আসুন শিরক এবং বিদ'আত মুক্ত জীবনযাপন করি

  • Home
  • Bangladesh
  • Meherpur
  • আসুন শিরক এবং বিদ'আত মুক্ত জীবনযাপন করি

আসুন শিরক এবং বিদ'আত মুক্ত জীবনযাপন করি সকল বিধান বাতিল কর
অহি-র বিধান কায়েম কর
(1)

আসুন! শিরক এবং বিদ'আত মুক্ত জীবনযাপন করিঃ

মহান আল্লাহ্ বলেন,
“নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে অংশী স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যে কেউ আল্লাহর অংশী স্থির করে, সে মহাপাপে আবদ্ধ হয়েছে"। ( সূরা নিসা: ৪/৪৮ )

অপর আয়াতে মহান আল্লাহ্ বলেছেন,
"নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়, আল্লাহ্ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন"। (

সুরা আল মাই'দা: ৭২ )

তাহলে স্পষ্ট বুঝা গেল শিরক কত বড় অপরাধ। তাই আল্লাহ্ ছাড়া অন্য কোন পীর, বুজর্গ, আলেম, মুফতী ইত্যাদিকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করবেন না। তাদের কাছ থেকে ইলম শিখা যায় কিন্তু অভিভাবক হিসেবে গ্রহণ করা হারাম।

মহান আল্লাহ্ বলেন,
"তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার অনুসরণ কর এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোণ আউলিয়াদের অনুসরণ করো না"। ( সুরা আ'রাফ: ৩ )

মহান আল্লাহ তা'আলা বলেন,
"যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ্-ই তো তার জন্য যথেষ্ট"। ( সুরা তালাক: ৩ )

নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
“যে ব্যক্তি এমন আমল করবে যার ব্যাপারে আমার শরী'আতের নির্দেশনা নেই, উহা প্রত্যাখ্যাত”। ( মুসলিম হা/৩২৪৩ )

তিনি অপর হাদিসে বলেন,
"নিঃসন্দেহে সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোত্তম পদ্ধতি হচ্ছে রাসুলুল্লাহ (ছাঃ) এর পদ্ধতি। আর নিকৃষ্ট কাজ
হচ্ছে শরীয়াতে নতুন কিছু সৃষ্টি করা, এবং প্রত্যেক বিদ'আত হচ্ছে ভ্রষ্টতা।" ( মুসলিমঃ ৭৬৮ )

রাসুল (ছাঃ) বলেছেন,
"যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত নয়"। [ বুখারীঃ৫০৬৩ ]

রাসুল (ছাঃ) আরও বলেছেন,
"বিদআতিরা হাউযে কাওছারের পানি পান করা হতে বঞ্চিত হবে।" [ মুসলিমঃ ৪২৪৩ ]

তাই বিদআত থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য। আর ঐ সব শিরক বিদ'আত এবং পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য আকড়ে ধরুন ও অনুসরন করুন শুধু মাত্র তাই যা আল্লাহ ও তার রাসূল (ছাঃ) আমাদেরকে বলেছেন।

আল্লাহর রাসূল (ছাঃ) বলেন,
“তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, তা যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধর, তবে কোন দিন পথভ্রষ্ট হবে না; তা হল- আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ।" ( মুয়াত্তা মালিক, মিশকাত ১ম/হাঃ ১১৭ )

অর্থাৎ কুরআন ও হাদীছকে আমাদের জন্য আঁকড়ে ধরা একান্ত আবশ্যক। অর্থাৎ এটা জীবনের জন্য Compulsory.

রাসুল (ছাঃ) বলেছেন,
"যে ব্যক্তি ইলম অর্জনের পথে গমন করে আল্লাহ্ তার জান্নাতের রাস্তা সহজ করে দেন।" (সহিহ মুসলিমঃ ২৬৯৯)

দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এটি এত গুরতর ফরজ যে, শুধুমাত্র এই একটি ফরজ লঙ্ঘন করার কারনেই জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার কারণ হিসেবে যথেষ্ট।

তাই আসুন!দ্বীনের জ্ঞান চর্চা করি এবং শিরক ও বিদ'আত মুক্ত জীবনযাপন করি।

আল্লাহ্ আপনাকে এবং আমাকে পৃথিবী এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করুন।
আমীন ।

