে আজকে ও তার কর্মস্থলে এসে দোকানের কাজকর্ম গোছাতে গিয়ে বিদ্যুৎ সক খেয়ে মৃত্যু বরন করুন। হে রাহমানুর রাহিম আপনি তাকে বেহেশত নসীব করুন। আমিন।

আপনার স্বামীকে কিভাবে খুশি করবেন: 1. তাকে খাওয়ান 2. তার সাথে ঘুমান 3. তাকে শান্তিতে ছেড়ে দিন 4. তার গতিবিধি নিয়ে তাকে...
14/06/2024

আপনার স্বামীকে কিভাবে খুশি করবেন:

1. তাকে খাওয়ান
2. তার সাথে ঘুমান
3. তাকে শান্তিতে ছেড়ে দিন
4. তার গতিবিধি নিয়ে তাকে বিরক্ত করবেন না
5. ঘর পরিষ্কার করুন
6. তার কাপড় ধোয়া
7. সর্বদা তার জন্য প্রার্থনা করুন

তাই যে সম্পর্কে এত কঠিন কি?

কিভাবে আপনার স্ত্রীকে খুশি করবেন

এটা সত্যিই খুব কঠিন নয় কিন্তু... একজন স্ত্রীকে খুশি করতে একজন স্বামীকে শুধুমাত্র হতে হবে:

1. একজন বন্ধু
2. একজন সঙ্গী
3. একজন প্রেমিক
4. একজন ভাই
5. একজন পিতা
6. একজন মাস্টার
7. একজন শেফ
8. একজন ইলেকট্রিশিয়ান
9. একজন প্লাম্বার
10. একজন মেকানিক
11. একজন কাঠমিস্ত্রি
12. একটি ডেকোরেটর
13. একজন স্টাইলিস্ট
14. একজন সেক্সোলজিস্ট
15. একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
16. একজন মনোবিজ্ঞানী
17. একটি কীটপতঙ্গ নির্মূলকারী
18. একজন মনোরোগ বিশেষজ্ঞ
19. একজন নিরাময়কারী/প্রার্থনা
20. একজন ভালো শ্রোতা
21. একজন সংগঠক
22. একজন ভালো বাবা
23. খুব পরিষ্কার
24. সহানুভূতিশীল
25. অ্যাথলেটিক
26. উষ্ণ
27. মনোযোগী
28. সাহসী
29. বুদ্ধিমান
30. মজার
31. সৃজনশীল
32. দরপত্র
33. শক্তিশালী
34. বোঝা
35. সহনশীল
36. বিচক্ষণ
37. উচ্চাভিলাষী
38. সক্ষম
39. সাহসী
40. নির্ধারিত
41. সত্য
42. নির্ভরযোগ্য
43. আবেগপ্রবণ

এগুলো একদম ভুলবেন না

44. নিয়মিত তার প্রশংসা করুন
45. তার সাথে কেনাকাটা করতে যান
46. ​​সৎ হও
47. তাকে জোর না
48. অন্য মেয়েদের দিকে তাকাবেন না

এবং একই সময়ে, আপনাকে আরো করতে হবে

49. তার মনোযোগ অনেক দিন
50. তাকে প্রচুর সময় দিন, বিশেষ করে নিজের জন্য সময় দিন
51. তাকে প্রচুর জায়গা দিন, তার পরিবারের সদস্যদের এবং আপনার আত্মীয়দের সাথে দেখা করার অনুমতি দিন।

তবে সর্বোপরি এটি খুবই গুরুত্বপূর্ণ।

52. কেনাকাটার জন্য টাকা দেওয়ার সময় পরিবর্তনের জন্য জিজ্ঞাসা না করা শিখতে। নোট যত বড়ই হোক না কেন আপনি যা দেন তা ঠিকই তার হয়ে যায়।
53. সর্বপরি এই যুগে একজন ভিডিওগ্রাফার ফটোগ্রাফার হতে হবে।
........
একজন স্ত্রীকে খুশি করা একটি গুরুতর ব্যাপার।
🥴😄😀😃😜🌹

