Sakil Ahmed Nirob

Sakil Ahmed Nirob Is the page created especially videos lovers

আমি তোমার পাশে আছি এবং তোমার রাজা। কারণ তুমি আমার জীবনের উৎস। আমি যেভাবে আছি সেভাবে আমাকে গ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ...
29/10/2023

আমি তোমার পাশে আছি এবং তোমার রাজা। কারণ তুমি আমার জীবনের উৎস। আমি যেভাবে আছি সেভাবে আমাকে গ্রহণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। শুভ বিবাহ বার্ষিকী।

মির্জা আব্বাসও গ্রেফতার। সামনের দিনগুলো কেমন হবে দেখার অপেক্ষা
29/10/2023

মির্জা আব্বাসও গ্রেফতার।
সামনের দিনগুলো কেমন হবে দেখার অপেক্ষা

আজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক থেকে অবসরের ঘোষণা দিলাম
28/10/2023

আজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক থেকে অবসরের ঘোষণা দিলাম

এই অবৈধ, ফ্যাসিবাদ, ভোটচোর, স্বৈরাচার সরকারের পতনই আমাদের দাবী!শাপলা চত্ত্বরের আজকের ঐতিহাসিক মহাসমাবেশের কিছু খন্ডচিত্র...
28/10/2023

এই অবৈধ, ফ্যাসিবাদ, ভোটচোর, স্বৈরাচার সরকারের পতনই আমাদের দাবী!
শাপলা চত্ত্বরের আজকের ঐতিহাসিক মহাসমাবেশের কিছু খন্ডচিত্র।



28/10/2023

শাপলা চত্বরে জামায়াতের সমাবেশের শুরুতে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া, এবং শান্তিপূর্ণ সমাবেশ শেষে হামলায় এ পর্যন্ত জামায়াতের ২ জন গুলিবিদ্ধ, আহত, এবং শাপলা থেকে ১০ জনের মত আটকের খবর পাওয়া গেছে।

আল্লাহ রহম করুন, জালিমের পতন নিশ্চিত করুন, আমীন।

পাখির চোখে আজকের সমাবেশের স্থির চিত্র
28/10/2023

পাখির চোখে আজকের সমাবেশের স্থির চিত্র

শুধু শাপলা নয় গোটা ঢাকা শহরেই জামায়াত শিবিরের ব্যাপারে পুলিশ বলেছে জিরো টলারেন্স থাকবে।আজ সকাল থেকেই জামায়াত শিবির জনতার...
28/10/2023

শুধু শাপলা নয় গোটা ঢাকা শহরেই জামায়াত শিবিরের ব্যাপারে পুলিশ বলেছে জিরো টলারেন্স থাকবে।

আজ সকাল থেকেই জামায়াত শিবির জনতার জিরো টলারেন্স এর চিত্র, আলহামদুলিল্লাহ।

রিয়াদ:- নামক মেশিনটা কখনো অধৈয্য হয়নাসে বার বার সমালোচনার সামনে হয়, সে বারবার দলের ভরাডুবির সময় সামনে হয়, কিন্তু মাহমুদ্...
24/10/2023

রিয়াদ:- নামক মেশিনটা কখনো অধৈয্য হয়না

সে বার বার সমালোচনার সামনে হয়, সে বারবার দলের ভরাডুবির সময় সামনে হয়, কিন্তু মাহমুদ্দূলা রিয়াদ কখনো ক্লান্ত হয়না, এই জন্যই তো তাকে সাইলেন্ট কিলার বলে ডাকা হয়, আজও বাংলাদেশ লজ্জার হাত থেকে বাঁচাতে ক্রিজে টিকে আছেন তিনি 💚

দূর্বল মানুষের বীর্য ও এত তারাতাড়ি পড়েনা,যত তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে,,🤬
24/10/2023

দূর্বল মানুষের বীর্য ও এত তারাতাড়ি পড়েনা,যত তাড়াতাড়ি বাংলাদেশের উইকেট পড়ে,,🤬

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতেগভীর নিন্মচাপটি আজকে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়া সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত এটা সরাসরি বাং...
23/10/2023

