Yaaa-fi

Yaaa-fi আলহামদুলিল্লাহ🤲🥰

03/02/2025

পোস্টে যাদের সামনে যাবে তারা একটু রেসপন্স করবেন, সবার প্রোফাইল ঘুরে আসবো।

স্বামী সন্ধ্যায় কাজ থেকে খুশিমনে বাড়ি ফিরলেন। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের পর প্রিয়তমা স্ত্রীর স্নিগ্ধ চেহারার দিকে তাকিয়...
02/02/2025

স্বামী সন্ধ্যায় কাজ থেকে খুশিমনে বাড়ি ফিরলেন। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমের পর প্রিয়তমা স্ত্রীর স্নিগ্ধ চেহারার দিকে তাকিয়ে হৃদয় জুড়াতে যাবেন, এমন ভাবনায় দরজা খুলে ঘরে ঢুকে দেখলেন স্ত্রী তাকে সালাম দিয়েই ক্ষান্ত।
সোফার এককোণে মুখ গোমড়া করে তার প্রিয়তমা বসে আছেন।
স্বামী আহ্লাদী ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, "কী হয়েছে, আমার প্রাণপ্রিয় প্রিয়তমার?"
স্ত্রী কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলেন, "বিয়ের পর আপনি আমাকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, রান্নাঘরের আসবাবপত্র, দোলনা, একগাদা বইসহ বুকশেলফ, লাইট, ফ্যান, শাড়ি, কামিজ, বোরকা, কানের ঝুমকো, হাতের চুড়ি, গলার হার, পায়ের নুপুর, এত এত খাবার, ঔষধ আর থাকার সুন্দর ব্যবস্থা ছাড়া কী দিয়েছেন?"
স্বামী বেচারা নির্বাক। তিনি কথা না বাড়িয়ে পকেট থেকে কচকচে একশো টাকার পাঁচটা নোট স্ত্রীর হাতে ধরিয়ে বললেন, "তুমি তোমার পছন্দমতো কিছু কিনে খেও।"
স্বামী স্ত্রী দুজনেই ভিতরে ভিতরে মুচকি হাসছেন।
স্ত্রীর অভিমান ভাঙল। স্বামীর বুকে মাথা রেখে বললেন, "দেখুন, আমি কিন্তু অকৃতজ্ঞ হইনি। যা দিয়েছেন সব স্বীকার করেই না দেওয়ার কথা উল্লেখ করেছি।"
স্বামী হাসতে হাসতে জবাব দিলেন, "কোনো ব্যাপার না, বালিকা। পরেরবার লিস্টে এই পাঁচশো টাকার কথাও উল্লেখ করবেন।"

বালিকার তালিকা।
— উম্মুল আরওয়াহ্।

02/02/2025

কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব‍্যক্তি– যারা সুখে দুঃখে সবসময় মহান রবের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ!❤️

(মিশকাতুল-২৩০৮)

01/02/2025

বাটির মধ্যে বাটি তার মধ্যে আটি যে না বলতে পারে তাকে চিমটি কাটি।
উত্তরটা কি হবে?

30/01/2025

চা বানাতে পারেন = ২০ মার্ক
আলু কাটতে পারেন = ৩০ মার্ক
ভাতের মার ফেলতে পারেন = ৫০ মার্ক
সবজি কাটতে পারেন = ৩০ মার্ক
পেঁয়াজ কাটতে পারেন= ৪০ মার্ক
ডিম ভাজতে পারেন =২০ মার্ক
মাছ কাটতে পারেন = ১০০ মার্ক
ঘর ঝাড়ু দিতে পারেন = ১০ মার্ক
ঘর মুছতে পারেন = ৪০ মার্ক
ঘর সাজাতে পারেন = ৫০ মার্ক
কাপড় ধুতে পারেন = ১০ মার্ক

৪০০ মার্কের পরীক্ষায় কে কত পেলেন???🤔

30/01/2025

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি
যে আল্লাহ তা'আলা থেকে বিমুখ হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি ;যে নিজেকে বাদ দিয়ে মানুষজন নিয়ে ব্যস্তহয়ে পড়ে।

( আল -ফাওয়ায়িদ:পৃষ্ঠা ১০৮)

29/01/2025

Aita r k o na aita amr husband 😁

💖♥️
26/01/2025

💖♥️

তুমিই সেযে আমার পেটে থেকেওছিল বুকে।তুমিই সেযার শরীরের মোচড়আমার আত্মাকে মুচড়ে দিতো।তুমিই সেযে আমার ভিতরে বড়ো হচ্ছিলোএকইস...
24/01/2025

তুমিই সে
যে আমার পেটে থেকেও
ছিল বুকে।

তুমিই সে
যার শরীরের মোচড়
আমার আত্মাকে মুচড়ে দিতো।

তুমিই সে
যে আমার ভিতরে বড়ো হচ্ছিলো
একইসাথে বড়ো করছিলো আমাকেও।

তুমিই সে
যে ছিল আমার সবচেয়ে অচেনা
কিন্তু যে ছিল আমার সবচেয়ে চেনা।

তুমিই সে
যে আমাকে চিনিয়েছিলো
আমার শরীরের অলৌকিক-ক্ষমতা।

তুমিই সে
যে আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিতো
নিজেই হৃৎস্পন্দন হয়ে।