14/06/2024
একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ ...
24/09/2023

একটা সময় ছিল যখন শুক্রবার দুপুরের পর BTV তে কোরআন পাঠ, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ শুনলে বুকের ভেতরটা মোচড় দিতো। এই বুঝি শেষ হলো, হার্টবিট বেড়ে যেতো।

অতঃপর হাসিমুখে উপস্থিত হতেন সুন্দরি উপস্থাপিকা।
আমন্ত্রণ জানাচ্ছি পূর্নদৈঘ্য বাংলা ছায়াছবি দেখার জন্য, আমাদের আজকের ছায়াছবি......... শ্রেষ্টাংশে.......!

বুক ধকধক করতো, উত্তেজনায় প্রায়ই ছবির নাম ভালোভাবে শুনতে পেতাম না!

শুক্রবার আসলেই সে কী ব্যস্ততা। চারপাশের সবাই ৩.০০ টার আগে কাজ শেষ করতেন। কারণ ৩.০০ টায় ছবি। আর ৮:৩০ বেজে উঠার আগেই পুরো গ্রামের সবার খাওয়া শেষ।
উত্তেজনা, ভয় আর আনন্দের মিশ্রণে আলিফ লায়লার অপেক্ষা। বিজ্ঞাপন হচ্ছে তো হচ্ছে, আলিফ লায়লা শুরু হবার খবর নাই। ধৈর্য্য ধরতে ধরতে প্রায় ক্লান্ত হওয়ার পর শোনা যেতো সেই প্রিয় মিউজিক। শুরু হতে হতেই আবার বিজ্ঞাপন। just কাহিনীতে মনযোগ দিতে দিতেই আগামী পর্বে দেখবেন এত অল্প সময়। তবু আনন্দের শেষ নেই!

এখনও সব আছে কিন্তু আর বুকে কাঁপন তুলে না। সেই উপস্থাপিকা ও আছেন, হয়তো আজ তার লিপিস্টিক আরো কড়া হয়েছে। তিনি এখনও আমন্ত্রণ জানান, কিন্তু সেই আমন্ত্রণ কাউকে মনযোগী করে না। ছবি দেখার জন্য এখন কেউ শুক্রবারের অপেক্ষা করে না। এখনকার পিচ্চিরা হয়তো আলিফ লায়লার নামও জানেনা। একসাথে ৩০/৪০ জন মিলে টিভি দেখার কল্পনা ও করা যায় না।

শুক্রবার আসে, চলে যায়, সপ্তাহ ঘুরে আবার শুক্রবার আসে, কিন্তু শৈশব আমার হারিয়ে গেছে সব বদলে গেছে!

#মোঃ_বাহার_উদ্দিন
২২ সেপ্টেম্বর ২০২৩ ইং
আলমপুর, সিলেট।

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়। রাজিক হাসান_________________________১...
21/08/2023

শিশুকে কেউ চুমু খেতে চায়, দরজার বাইরে বার করে দিন: শিশুর জীবনের বিনিময়ে ভদ্রতা নয়।

রাজিক হাসান

_________________________

১ জুলাই ২০১৭ সালে ইউ এস এর আইওয়াতে জন্ম হয়েছিল মারিয়ানা সিফ্রিট এর। সুন্দর স্বাস্থ্যবান বাচ্চা ছিল সে। ৭ জুলাই, তার মা বাবার বিয়ের অনুষ্ঠানের মাত্র দু ঘন্টা পর তাকে হাসপাতালে ভর্তি করতে হল। ডাক্তাররা পরীক্ষা করে দেখলেন সে মেনিঞ্জাইটিসএইচ এস ভি-১ এ আক্রান্ত। যা কি না হারপিস মেনিঞ্জাইটিস ভাইরাসের সংক্রমণের কারণে হয়েছে। এই ভাইরাস সেক্সুয়াল কন্ট্যাক্টের দ্বারা ট্রান্সমিটেড হতে পারে। মা থেকে সন্তানের মধ্যেও ছড়াতে পারে। কিন্তু মারিয়ানার বাবা মাকে পরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেল।

