Daily meherpur news

Daily meherpur news সত্যর সন্ধানে মোরা

11/09/2022

গাংনী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত
বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে। কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা।আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সমাবেশে যাওয়া।

29/07/2022

গাংনী উপজেলা কৃষকলীগের ত্রী বার্ষিকী সম্মেলন সফল করতে, কাথুলী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউর রহমানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা।

গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের  গাড়াবাড়ীয়াতে গরু পালনে সফল বাবুল হোসেন।গাড়াবাড়ীয়া গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে বা...
12/06/2022

গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়াতে গরু পালনে সফল বাবুল হোসেন।

গাড়াবাড়ীয়া গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে বাবুল হোসেন দীর্ঘ ৮ বছর ধরে বাড়িতেই গরু পালন করছে। প্রতি বছরে কুরবানি ঈদে বড় ধরনের গরু পালন করে বিক্রি করেন ঢাকা সহ অন্যান্য যায়গায়, এবারো কুরবানী ঈদ কে ঘিরে গরু রেখেছেন।
এবারের গরুটির বিবরন জিজ্ঞেস করলে বাবুল হোসেন জানান এবারের গরুটি আমার বাড়ির গাভির বাাচ্চা থেকে বড় করা বর্তমানে তার বয়স ৩ বছর এখন আমার গরুটির ওজন হবে আনুমানিক ৮০০ কেজি। আমি প্রতি বছরেই একটি করে গরু কুরবানি তে বিক্রি করি। এবারের গরুটিও আমি কুরবানিতে বিক্রি করবো ,তবে এখন পর্যন্ত কাউকে দেখায় নি। তবে তেমন কাস্টমার পেলেই বিক্রি করবো। আগামী বছরের জন্য আরো একটি গরু আমার ঘরে রয়েছে যা আগামী কুরবানী আসতে আসতে এমন ওজন হবে।
বাবুল হোসেন আরো জানান, আমি আগামীতে একটি গরুর ফার্ম করবো এবং আমি চাই আমার গরু কুরবানি ঈদে দেশের বিভিন্ন জেলায় যেন দিতে পারি।

গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়ীয়াতে গরু পালনে সফল বাবুল হোসেন।
গাড়াবাড়ীয়া গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে বাবুল হোসেন দীর্ঘ ৮ বছর ধরে বাড়িতেই গরু পালন করছে। প্রতি বছরে কুরবানি ঈদে বড় ধরনের গরু পালন করে বিক্রি করেন ঢাকা সহ অন্যান্য যায়গায়, এবারো কুরবানী ঈদ কে ঘিরে গরু রেখেছেন।
এবারের গরুটির বিবরন জিজ্ঞেস করলে বাবুল হোসেন জানান এবারের গরুটি আমার বাড়ির গাভির বাাচ্চা থেকে বড় করা বর্তমানে তার বয়স ৩ বছর এখন আমার গরুটির ওজন হবে আনুমানিক ৮০০ কেজি। আমি প্রতি বছরেই একটি করে গরু কুরবানি তে বিক্রি করি। এবারের গরুটিও আমি কুরবানিতে বিক্রি করবো ,তবে এখন পর্যন্ত কাউকে দেখায় নি। তবে তেমন কাস্টমার পেলেই বিক্রি করবো। আগামী বছরের জন্য আরো একটি গরু আমার ঘরে রয়েছে যা আগামী কুরবানী আসতে আসতে এমন ওজন হবে।
বাবুল হোসেন আরো জানান, আমি আগামীতে একটি গরুর ফার্ম করবো এবং আমি চাই আমার গরু কুরবানি ঈদে দেশের বিভিন্ন জেলায় যেন দিতে পারি।

বাবুল হোসেনের মোবাইল নম্বর-০১৭৩৬৪২৬৩৭৮

স্ত্রীর মর্যাদা দিতে ৫বিঘা জমি ও বাড়ি দাবি সেনা সদস্য’র। বিচারের দাবি অসহায় পিতারমেহেরপুর প্রতিনিধি :৫ বিঘা জমি ও মেহেরপ...
13/02/2022

স্ত্রীর মর্যাদা দিতে ৫বিঘা জমি ও বাড়ি দাবি সেনা সদস্য’র। বিচারের দাবি অসহায় পিতার

