The Muslim Teacher

The Muslim Teacher Our page"The Muslim Teacher" covers various topics related to Islamic events history.

আমেরিকান তরুণী মেগান বি রাইস বলেন আমি ফিলিস্তিনি জনগণের বিশ্বাস সম্পর্কে জানতে চেয়েছিলাম, এটি কীভাবে এত শক্তিশালী..... ...
21/11/2023

আমেরিকান তরুণী মেগান বি রাইস বলেন আমি ফিলিস্তিনি জনগণের বিশ্বাস সম্পর্কে জানতে চেয়েছিলাম, এটি কীভাবে এত শক্তিশালী.....

(বিস্তারিত কমেন্ট)

13/03/2023
শবে বরাতের গুরুত্ব ও ফজিলত।শবে বরাত কী?দুইটি শব্দ। একটি আরবি (লাইলাতুল বারাআত) অন্যটি ফার্সি (শবে বরাত)। আরবিতে ‘লাইলাতু...
07/03/2023

শবে বরাতের গুরুত্ব ও ফজিলত।

শবে বরাত কী?
দুইটি শব্দ। একটি আরবি (লাইলাতুল বারাআত) অন্যটি ফার্সি (শবে বরাত)। আরবিতে ‘লাইলাতুল বারাআত’ শব্দ দুটির অর্থ হলো- মুক্তির রাত। আর ফার্সিতে ‘শবে বরাত’ শব্দ দুটির অর্থ দাড়ায়- ‘ভাগ্য রজনী’। কিন্তু হাদিসের পরিভাষায় এ রাতটি ব্যবহৃত হয়- ‘লাইলাতান নিসফে মিন শাবান’ বা মধ্য শাবানের রাত।

যে সব মাসে আল্লাহতায়ালা বান্দার জন্য বিশেষ বরকত রেখেছেন তার মধ্যে অন্যতম হলো- পবিত্র শাবান মাস। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন।
উম্মত জননী হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (সা.) রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ রোজা রাখতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে অন্য কোনো মাসে এতো বেশি রোজা রাখতে দেখিনি। -সহিহ বোখারি ও মুসলিম
অন্য হাদিসে এসেছে, হজরত উসামা ইবনে জায়েদ (রা.) বর্ণনা করেন, আমি একদিন হজরত রাসূলুল্লাহ (সা.)-এর খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ! আমি আপনাকে শাবান মাস ব্যতীত অন্যকোনো মাসে এতো অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি। হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, এটা ওই মাস যে মাস সম্পর্কে অধিকাংশ লোকই গাফেল থাকে। এটা রজব ও রমজান মাসের মধ্যবর্তী মাস। এটা এমন মাস, যে মাসে মানুষের আমলসমূহ আল্লাহতায়ালার দরবারে পেশ করা হয়। আমার আকাঙ্ক্ষা যে, আমার আমল আল্লাহতায়ালার দরবারে এ অবস্থায় পেশ হোক যে, আমি রোজাদার। -নাসায়ি ও শোয়াবুল ঈমান।
শাবান মাসের ফজিলত সম্পর্কে বিভিন্ন সহিহ হাদিসের কিতাবে অসংখ্য বর্ণনা রয়েছে। যার দ্বারা এ মাসের ফজিলত ও গুরুত্ব প্রমাণিত হয়। সুতরাং এ মাসে রোজা রাখা প্রমাণিত বিষয়।
এবার আসি শবে বরাত প্রসঙ্গে। মুমিন মাত্রই এ বিশেষ রাতের নামের সঙ্গে পরিচিত। তবে হাদিস শরিফে এ রাতকে ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ তথা ‘শাবানের পনেরতম রজনী’ নামে অভিহিত করা হয়েছে। শবে বরাত শব্দটি ফারসি। শব শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ নাজাত, মুক্তি রক্ষা ইত্যাদি।
এ রাতে যেহেতু গোনাহগারের গোনাহ মাফ হয় এবং অসংখ্য অপরাধীর অপরাধ ক্ষমা করা হয়, সেহেতু এ রাত মুসলমানদের মাঝে ‘শবে বরাত’ নামে প্রসিদ্ধ হয়েছে। তাছাড়া পরবর্তীতে অধিকাংশ মুফাসসির যেমন, ইমাম ফখরুদ্দিন রাজি (রহ.) তার তাফসিরে কাবিরে, ইমাম তাবারি (রহ.) তার তাফসিরে তাবারিতে, আল্লামা জামাখশারি (রহ.) তার তাফসিরে কাশশাফে, আল্লামা আলুসি (রহ.) তার তাফসিরে রুহুল মায়ানিতে, ইবনু কাসির তার তাফসিরে ইবনে কাসিরে, শায়খ ইসমাইল হাক্কি (রহ.) তার তাফসিরে রুহুল বয়ানে, ইমাম কুরতুবি তার তাফসিরে কুরতুবিতে, হজরত আশরাফ আলী থানভি (রহ.) তার তাফসির বায়ানুল কোরআনে, মুফতি শফি (রহ.) তার তাফসিরে মাআরেফুল কোরআনে উক্ত আয়াতের ব্যাখ্যায় শবে বরাতের আলোচনা করেছেন।
পবিত্র শবে বরাত সম্পর্কে কোরআনে কারিমে সরাসরি নির্দেশনা না থাকলেও হাদিস শরিফে সুস্পষ্টভাবে এর গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে। এ সব বর্ণনার মধ্যে কিছু বর্ণনা সম্পর্কে পৃথিবীর সব মুহাদ্দিস সহিহ বলে ঘোষণা দিয়েছেন। কিছু বর্ণনা হাসান, কিছু দুর্বল বলেছেন। একথা সত্য যে কোনো বিষয়কে প্রমাণের জন্য একটি সহিহ হাদিসই যথেষ্ট।