সুতরাং ডাক্তাররা অনুমান করলেন তাদের বাড়িতে কোন ব্যক্তি এসেছিল যে ওই রোগের ক্যারিয়ার ছিল এবং মারিয়ানার ঠোঁটে চুম্বন করেছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার দু দিনের মধ্যে মারিয়ানাকে ছয়বার ব্লাড ট্রান্সফিউসন করা হয়েছিল। কিন্তু তার কিডনি এবং লিভার কাজ করা বন্ধ করে দিয়েছিল।

১১ জুলাই নিকোল সিফ্রিট ফেসবুকে পোস্ট করলেন তাঁর বাচ্চার ব্রেন হার্ট লাং 'স্টপড ফাংশনিং'।

পরদিন ১২ জুলাই সকালে মারিয়ানার মৃত্যু হয়।

তাই বলি, কেউ যদি আদিখ্যেতা করে আপনার শিশুকে চুমু খেতে চায়, কান ধরে দরজার বাইরে বার করে দিন। শিশুর জীবনের বিনিময়ে কোন ভদ্রতা নয়।

----------------------------------------

জামাই আবু বকর ফিরেছেন দুবাই থেকে। তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যান শ্বশুর, স্ত্রী ও দুই শিশু কন্যা। ফেরার পথে স্ত্রী অন্য ...
05/08/2023

জামাই আবু বকর ফিরেছেন দুবাই থেকে। তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যান শ্বশুর, স্ত্রী ও দুই শিশু কন্যা। ফেরার পথে স্ত্রী অন্য একটি কাজে কার থেকে নেমে যান। তার একটু পরেই ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সীতাকুণ্ডে ফৌজদার হাটে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ৪০ টান ওজনের লরি পড়ে যায় তাদের কারের উপর! এ-র পরে কি হয়েছে নিচের ছবিই বলে দেয়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যান সবাই! সবাই যাত্রী নিরাপদে রক্ষা পাওয়ায় বিস্মিত উদ্ধারকারী রাও। আসলেই মহান রবের ইচ্ছার উপরে আর কিছু নেই।

সৌমিত্র চক্রবর্তি

27/07/2023

সাত বছরের কন্যাশিশু আদিবার ডেঙ্গু জ্বর হয়েছে। তার প্লাটিলেট কমে গেছে। মেয়ের এমন অবস্থায় বাবা দৌলত হোসেন ও মা সাথ.....

জেনে রাখা ভাল। একটি শিক্ষামূলক গল্প* হতাশ হবেন না...বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।অন্য...
22/07/2023

জেনে রাখা ভাল।

একটি শিক্ষামূলক গল্প
* হতাশ হবেন না...

বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ৫৫ বছর।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তখন তার বয়স ৬৯ বছর।

ঢাকায় যখন সকাল ৫ টা বাজে, লন্ডনে তখন রাত ১১ টা।
সময়ের হিসেবে লন্ডন, ঢাকার থেকে ছয় ঘণ্টা পিছিয়ে..
এতে কিন্তু প্রমাণ হয় না যে, লন্ডন ঢাকার থেকে স্লো (slow)!

পৃথিবীর সবকিছু আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে।
কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে..
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়।
আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান!

অনেকে ২৫ বছর বয়সে কোম্পানির CEO হয়ে, মারা যান ৫০ বছর বয়সে।
আবার অনেকে ৫০ বছর বয়সে CEO হয়ে, মারা যান ৯০ বছরে।
কেউ ৩৩ বয়সে এখনও সিঙ্গেল,
আবার কেউ ২২ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন!

মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন,
আবার কেউ আছেন অনেক পিছিয়ে।
কিন্তু আপনার ধারনা ভুল..
প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।
আগে থাকাদের প্রতি অভিযোগ না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে,
সব সময় শান্ত থাকুন।

আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই!
আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের।
শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান..

