বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা
সদস্য- আমি এ এইচ রিফাত পদত্যাগ করলাম ও ৪৮ ঘন্টার ভিতর এই স্থগিত করার হুশিয়ার ।
এখনো কি ভাবে ফ্যাসিসরা আমাদের অস্থিতের উপর আঘাত আনার চেষ্টা করছে । এত সাহস তারা কোথায় পাচ্ছে । যারা তাদের সাহস যোগাচ্ছে তাদের বিরুদ্ধে অতিদূরুত্ব সময়ের ভিতর ব্যাবস্থা নিতে হবে । আমার ভাই কবরে , খুনী কেন বাহিরে
৫ আগস্টের নামাজের পরে শুনলাম খুনী হাসিনার পতন হয়ছে ।
প্রধান উপদেষ্টার বাসভবন সম্মুখে ইনকিলাব মঞ্চের বি'ক্ষো'ভ মি'ছিল, পুলিশের বাঁধা।
সি'রি'য়ায় বাশার আল-আসাদের প'ত'ন: বি'দ্রো'হী'দের বিজয়ে নতুন যুগের সূচনা!
সরাসরি বৈঠক শেষে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো ঘুমাই না ।
এদিকে জয় বাংলার আংকেল-আন্টিরা আবার দৌড় প্রতিযোগিতায় নেমেছে! যারা জয়ী হয়েছেন ভিডিওতে তাদের চেহারা দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে একটু পুরষ্কার দেয়া যায় কিনা দেখেন!
চঞ্চল মুসার জীবনকে নিস্প্রভ করে দিয়ে গেলো স্বৈরাচারীরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন মুসা এখন হাত-পা নাড়ছে, চোখ খুলছে, বসতে পারছে। মুসা জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে ছোট যোদ্ধা। খুনী*দের এক ঘাতক বুলেট তাঁর দাদির পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে মুসার মাথায় লেগেছিলো। দাদি স্পট ডেড হলেও এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে আছে মুসা!এখনো তার বেঁচে থাকাটা এক অলৌকিক ঘটনা।সিঙ্গাপুরে গিয়ে শুরুতেই করোনা পজিটিভ ধরা পড়ছিলো। আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম মুসাকে নিয়ে। পরবর্তীতে করোনা থেকে কিছুটা সুস্থ হয়ে পুরোদমে চিকিৎসা শুরু হয় এবং এখন আগের চেয়ে উন্নত। মুসা ফিরে আসুক আমাদের মাঝে সুস্থ হয়ে।মুসার উন্নত চিকিৎসার জন্য সরকার প্রথম ধাপে অন্যান্য আনুষাঙ্গিক খরচ ছাড়া মুসার জন্য এককালীন ১ কোটি ৭৫ লাখ টাকা পাঠিয়েছে। দ্বিতীয় ধাপে আরো ১ কোটি টাকা পাঠ
২ উপদেষ্টাকে আপসরণ ও আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টায় নিয়োগ সহ ৮ দফা দাবিতে মানববন্ধন
২ উপদ্ষ্টাকে অপসারণ ও আসিফ মাহাতাব স্যারকে উপদেষ্টায় নিয়োগ সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ঢাকার নর্দান ইউনিভার্সিটির মেধাবী ছাত্র সাতক্ষীরার শহীদ আসিফ হাসান এর কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা জেলা জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার বিকাল ৫ ঘটিকায় দেবহাটা উপজেলার আস্কারপুরস্থ শহীদ আসিফের বাড়িতে যান সাতক্ষীরা জেলার নাগরিক কমিটির নেতৃবৃন্দ। এসময় তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজ খবর নেন। পরে তিনি শহীদ আসিফের কবর জিয়ারত করেন।
সাতক্ষীরা জাতীয় জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিনিময়ে অর্জিত আজকের এই স্বাধীনতায় দেবহাটার আস্কারপুর গ্রামের শহীদ আসিফসহ যারা শহীদ হয়েছেন তাদের অবদানের কথা ভুলে গেলে হবে না। তাদেরকে আমাদের প্রেরণা হিসাবে ধারণ করতে হবে। আমাদের যারা জাতীয় বীর। সাতক্ষীরার মাটি ও মানুষ দীর্ঘদিন স্বৈরাচার সরকারের কারণে বৈষম্যের শি
বিনা লাভে বাজার সাতক্ষীরা জেলা রার্জ্জাক পার্কে জাতীয় নাগরিক কমিটির। ফ্যাসিস বাদী সিস্টেম ভাঙতে জাতীয় ঐক্যর প্রয়োজন