মেহেরপুর প্রতিনিধি :
৫ বিঘা জমি ও মেহেরপুর শহরে বাড়ি করে দিতে না পারায় সেনা সদস্য’র স্ত্রীর মর্যাদা পাচ্ছেন না এমন অভিযোগে গ্রাম আদালতে বিচার চেয়ে লিখিত আবেদন করেছে ভুক্তভুগী মেয়ের বাবা মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামের ফুলচাঁদ আলী। গত শনিবার সেনা সদস্য মো: সোহান সাইমের বিরুদ্ধে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে ভুক্তভুগী ঐ মেয়ের বাবা ফুলচাঁদ আলী বলেছেন,গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের কামরুজ্জামানের ছেলে সেনা সদস্য মো: সোহান সাইম ও তার মেয়ে অপ্রাপ্ত বয়স হওয়ার কারনে রেজিষ্ট্রি না করে স্বাক্ষীগণের উপস্থিতিতে ৪লাখ টাকা বাকীতে দেনমহর নির্ধারন করে ইসলামী শরিয়ত মোতাবেক গত ১২/০৪/২০১৯ ইং তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে জামাতা মো: সোহান সাইম তার বাড়িতে রাত্রি যাপন সহ প্রতিনিয়ত যাতায়াত করে আসছে। বিয়ের পর ২০২০ সালে সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী পেলে মেয়ের মাধ্যমে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে চাপ প্রয়োগ করে। মেয়ের সুখ শান্তির কথা ভেবে দুজন স্বাক্ষীর উপস্থিতিতে ৫ লাখ টাকা প্রদান করি। জামাতা মো: সোহান সাইম ট্রেনিং শেষ করে ছুটিতে বাড়িতে আসলে মেয়েকে তার বাড়িতে নেওয়ার কথা বললে নিতে অস্বীকৃতি জানায়। অআমার মেয়ে স্ত্রীর মর্যাদা পেতে গত শুক্রবার (১১.০২.০২০২২) আমার মেয়ে জামাতা সেনা সদস্য মো: সোহান সাইমের বাড়িতে গেলে জামাতা সেনা সদস্য মো: সোহান সাইম ও তার পিতা কামরুজ্জামান মারধর ও গালিগালাজ করে ৫ বিঘা জমি ও মেহেরপুর শহরে বাড়ি করে দিতে পারলে স্ত্রীর মর্যাদা দেওয়া হবে বলে জানিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
নিরুপায় হয়ে স্থানীয় লোকজন ও আত্নীয় স্বজনদের পরামর্শে সোহান সাইমকে বিবাদী করে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে লিখিত অভিযোগ করে বিচার চেয়েছেন তিনি।
ফুলচাঁদ আলীর মেয়ে ও সোহান সাইমের স্ত্রী বলেন,গাড়াবাড়িয়া গ্রামের কুতুবপুর স্কুল এন্ড কলেজে পড়ার সময় ২০১৮ সালে সোহান সাইম নানা ভাবে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায় দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের কারনে সোহান সাইম তাকে বিয়ের প্রস্তাব দেয়। দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় রেজিষ্ট্রি না করে স্বাক্ষীগণের উপস্থিতিতে ৪লাখ টাকা বাকীতে দেনমহর নির্ধারন করে ইসলামী শরিয়ত মোতাবেক গত ১২/০৪/২০১৯ ইং তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে সে তার বাবার বাড়ি গাড়াবাড়িয়াতে না নিয়ে আমার বাবার বাড়িতে থেকে পড়াশুনা করার পরামর্শ দেয়। পরে আনুষ্ঠানিক ভাবে বিয়ে তুলবে বলে প্রতিশ্রতি দিলেও এখন সে যৌতুক দাবি,মারধর ও বিয়ের বিষয়ে সব অস্বীকার করছে। তিনি আরো বলেন স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাবা আইনের আশ্রয় নিয়েছেন। আইনের মাধ্যমে তিনি স্ত্রীর স্বীকৃতি পেতে চাঁন।
কুমিল্লা ক্যান্টনমেন (ইউনিট ৩ বির,কোর নং বির) কর্মরত সেনা সদস্য মো: সোহান সাইম বলেন,ফুলচাঁদ আলীর মেয়ের সাথে তার বিয়ে হয়নি। তাকে তিনি চেনেন না।
স্থানীয়রা জানান,বিয়ে হলে সেনা সদস্য পদে চাকুরী হয়না। এমন নিয়ম থাকলেও বিয়ের পরেও কিভাবে চাকুরী হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসির।
কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা জানান, মেহেরপুর সদর উপজেলার হিতিমপাড়া গ্রামের ফুলচাঁদ আলী সেনা সদস্য মো: সোহান সাইমের বিরুদ্ধে বিয়ের পর যৌতুক চাওয়া তার মেয়েকে মারধর সহ বিভিন্ন কারন উল্লেক করে লিখিত অভিযোগ করেছে। লিখিত আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষকে নোটিশ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন সাংবাদিক আরিফুজ্জামান লিপটনআসন্ন কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে,ভেড়ামারা উপজেলা...
03/02/2022