একদিন ঠিকই সফল হবেন মহান রাব্বুল আলামীনের কৃপায়।

21/07/2023
মিরসরাইয়ের ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে গতরাতে খৈয়াছড়া ঝর্ণা রোড়ের নিজ বাংলাতো সন...
11/07/2023

মিরসরাইয়ের ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীকে গতরাতে খৈয়াছড়া ঝর্ণা রোড়ের নিজ বাংলাতো সন্ত্রাসীরা উপর্যুপুরী কু-পিয়ে মৃ-ত্যু নিশ্চিত ভেবে বাইরে দিয়ে তালা দিয়ে চলে যায়। আজ সকালে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

20/10/2022
আল্লাহ ভরসাপর্ব : ২৬১নাম : মনোয়ারা। পিতার নাম : মৃত: নজরুল ইসলাম। মাতার নাম : নূরজাহান বেগম।ঠিকানা : মিরসরাই ফাজিলপুর , ...
03/10/2022

আল্লাহ ভরসা

পর্ব : ২৬১

নাম : মনোয়ারা।

পিতার নাম : মৃত: নজরুল ইসলাম।

মাতার নাম : নূরজাহান বেগম।

ঠিকানা : মিরসরাই ফাজিলপুর , ফেনীর দিকে।

ভাই ও বোনের সংখ্যা : ৪ জন।

ভাই ও বোনের নাম : মোহাম্মদ আলী , নেহুারু আক্তার , তিনি মনোয়ারা , রুবি আক্তার।

যা কিছু মনে আছে :

ভিক্ষুক এক বৃদ্ধা মহিলার কাছে তার মা দিয়েছিলেন। দেওয়ার সময় তার মা বলেছিলেন তার বাবার ১৫/২১ রুটি বানানোর দিনে নিয়ে আসতে।

কিন্তু ভিক্ষুক বৃদ্ধা মহিলা মনোয়ারা কে নিয়ে গিয়েছিলেন না। তাই সেখান থেকে তিনি না বলে অন্য স্টেশনে চলে গিয়েছিলেন।

এভাবে হারিয়ে গিয়েছে মনোয়ারা।

একজন লোক গরুটিকে ক্রয় করে এনে তাঁর উঠুনে বেঁধে রেখেছিলেন। কিন্তু প্রত্যেকদিন গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুমাতে পারে...
17/08/2022

একজন লোক
গরুটিকে ক্রয় করে এনে
তাঁর উঠুনে বেঁধে রেখেছিলেন।

কিন্তু প্রত্যেকদিন গভীর রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দে ঘুমাতে পারে না বাড়ির লোকজন। তাই তাঁরা মনে করলো এই মূল্য বৃদ্ধির সময়ে হয়তো চোরের উৎপাত বেড়েছে। তাই তাঁরা সেখানে একটি সিসিটিভির ব্যবস্থা করলো। পরের দিন সিসিটিভি ফুটেজ দেখেতো সবাই হতবাক! গরুটির পাশে একটা চিতা ঘুর ঘুর করছে।

পরে তাঁরা যার কাছ থেকে গরুটি ক্রয় করেছিলেন তাঁর দ্বারস্থ হন ব্যাপারটি জানার জন্য। তখন তাঁরা জানতে পারেন এই চিতাবাঘটির জন্মের ২০ দিন বয়সে তার মা চিতা বাঘিনী মারা যায়। এর পরে এই গরুটির দুগ্ধপান করে সে চিতাবাঘটি বাঁচে। তাই সে তাঁর ত্রাণকর্ত্রী দুধমাকে ভুলে যায়নি। প্রত্যেক রাত্রে দেখা করতে আসে। মাকে জড়িয়ে ধরে বসে থাকে। মাও আদর করে।

চিরশত্রু প্রাণীরাও কৃতজ্ঞতার নিমিত্তে হিংস্র সম্পর্ক ভুলে গিয়ে মধুর করে তোলে। কিন্তু উন্নত জীব মানুষ চিরমধুর সম্পর্ক জলাঞ্জলি দিয়ে হিংস্র হয়ে ওঠে। ব্যক্তিগত অসৎ স্বার্থ উদ্ধারে সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য বলে তৈরি করে।