17/01/2025

🔴LIVE.. জুম'আর খুতবা
🕌 বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।
🔰 খতীব :
🎙 প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
⬛ আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
⬛ প্রফেসর (অবঃ), আরবী বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়।
🕌 স্থানঃ বাইতুর রহমান আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্স, রহম আলী সওদাগর গলি,স্টীলমিল বাজার, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম।
🟦 Facebook :
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর যেলা। এবং
আসুন শিরক এবং বিদ'আত মুক্ত জীবনযাপন করি
🟥 YouTube :
https://www.youtube.com/

12/01/2025

🔴 আলেমরা এই হাদীছ মানেন না।
🎙️ প্রফেসর ডক্টর মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
◼️ আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🟥 YouTube :
https://www.youtube.com/

28/12/2024

🔴LIVE.. সম্প্রচার বামুন্দী ইসলামী জালসা থেকে....

🏠 বামুন্দী দাখিল মাদ্রাসার উদ্যোগে ইসলামী জালসা।
🗓️ তারিখ:- ২৮শে ডিসেম্বর ২৪ ইং, রোজ:- শনিবার।
🏠 স্থান : বামুন্দী দাখিল মাদরাসা প্রাঙ্গন, গাংনী, মেহেরপুর।

🎙️প্রধান অতিথি:- অধ্যাঃ মুহাম্মাদ নুরুল ইসলাম
▪️সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ

🎙️প্রধান বক্তা:- মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ইছলাহী
◾আলোচক, পিচ টিভি বাংলা।

28/12/2024

🔴LIVE.. সম্প্রচার ইসলামী জালসা ২০২৪
🏠 বামুন্দী দাখিল মাদ্রাসার উদ্যোগে
🗓️ তারিখ: ২৮শে ডিসেম্বর ২০২৪ ইং
⏰ রোজ শনিবার, বাদ আছর থেকে ইনশাআল্লাহ।
🏠 স্থান : বামুন্দী দাখিল মাদরাসা প্রাঙ্গন, গাংনী, মেহেরপুর
🟩 সভাপতিত্ব করবেন : জনাব জালালউদ্দীন বিশ্বাস
▪️সভাপতি বামুন্দী দাখিল মাদ্রাসা।
🟥 প্রধান অতিথি : অধ্যাপক নুরুল ইসলাম
▪️সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
🟪 বিশেষ অতিথি : জনাব আব্দুল আওয়াল বিশ্বাস
◾সাবেক চেয়ারম্যান বামুন্দী ইউনিয়ন পরিষদ।
🔷🎙️ প্রধান বক্তা : শায়েখ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ইছলাহী
◾আলোচক পিচ টিভি বাংলা।
🔶🎙️ ২য় বক্তা : শায়েখ আব্দুর রশীদ আখতার
◾সুপার,কাজিপুর দাখিল মাদরাসা, গাংনী, মেহেরপুর।
🔶🎙️ ৩য় বক্তা : মাওলানা মোঃ রাক্বিবুল ইসলাম।
◾পেশ ইমাম বামুন্দী বড় আহলেহাদীছ জামে মাসজিদ,গাংনী, মেহেরপুর।
🔵 পরিচালনায় : মাওলানা আমীরুল ইসলাম
◾সুপার, বামুদী দাখিল মাদরাসা, গাংনী মেহেরপুর।

28/12/2024

🔴 যারা বলে সংগঠন করা যাবেনা, তারা স্বার্থবাদী।
📌 নিজের পকেট ভর্তি করায় তাদের মূল উদ্দেশ্য।
🎙️ শায়খ ড. শহীদুল্লাহ্ খান মাদানী।

27/12/2024

🔴🎥Live (সরাসরি) জুম'আর খুৎবা মেহেরপুর সদর উপযেলা, গোভীপুর আহলেহাদীছ জামে মসজিদ থেকে....।

🗓️তারিখ:- ২৭শে ডিসেম্বর ২৪ইং, সময়:- ১২টা ২০মি.