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে
গভীর নিন্মচাপটি আজকে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়া সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত এটা সরাসরি বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা বেশি।বিশেষ করে পটুয়াখালী থেকে চট্টগ্রামের মাঝামাঝি স্থান দিয়ে।

কিন্তু এটি সাময়িক সময়ের জন্য ঘূর্ণিঝড়ে পরিনত হলেও উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি আসলে শক্তি হারিয়ে কিছুটা দূর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায় এটি উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ৫০-৭০ কিমি এর আশেপাশে থাকতে পারে।

এখন এই বিষয়টার জন্য অনেকেই দেখলাম এটাকে সিরিয়াসলি নিচ্ছে না।বলে একটা গভীর নিন্মচাপে আর কি এমন ক্ষতি হবে? শুধু বৃষ্টি হতেপারে। কিন্তু বিষয় টা এমন নয়।একটা গভীর নিন্মচাপ আর একটা সাধারণ ঘূর্ণিঝড় এর বাতাসের গড় গতি তেমন পার্থক্য নেই।মাত্র ১২ কিমি।এখন এই গভীর নিন্মচাপটি বাংলাদেশে আঘাত হানার পূর্বে উপকূলীয় এলাকায় অনেক ভারী বৃষ্টি হতেপারে। যারফলে মাটি নরম হয়ে বড় বড় গাছ গুলো সামান্য বাতাসেই উপড়ে পরে যেতে পারে।দমকা হাওয়ায় ঝুকিপূর্ণ ঘরবাড়ি ভেঙে যেতে পারে।জোয়ারের সময় উপকূল অতিক্রম শুরু করলে স্বাভাবিক এর চেয়ে ২/৪ ফুট বেশি উচ্চতার জোয়ার হতেপারে। ভারী বৃষ্টিতে পাহাড় ধ্বসে পড়তে পারে।ফসলের ব্যপক ক্ষতি হতেপারে। তাহলে এই বিষয়টা অবহেলা করার কোনো সুযোগ আছে? আমরা বাঙালিরা সচেতন না হয়ে সমালোচনা করতে বেশি পছন্দ করি।এটা উচিত নয়।বিপদ যত ছোট বড় হোক না কেন সচেতন থাকলে পরিস্থিতি বুঝে মোকাবিলা করা সম্ভব। গতবছর এই সময়ে দূর্বল ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ চাপা পড়ে নদী সাগলে ট্রলার ডুবে কত মানুষ মারা গেছিলো মনে আছে? তাই উপকূলীয় বাসিন্দাদের বলবো আপনারা কোনো গুজবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন।
পোস্টটা শেয়ার করে সবাইকে সচেতন করুন যাতে কেউ গভীর নিন্মচাপ মনে করে অবহেলা না করে।আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ

21/10/2023

"যে মুভিতে কম্বল চুরির
ইতিহাস নেই, নেই বাকশালি আর রক্ষীবাহিনীর ক্যারেক্টার, সেই মুভি ভিত্তিহীন ও ভুয়া, আর ভুয়া ফিল্ম দেখিয়ে জনগনের সহানুভূতি পাওয়া যায়না।

হাসিনার পতন অবিশ্যম্ভাবী✊
19/10/2023

হাসিনার পতন অবিশ্যম্ভাবী✊

আমরা ফিলিস্তিন বিজয়ের অপেক্ষায় আছি! আল্লাহ সারাবিশ্বের মুসলিমদের এক হওয়ার তৌফিক দিন।
17/10/2023

আমরা ফিলিস্তিন বিজয়ের অপেক্ষায় আছি! আল্লাহ সারাবিশ্বের মুসলিমদের এক হওয়ার তৌফিক দিন।

ওরা ভাবছে তোমাদের শহীদ করে সহজে ওরা পেয়ে যাবে ছাড়!ওরা জানেনা যে তোমাদের ভাইয়েরা কভু দেবেনা ওদের এক তিলও ছাড়।ইনশাআল্লাহ👆
16/10/2023

ওরা ভাবছে তোমাদের শহীদ করে সহজে ওরা পেয়ে যাবে ছাড়!
ওরা জানেনা যে তোমাদের ভাইয়েরা কভু দেবেনা ওদের এক তিলও ছাড়।
ইনশাআল্লাহ👆

