Mim's Diary

Mim's Diary পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য
إله إلا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।আসসালামু আলাইকুম
আপনাদের সকলকে আমার ছোট্ট পেইজে স্বাগতম।❤️

শুভ সকাল ❤️🫰
13/12/2024

শুভ সকাল ❤️🫰

08/12/2024

ঘৃণা করতেই হবে এমন কোন কথা নেই। তবে মাঝেমাঝে মানুষ মন থেকে উঠে যায়, সে যেই হোক বন্ধু কিংবা কাছের মানুষ অথবা আত্মীয়-স্বজন। আগের মতো তাদের প্রতি আর আগ্রহ থাকে না। তাদের জন্য আর কোনো মায়া লাগে না। চোখের সামনে ছারখার হতে দেখলেও বলতে ইচ্ছে করে না যে তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে?

ঘৃণার চাইতেও আগ্রহ হারানো বেশি ভয়ংকর।

"নারীকে ভাঙা এতো সহজ হলেও, জুড়ে দেওয়া ওতোটা সহজ না।কারণ, তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।বরং, ভে...
07/12/2024

"নারীকে ভাঙা এতো সহজ হলেও, জুড়ে দেওয়া ওতোটা সহজ না।
কারণ, তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না।
বরং, ভেঙে যাওয়ার পর নিজের মতো বাঁচে নীরবতায়, একাকী, নিঃসঙ্গতায়! কারণ, সে ভাঙার আগে
তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেনো ভাঙা না হয়।
কিন্তু তার চেষ্টার ফল শূণ্য হলে, সে বাধ্য হয় ওই ভাঙন থেকে নিজেকে সরিয়ে আনতে..!🌸❤️

পরিশেষে যা বুঝলাম, এতো- "Innocent, Sensitive, Simple, Loyal" হয়ে পৃথিবীতে আসা ঠিক হয় নাই!😊💔Mim
06/12/2024

পরিশেষে যা বুঝলাম, এতো- "Innocent, Sensitive, Simple, Loyal" হয়ে পৃথিবীতে আসা ঠিক হয় নাই!😊💔
Mim

03/12/2024

প্রথম চেষ্টা ❤️চিকেন চাপ ও নান রুটি

শুভ সকাল ❤️❤️
03/12/2024

শুভ সকাল ❤️❤️

01/12/2024

শুভ রাএি ❤️❤️❤️

01/12/2024

একটা দীর্ঘশ্বাস!
ভীষণ আক্ষেপ!
ভূলগুলো আর শুধরানো হয় না...
শেষ বিকেলে এবং সন্ধ্যার ধোঁয়াশায় ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়।
ব্যর্থতা আর অপ্রাপ্তির মাঝেই আমার বোধহয়
এভাবেই কি বেড়ে যায়?
আমার বয়স...

প্রতিটা সন্ধ্যার শুরুতে জীবন থেকে হারায় একেকটি দিন। নিজেকে সান্তনা দেই, এবার হয়ত সব ঠিক হয়ে যাবে! শুধরে নেবো পেছনের সব ভ্রান্তি! মিথ্যে হাসির ঘোর!
হয়ত ভুলে যাই, হয়তো যাইনা। সময়ের বিভ্রমে, দ্বিধার ঘোরে জাগে আক্ষেপ।
এভাবেই কি বেড়ে যায় আমার বয়স? 😌

আসসালামু আলাইকুম শুভসকাল
01/12/2024

আসসালামু আলাইকুম
শুভসকাল

29/11/2024

সবার কথা শুনবেন কিন্তু সব কথাকে মনের মাঝে রাজত্ব করতে দিবেন না। শুনবেন কান দিয়ে,ফিল্টার করবেন ব্রেন দিয়ে, কাজ করবেন বিবেক দিয়ে।

শুভ রাএি
28/11/2024

শুভ রাএি

27/11/2024

ভাইরাল জলপাই আচার।

25/11/2024

পুরুষ মানুষ যত বেশি যত্নবান, নারী ততো বেশি সৌভাগ্যবতী। ❤️

25/11/2024

এই পৃথিবীতে কি কেউ ভালো নেয় ? সবার মনের অসুখ সবার যে মনে অনেক যন্ত্রণা , যেও কি রোজ সুখ বিক্রি করে , তাকেও সুখ খুঁজতে হয়।

24/11/2024

আশেপাশের মানুষের ট্যালেন্ট দেখলে মনে হয় আমি খালি শ্বাসটাই নিতে জানি। 🙂

Address

Meherpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share