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন সাংবাদিক আরিফুজ্জামান লিপটন

আসন্ন কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে,
ভেড়ামারা উপজেলা থেকে সদস্য পদ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক সম্পাদক আরিফুজ্জামান লিপটন।জেলা পরিষদ নির্বাচনে ভেড়ামারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র মহোদয়, ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরগণ, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ, উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, সকল ওয়ার্ডের মেম্বারগণ ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ সহ মোট ৯৪ জন সম্মানিত ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেছেন কুষ্টিয়া জেলা পরিষদের ভেড়ামারা উপজেলা থেকে সদস্য পদ প্রার্থী ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বাণী পত্রিকার প্রকাশক সম্পাদক আরিফুজ্জামান লিপটন।

গাংনীতে আইডিয়াল ফাস্ট এইট ট্রেনিং সেন্টারের সনদ ও পুরস্কার বিতরণমেহেরপুরের গাংনীতে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার...
17/01/2022

গাংনীতে আইডিয়াল ফাস্ট এইট ট্রেনিং সেন্টারের সনদ ও পুরস্কার বিতরণ

মেহেরপুরের গাংনীতে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের আওতায় পল্লী ডাক্তার কোর্স এর ৩য় বর্ষের L.M.A.F-৬ মাস ও D.M.A-১ বছরের ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার(১৭জানুয়ারী) উপজেলা পোস্ট অফিসের সামনে নিজ কার্যালয়ে সনদ ও পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়।

আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের পরিচালক মুহাম্মদ আবু ছায়েম চৌধুরীর নির্দেশনা আলোর পথের যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার প্রকল্পের উপ-পরিচালক এহসান কবির সবুজ ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার সামগ্রী বিতরণ করেন। এ সময় আলোর পথে যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক উর্মি খাতুন,আইডিয়াল ফাস্ট ট্রেনিং সেন্ট্রাল প্রকল্পের অফিস সহায়ক পরী উপস্থিত ছিলেন।এবার তৃতীয় বর্ষের ২০জন শিক্ষার্থীর হাতে সনদ ও প্রথম স্থান অধিকার করায় রাকিবুল ইসলামকে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।

28/11/2021

নৌকার ভোট জোর করে মেরে নেওয়া হলো, কুতুবপুর ইউনিয়নের উজলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও কুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে।

30/10/2021

মিজানুর রহমান রানা'র আনারস মার্কা প্রতীক প্রচারনায় মটর সাইকেল শোভাযাত্রা, ও রংমহল,খাসমহল,টেংরামারী গ্রাম সহ, আনারস মার্কা প্রতীকের, অফিস উদ্বোধন করেন মিজানুর রহমান রানা, এবং স্থানীয় নেতা কর্মীদের সাথে গণসংযোগ করেন।

নির্বাচনী বিজ্ঞাপনঃ
27/10/2021

নির্বাচনী বিজ্ঞাপনঃ

কাথুলী, তেতুলবাড়িয়া,বামুন্দি, মটমুড়া ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা
29/09/2021

কাথুলী, তেতুলবাড়িয়া,বামুন্দি, মটমুড়া ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা

শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই.. মিজানুর রহমান রানাহাসানুজ্জামান-মেহেরপুরঃশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই বলে মন্তব্য...
29/09/2021

শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই.. মিজানুর রহমান রানা

হাসানুজ্জামান-মেহেরপুরঃ

শাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও গাংনী উপজেলাধীন ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা। আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে বুধবার সকালে নেতাকর্মীদের উদ্দ্যোশে তিনি একথা বলেন। তিনি বলেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বেই ঘোষণা দিয়েছিলাম শাসক নয়, সেবক হিসেবে কাজ করবো। সেভাবেই কাজ করছি।তিনি বলেন চাহিদার তুলনায় সরকারী বরাদ্দ অনেক কম। তবুও নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট সহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করেছি। এছাড়া সরকারের সব সুবিধা জনতার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পাশপাশি সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছি।কাথুলী ইউনিয়নে বয়স্ক ও বিধবাদের প্রতিবন্ধী ভাতা’র পাশাপাশি দারিদ্র্য ও কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা অধিকার থেকে বঞ্চিতদের ভাতা কার্যক্রম চলমান রয়েছে। ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম চলছে।এছাড়া করোনা দূর্যোগে সরকারের পাশপাশি নিজ অর্থায়নে রাতের আধারে অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। অসুস্থদের জন্য ঔষধ ও আর্থিক সুবিধা দেয়া হয়েছে। তিনি আরো বলেন,যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে উন্নয়ন কাজ করা কঠিন হয়ে পড়ে। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার জন্য আবারো নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। দলের মনোনয়ন পেলে তিনি জনগণের ভোটে আবারও চেয়ারম্যান নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপশিল ঘোষনা না হলেও হাট-বাজার, মাঠ-ঘাট, চায়ের আড্ডা, সবখানেই এখন নির্বাচনী আলাচনায় মুখোরিত।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চায়ের কাপে ঝড় তোলার পাশাপাশি রাস্তা ঘাট সবখানেই চলছে ভোটের চুলচেরা বিশ্লেষন। ফেসবুক সহ যে যার মত করে প্রচার প্রচারনা করছেন প্রার্থীরা।
নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নানা কৌশলে কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্যদের দৃষ্টি কামনা করতে শেষ মুহুর্তে জোর লবিং শুরু করেছে। এছাড়া সর্বত্রই আলোচনা চলছে কে পাচ্ছে আওয়ামীলীগের ও বিএনপির মনোনয়ন। শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানেও চলছে ভোটের নানা রকম হিসেব নিকেশ। তবে এলাকাবাসি মনে করছেন বর্তমান মেহেরপুর জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদক ও গাংনী উপজেলাধীন ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা এ ইউনিয়নের ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি সকল সেবা জনতার দৌড়গড়ায় পৌছিয়ে দেওয়ার পাশপাশি ভোটার সহ সাধারন মানুষের সাথে গড়ে তুলেছেন মানবতার সেতু বন্ধন তাই তাকে আবারো নৌকার মনোনয়ন দেয়া হলে সকল শ্রেনী পেশার মানুষ একত্রিত ভাবে তাকে বিজয়ী করার লক্ষে কাজ করবে।

23/09/2021

মেহেরপুরের কুতুবপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির। আগমন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানার, মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কর্মীসভায় উপস্থিত।

14/08/2021

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ ই আগস্ট এর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

ইউরোপের এক খৃষ্টান ডাক্তার মুসলমানদেরহাঁচি নিয়ে গবেষণা করছিলেন যে,মুসলমানরা হাঁচির পর 'আলহামদু লিল্লাহ"পড়ে কেন? সাধারণ...
04/08/2021