এমন একটা গ্রামে হারিয়ে যেতে মন চায়
06/10/2023

এমন একটা গ্রামে হারিয়ে যেতে মন চায়

ভালোবাসার জবা ফুল এদের পিছনেই দিনের অনেকটা সময় ব্যয় হয়
04/10/2023

ভালোবাসার জবা ফুল এদের পিছনেই দিনের অনেকটা সময় ব্যয় হয়

• Today's the best Photo 🌿🥰•🔴 Beautiful
04/10/2023

• Today's the best Photo 🌿🥰

•🔴 Beautiful




























বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচের বোলিং এর যে অবস্হা গ্রুপ পর্বের ম্যাচে কি হবে এখন তাই দেখার আশায় আছি???
02/10/2023

বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচের বোলিং এর যে অবস্হা গ্রুপ পর্বের ম্যাচে কি হবে এখন তাই দেখার আশায় আছি???

অনুভুতি টা কেমন ছিলো???  কমেন্ট করে জানাবেন।
01/10/2023

অনুভুতি টা কেমন ছিলো??? কমেন্ট করে জানাবেন।

যমুনাও তার বুকে ২ টা রাস্তা করে দিলো অথচও তুমি???
30/09/2023

যমুনাও তার বুকে ২ টা রাস্তা করে দিলো অথচও তুমি???

27/09/2023

আপনাকে কি করে ভুলে যায় তামিম ইকবাল খান

27/09/2023

আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো।

গত কয়েক দিন অনেক কথাই গণ মাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত - সমর্থক সবারই পরিষ্কার ভাবে সব কিছু জানার অধিকার রাখে।

- তামিম ইকবাল

26/09/2023

ব্যক্তিগত ভাবে আজ থেকে সাকিব আল হাসানকে বয়কট করলাম

এটা হচ্ছে এদেশের নেতা মন্ত্রী আমলা সরকারি কর্মকর্তাদের চারিত্রিক নিয়ম চরিত্রগত নিয়ম এই দোষ আমার না অন্য কারো তাহলে জনগ...
24/09/2023

এটা হচ্ছে এদেশের নেতা মন্ত্রী আমলা সরকারি কর্মকর্তাদের চারিত্রিক নিয়ম চরিত্রগত নিয়ম এই দোষ আমার না অন্য কারো তাহলে জনগণের টেক্সের টাকায় কেন তারা বেতন নিচ্ছে তাদের কাজ কি ভোট চাওয়ার সময় জনগণকে কি প্রতিশ্রুতি দেয় ভোট পাওয়ার পর তারা কি করেন সাধারণ মানুষের প্রতি কি তাদের সামান্যতম দায়বদ্ধতা নেই এদেশের মানুষের কি তাহলে এভাবে রাস্তাঘাটে মরতে হবে

একদিন বৃষ্টি হল। সব উন্নয়ন, সব কোলাহল, সব রাস্তা ভেসে উঠলো লা শে র শরীরে। একদিন বৃষ্টি হল। দুই দিন না। হাত কাঁ প ছে, পা ...
23/09/2023

একদিন বৃষ্টি হল। সব উন্নয়ন, সব কোলাহল, সব রাস্তা ভেসে উঠলো লা শে র শরীরে।

একদিন বৃষ্টি হল। দুই দিন না।

হাত কাঁ প ছে, পা অ ব শ। কলমের কালি হ তা শ৷
গ লা য় বাষ্প, চোখে জল।

একদিন বৃষ্টি হবে। ভেসে উঠবে সব ভাষণ, ক্ষ ম তা, আ শ্বা স, বি শ্বা স ও চকচকে পানিতে লা শে র শ্বাস ।

একদিন বৃষ্টি হবে। সেদিন আমরা সবাই ভিজবো৷ তোমার পানিটুকুও পাবে না৷

মনে রেখো,
রা জ নীতি পানিতে ভেসে গেলে আ ট কা নো যায় না।

মনে রেখো।

মিরপুর, ঢাকা।
২১-০৯-২৩

লিখা : আব্দুল্লাহ আল মামুন ( কাইকর )
আর্ট : ইয়াসনা সরকার।

লজ্জা লাগছে কেউ সাহায্য চাইলে আমরা ভাংতি খুঁজে পাই না.....চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছি...
23/09/2023

লজ্জা লাগছে কেউ সাহায্য চাইলে আমরা ভাংতি খুঁজে পাই না.....

