09/12/2024
যেই মানুষটা আপনার সাথে খুব তরল, খুব হাসিখুশি। সে অন্য সবার সাথেও যে এমন, তা কিন্তু না।
এই যে তরলতা, এইটাকে আমরা গ্রান্টেড ধরে নেই।
বিশ্বাস করেন আপনি যেটা এত সহজেই পাচ্ছেন, এইটা অন্য কেউ পাওয়ার জন্য যে কোন কিছু করতে রাজী।
কত রকম এফোর্ট দেয় মানুষ এইটুকু তরলতার জন্য। কত ভাবে ইমপ্রেস করার চেষ্টা করে।
কিন্তু মানুষটার প্রায়োরিটি শুধুই আপনি। শুডন্ট ইউ ফিল প্রাউড?
কিন্তু কখনও আমরা এভাবে ভেবে দেখি না। ভাবি, পেয়েই তো গেছি। ভাবি, মূল্যায়ন আবার কী জিনিস?