03/08/2022

সাথে থাকুন, খবরে থাকুন

08/07/2022

ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে ক্রয়কৃত কোরবানির পশুর ছবি পোস্ট করা😡😠 হলো "রিয়া"এর অন্তর্ভুক্ত।",,,

(রিয়া অর্থ হলো-লোক দেখানো ইবাদাত। যা শিরকের অন্তর্ভুক্ত।)..🙏🙏

ফেসবুকে একমাত্র মানুষকে দেখানোর জন্য, আর নিজের বড়ত্ব জাহির করার জন্যই পোস্ট করা হয়, এছাড়া আর কোনো যৌক্তিক কারন নাই..!!

অথচ কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক ও হেদায়েত দান করুক। (আমিন🤲)..

06/07/2022

লোডশেডিং এর ৭ উপকারিতা! 😑
_____________________________

১. বিদ্যুৎ বিল কম আসবে।
২. ঘেমে শরীরের বিষাক্ত বর্জ্য বের হয়ে শরীরকে সুস্থ্য রাখবে।
৩. অনেক রাত পর্যন্ত জেগে কেউ বাজারে আড্ডা দিবেনা ফলে তাস খেলা, জুয়া খেলা কমবে।
৪. রাতে সবাই দ্রুত ঘুমিয়ে পড়বে ফলে শরীর সুস্থ থাকবে।
৫.লিফটে আটকে যাবার ভয়ে লোকে লিফট ব্যবহার না করে সিড়ি ব্যবহার করবে ফলে সময়ের অভাবে যাদের শরীর চর্চা হয়না তাদের জন্য উপকার হবে।
৬. বিদ্যুৎ চলে যাবার ভয়ে বিদ্যুৎ আসা মাত্রই লোকে বিদ্যুৎ সম্পৃক্ত প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সেরে নিবে ফলে কাজ ফেলে রাখার প্রবণতা কমে যাবে।

**এছাড়া আরও বহুবিধ উপকার রয়েছে যা আমরা বুঝার চেষ্টা করি না।**

(সংগৃহীত)

27/06/2022

♦️কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি
তারিখ: ২৭ জুন ,২০২২

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ পরিস্থিতি
শনাক্ত: ২,১০১
সুস্থ:১৭৯
মৃত্যু:২

✅ স্বাস্থ্যবিধি মেনে চলুন , সঠিক নিয়মে মাস্ক পরুন , নিরাপদে থাকুন
✅ টিকা নিন
✅ টিকা গ্রহণের পরেও নিয়মিত মাস্ক পরুন।
✅ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
✅ সেবা পেতে মাস্ক পরুন। No mask no service

মরিয়ম ফুল।❤️সাত বছর পর একবার ফুটে মেয়াদঃ সাতদিন ❤️❤️❤️❤️❤️
23/06/2022

মরিয়ম ফুল।❤️
সাত বছর পর একবার ফুটে
মেয়াদঃ সাতদিন ❤️❤️❤️❤️❤️

বখাটে কর্তৃক বোনকে ইভটিজিং এবং ভাইয়ের প্রতিবাদ অতঃপর ভাই ও বোনকে নির্যাতনের ঘটনা ভাইরাল। জেলা পুলিশের তৎপরতায় নির্যাতনকা...
12/06/2022

বখাটে কর্তৃক বোনকে ইভটিজিং এবং ভাইয়ের প্রতিবাদ অতঃপর ভাই ও বোনকে নির্যাতনের ঘটনা ভাইরাল। জেলা পুলিশের তৎপরতায় নির্যাতনকারী দুইজন বখাটে গ্রেফতার।

       ারত
07/06/2022




ারত

এই ছবি অনেক গল্প বলে।এই যে এই হাতটি, এই হাত হয়তো কারও মুখে দু-মুঠো ভাত তুলে দিত। হয়তো এই হাতটিই কারও মাথার ছাদ ছিল। হয়তো...
07/06/2022