ইউরোপের এক খৃষ্টান ডাক্তার মুসলমানদের
হাঁচি নিয়ে গবেষণা করছিলেন যে,
মুসলমানরা হাঁচির পর 'আলহামদু লিল্লাহ"
পড়ে কেন? সাধারণত কোন সুসংবাদ পেলে
মুসলমানরা আলহামদুলিল্লাহ পড়ে। হাঁচিতে
কিসের সুসংবাদ? অনেক গবেষণার পর তথ্য
উদঘাটন হল যে, একটি হাঁচির সাথে তিন
হাজার রোগ- জীবাণু বেরিয়ে যায় আর
মানুষ স্বাভাবিক অবস্থায় একসাথে দু'টি
হাঁচি দেয়। এভাবে দু'টি হাঁচির সাথে ছয়
হাজার রোগ জীবাণু বেরিয়ে যায়। তিনি
ভাবলেন এ তথ্য বের করতে আমার অন্তত বিশ
বছর লেখা-পড়া করতে হয়েছে। আরো কত
যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। কিন্তু যে
যুগে মুসলমানদের নবী এ শিক্ষা দিয়ে
গেছেন সে যুগেতো এত মেশিন ছিল না আর
তিনি তো দুনিয়ার কারোর কাছে লেখা-
পড়াও শিখেন নি। তিনি এগুলো জানলেন
কিভাবে? নিশ্চই তিনি সত্য নবী। আল্লাহ
পাক তাঁকে জানিয়েছেন বিধায় তিনিতাঁর উম্মতদেরকে এ শিক্ষা দিয়ে গেছেন
যে, হাঁচির পর 'আলহামদু লিল্লাহ" পড়বে।
অতএব তিনি সত্য নবী। ফলশ্রুতিতে ঐ খৃষ্টান
ডাক্তার একা নয় বরং স্বপরিবারে মুসলমান
হয়ে গেছেন।♥♦♥♦♥♦♥♦♥♦

02/08/2021

কুষ্টিয়া এলজিইডি অফিসের সামনেই ঠিকাদারকে হাতুরি পেটা করলো সন্ত্রাসীরা। ভয়ে এগিয়ে আসেনি কেউ....!!

27/07/2021

- কথাগুলো কলিজায় লাগে রে ভাই😥💔🥀

লকডাউন শিথিল ১৪-২৩জুলাই! বিস্তারিত নির্দেশনা।
13/07/2021

লকডাউন শিথিল ১৪-২৩জুলাই! বিস্তারিত নির্দেশনা।

12/07/2021

গাংনীর গাড়াবাড়ীয়া থেকে চ্যানেল 24 লাইভে যুক্ত ছিলেন প্রিয় বড় ভাই Rased Zaman

*দেশে করোনায় একদিনে রেকর্ড ২৩০ জনের মৃত্যু *করোনায় আরো ২৩০  জনের মৃত্যু; মোট প্রাণহানি ১৬,৪১৯  *নমুনা পরীক্ষা ৪০,০১৫ ; ন...
11/07/2021

*দেশে করোনায় একদিনে রেকর্ড ২৩০ জনের মৃত্যু
*করোনায় আরো ২৩০ জনের মৃত্যু; মোট প্রাণহানি ১৬,৪১৯
*নমুনা পরীক্ষা ৪০,০১৫ ; নতুন রোগী ১১,৮৭৪ জন
*গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ২৯.৬৭%
*এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০,২১,১৮৯ জন
*২৪ ঘন্টায় সুস্থ ৬,৩৬২ জন; মোট সুস্থ ৮,৭৪,৫০১

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█* করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যুর রেকর্ড * এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি ...
09/07/2021

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█

* করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ২১২ জনের মৃত্যুর রেকর্ড
* এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি ১৬,০০৪ জন
* নমুনা পরীক্ষা ৩৬,৫৮৬; নতুন রোগী ১১,৩২৪
* গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ৩০.৯৫%
* এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১০,০০,৫৪৩ জন
* ২৪ ঘন্টায় সুস্থ ৬,০৩৮ জন; মোট সুস্থ ৮,৬২,৩৮৪ জন

আহারে জীবন!রূপগঞ্জে পুড়ে যাওয়া অসহায় পরিবারের স্বপ্ন চিরতরের জন্য নিশ্চুপ হয়ে গেছে। তাজরীন থেকে নিমতলী, চুরিহাট্টা থেকে ...
09/07/2021

আহারে জীবন!
রূপগঞ্জে পুড়ে যাওয়া অসহায় পরিবারের স্বপ্ন চিরতরের জন্য নিশ্চুপ হয়ে গেছে।

