হায় রে ভালবাসা হয়ে গেল ঘাস ; খেয়ে গেলো গরু, দিয়ে গেল বাঁশ

  • Home
  • Bangladesh
  • Kazipara
  • হায় রে ভালবাসা হয়ে গেল ঘাস ; খেয়ে গেলো গরু, দিয়ে গেল বাঁশ

হায় রে ভালবাসা হয়ে গেল ঘাস ; খেয়ে গেলো গরু, দিয়ে গেল বাঁশ এই পেজে ধর্ম ছাড়া সবকিছু নিয়েই মজা করা হয়।

"ভালবাসা" সারা পৃথিবীর মধুরতম শব্দ গুলোর একটি। কিন্তু এই ভালবাসাকেই অনেকে দেখেন বিষ ফোঁড়ার মত,কিন্তু কেন?
কিছু ফালতু ছেলে মেয়ের জন্য আজ এই মধুর শব্দটি আজ বিতর্কিত।
আসুন সবাই মিলে সত্যিকার ভালবাসার চেষ্টা করি, ভালবাসার নামে অভিনয় প্রতারণা থেকে দূরে থাকি।
মনে রাখবেন...... আজ আপনি আমাকে বা অন্য কাউকে ঠকিয়েছেন, সামনেই আপনি বা আপনার সন্তানকে অন্যকেউ ঠকাবে।
as you sow so you reap.

02/11/2024

হৃদয়ের পার্লামেন্টে আজ স্পীকার নেই,
মনের জনসভায় নেই কোন বক্তা।
অন্তরে হরতাল ডেকেছে বিরোধী পক্ষ,
ভালবাসার ভোট কেন্দ্রে ভোট পেয়েছি একটা।
তাও আবার জাল ভোট :D :D 🐸

ভেবে দেখেছেন কখনো?[সূরা-ওয়াক্কিয়া- ৬৮,৬৯,৭০]
24/08/2024

ভেবে দেখেছেন কখনো?

[সূরা-ওয়াক্কিয়া- ৬৮,৬৯,৭০]

23/08/2024

ফেনীতে হেলিকপ্টারে উদ্ধার অভিযান চলছে। কাউকে উদ্ধার করা লাগলে যোগাযোগ করুন- 01968842962

22/08/2024

ভোর ৪ঃ১৬ মিনিটের আপডেট।

আমি নিজে কথা বলেছি বাড়ীতে এবং সোনাগাজীতে।
আমাদের গ্রামে পানি আগের মতো আছে, চন্দ্রপুর সাইডে পানি কমতেছে অল্প।
সোনাগাজীতে পানি বাড়ছে, সোনাগাজীর লোকেরা সতর্ক হোন।

এসব কিছু আমি নিজে চেক করে বলছি।

22/08/2024

উদ্ধারের জন্য অনুরোধ ‼️

ফেনীর পরশুরাম এর অবস্থা ভয়াবহ।
শত শত মানুষ আটকে আছে, কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না।

সম্ভাব্য লোকেশন -
পরশুরাম বিদ্যুৎ অফিস, সুবার বাজার, চৌমুড়ি
লায়েক আলী : 01711711622

#ফেনী

22/08/2024

ফেনী ছাগলনাইয়া উপজেলা ৯নং শুভপুর ইউনিয়ন ৯,৮ নং ওয়ার্ড এ কোন উদ্ধার কার্যক্রম হয় নাই এখন পর্যন্ত - আমাদের কাছে খবর মতে।
হাজার হাজার মানুষ পানির নীচে, তারা প্রায় ১৬ ফুট পানিতে ভেসে যাচ্ছে।

দয়াকরে কোন উদ্ধারকারী টিম বা সেনাবাহিনীর কোন টিম থাকলে তাদেরকে উদ্ধার করুন।
যোগাযোগ - 01812102871

আজকে রাতের মধ্যেই উদ্ধার না করলে, অনেকেই #মারা যাবেন। প্লিজ কেউ এগিয়ে যান।

#ফেনি

22/08/2024

ফেনীতে খাবারের চেয়েও নৌকা এবং হেলিকপ্টার বেশী জরুরী।।

16/06/2024

ঈদ মোবারক।

ঈদুল আযহার শুভেচ্ছা সবাইকে।

09/12/2023

কবর যত পুরাতন হবে, আত্মীয়রা জিয়ারত করা ততই কমিয়ে দিবে।
তাই অন্যের সম্পদ হাতিয়ে নিয়ে মার খাওয়ার কোন মানে নেই।

23/11/2023

IPL নিয়ে একটা ভুয়া খবর চাউর হচ্ছে চারদিকে, ভারত নাকি বাংলাদেশকে ব্যান করেছে আইপিএল থেকে! মূলত তখন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকবে। সে জন্য যে ২/৩ জন ক্রিকেটার আইপিএলে চান্স পাবে তারা পুরো সিজন খেলতে পারবে না, যে কারণে বিসিবির সাথে কথা বলেই তাদের নিলামের বাহিরে রাখা হয়েছে।

14/07/2023

যে যাওয়ার সে যাবেই তাকে হাজার চেষ্টা করে ভালোবেসেও ধরে বা আটকে রাখা যায় না 🙂

আমার মাথার চুলের কথা বলছি...

