24/05/2020
এবারের ঈদটা আমাদের সবার কাছেই খুব বেশি আনন্দের নয়। বলতে গেলে কোন রকম অনুভুতি শুন্য এক অদ্ভুত ঈদ!!
বাবা যেতে পারছে না ছেলের কাছে, মা তার মেয়েটিকে ঈদের দিন দেখবে বলে পথ চেয়ে আছে, বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোর এখন বিলাসিতা,
আর এ সব কিছু মিলিয়ে এখন সব ভারি নিঃশ্বাসের মতো লাগছে।
তাই, এ ঈদে আমরা চেষ্টা করেছি আপনাদের এই ভারি নিঃশ্বাস থেকে এক মিনিটের জন্য হলেও একটু নিস্তার দিতে।
ঈদ মানেই কবি নজরুল এর রমজানের ঐ রোজার শেষে গান। যা কখনই পুরনো হবে না।
তাই রমজানের ঐ রোজার শেষে গানটা দিয়েই আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক!
Our page: https://www.facebook.com/ContentLagbe
Our Youtube channel: https://www.youtube.com/channel/UCzSrTFKaDWMnZEJ_zPLSx5A