FI.Creation

FI.Creation I just find myself happy with the simple things. Appreciating the blessings God gave me.

মেয়েদের বলছি...পুরুষ মানুষ।  আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে। কি! বিশ্বাস হয়না?। দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে।...
14/06/2024

মেয়েদের বলছি...
পুরুষ মানুষ। আপনাকে পাওয়ার জন্য আপনার সাথেই লড়াই করবে।
কি! বিশ্বাস হয়না?। দুনিয়াতে কয়েক জাতের পুরুষ আছে। যে আপনার সমপরিমাণ আপনাকেও ভালোবাসবে। কিন্তু লাভ নেই,যেদিন পরিমাণ কমে যাবে। সেদিন সে ভাগবে। আরেক জাতের পুরুষ আছে। যারা দিলকা বহত বাড়িয়া হোতা হে। মানে মন অনেক বড়। সকালে সাবিনাকে পাপ্পি দিয়ে,বিকেলে রোজিনাকে নিয়ে ডেটে যাবে। এদের সব প্রেম রিয়েল। একটাও ফেক নাই। খে/য়ে দেওয়ার পর তা ফেক হয় শুধু। আরেক জাতের পুরুষ, তারা পুরুষ নয়। সোনালি ব্যাংক ওরা। টাকা দেখিয়ে আপনাকে স্বপ্ন দেখাবে। দামি রেস্টুরেন্ট নিবে। মাসের ৩০ দিনে ৩১ বার কক্সবাজার ট্যুরে নিবে ( এডভান্স আরকি)। ট্যুরে নিয়ে হোটেলে উঠে আপনাকে চেটেপুটে দিবে। এরপর দেখবেন গায়েব। আর যদি ওর সাথে বিয়েটাও হয়ে যায়। রাত ১২ টায় আপনি ভাত নিয়ে বসে থাকবেন,আপনার টাকলা প্রিয় অন্য বাবুকে বিরিয়ানি খাওয়াতে ব্যস্ত তখন।

আর এক জাত পুরুষ আছে,সে প্রচুর অধিকার খাটাতে চাইবে। সবসময় ভয়ে ভয়ে থাকবে। আপনি বাহিরে কোন ড্রেস পড়ে বের হলেন,এইটা নিয়ে তার প্রচুর মাথা ব্যাথা থাকবে। আপনি জানেন? একটা ছেলের নজর ঈগল পাখির চেয়ে হাজারগুন গভীর( কথার কথায়)। আমি স্যাটেলাইটকেও, ছেলেদের নজরের কাছে ছোট রাখবো। সে বোরকার ভিতরে আপনার দেহ মাপতে সক্ষম। শর্ট জামা আর থ্রী-পিছ তো বাদই দিলাম। যাতে ওসব ছেলেদের নজরে যেয়ে আপনি তাদের কল্পনা না হোন,সেই ভয়ে এই জাতের ছেলেরা আপনাকে প্রোটেক্ট করার ট্রাই করবে । হিজাব বার বার ঠিক করতে বলবে। বুকের ডান-বাম ভালোভাবে ঢেকে বের হতে বলবে। হিজাব টাইট না পড়ে যেনো লুজ হয়,তা নিয়ে চিল্লাবে। বোরকা রাখা লাগবে ঢিলা,ফিটিং তারা সহ্য করবেনা। আপনি অনলাইন ক্লাস করতে বসলে সে আপনাকে এক্টিভ দেখবে। সে ভয় পাবে,আপনাকে অন্য কেও কেড়ে নিয়ে নিচ্ছে নাতো? প্রচুর সন্দেহ করবে। আপনার ফেসবুক,গুগল ইত্যাদি যত একাউন্ট আছে। সব কিছুর পাওয়ার্ড নিয়ে যেতে চাইবে। কারণ এইটা নয় সে আপনাকে বিশ্বাস করেনা। কারণ এইটা,তার বিশ্বাস আপনি কারো ফাঁদে পড়ে না ভেঙে দেন। সে আপনার সাথে অনেক লড়াই করবে। খেয়াল করলে হয়তো দেখবেন,যা করে সবটাই আপনাকে ঘিরে। সে যেটা নিয়েই চিল্লায়,সেটি আপনার ভালো করার জন্যেই চিল্লাবে। আপনার সেটি পছন্দ হবেনা, আপনি নিজেকে বন্দি খাঁচাতে ভাববেন। মূলত সেটি রাইট,এই ছেলেটি আপনাকে বন্দিই করতে চায়। তবে ওর মনে। সে চাইবে আপনি সারাক্ষণ তাকে ভাবুন। রাস্তা বা আশেপাশের ছেলে বাদ,কোনো মুভির হিরোকেও যদি আপনি ক্রাশ বলেন। সে প্রচুর আঘাত পাবে। এই জাতের ছেলেদের আপনি সাইকো রুপে দেখলে,তারা সাইকো। আর যদি আপনি তাকে প্রেমিক চোখে দেখেন,জীবন সঙ্গী চোখে দেখেন। ওর চেয়ে পারফেক্ট আপনার এই দুনিয়াতে কাওকে মনে হবেনা। নারী,আপনি তো পুরুষের মানুষিক আস্থা। তখন সে আপনাকে আলাদা কেও ভাবেনা,সে ভাবে তার দেহের একটি অংশ আপনিও। আর যেমন আপনার মাথায় ব্যাথা উঠলে পুরো শরীর যন্তণা দেয় । ঠিক তেমনি আপনাকে হারানো বা আপনার ক্ষতি তাকে ক্ষয় করে দিতে সক্ষম।