এই ছবি অনেক গল্প বলে।

এই যে এই হাতটি, এই হাত হয়তো কারও মুখে দু-মুঠো ভাত তুলে দিত। হয়তো এই হাতটিই কারও মাথার ছাদ ছিল। হয়তো পরম মমতায় কেউ একজন এই হাতের আঙুল ছুঁয়ে ছুঁয়ে দেখত। হয়তো এই হাতটি শক্ত করে আরেকটি বার ধরে রাখবে বলে কেউ একজন অধীর হয়ে গতকালও অপেক্ষা করেছে। হয়তো এই হাতটিই কারও কাছে ভীষণ রকমের প্রিয়।

হয়তো এই হাতের আঙুলে আঙুল পেঁচিয়ে আগামী বর্ষায় ভেজার কথা ছিল কারুর, নয়তো সামনের কোনও জোৎস্নাশোভিত সন্ধেয় খালিপায়ে সবুজ ঘাসের মাঠে হেঁটে হেঁটে বহুদূর যাবার কথা দেওয়া ছিল কাউকে।

এমন‌ও হতে পারে, এই হাতটিই দূরের কোনও এক বাজার থেকে একজোড়া চুড়ি কিনে এনে গেল ইদে মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, মা, সামনের ইদে তোমায় পাহাড় দেখাতে নিয়ে যাব।

আচ্ছা, যে মা প্রতিটি সন্ধেয় খোকা বাড়ি ফিরবে বলে দরজায় বসে থাকে, সে মা কি আজকেও এই হাতটির অপেক্ষায় থাকবে?

এর কোনও উত্তর নেই। জীবন এমনই এক প্রশ্ন, যার কোনও উত্তর হয় না।

05/06/2022

দোয়া প্রিয় চট্টগ্রাম 🤲
সীতাকুন্ডে আল্লাহর রহমত নাযীল হোক…

চট্টগ্রামে কারো যে কোন গ্রুপ এর রক্ত লাগলে নিচের নাম্বার গুলোতে যোগাযোগ করুন.... (A-ve) Blood Sourav (A-) : 01753961657 Faysal (A-) :01830361562 Niloy (A-) : 01822116436 ইয়াছিন আরাফাত **(A-) 01840466115 Iqbal hossin a- 01824693877 (B-ve) Blood Emon : 01814287904 Mojammal :01818028020 , 01717887030 Shishir :01845807021 (O-ve) Blood Showrav (O-) : 01816441130 Unknown (O-) : 01812755324 Asif (O-) : 01861257845 Nabab (O-) : 01682506914 Tareq (O-) : 018222686 (B+ve) Blood Yousuf (B+) : 01830659678 Shuvo (B+) :01671616761 Sabbir (B+) :01744476296 Muzakkir (B+) :01819358942 Masum ( B+) :01825374848 Mamun ( B+) :01674366351 Jiku ( B+) :01670373650 Jahangir (B+) :01729926444 Imon (B+) :01814240929 Faravi (B+) :01919417084 Delwar (B+) :01815535258 Babu (B+) :01814292525 Arman (B+) :01815545440 Rasel (B+) :01817700810 Jafori (B+) :01917663876 Sonjoy (B+) :01827285095 Arfin (B+) :01763817336 Milton (B+) :01674809396 Opu (B+) :01827770122 Atahar (B+) : 01815137420 (O+ve) Blood আসিফ (o+ve) : 01682872300 Shahariar (O+) : 01817770203 Sajid (O+) : 01812747444 Ovi (O+) : 01819106078 Morshed (O+) : 01813802789 Hashib (O+) : 01675247756 Faysal (O+) : 01814181625 Enam (O+) : 01814432072 Emad (O+) : 01674946131 Elias (O+) : 01818827368 Ehsan (O+) : 01817205540 Shuvo (O+) : 01670536856 Amit (O+) : 01675922154 Alamgir (O+) : 01919960925 Yasir (O+) : 01814274974 Asif (O+) : 01818055061 Arshad (O+) : 01922595331 Akram (O+) : 01818100074 Sharif (O+) : 01836418360 Rishat (O+) : 01670259170 Rakib (O+) : 01830093251 Rafiq (O+) : 01917476946 Shaikat (O+) : 01620467425 Nasif (O+) : 01821589858 (AB+ve) Blood Irfan (AB+) : 01858397470 Absar (AB+) : 01913613816 Fahmida (AB+) : 01927247199 Jihadi (AB+) : 01859362299 Tanvir : (AB+) : 01616203020 Kaysar (AB+) : 01840670762 Amjad (AB+) : 01825122615 Shuvo (AB+) : 01811840540 Munna ( AB+) : 01813540950 Jishu Barua (AB+): 01620259977 Soroj (AB+) Simanto (AB+) Parto (AB+) (A+ve) Blood তাহের (A+) : 01815349565 সোহান (A+) : 01670379248...
01763378690...এম এইচ রিফাত (B+)