চট্টগ্রামের বাঁশখালী থানার বাজারে একটি হোটেলে বসলাম। লক্ষ্য ছিলো সিংগাড়া খাবো। এই পদার্থটি আমার সহ্য হয় না। খাওয়ার সাথে সাথে এসিডিটি হয়। তবু লোভে পড়ে খাই। মাঝে মাঝে। সিংগাড়া শেষ করেই ঔষধ খাই।

আমি সব সময় হোটেল-রেস্টুরেন্টের এক কোণায় গিয়ে বসি। একটু লুকিয়ে থাকার ইচ্ছে আরকি। আমি অবশ্যই অন্তর্মুখী মানুষ।

গতকাল কোণার টেবিল ফাঁকা না থাকায় ম্যানাজারের খুব কাছের একটি টেবিলে বসলাম। তার সব কথা শুনতে পাচ্ছিলাম।

একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। কাতর কন্ঠে বললেন, "বাবা, খুব ক্ষুধা লেগেছে। কিছু খেতে দিতে পারো?"

ম্যানেজার একটা টেবিল দেখিয়ে বললেন, "ঐ জায়গায় গিয়ে বসেন খালা।" তারপর চিৎকার দিয়ে বললেন, "খালাকে এক প্লেট খিচুড়ি দে।"

আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। ছোট্ট হোটেল। তেমন বেচাকেনা হয় বলেও মনে হলো না।

দুই তিন মিনিটের মধ্যেই আরো একজন বৃদ্ধা ভিক্ষুক ভিক্ষা নিতে এলেন। ম্যানেজার বললেন, "খাওয়া দাওয়া হয়েছে খালা?"

খালাকে নিশ্চুপ দেখে আগের খালার পাশের চেয়ারে বসালেন এবং তাকেও এক প্লেট খিচুড়ি দেওয়া হলো। দুই জন ক্লান্ত পরিশ্রান্ত বয়োঃবৃদ্ধাকে খেতে দেখে কী যে ভালো লাগছিলো!

এরপর আরো একজন বয়োঃবৃদ্ধা ভিক্ষুক এলেন। ম্যানাজারের সামনে দাঁড়ালেন। বললেন, "বাবা, ভিক্ষা করতে এসেছিলাম। তেমন ভিক্ষা পাইনি আজ। বাড়ি যাওয়ার ভাড়া নেই। ভাড়াটা দিতে পারো।"

ম্যানাজার বললো, "আমার তেমন বিক্রি হয়নি খালা। আপনি বরং একটু খেয়ে যান। দেখেন কেউ ভাড়াটা দিতে পারে কিনা।"

এতোক্ষণ যে বয়টি খাবার পরিবেশন করছিলো সে বললো, "খালা কয় টাকা ভাড়া লাগে বাড়ি যেতে?"
-১৫ টাকা বাবা।
হোটেল বয়টি পকেট থেকে ২০ টাকার একটা নোট বের করে খালার হাতে দিয়ে বললেন, "নেন, এটা রাখেন। একটু খিচুড়ি খেয়ে বাড়ি যান। আমি খিচুড়ি দিচ্ছি।"

হোটেল ম্যানাজার হাসতে হাসতে বললেন, "শালা যেমন ম্যানাজার, তেমন তার কর্মচারীরা! কেউ মানুষকে ফিরাতে জানে না।"

তারপর বললেন, "শোন, কোন ভিক্ষুক যেন খেতে এসে না ফিরে যায়। সবাইকে খাওয়াবি।"

আমি সব দেখছিলাম। মাথা নিচু করে বসে আছি। চোখ ঝাপসা হয়ে আসছে। মনের ভেতর তোলপাড় চলছে।

ম্যানাজারকে এক সময় কাছে গিয়ে ফিসফিস করে বললাম, "ভাই, আপনার ঐ কর্মচারী ছেলেটি সম্পর্কে আমাকে একটু বলুন তো প্লিজ। কয় টাকা বেতন দেন ওকে।"

- ব্যবসা তো তেমন চলে না ভাই। সারাদিন হোটেল খোলা। রাত নয়টা পর্যন্ত। ওকে ১২০ টাকা দিই।

- বাড়িতে কে কে আছে ওর?