🕌স্থান:- গোভীপুর আহলেহাদীছ জামে মসজিদ মেহেরপুর।

🎙️খতীব:- অধ্যাঃ মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম।
▪️সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
▪️অধ্যাপক, (অবঃ) গাংনী সরকারি ডিগ্রি কলেজ, গাংনী, মেহেরপুর।

🔳বিষয়:- আল্লাহ পথে দাওয়াত ও তার গুরুত্ব।

⭕বিঃদ্রঃ মহিলাদের জন্য পৃথকভাবে খুৎবা শোনা ও ছালাত আদায়ের সু-ব্যবস্থা রয়েছে।

🔰আসুন!
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।

📢প্রচারে:- বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ মেহেরপুর যেলা কর্মপরিষদ।

#মেহেরপুর #গোভীপুর
#গোভীপুর_আহলেহাদীছ_জামে_মসজিদ_মেহেরপুর।

27/12/2024

🔴 LIVE সম্প্রচার.. "জুম'আর খুৎবা"
🔰 বিষয়: আল্লাহর রাস্তায় দান
🎙️খত্বীব: মাওলানা মুহাম্মাদ আব্দুল মোমিন।
🔹 সাংগঠনিক সম্পাদক: আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা।
🏰 স্থান: সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।
⏰ তারিখ: ২৭/১২/২০২৪ ইং
🟪 আল্লহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে আসুন।
🔰 রাসুল ছাঃ বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।" (হাদীছ: বুখারি-৪৫০, মুসলিম-৪৩৩)
🕌 সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, স্থাপিত : ১৯৬৬ ইং সন, গ্রাম : সাহারবাটী, গাংনী, মেহেরপুরে অবস্থিত জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ চলমান।
👉 এখানে নিয়মিতভাবে বিভিন্ন দাওয়াতী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
👉 ৩ তলা বিশিষ্ট মসজিদটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ১.৫ কোটি টাকা।
👉 উক্ত মসজিদে ১.৫ সহস্রাধিক পুরুষ ও নারী মুছল্লীর পৃথক পৃথক ছালাতের ব্যবস্থা সহ মক্তব, লাইব্রেরী, দাওয়াহ কার্যক্রম ও ঈমামের আবাসন সুবিধা থাকবে।
🏠 অর্থ প্রেরণের হিসাব নম্বর :
হিসাবের নাম : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, সঞ্চয়ী হিসাব নং ৩২০৪০০২০৭৩৮৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা পরিষদ শাখা, গাংনী, মেহেরপুর।
📲 মোবাইল ব্যাংকিং :
🟩 নগদ (পার্সোনাল) : 01731-103969
🟦 বিকাশ (পার্সোনাল) : 01714-443499
📞 সার্বিক যোগাযোগ :
🔶 সভাপতি : 01731-103969
🔷 সেক্রেটারি : 01714-443499, whatsapp
🟣 আবেদনে : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ কর্তৃপক্ষ

26/12/2024

🔴 LIVE.. ইসলামী জালসা ২০২৪ (২য় অংশ)
🔰 বিষয় : রাষ্ট্র সংস্কারের সঠিক পদ্ধতি
🟪 আলোচক :
🎙 শায়খ মুহাম্মাদ জাহাঙ্গীর আলম (খুলনা)
◼ আলোচক, পিস টিভি বাংলা।
◼️ সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা।

26/12/2024

🔴LIVE.. ইসলামী জালসা ২০২৪ (১ম অংশ)
🔰 বিষয় : রাষ্ট্র সংস্কারের সঠিক পদ্ধতি
🎙 প্রধান আলোচক:
🎙 শায়খ মুহাম্মাদ জাহাঙ্গীর আলম (খুলনা)
◼ আলোচক, পিস টিভি বাংলা।
◼️ সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা।

