15/12/2022
ইনভাইটেশন স্লট না পেলেই কমিউনিটি থেকে বয়কট করে দিবো ⛔
চলে আসলাম আপনাদের কাছে কমিউনিটি কিংয়ের কার্যকলাপ নিয়ে !!
যে কিনা ক্ষমতার অপব্যবহার এর মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশই না বাংলাদেশের বাইরের হোস্টদেরকেও ছেলের হাতের মোয়া বানিয়ে রাখতে চায় ! তিনি আর কেউনা তিনি Md Rakib Khan Fida ( ফিদা ভাই )। তিনি তার মগজের কারিশমায় পুরো বাংলাদেশ ফফ কমিউনিটি হতে নেপালি একটি ট্যুরকে বয়কট করার লক্ষ্যে ফ্রি ফায়ার ই-স্পোর্টস বাংলাদেশ গ্রুপে একটি পোস্ট দেন। যাতে উল্লেখ করা ছিল সেই টুর্নামেন্ট কর্তৃপক্ষ নাকি নিজেদের ডিসকর্ড সার্ভার বিল্ড এর লক্ষ্যে গিভওয়ে টি দিচ্ছি, ট্যুরটিতে কোনো প্রাইজমানি নাকি দেওয়া হবেনা।
কিন্তু কিন্তু কিন্তু,
উক্ত নেপালি টুর্নামেন্ট কর্তৃপক্ষ উক্ত পোস্টটির সম্বন্ধে জানতে পারে, তারা ফিদা ভাইয়ের সাথে হওয়া কথপোকথন গুলার স্ক্রিনশট শেয়ার করে। যাতে নিঃসন্দেহে বুঝা যায় যে আমাদের ফফ কমিউনিটি কিং ফিদা ভাই এর উদ্দেশ্য কি ছিল 😂
এভাবে আর কতোদিন আপনারা কমিউনিটি কিং এর কার্যকলাপ চলতে দিবেন ?