হজরত আলা ইবনুল হারিছ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে, আমার ধারণা হল তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তাঁর বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ করে বললেন, হে আয়েশা! অথবা বলেছেন, ও হুমায়রা! তোমার কি এই আশংকা হয়েছে যে, আল্লাহর রাসুল তোমার হক নষ্ট করবেন?
আমি উত্তরে বললাম, না, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনার দীর্ঘ সেজদা থেকে আমার আশংকা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবিজি জিজ্ঞাসা করলেন, তুমি কি জান এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন-
هذه ليلة النصف من شعبان، إن الله عز وجل يطلع على عباده في ليلة النصف من شعبان، فيغفر للمستغفرين ويرحم المسترحمين ويؤخر أهل الحقد كما هم.
‘এটা হল অর্ধ-শাবানের রাত। (শাবানের চৌদ্দ তারিখের দিবাগত রাত।) আল্লাহ তাআলা অর্ধ-শাবানের রাতে তাঁর বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।’ (শুআবুল ঈমান, বায়হাকি ৩/৩৮২-৩৮৩)

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, যখন শাবানের মধ্য দিবস আসবে, তখন তোমরা রাতে নফল ইবাদত করবে ও দিনে রোজা পালন করবে। (ইবনে মাজাহ)
৫.নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাত ইবাদত–বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। কেননা, এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, ‘কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি ক্ষমা করব; কোনো রিজিক প্রার্থী আছ কি? আমি রিজিক দেব; আছ কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব।’ এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। (ইবনে মাজাহ ১৩৮৪।

02/03/2023

মহানবী হযরত মুহাম্মদ (সা.) অত্যন্ত আধ্যাত্মিক ও নিবেদিতপ্রাণভাবে রমজান মাস অতিবাহিত করতেন। তিনি তার ইবাদত বাড়াতেন, বেশি করে কুরআন তেলাওয়াত করতেন এবং স্বেচ্ছায় নামাজ আদায় করতেন। তিনি এই মাসে আরও উদার এবং দান-খয়রাত করতেন,দরিদ্রদের খাওয়াতেনএবং অভাবীদের সাহায্য করতেন।

নবী (সাঃ) সুন্নাহ অনুসরণ করে খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙতেন এবং অন্যদেরকেও তা করতে উৎসাহিত করতেন। তিনি মানুষকে সেহরির সময় হালকা খাবার, প্রাক-ভোরের খাবার এবং অতিরিক্ত ও অপচয় এড়াতে পরামর্শ দেন।

মহানবী রমজানের শেষ দশ রাত নির্জনে কাটাতেন, ইবাদত-বন্দেগিতে নিজেকে উৎসর্গ করতেন। তিনি অন্যদেরও একই কাজ করতে উৎসাহিত করতেন,বিশেষ করে লায়লাতুল কদরের রাতে, যা বছরের সবচেয়ে পবিত্র রাত হিসেবে বিবেচিত হয়।

সংক্ষেপে, নবী মুহাম্মদ (সা.) রমজানকে অত্যন্ত মনোযোগী ও নিবেদিতভাবে কাটাতেন, আল্লাহর প্রতি তাঁর ইবাদত ও ভক্তি বাড়াতে চেষ্টা করতেন, পাশাপাশি অন্যদের প্রতি আরও উদার ও দানশীল হতেন।

The Prophet Muhammad (peace be upon him) used to spend Ramadan in a very spiritual and dedicated way. He would increase his worship, recite the Quran more frequently, and offer voluntary prayers. He would also strive to be more generous and charitable during this month, feeding the poor and helping those in need.

The Prophet would break his fast with dates and water, following the Sunnah, and would encourage others to do the same. He also advised people to have a light meal during suhoor, the pre-dawn meal, and to avoid excess and waste.

The Prophet would spend the last ten nights of Ramadan in seclusion, dedicating himself to worship and supplication. He would also encourage others to do the same, especially during the night of Laylatul Qadr, which is considered the holiest night of the year.