24/12/2024

🟣 আহলেহাদীছ আন্দোলনের কভু মরণ নাই..
🎙️ মাওলানা হাফিজুর রহমান

24/12/2024

🔴🎥 LIVE.. সম্প্রচার "ইসলামী জালসা"
🟢 দারুল ইসলাম সালাফি একাডেমি কুলবাড়িয়া, মেহেরপুর-এর উদ্যোগে।
⏰ তারিখ : ২৪শে ডিসেম্বর ২০২৪ ইং
🗓️ রোজ : মঙ্গলবার সকাল ১১.০০ টা
🕌 স্থান : সালাফি একাডেমি কমপ্লেক্স প্রাঙ্গন, কুলবাড়িয়া বাজার, মেহেরপুর।
🟥 সম্মানিত অতিথিবৃন্দ :
🟣🎙️ অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম।
◼️ কেন্দ্রীয় সেক্রেটারি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🟣🎙️ মুহাম্মাদ আব্দুর রশিদ আখতার
◼ কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🟥🎙️ প্রধান বক্তা : ব্রাদার রাহুল হোসেন রুহুল আমীন।
◼️ বিশিষ্ট দাঈ, মুর্শিদাবাদ, ভারত।
🟦 বিশেষ আকর্ষণ :
🟢🎙️ মাওলানা হাফিজুর রহমান
🔵🎙️ মাওলানা ইয়াকুব আলী
◼️ আলহেরা শিল্পগোষ্ঠী, রাজশাহী।
🟩🎤 পরিচালনায় : রাজিব উল হাসান (রনি)
◼️ পরিচালক, দারুল ইসলাম সালাফি একাডেমি, কুলবাড়িয়া, মেহেরপুর।
🟥🎙️ সভাপতিত্ব করবেন : আবুল হাশেম মাষ্টার।
◼️ প্রধান উপদেষ্টা, দারুল ইসলাম সালাফী একাডেমি, কুলবাড়িয়া, মেহেরপুর।
✅ আয়োজনে : দারুল ইসলাম সালাফী একাডেমি ও কুলবাড়িয়া এলাকাবাসী, মেহেরপুর।

20/12/2024

🔴 LIVE সম্প্রচার.. "জুম'আর খুৎবা"
🔰 বিষয়: ইনসানে কামেল
🎙️খত্বীব: মাওলানা মুহাম্মাদ আব্দুল মোমিন।
🔹 সাংগঠনিক সম্পাদক: আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা।
🏰 স্থান: সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।
⏰ তারিখ: ২০/১২/২০২৪ ইং
🟪 আল্লহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে আসুন।
🔰 রাসুল ছাঃ বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।" (হাদীছ: বুখারি-৪৫০, মুসলিম-৪৩৩)
🕌 সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, স্থাপিত : ১৯৬৬ ইং সন, গ্রাম : সাহারবাটী, গাংনী, মেহেরপুরে অবস্থিত জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ চলমান।
👉 এখানে নিয়মিতভাবে বিভিন্ন দাওয়াতী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
👉 ৩ তলা বিশিষ্ট মসজিদটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ১.৫ কোটি টাকা।
👉 উক্ত মসজিদে ১.৫ সহস্রাধিক পুরুষ ও নারী মুছল্লীর পৃথক পৃথক ছালাতের ব্যবস্থা সহ মক্তব, লাইব্রেরী, দাওয়াহ কার্যক্রম ও ঈমামের আবাসন সুবিধা থাকবে।
🏠 অর্থ প্রেরণের হিসাব নম্বর :
হিসাবের নাম : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, সঞ্চয়ী হিসাব নং ৩২০৪০০২০৭৩৮৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা পরিষদ শাখা, গাংনী, মেহেরপুর।
📲 মোবাইল ব্যাংকিং :
🟩 নগদ (পার্সোনাল) : 01731-103969
🟦 বিকাশ (পার্সোনাল) : 01714-443499
📞 সার্বিক যোগাযোগ :
🔶 সভাপতি : 01731-103969
🔷 সেক্রেটারি : 01714-443499, whatsapp
🟣 আবেদনে : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ কর্তৃপক্ষ।