- কেউ নেই তেমন। মা মারা গেছে। বাবা আরেকটি বিয়ে করেছে। ওর নানা-নানি বয়স্ক হয়ে গেছে। কোন কাজ করতে পারে না। এই ছেলেটি কাজ করে নানা-নানিকে খাওয়ায়।

আমার কাছে এবার অনেক কিছু পরিস্কার হয়ে গেল। সারাজীবন ভালোবাসা, মায়া, স্নেহ বঞ্চিত বলেই, এই ছেলেটার হৃদয় ভালোবাসা আর মায়ায় পরিপূর্ণ।

ছোট্ট ছেলেটিকে কাছে ডাকলাম। বললাম, "লেখাপড়া করেছো?"
- না স্যার।
- ঢাকার দিকে কোন কাজ ম্যানেজ করে দিলে যাবা? একটু বেশি বেতনের?

- নানা-নানি চলতে পারে না। তাদের গোসল করার পানি তুলে দিতে হয়। টয়লেটের, অযুর। খাওয়ার রান্না করতে হয়। আমি এদের রেখে যেতে পারবো না স্যার।

আরো কিছুক্ষণ কথা বলে ফিরে এসেছি। মনটা কেমন ভার হয়ে আছে। ছেলেটা সারাদিন কাজ করে একশত কুড়ি টাকা পায়। তিন জন মানুষের সংসার। কীভাবে চলে! এর থেকে সে আবার অসহায়দের দান করে!

মন খারাপ হলে আমি আল-কুরআন খুলে বসি। আজও কুরআনুল কারীম খুলতেই সূরা আল-বাকারার একটি আয়াতে চোখ আটকে গেল। "এরা নিজেদের রিজিক থেকে অসহায়দের দান করে.. "

আমি আয়াতটির তাফসীর পড়া শুরু করলাম। সেখানে লেখা, "মানুষের এমন পরিমাণ দান করা উচিত, যাতে তার নিজের খাবারে টান পড়ে।"

মনের মধ্যে তোলপাড় হচ্ছে। নিজের খাবারে টান পড়া মানে, গোশত খেতাম, দান করার কারণে এখন মাছ খেতে হচ্ছে। দুই প্লেট ভাত খেতাম এখন এক প্লেট খেতে হচ্ছে।

কী অদ্ভুতভাবে আয়াতটি আমার কাছে খুলে যাচ্ছে! তাবুক যুদ্ধের সময় আল্লাহর রাসূল মুহাম্মদ(সাঃ) বললেন, "আজ কে বেশি দান করতে পারো দেখি?"
উসমান (রাঃ) একশত উট দিয়েছিলেন। উমর (রাঃ) তার সম্পদের অর্ধেক দিয়েছিলেন। আবু বকর (রাঃ) দিয়েছিলেন এক মুষ্টি খেজুর বা একটু যব জাতীয় কিছু আর তার বাড়িতে ঐটুকু সম্পদই ছিলো।

রাসূল (সাঃ) যা বলেছিলেন তার সারমর্ম হলো, আবু বকর সিদ্দিক (রাঃ) দানে প্রথম হয়েছে। সে তার সম্পদের শতভাগ দিয়েছে।

আমার চোখে ইসলামের ইতিহাসের সেই সোনালী দিন, আজকের ঐ হোটেল কর্মচারী আর আল-কুরআনের আয়াত "তারা রিজিক থেকে অসহায়দের দান করে" এই বিষয়গুলো এক অসহ্য ভালোলাগার এবং পরিতাপের বিষয় হয়ে উঠলো। কী করতে পারলাম জীবনে ভাবতে গিয়ে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি পড়লো আল-কুরআনের পাতায়। আমি তাড়াতাড়ি কুরআনুল কারীম বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। আরশে আজীম থেকে আল্লাহ তায়ালাও নিশ্চয় আমার দিকে তাকিয়ে আছেন। কোন কিছুই তো তার দৃষ্টির আড়ালে নয়।

