Md Rasedul Islam

  • Home
  • Md Rasedul Islam

Md Rasedul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Rasedul Islam, Digital creator, .

আলহামদুলিল্লাহ। ১৮ কোটি  জনতার স্পন্দন, সম্মানিত আমিরে জামায়াত অসুস্থ হয়ে পড়ে গিয়েও লাখো জনতার সামনে বক্তব্য রাখলেন।
19/07/2025

আলহামদুলিল্লাহ।
১৮ কোটি জনতার স্পন্দন, সম্মানিত আমিরে জামায়াত অসুস্থ হয়ে পড়ে গিয়েও লাখো জনতার সামনে বক্তব্য রাখলেন।

বাংলাদেশ জামায়াত ইসলামী এর জাতীয় সমাবেশ সফল হোক।
19/07/2025

বাংলাদেশ জামায়াত ইসলামী এর জাতীয় সমাবেশ সফল হোক।

18/07/2025

প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আগামী ১৯শে জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সমাবেশ ২০২৫ ইনশাআল্লাহ। এই সমাবেশ সফল করার ক্ষেত্রে আমরা সমগ্র দেশবাসীর দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করছি।

আশা করছি ১৯ তারিখ আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।
(©আমিরে জামাত)

12/07/2025

চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফিরিয়ে দে

11/07/2025

টাইটানিকের মতো ঘটনা ঘটালো হু/থি

নির্বাচনে পিআর পদ্ধতির সুফল:দেশে আনুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন হলে কিছু immediate পরিবর্তন/সমাধান পরিলক্ষিত হতে পারে - ...
29/06/2025

নির্বাচনে পিআর পদ্ধতির সুফল:

দেশে আনুপাতিক পদ্ধতির (PR) নির্বাচন হলে কিছু immediate পরিবর্তন/সমাধান পরিলক্ষিত হতে পারে -

১. আনুপাতিক পদ্ধতিতে(PR) নির্বাচন হলে বার বার সীমানা নির্ধারণের কোন প্রয়োজন নেই, সারাদেশই একটি constituency!

২. আনুপাতিক পদ্ধতির নির্বাচন হলে এমপিদের স্থানীয় ভাবে কোন কাজ থাকেনা, ফলে উপজেলা পরিষদের কার্যকারিতা বৃদ্ধি পাবে তথা স্থানীয় সরকার শক্তিশালী হবে!! এমপি, উপজেলা চেয়ারম্যান এর দ্বন্দ্বও চুকে যাবে !!!

৩. আর মেম্বার অব পার্লামেন্ট (এমপি)এর কাজ যে শুধু জাতির স্বার্থে আইন বানানো সেটাও কার্যকর হবে !!!

৪. আনুপাতিক পদ্ধতিতে ৩০০ আসনে ৩ লাখ ভোট চুরিতে ১ জন এমপির পরিবর্তন হতে পারে,
আর চলমান এফপিটিপি পদ্ধতিতে মাত্র ১টি ভোট চুরিতে ১ জন এমপি পরিবর্তন হতে পারে! তাই এই ভোট চোর/ডাকাতদের দেশে আনুপাতিক পদ্ধতিই উপযুক্ত হতে পারে !

৫. প্রবাসীরাও সহজে ভোট দিতে পারবে !

৬. যেহেতু ১ টিই constituency, তাই সহজে অগ্রিম ভোটও গ্রহন করা যেতে পারে!

৭. আর অগ্রিম ভোট হলে ভোটের দিনের ভোটারের অতিরিক্ত চাপও কমবে!

৮. কোন সাংসদ মৃত্যুবরণ করলে উপনির্বাচনের প্রয়োজন নেই, রাজনৈতিক দল থেকে সরবরাহকৃত তালিকার ধারাবাহিকতায় পরবর্তী ব্যক্তি সাংসদ হতে পারেন!

৯. পি.আর পদ্ধতিতে ভোটাররা যেহেতু কোন ব্যক্তিকে বরং দলকে ভোট দেন, সেহেতু স্থানীয় পর্যায়ে ব্যক্তির প্রভাব নিয়ে মারামারি, হানাহানির পরিমানও কমিয়ে আনা যেতে পারে!

১০. সর্বোপরি, অধিক সংখ্যক ভোটারের প্রতিনিধিত্ব প্রতিপলিত হয় বিধায় অধিক ডেমোক্রেসির পথে আনুপাতিক পদ্ধতি(PR) বেশ সহায়ক হতে পারে ©

17/06/2025

বাস্তবতা।

উম্মাহ’র চেতনায় বিশ্বাসী সাহসী প্রেসিডেন্ট শহীদ মোহাম্মাদ মুরসির মতো নেতৃত্বের আজ বড়ো বেশি প্রয়োজন। আজ ১৭ জুন তার শাহাদা...
17/06/2025

উম্মাহ’র চেতনায় বিশ্বাসী সাহসী প্রেসিডেন্ট শহীদ মোহাম্মাদ মুরসির মতো নেতৃত্বের আজ বড়ো বেশি প্রয়োজন। আজ ১৭ জুন তার শাহাদাত বার্ষিকী। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে শহীদ মুরসির মতো নেতৃত্ব বারবার এগিয়ে আসার তাওফিক দিন। আমিন।

সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি-ও নিহত হয়েছেন, বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।সূত্র BBC
16/06/2025

সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি-ও নিহত হয়েছেন, বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
সূত্র BBC

Address


Telephone

+8801956262479

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Rasedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Rasedul Islam:

  • Want your business to be the top-listed Media Company?

Share