চট্টলাবাসির কলিজাটা কত বড় তা সামনাসামনি দেখতেছি।বাইকে বাইক মানুষ এসে নেমে মাত্র বলছেন , "আমার অমুক গ্রুপের রক্ত। কই দিবো...
05/06/2022

চট্টলাবাসির কলিজাটা কত বড় তা সামনাসামনি দেখতেছি।

বাইকে বাইক মানুষ এসে নেমে মাত্র বলছেন , "আমার অমুক গ্রুপের রক্ত। কই দিবো?"

"ভাই, রক্ত দিব।"

"আমার গাড়ি নেন। রক্তদাতা নিয়ে আসেন।"

হাজব্যান্ড ওয়াইফ এসেছেন রক্ত দিতে। আন্টি আঙ্কেল বয়সী আসছেন। বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বাস ভর্তি হয়ে আসতেছেন সাহায্য আর রক্ত দিতে। কেউ ফ্রিতে ঔষধ, সরঞ্জামাদি দিচ্ছেন, কেউ ফ্রিতে ডোনার আনা নেওয়া করছেন। আর কী লাগে ভাই? এই জীর্ণশীর্ণ দেশটার খুঁটিই তো ইনারা। তাই আমরা এখনো টিকে আছি। ❤️

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরত...
29/05/2022

এক জন ব্যক্তি আগুনের শিখার মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে সেটিকে আগুন থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি সাপটিকে ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায়।

এবং এটি ব্যক্তিটির যন্ত্রণাদায়ক ব্যথার কারণ হয়। ব্যক্তিটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেয় এবং সাপটি আবার জ্বলন্ত শিখায় পড়ে যায়।

এই মুহুর্তে ব্যক্তিটি চারদিকে তাকাতে গিয়ে একটি ধাতব লাঠি খুঁজে পায় ৷ আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে তিনি লাঠিটি ব্যবহার করেন ৷
আরেকজন ব্যক্তি, যিনি ঘটনাটি দেখছিলেন তিনি ব্যক্তিটির কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন: "এই সাপটি আপনাকে কামড়ালো! আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?"

প্রথম ব্যক্তিটি জবাব দেয়: "সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না, আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা৷" কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না।সাবধানতার সাথে কাজ করতে শিখুন.!❤

বখাটে সোহাগ রোজিনার পিছু নিয়েছে 😆
25/05/2022

বখাটে সোহাগ রোজিনার পিছু নিয়েছে 😆

24/05/2022

বিয়ের জন্য বাঙালি ছেলেরা চায় ১৯ বছর বয়সী অনার্স পাশ করা সেক্সি ফিগার ধার্মিক মাইন্ডের ম্যাচিউরড সুন্দরী বউ আর মেয়েরা চায় ২৭ বছর বয়সী ৬ ফুট লম্বা সিক্স প্যাকওয়ালা নামাজী কোটিপতি বিসিএস ক্যাডার হ্যান্ডসাম জামাই!'😑

Address

Mirsarai
4320

Alerts

Be the first to know and let us send you an email when মিরসরাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Mirsarai

Show All