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

বাচ্চাটা বেঁচে গেছে৷ শোকর আলহামদুলিল্লাহআমি কাল রাত থেকে আজ জুম্মা পর্যন্ত কতবার যে খোদার কাছে চাইছি, যেনো বাচ্চা টাকে ত...
22/09/2023

বাচ্চাটা বেঁচে গেছে৷ শোকর আলহামদুলিল্লাহ
আমি কাল রাত থেকে আজ জুম্মা পর্যন্ত কতবার যে খোদার কাছে চাইছি, যেনো বাচ্চা টাকে তিনি বাঁচিয়ে দেন

& God just listened
আলহামদুলিল্লাহ

বাচ্চা টাকে তোলার পর আশপাশের মহিলারা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

শিশুটিকে উদ্ধারকারী তৃতীয় লিঙ্গের বৃষ্টি নামে একজন ও আমেনা। তারা বলেন, শিশুটি পানিতে ভাসছিল, দেখতে পেয়ে পা ধরে উঠাই।

ধন্যবাদ তাদের সবাইকে যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতোকিছু করেছেন
God bless you all....!! 🖤

19/09/2023

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে ৫.৫ থেকে ৬.৮ রিখটার স্কেলের ভূমিকম্প হওয়ার সমূহ আশংকা রয়েছে।

আল্লাহ আমাদের সহায় হোক।

19/09/2023

★★★ আমার ইনবক্সে এই মেসেজটা একজন অসহায় বোন দিয়েছেন আমরা যে যা পারি ওনার জন্য সাহায্য করি।★★★

আসসালামু আলাইকুম

আমি অনেক অসহায় হয়ে আপনাকে ইনবক্স করছি।আমার স্বামী তিনমাস আগে মারা গেছেন😭 আমি ৭ মাসের প্রেগনেন্ট।আমার একটা মেয়ে আসে ৫ বছরের।আমার বাবা বৃদ্ধ। অনেক দেনা আসে তার।তাই এই অবস্থায় মেয়ে কে নিয়ে খুব খারাপ ভাবে দিন পার করছি। তিনবেলা ঠিকমত খেতেও পায় না।খুব কস্টে আছি। ৭মাসের বাচ্চা পেটে থাকায় আগের মাপের জামা গুলোও ঠিক মত পড়া যাচ্ছে না😥আমার মেয়ের গরমের জন্যও কোন কাপড় নেই। আপনারা কেউ যদি আমার মেয়ে আর আমার জন্য কিছু কাপড় ও বাজার করার জন্য হাদিয়া ব্যবস্হা করে দিতেন তাহলে আমাদের খুব উপকার হত। অসহায়দের পাশে দাড়ালে আল্লাহ খুশি হবেন 😥

★★★যারা সাহায্য করতে চান বিকাশ পার্সোনাল ০১৭৭৫২৯২৮১৪ নাম্বারে বিকাশ করতে পারেন।★★★

পিতৃহীন নিষিদ্ধপল্লীতে যাদের জন্ম, তারাই তানজিম হাসান সাকিবকে জঙ্গি বলতে পারে। এবং তার নামে কুৎসাস রটাতে পারে ।
18/09/2023

পিতৃহীন নিষিদ্ধপল্লীতে যাদের জন্ম, তারাই তানজিম হাসান সাকিবকে জঙ্গি বলতে পারে। এবং তার নামে কুৎসাস রটাতে পারে ।

18/09/2023

মেহেরপুর - চুয়াডাঙ্গা হাইওয়ে ( আমঝুপি ) সড়কের ২ ধারে আম বাগানে সৌন্দর্য

18/09/2023

ক্রিকেটার তানজিম হোসেন সাকিবের পোস্ট সম্পর্কে আপনার অভিমত কি?
(১) একমত (২)দ্বি-মত