13/12/2024

🔴 LIVE সম্প্রচার.. "জুম'আর খুৎবা"
🔰 বিষয়: ইনসানে কামেল
🎙️খত্বীব: মাওলানা মুহাম্মাদ আব্দুল মোমিন।
🔹 সাংগঠনিক সম্পাদক: আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, মেহেরপুর জেলা।
🏰 স্থান: সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, গাংনী, মেহেরপুর।
⏰ তারিখ: ১৩/১২/২০২৪ ইং
🟪 আল্লহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে আসুন।
🔰 রাসুল ছাঃ বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।" (হাদীছ: বুখারি-৪৫০, মুসলিম-৪৩৩)
🕌 সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, স্থাপিত : ১৯৬৬ ইং সন, গ্রাম : সাহারবাটী, গাংনী, মেহেরপুরে অবস্থিত জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ চলমান।
👉 এখানে নিয়মিতভাবে বিভিন্ন দাওয়াতী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
👉 ৩ তলা বিশিষ্ট মসজিদটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ১.৫ কোটি টাকা।
👉 উক্ত মসজিদে ১.৫ সহস্রাধিক পুরুষ ও নারী মুছল্লীর পৃথক পৃথক ছালাতের ব্যবস্থা সহ মক্তব, লাইব্রেরী, দাওয়াহ কার্যক্রম ও ঈমামের আবাসন সুবিধা থাকবে।
🏠 অর্থ প্রেরণের হিসাব নম্বর :
হিসাবের নাম : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, সঞ্চয়ী হিসাব নং ৩২০৪০০২০৭৩৮৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা পরিষদ শাখা, গাংনী, মেহেরপুর।
📲 মোবাইল ব্যাংকিং :
🟩 নগদ (পার্সোনাল) : 01731-103969
🟦 বিকাশ (পার্সোনাল) : 01714-443499
📞 সার্বিক যোগাযোগ :
🔶 সভাপতি : 01731-103969
🔷 সেক্রেটারি : 01714-443499, whatsapp
🟣 আবেদনে : সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ কর্তৃপক্ষ।

10/12/2024

🔴🎥 LIVE.. সম্প্রচার "ইসলামী জালসা"
🟢 সাহারবাটী দাখিল মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উন্নয়ন কল্পে।
⏰ তারিখ: ১০ই ডিসেম্বর ২০২৪ ইং
🗓️ রোজ: মঙ্গলবার বাদ আছর
🕌 স্থান: সাহারবাটী দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, গাংনী, মেহেরপুর।
🟥🎙️ প্রধান অতিথি: শায়খ শরীফুল ইসলাম মাদানী
◼️ সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
🟦🎙️ বিশেষ অতিথি: মুহাম্মাদ আব্দুর রশিদ আখতার
◼ কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🟥🎙️ প্রধান বক্তা: মুহাম্মাদ শফিকুল ইসলাম
◼️ সভাপতি, ওলামা পরিষদ নারায়ণগঞ্জ, ঢাকা।
🟦🎙️ ২য় বক্তা: মুহাম্মাদ ইয়াকুব আলী
◼️ সহ-সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, মেহেরপুর যেলা শাখা।
🟩🎤 পরিচালনায়: মুহাম্মাদ আব্দুল মোমিন
◼️ খত্বীব, সাহারবাটী আহলেহাদীছ জামে মাসজিদ, গাংনী, মেহেরপুর।
🟥🎙️ সভাপতিত্ব করবেন: অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম
◼️ সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

10/12/2024

🔴🎥 LIVE.. সম্প্রচার ( সরাসরি )
🕌 সাহারবাটী আহলেহাদীছ জামে মাসজিদের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন 🎈🎈
⏰ তারিখ: ১০ই ডিসেম্বর ২০২৪
🗓️ রোজ: মঙ্গলবার বাদ আছর
🟩 প্রধান অতিথি: অধ্যাপক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম
◼️ সেক্রেটারি জেনারেল, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
🟩 প্রধান মেহমান: শায়খ শরীফুল ইসলাম মাদানী
◼️ সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ
🌍 স্থান: সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ প্রাঙ্গন, গাংনী, মেহেরপুর।
🔴 আল্লাহর ঘর মসজিদ নির্মাণে এগিয়ে আসুন।
🔰 রাসুল ছাঃ বলেছেন, "যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন।" (হাদীছ: বুখারি-৪৫০, মুসলিম-৪৩৩)
🕌 সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, স্থাপিত: ১৯৬৬ ইং সন, গ্রাম: সাহারবাটী, গাংনী, মেহেরপুরে অবস্থিত জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে।
👉 এখানে নিয়মিতভাবে বিভিন্ন দাওয়াতী কর্মসূচী অনুষ্ঠিত হয়।
👉 ৩ তলা বিশিষ্ট মসজিদটির সম্ভাব্য নির্মাণ ব্যয় ১.৫ কোটি টাকা।
👉 উক্ত মসজিদে ১.৫ সহস্রাধিক পুরুষ ও নারী মুছল্লীর পৃথক পৃথক ছালাতের ব্যবস্থা সহ মক্তব, লাইব্রেরী, দাওয়াহ কার্যক্রম ও ঈমামের আবাসন সুবিধা থাকবে।
✅ অর্থ প্রেরণের হিসাব নম্বর:
হিসাবের নাম: সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ, হিসাব নং ৩২০৪০০২০৭৩৮৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, উপজেলা পরিষদ শাখা, গাংনী, মেহেরপুর।
🔰 মোবাইল ব্যাংকিং:
🔴 নগদ (পার্সোনাল) : 01731-103969
🔴 বিকাশ (পার্সোনাল) : 01714-443499
📱 সার্বিক যোগাযোগ:
◼️ সভাপতি: 01731-103969
◾ সেক্রেটারি: 1714-443499 whatsapp imo
🔴 আবেদনে: সাহারবাটী আহলেহাদীছ জামে মসজিদ কর্তৃপক্ষ।