আপসোস, এই জাতের ছেলেরাই ধোকা বেশি খায়। যে টাইম পাস করে,সে আপনার কথা ভাববেও না। শাষণ করবেনা। আর আপনি ভাববেন, আমার মানুষটা কত ভালো।আমাকে কত ছাড় দেয়। বোন,যার কাছে তুমি নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছো। সে যদি তোমাকে শাষণই না করে,তাকে পারফেক্ট ভাবছো কিভাবে তুমি?
আর যে জাতের ছেলেটা তোমাকে পাওয়ার জন্য তোমার সাথেই লড়াই করে,সেই ছেলেটাকেই ধোকা দিয়ে দিচ্ছো। এইজন্য ইতিহাস সাক্ষী, বিয়ের পর ৯০% মেয়েরা এক্স এর কাছে আসতে চায়। কয়টা জীবন নষ্ট করলা বলো,স্বামী,সন্তান,বয়ফ্রেন্ড সবটাকে তো তুমি নিজের হাতেই শেষ দিলে। অথচ শুরুতে মানুষটাকে ধরে রাখলে,সবটাই ঠিক হতো।

কি ভাবছেন,ধোকা খাওয়া পুরুষটা আপনি চলে যাবার পরেও অপেক্ষা করে? হ্যাঁ করে। কারণ তার বিশ্বাস হবেই না তার বিচ্ছেদ হয়েছে। এইভাবে দিনের পর দিন অপেক্ষা করবে। ডিপ্রেশন ঘেরাও করবে। যন্ত্রণা পেতে পেতে যখন এই ছেলেটার মনেও ঘৃণা জন্মে যাবে। কসম করে বলছি বোন,তুমি এই মানুষটাকে আর কোনোদিন আগের মতো পাবেনা। মেয়েদের ঘৃণা জন্মালে মানুষটাকে ভুলে যায়। আর ছেলেদের ঘৃণা জন্মালে,মানুষটাকে শেষ করে দিতেও হাত কাঁপবে না। এইজন্য দেশে এসিড আর মেয়েদের নির্যাতনের সংখ্যা প্রবল। যে আপনাকে পাগলের মতো ভালোবাসতো,একদিন সে আপনাকে সবচেয়ে বড় শত্রু ভাববে। হিসেবটা মিলিয়ে দেখুন,এখানেও আপনি আছেন। ঘৃণা হোক বা ভালোবাসা। সে আজও আপনাকে নিয়েই পড়ে আছে।

তাই নিজের মানুষটাকে বুঝুন। যদি দেখেন সে আপনার জন্য আপনার সাথেই ঝগড়া করে। সেটিকে ভালোবাসার রুপে দেখুন। নয়তো সেও আমার মতো দিনের পর দিন নির্ঘুমে রাত কাটাবে। সামনে তো আরও অনেক রাত বাকি।

