Saad's Universe

  • Home
  • Saad's Universe

Saad's Universe Bismillah
(1)

25/01/2024
14/01/2024

যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি ৩টি জাহাজ ছিল।একটির নাম ছিল "স্যাম্পসন"। মাত্র ৭ মাইল দূরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। যদি ধরা পড়ে যায় তাই তারা উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়। এই জাহাজটার কথা ভাবুন।
এটির সাথে দেখবেন আমাদের অনেকের মিল আছে। আমরা যারা শুধু নিজেদের কথায় ভাবি। অন্যের জীবন কি আসলো কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই। তারাই ছিলেন ঐ জাহাজটিতে।

দ্বিতীয় জাহাজটির নাম "ক্যালিফোর্নিয়ান"। মাত্র ১৪ মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল।
ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশে। তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রু মেম্বারগুলো নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়। এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে।
আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর, যে ঠিক সেই মুহুর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকূল হলে ঝাঁপিয়ে পড়বো। তারাই হচ্ছি এই জাহাজ।

শেষ জাহাজটির নাম ছিল "কারপাথিয়ান্স"।এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টো দিকে। ছিল প্রায় ৫৮ মাইল দূরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে।ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের ৭০৫ জন যাত্রী প্রাণে বেঁচে যান।

তাই আমাদের উচিত “কারপাথিয়া” জাহাজের মত আচারণ করা তাছাড়া পৃথিবী যে দিকে যাচ্ছে সময়ের সাথে আমরাও একদিন টাইটানিক হয়ে ডুবে যাবো।

12/11/2023

💚

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801914184143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saad's Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share