21/06/2023

২ ধরনের মানুষকে জীবন থেকে সরিয়ে দিন, আপনি ভাল থাকবেন।
১/ যারা আপনাকে কষ্ট দিয়েছে/দিচ্ছে।
২/ যারা আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আপনার কারণে তারা কষ্ট পায় এবং এটা নিয়ে আপনি ভয়ে আছেন।

এতে আপনি মানসিক শান্তি পাবেন।।

18/06/2023

বাবা কতটা সঠিক সেটা নিজে বাবা হলে টের পাওয়া যায়।
"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"

09/04/2023

পুরনো ভিডিও, গ্যালারীতে পেলাম।

মাটির কলসিতে পানি আহ ব্যাপারটাই অন্যরকম!
07/04/2023

মাটির কলসিতে পানি আহ ব্যাপারটাই অন্যরকম!

আসসালামু আলাইকুম।. আশা করি সবাই ভাল আছেন।

সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আমারা সবাই ফ্রিজের ঠান্ডা পানি পান করে থাকি যা শরীরের জন্য নানা ক্ষতি করে থাকে।
😊আর এই সমস্যাকে সহজেই সমাধান করে নিতে পারেনঃ

হয়তো অবাক হচ্ছেন শুনে যে, বর্তমানেও মাটির কলসিতে পানি রেখে খেতে হবে! কিন্তু এর গুণাগুণ প্রচুর, আসুন যেনে নেই এর উপকারী দিকগুলোঃ
🎇পানি ঠান্ডা থাকে : মাটির কলসিতে পানি ঠান্ডা হওয়ার কারণ মূলত বাষ্পীভবন। মাটির কলসি বানানোর সময় মাটির সঙ্গে খানিকটা বালি মেশানো হয় এবং এর গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। সেখান থেকেই মূলত বাষ্পীভন হয়ে পানি ঠান্ডা থাকে।
🎇গলা ভাল রাখে : অনেক গায়ক-গায়িকাই রয়েছেন যারা এখনও পর্যন্ত মাটির কলসিতে রাখা পানি খান। এতে গলা ভাল থাকে। যাদের ঠান্ডার লাগার ভয় থাকে, তারাও মাটির কলসির পানি খেতে খেতে ধীরে ধীরে ঠান্ডার সমস্যা থেকে মুক্তি পায়।
🎇সানস্ট্রোক হওয়া আটকায় : জানেন কি মাটির কলসির পানি রুখে দিতে পারে সানস্ট্রোককেও।মাটির পাত্র পানি ভিটামিন এবং খনিজ পদার্থ বজায় রাখতে সাহায্য করে। ফলে এই পানি পান করলে সানস্ট্রোকও আটকানোর সম্ভাবনা রয়েছে।
🎇মেটবলিজম বাড়ায় : প্লাস্টিকের বোতলে থাকা পানিতে বিসফেলনের মতো টস্কিক, কেমিক্যালস থাকে। যা শরীরের পক্ষে ক্ষতিকারক। টেস্টরনের মাত্রাও হ্রাস পায়। কিন্তু মাটির পাত্রের পানি টেস্টরন ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। যা শরীরের মেটবলিজম বাড়াতে সাহায্য করে।

🌸এই মাটির তৈরি ওয়াটার জারটিতে পানি রেখে পান করলে পানি থাকবে ঠাণ্ডা এবং এই পানি পান করলে শরীরে কোনো প্রকার অসুস্থতা দেখা দেয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
🌸যাদের ঠান্ডার লাগার ভয় থাকে, তারাও মাটির কলসির পানি খেতে খেতে ধীরে ধীরে ঠান্ডার সমস্যা থেকে মুক্তি পায়।
🌸এই পাত্রটিতে প্রায় ১০ লিটার পরিমান পানি রাখা যায়। এই পাত্রে পানি রেখে ইফতারে আমরা সকলেই স্বাস্থ্যকর ঠান্ডা পানি পান করতে পারি ।
🌸 সাধারণত সবারই এসিডিটির সমস্যা কম বেশি হয়। মাটিতে বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকায় এই পাত্রে পানি রেখে পান করলে এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
🌸 মাটির পাত্রের পানি টেস্টরন ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে। যা শরীরের মেটবলিজম বাড়াতে সাহায্য করে।

ঘরে থাকুন সুস্থ থাকুন!
ধন্যবাদ!

20/02/2023

আজ রক্তস্নাত সেই অমর একুশে ফেব্রুয়ারি। বাঙালি জাতির ইতিহাসে গভীর শোক ও বেদনার দিন; একই সঙ্গে গৌরবেরও। দিনটি আজ আর শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের।

১৯৫২ সালের এই দিনে রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল মাতৃভাষা বাংলার অধিকার।
সেইসব শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

14/02/2023

আমার ছাদ বাগানে অনেক গুলো সাদা গোলাপ ফুটে আছে, আগে খেয়াল করলে আজকে ভাল দামে বিক্রি করতে পারতাম দেশী খাটি গোলাপ বলে। 💔

এখন গান গাইছি "আমি একটা ফুলও বেচিনি, সেই ফুল কাউকে দেইনি....
লস লস হয়ে গেল রে.... ট্যাকা কে দিবে বলো"

06/10/2022

Please like and share !

Address

Kazipara

Alerts

Be the first to know and let us send you an email when হায় রে ভালবাসা হয়ে গেল ঘাস ; খেয়ে গেলো গরু, দিয়ে গেল বাঁশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category