09/12/2024

🔴LIVE.. ইসলামী সম্মেলন নরসিংদী ২০২৪
📆তারিখ: ৬ ডিসেম্বর, শুক্রবার
⏰সময়: বাদ আছর হইতে।
◼ স্থান: পাঁচদোনা স্যার কে. জি গুপ্ত স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদী।
🔰🎙সভাপতিঃ কাযী মুহাম্মাদ আমিনুদ্দীন,
◼সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, নরসিংদী যেলা।
🔰🎙প্রধান অতিথি : প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
◼ আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🔰🛑আলোচক:
🎙অধ্যাপক নুরুল ইসলাম,
⚫ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
🎙ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন,
⚫ সম্পাদক, মাসিক আত-তাহরীক।
🎙ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব,
⚫ চেয়ারম্যান, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড,বাংলাদেশ।
🎙 ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম,
⚫ সহকারী সম্পাদক, মাসিক আত-তাহরীক।
🎙 ডা. মুহাম্মাদ শওকত হাসান,
⚫ সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ পেশাজীবি ফোরাম।
🎙শায়খ শরীফুল ইসলাম মাদানী,
⚫ কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
🎙অধ্যাপক মুহাম্মাদ জালালুদ্দিন,
⚫ সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
🎙মুহাম্মাদ আবুল কালাম,
⚫ কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
🎙 মাওলানা ফয়সাল মাহমুদ,
⚫ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
🔴বক্তব্য রাখবেন : আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বরেণ্য ওলামায়ে কেরাম।
🔴আয়োজনে: আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ নরসিংদী যেলা।

07/12/2024

🔴LIVE.. ইসলামী সম্মেলন নরসিংদী ২০২৪
🔰🎙প্রধান অতিথি :
🔰🎙️প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব
◼ আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
📆তারিখ: ৬ ডিসেম্বর, শুক্রবার
◼ স্থান: পাঁচদোনা স্যার কে. জি গুপ্ত স্কুল এন্ড কলেজ, মাধবদী, নরসিংদী।
🔰🎙সভাপতিঃ কাযী মুহাম্মাদ আমিনুদ্দীন,
◼সভাপতি, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, নরসিংদী যেলা।

06/12/2024

🔴জুম'আর খুৎবা নরসিংদী
🔰🎤 খত্বিব: প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিব
◼আমীর, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
📆 তারিখ : ৬ই ডিসেম্বর ২০২৪ইং
🔥 রোজ : শুক্রবার, সময়: ১২:১৫ মিনিট
🕌 স্থান: পাঁচদোনা মোড় আহলেহাদীছ জামে মসজিদ, পাঁচদোনা, নরসিংদী।

Address

Gangni
Meherpur
7110

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801974443499

Alerts

Be the first to know and let us send you an email when আসুন শিরক এবং বিদ'আত মুক্ত জীবনযাপন করি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আসুন শিরক এবং বিদ'আত মুক্ত জীবনযাপন করি:

Videos

Share

Category