তাজরীন থেকে নিমতলী, চুরিহাট্টা থেকে সেজান জুস কারখানা শুধুই সংখ্যা।

07/07/2021

গাংনীর কাথুলী ইউপিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রধান অতিথি এম এ খালেক চেয়ারম্যান উপজেলা পরিষদ গাংনী, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ,
সভাপতিত্ব করেন, মিজানুর রহমান রানা
ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মেহেরপুর জেলা আওয়ামী লীগ। ও চেয়ারম্যান, ১ নং কাথুলী ইউনিয়ন পরিষদ।

গাংনীর কাথুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিত্র। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকাদান চলছে।
05/07/2021

গাংনীর কাথুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিত্র। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকাদান চলছে।

02/07/2021

গাংনীর কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জনসচেতনা করার লক্ষ্যে কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে, বাংলাদেশ সরকার কর্তৃক করোনা ভাইরাস সম্পর্কে যে বিধি বিধান চালু করেছেন, সেটাকে মেনে চলার জন্য জনগণকে পরামর্শ দেন, এবং সবাইকে মাস্ক ব্যবহার করতে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

30/06/2021

করোনা প্রতিরোধ বিষয়ে সড়ক প্রচার।

** কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি**কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী** সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্...
30/06/2021

** কাল থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি
**কঠোর লকডাউন নিশ্চিতে মাঠে থাকবে সেনাবাহিনী
** সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে
**স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খোলা থাকবে
** আদালতের বিষয়ে নির্দেশনা দেবেন সুপ্রিম কোর্ট
** ব্যাংকিং সেবার বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক
** খাবারের দোকান সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত খোলা (online/ take away)
** শপিংমল ও গণপরিবহন বন্ধ থাকবে

আগামী (সোমবার ২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কঠোর লকডাউন পালন করা হবে বলে ...
25/06/2021

আগামী (সোমবার ২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কঠোর লকডাউন পালন করা হবে বলে জানা গেছে। এসময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজেই শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাইরে কেউ বের হলেই কঠিন শাস্তির মুখে পড়তে হবে তাকে। তবে গণমাধ্যম এর আওতামুক্ত থাকবে। এবিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে জানা যায়।

25/06/2021

আশ্রয়হীন এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর যুগান্তকারী প্রয়াস, পৃথিবীর ইতিহাসে বিরল, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

23/06/2021

গাংনীর কাথুলী ইউপি চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান রানার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ জুন ২০২১ সকাল ৬:০০ ঘটিকা হতে ০৮ জুলাই  ২০২১ সকাল ৬:০০ ঘটিকা প...
22/06/2021

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৪ জুন ২০২১ সকাল ৬:০০ ঘটিকা হতে ০৮ জুলাই ২০২১ সকাল ৬:০০ ঘটিকা পর্যন্ত মোট ১৪ দিন মেহেরপুর জেলার সার্বিক কার্যাবলি/চলাচলে নিম্নরূপ বিধি-নিষেধ আরোপ করা হলো:

17/06/2021

শাইখ আব্দুর রহমান আস সুদাইস, ইসলামিক কালচারাল সেন্টার লন্ডনে খুতবার সময়।

14/06/2021

আমারও ছিল সব একদিন আজ আমার নেই কিছু নেই,মধুর কন্ঠে হৃদয়স্পর্শী গজল।

জরুরী বিজ্ঞপ্তি
14/06/2021

জরুরী বিজ্ঞপ্তি

13/06/2021

৭ ই নভেম্বর এই মহান মানুষটিকে ও হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযোদ্ধাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন যে মানুষটি,তিনি হচ্ছেন ২ নং সেক্টর কমান্ডার মেজর জেঃ খালেদ মোশারেফ। এই সুর্যসন্তানকে সহ অগনীত মুক্তিযোদ্ধা সৈনিককে ৭ ই নবেম্বর হত্যা করা হয়। ৭ ই নবেম্বর নিহত সকল বীর সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা রইলো।

অভিনন্দন নবনিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ৷
10/06/2021

অভিনন্দন নবনিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ৷

08/06/2021

কিভাবে আমরা আল্লাহর উপর ভরসা করব, মিজানুর রহমান আজহারী।

08/06/2021

Address

Garabaria
Meherpara
7100

Telephone

+8801872122133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily meherpur news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily meherpur news:

Videos

Share