আজ স্ত্রীকে  প্রশংসা করার দিন। প্রশংসা করার মত লাবণীর মাঝে অনেক কিছুই আছে যার জন্যই এই মায়ার সংসার। কিন্তু সেটা করলাম না...
17/09/2023

আজ স্ত্রীকে প্রশংসা করার দিন।
প্রশংসা করার মত লাবণীর মাঝে অনেক কিছুই আছে যার জন্যই এই মায়ার সংসার। কিন্তু সেটা করলাম না।
কারণ কবি বলেছেন -
হঠাৎ নিজের স্ত্রীকে বেশি প্রশংসা করা ঠিক না... হিতে বিপরীত হয় এবং নিজের স্ত্রীকে অধিক প্রশংসা করে সুখী হওয়ার কোন উদাহরণ নেই, সুযোগও নেই।
Happy Wife Appreciation Day

16/09/2023

এক জন অসহায় নব মুসলিম বোনের জন্য একটা সেলাই মেশিন প্রয়োজন কেউ দিতে আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করেন।

আলহামদুলিল্লাহ অসহায় সেই পরিবারকে নতুন টিউবয়েল স্হাপন করে দেওয়া হলো
10/09/2023

আলহামদুলিল্লাহ অসহায় সেই পরিবারকে নতুন টিউবয়েল স্হাপন করে দেওয়া হলো

07/09/2023

একটা দরিদ্র পরিবারের জন্য টিউবওয়েল প্রয়োজন❗

টিউবওয়েল না থাকায় অন্যদের বাড়িতে গিয়ে দীর্ঘদিন ধরে গোসল করতে হচ্ছে, তাতে তারা খুব বিরক্ত হয়! এছাড়া খাওয়া, রান্না, পেশাব-পায়খানার পানিও আনতে হয়, যেটা অনেক লজ্জা আর কষ্টের ব্যাপার!

১০ হাজার টাকা হলে টিউবওয়েল কিনে দেয়া যাবে। এক বা একাধিক ভাই-বোন এগিয়ে আসলে তারা অনেক উপকৃত হবে। কেউ যদি কোনো সংস্থা থেকে টিউবওয়েল ম্যানেজ করে দিতে পারেন সেটাও হবে।

কেউ চাইলে সরাসরি ভুক্তভোগীর কাছেও সাহায্য দিতে পারেন, ইনবক্সে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

Sakil Ahmed Nirob Labony Ahmed

06/09/2023

অসুখবিসুখ বা বিপদাপদে নিজের জন্য বা পরিবারের কারো জন্য কোরআন মাজিদ সাদকা করতে পারলে জানাবেন।৫০ পিস কোরআন মাজিদ প্রয়োজন।

25/08/2023

আসসালামু আলাইকুম 💜🌻

__জুম্মা-মোবারক__!!🕋🌻

আল্লাহ তা’আলা কোরআনে ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম) ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে।( সূরা-জুমা: ০৯ )

19/08/2023

শুভ জন্মদিন"-কলিজার টুকরো মা আমার। আজ তোমার জীবনের ২য় বছর পূর্ণ হলো।আজ তোমার জীবনের বিশেষ একটা দিন।ঠিক এই দিনে ২ বছর আগে পৃথিবীর বুকে চাঁদের আলোর মতোই এসেছিলে মায়ের কোল জুড়ে। সর্বদা তুমি চাঁদের আলোর উজ্জ্বল হয়ে আলো ছড়াও আমার পরিবার ও তোমার জীবনে। এখনো অনেক পথ বাকী আলো ছড়ানোর আরো বড় হও। সৃষ্টিকর্তা তোমাকে তোমার সব আশা আখাংখা অপূর্ণ না রাখুক। জীবনের প্রতিটি পদে সবসময় একজন সত্যিকারের মানুষ এবং একজন সৎ ও মহৎ ব্যক্তি হও। সুন্দর মুহূর্ত কাটাও জীবনের প্রতিটি ক্ষণে। সবসময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা।

Is the page created especially videos lovers

Address

Meherpur Bamonpara
Meherpur
7100

Alerts

Be the first to know and let us send you an email when Sakil Ahmed Nirob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sakil Ahmed Nirob:

Videos

Share

Category