আপনার কাস্টমার কারা?
বর্তমানে একটু খেয়াল করলেই দেখবেন সবাই উদ্দ্যোক্তা হতে চায়। কিন্তু বললেই যে উদ্দ্যোক্তা হওয়া যায় ব্যাপারটা মোটেও কিন্তু তা না। আপনার হাতে প্রডাক্ট আছে তাই মার্কেটপ্লেসে নেমে পড়লেন আর অমনি সেল হয়ে গেল ব্যাপারটা অতো সোজা না। উদ্দ্যোক্তা হতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হয় নাহয় ব্যাপারটা হাত পা বেঁধে সাঁতার কাটতে নামার মতো। কোন একটি প্রডাক্ট মার্কেটে লঞ্চ অথবা সেলস এর প্ল্যানিং করার পূর্বে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত আপনার প্রডাক্ট বা সার্ভিসের আদর্শ কাস্টমার কারা হবেন তা খুঁজে বের করা। সবাই কিন্তু আপনার কাস্টমার হবে না সো আপনার টার্গেট অডিয়েন্স খুঁজে নিতে হবে। এখন একটু জানার চেষ্টা করি টার্গেট অডিয়েন্স কিভাবে খুঁজবো আমরা। আপনার প্রডাক্ট বা সার্ভিসের ব্যাপারে ৩ টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
১। আপনার প্রডাক্ট
Eid Special 𝐕𝐢𝐝𝐞𝐨 𝐏𝐫𝐨𝐣𝐞𝐜𝐭 for our valuable client 𝐍𝐚𝐤𝐬𝐡𝐚𝐭𝐫𝐚. They are well known fashion brand in CTG.
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “Techgenix Digital” নিয়ে এসেছে কিছু বিশেষ ডিল আপনার জন্য!! বর্তমানে অনেকেই অনলাইন বিজনেসের সাথে জড়িত। আর অনলাইন বিজনেস মানে একটি বিজনেস পেইজ থাকবে সেটাই তো স্বাভাবিক! একটি গুছালো ফেইসবুক পেইজ আপনার কাস্টমারকে বেটার এক্সপেরিয়েন্স দিতে অনেক কার্যকরী ভূমিকা রাখে। তাই আজকের এই বিশেষ দিনে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের পক্ষ থেকে রয়েছে ২৬ টাকায় কিছু বিশেষ সার্ভিস!
২৬ টাকায় পেয়ে যাবেন নিচের যেকোন ১টি সার্ভিস।
আপনার পেইজের 𝐎𝐫𝐠𝐚𝐧𝐢𝐜 𝐑𝐞𝐚𝐜𝐡 কিভাবে বাড়াবেন?
ফেইসবুকের এ্যলগরিদম অনুযায়ী সবকিছুরই চেঞ্জ আসছে নতুন নতুন। কমবেশি সবারই একটা কমন অভিযোগ লক্ষ করবেন তা হলো “আমিতো সবসময় পোস্ট করি পেইজেও এক্টিভ থাকি কিন্তু আমার পেইজের রিচ একদমই কমে গেছে।” কিন্তু আপনি এক্টিভ থাকা বা পোস্ট করা মানেই কিন্তু আপনার রিচ বাড়বে এমনটা কিন্তু নয়। আপনার পেইজের রিচ বাড়াতে হলে ফেইসবুকের কিছু নিয়ম মেনেই পোস্ট করতে হবে। রিচ সাধারণত দুই ধরনের হয়ে থাকে পেইড রিচ অন্যটা অর্গানিক রিচ। আজ আমরা অর্গানিক রিচ কিভাবে আনা যায় সে ব্যাপারে জানার চেষ্টা করবো।
১। সবকিছু 𝐀𝐮𝐭𝐨𝐦𝐚𝐭𝐞𝐝 করা যাবে না
আপনি যদি প্রতিদিন পোস্ট সিডিউল করে রেখেই কাজ শেষ করেন তবে তার থেকে আপনি বেশি আশা করা বোকামি। কারণ একই রুটিনে আপনার পেইজের রিচ কমে যাবে। আপনাকে চেষ্টা করতে হবে আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর। তারজন্য আপ