লেখাই ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখার অনুরোধ রইরো সাথে পেইজটি ফলো করে দিবেন।

03/11/2022

কিছু মানুষকে ছেড়ে থাকতে না পারলেও
তাকে তার ভালোর জন্য ছেড়ে দিতে হয়!!😊🖤

07/10/2022

সমস্ত চাওয়া আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম🖤🥀

আলহামদুলিল্লাহ 🕋🖤🥀

27/07/2022

প্লিজ আমাকে ছেড়ে যেওনা, তুমি যেভাবে বলবে আমি ঠিক সে ভাবে'ই থাকার চেষ্টা করবো, এতটা "অসহায়ত্ব" ভাবে বলার পরও, ছেড়ে যায় কিছু মানুষ!🙂💔

25/07/2022

কেউ একজন বলেছিলো-
আপনাকে ভিষন ভালোবাসি !!!

আমি বলেছিলামঃ-
কেন ???

সে বলেছিলো-
আপনি দেখতে-
অনেক সুন্দর তাই
আপনাকে ভালোবাসি ।

আমি বুজেছিলাম-
এটা তার ভালোবাসা না-
এটা তার ভালোলাগা-
তাই তাকে আর ভালোবাসা হলো না ।

একজনকে একটা-
গোলাপ দিয়ে বলেছিলাম "ভালোবাসি" ।
তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।
সে বলেছিলো-
গোলাপ টা শুকিয়ে গেছে-
গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি ।

আমি বুজেছিলাম-
সে সৌন্দর্যের প্রতীক ।
সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-
সে গোলাপের মতো-
আমাকেও ছুড়ে ফেলে দিবে ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

আর একজন এসেছিল-
সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসিম ।

কিন্তু কিছুদিন-
যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।

আমি বুজেছিলামঃ-
সে নতুনে মুগ্ধ ।
একটু পুরানো হলে-
তার আর আগের মতো ভালো লাগে না ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

জীবনে-
ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে- ভালোবাসার থেকে সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।

সে জিবনে আসলে-
আপনার সৌন্দর্য কে নয়-
আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।
তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।

আপনার দেওয়া গোলাপ টা-
শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-
যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ।

ঠিক যেমন আপনাকে সারাজীবন-
হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারাজীবন।🌸🌺🌸

19/07/2022

"কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সোজা,

কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো – প্রকৃত সফলতা"।

প্রচন্ড মন খারাপের সময় যে আপনার পাশে থাকে, যাকে সবটুকু খুলে বলা যায় আপনার মনের কথা কোনো সংকোচ ছাড়া তার প্রিয় মানুষ আপনি...
14/07/2022

প্রচন্ড মন খারাপের সময় যে আপনার পাশে থাকে, যাকে সবটুকু খুলে বলা যায় আপনার মনের কথা কোনো সংকোচ ছাড়া তার প্রিয় মানুষ আপনি।

কারণ মানুষের প্রিয় কেউ হলে তার জন্য সে স্পেস রাখে, আপনাকে বলা লাগবে না কিন্তু আপনি বুঝে যাবেন। কারণ সে মানুষটা তার সমস্ত কাজ ফেলে আপনার ফোনটা পিক করে। সে মানুষটা শত ব্যাস্ততায় আপনাকে জায়গা করে দেয়। এর মানে আপনি তার কাছে অনেক বিশেষ কেউ।

আমরা অনেক সময় বুঝতে পারি না কে ফ্রি সময়ে আমাদের সাথে কথা বলে আর কে আপনার জন্য ফ্রি থাকে ! এই পার্থক্যটা বুঝে ফেললে আপনি জেনে যাবেন কার কাছে আপনার মূল্য কতটুকু। তবে এটাই সত্যি আপনার প্রিয় মানুষ যে কেহ হতে পারে। আপনি কার প্রিয় হতে পারলেন এটা ভীষণ ভাগ্যের ব্যাপার। এই যে আপনি যার প্রিয় মানুষ তাকে আগলে রাখুন সেটা ভালোবাসা হোক আর বন্ধুত্ব হোক। কারো প্রিয় হতে পারাটা অনেক ভাগ্য লাগে।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when FI.Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FI.Creation:

Videos

Share