তুমিই সে
যার প্রত্যেক কান্নায়
আমার মৃত্যু হতো।

তুমিই সে
যে আমাকে বুঝতে শিখিয়েছে
রূপ শারীরিক নয়।

তুমিই সে
যে আমাকে শিখিয়েছিলো
ভালোবাসা।

তুমিই সে
যে প্রথম আমার চোখে চোখ রেখে ডেকেছিলো— "মা"...
এবং আমার পুনর্জন্ম হয়েছিলো।

তুমিই সে
যে আমাকে পাল্টে দিয়েছে
চিরতরে।
আমার প্রথম সন্তান।

ভাবানুবাদ— Salah Uddin Ahmed Jewel
কবি— রান্দি ল্যাৎযম্যান
কাব্যগ্রন্থ— 'ফ্রম দ্য হার্ট অভ আ মাদার'
কবিতা— প্রথম-সন্তান

23/01/2025

এমন কোন জিনিস আছে যেটা গরমকাল হোক বা শীতকাল সব সময় ঠান্ডা থাকে?

23/01/2025

Amr abbajan☺️💖

মা’ হওয়া এত সহজ নয়। তবুও প্রতিটি নারী `মা’ ডাকটি শুনার জন্য উন্মুখ হয়ে থাকে। কারণ এই একটি মাত্র সম্পর্ক যেখানে স্বার্থের...
19/01/2025

মা’ হওয়া এত সহজ নয়। তবুও প্রতিটি নারী `মা’ ডাকটি শুনার জন্য উন্মুখ হয়ে থাকে। কারণ এই একটি মাত্র সম্পর্ক যেখানে স্বার্থের ঘোর টোপ নেই, নিষেধের বেড়াজাল নেই। খোলা হাওয়ার মত একরাশ স্নিগ্ধতা, ভালোলাগা, আদর আর মমতা। সৃষ্টিকর্তার পর যে ডাকটি বুকের ভিতর আনচান করে তা হচ্ছে মা’। যে কোন ভালো লাগায়, অর্জনে, অসুখে বিপদে কেবল একজনই আশ্রয়, মা’।
সন্তান যত কুৎসিত কদাকার অসুস্থই হোক মায়ের কাছে সে আদরের, মমতার, সাত রাজার ধন। কারণ সে মায়ের নাড়ি ছেঁড়া ভীষণ আরাধ্য একজন। মা’ কত কষ্ট করে একটি শিশুর জন্ম দেয় কিন্তু সন্তানের মুখ দেখা মাত্র কষ্ট ভুলে মুহূর্তেই বুকে তুলে নেয়। কত সাধনায়, কত যত্নে তাকে লালন- পালন করে। সন্তান কেবল মায়ের শরীরের অংশ নয় পুরো হৃদয়টা জুড়েই সে। তাই একমাত্র মা-ই পারে সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সুখ দুঃখ দূরে সরিয়ে রেখে অহর্নিশ সন্তানের মঙ্গল কামনায় দিন যাপন করতে। কারণ পৃথিবীর সবটুকু সুখ, পাওয়া আহরণ করে সে নিজের সন্তানকে দিতে চায়। একমাত্র সন্তানকে ঘিরেই তাঁর দিনযাপন, স্বপ্ন, সুখ, আনন্দ।

18/01/2025

'গোসলখানার ট্যাপটা বন্ধ করার পরও এক ফোটা করে পানি পড়ছিল...!!
তাই পানি পড়ার জায়গায় একটা বালতি দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা পানির ফটো পড়ে বালতি বেশ ভর্তি হয়ে গেছে...!
মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরলো....!!
আমাদের দৈনিক ছোট ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র পাপ গুলোও জমে এভাবে যদি এক সাগর হয়ে যায়...!!
এই মিথ্যা বলা দুই একটা কথা, হুট করে এক কলি গান শুনে ফেলা, অমুকের নামে মুখ ফসকে গীবত করে ফেলা, রাগের মাথায় কাউকে গালি দেওয়া, ইত্যাদি দৈনন্দিন অল্প কিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়...!! নাকি হয়ে গেছে.......?

আমার লাইফে পড়া সব থেকে ভয়ংকর হাদিসের একটা হাদিস আজকে পড়ে ছিলাম এতো দিন অজানা ছিলো হাদিস টা হলো........!!হযরত রাসূল সা...
17/01/2025

আমার লাইফে পড়া সব থেকে ভয়ংকর হাদিসের একটা হাদিস আজকে পড়ে ছিলাম এতো দিন অজানা ছিলো
হাদিস টা হলো........!!

হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন; ওই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ......!!

অতি শীঘ্রই এমন দিন আসবে যে,

মানুষ রাত্রে গান বাজনা আর খেল তামাশার পরে ঘুমে বিভোর হবে......!!

আর সকালে উঠে দেখবে তাদের চেহারা বা/নর শু/য়ো/রের মতো হয়ে গেছে......!! (মুসনাদে আহমাদ=২২৭৯০)

আসসতাগফিরুল্লাহ্
আল্লাহুম্মা মাগফিরলি,
মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন......!!

Address

Mirpur
MIRPUR13

Telephone

+8801893810645

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yaaa-fi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yaaa-fi:

Videos

Share