In summary, the Prophet Muhammad (peace be upon him) used to spend Ramadan in a very focused and dedicated manner, striving to increase his worship and devotion to Allah, while also being more generous and charitable towards others.




(replace "2023" with the current year)















.

23/02/2023

ওমর (রাঃ) ও উমায়ের (রাঃ) এর ঘটনা ।

 #ইসলামিকপোস্ট আপনার অন্তরটা যদি শূন্য হয়ে যায় আফসোস করবেন না, আল্লাহ্ হয়তো আপনার শূন্য অন্তরটাকে তাঁর ভালোবাসা দিয়ে পরি...
18/02/2023

#ইসলামিকপোস্ট
আপনার অন্তরটা যদি শূন্য হয়ে যায় আফসোস করবেন না, আল্লাহ্ হয়তো আপনার শূন্য অন্তরটাকে তাঁর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়ার জন্য খালি করে দিয়েছেন।

আপনার হৃদয়টা যদি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় দুঃখ পাবেন না। দুনিয়াতে ভাঙ্গা কোন জিনিসের মূল্য না থাকলে আল্লাহর কাছে ভাঙ্গা হৃদয়ের মূল্য অনেক বেশি।

আপনার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে যার উপর আপনি খুব নির্ভর করতেন! যার প্রতি আপনার ভালোবাসা, মুগ্ধতা হয়তো এমন জায়গায় দখল করেছে যে ভালোবাসা আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। তাই আল্লাহ্ আপনাকে তাঁর দিকে ফিরিয়ে আনতে,তাঁর প্রতি ভালোবাসা সৃষ্টি করতেই সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরিয়ে দিয়েছেন।
কষ্ট পাবেন না। আল্লাহ্ তার চাইতে ও উত্তম কাউকে এনে দেওয়ার জন্যই আপনার জীবন থেকে তাকে সরিয়ে দিয়েছেন।

মনে রাখবেন, আল্লাহ কখনোই আমাদের থেকে কোন জিনিস কেড়ে নেন না।যতক্ষন না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম জিনিস ফায়সালা করেন।

তাই সবর করুন, ধৈর্য ধরুন।
আল্লাহ বলেছেন-

ان الله مع الصبرين

"নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"

12/02/2023

আজরাইল (আঃ) এর জান কীভাবে কবজ করা হবে??

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন।  তিনি ইসলামী রা...
07/02/2023

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন। তিনি ইসলামী রাষ্ট্রের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং চারজন "সঠিক নির্দেশিত খলিফাদের" একজন হিসাবে বিবেচিত হন যারা তাঁর মৃত্যুর পরে নবীর স্থলাভিষিক্ত হন। একজন খলিফা হিসেবে, উমর (রা.) তার শক্তিশালী নেতৃত্ব এবং ইসলামী সাম্রাজ্যের প্রাথমিক সম্প্রসারণে তার ভূমিকার জন্য পরিচিত। তিনি অনেক প্রশাসনিক ও আইনি সংস্কারও বাস্তবায়ন করেছিলেন যা ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে সাহায্য করেছিল। ব্যক্তিগত ধর্মপরায়ণতা, প্রজ্ঞা এবং ন্যায়বিচারের জন্য তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত।

উমর (রা.)-এর হৃদয়ে সর্বপ্রথম ইমানের বীজ সেই মুহূর্তটিকে বোঝায় যখন নবী মুহাম্মদ (সা.)-এর একজন সহচর এবং প্রাথমিক ইসল.....

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন।  তিনি ইসলামী রা...
07/02/2023

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন। তিনি ইসলামী রাষ্ট্রের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং চারজন "সঠিক নির্দেশিত খলিফাদের" একজন হিসাবে বিবেচিত হন যারা তাঁর মৃত্যুর পরে নবীর স্থলাভিষিক্ত হন। একজন খলিফা হিসেবে, উমর (রা.) তার শক্তিশালী নেতৃত্ব এবং ইসলামী সাম্রাজ্যের প্রাথমিক সম্প্রসারণে তার ভূমিকার জন্য পরিচিত। তিনি অনেক প্রশাসনিক ও আইনি সংস্কারও বাস্তবায়ন করেছিলেন যা ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে সাহায্য করেছিল। ব্যক্তিগত ধর্মপরায়ণতা, প্রজ্ঞা এবং ন্যায়বিচারের জন্য তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত।

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন। তিনি ইসলা.....

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন।  তিনি ইসলামী রা...
07/02/2023

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন। তিনি ইসলামী রাষ্ট্রের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং চারজন "সঠিক নির্দেশিত খলিফাদের" একজন হিসাবে বিবেচিত হন যারা তাঁর মৃত্যুর পরে নবীর স্থলাভিষিক্ত হন। একজন খলিফা হিসেবে, উমর (রা.) তার শক্তিশালী নেতৃত্ব এবং ইসলামী সাম্রাজ্যের প্রাথমিক সম্প্রসারণে তার ভূমিকার জন্য পরিচিত। তিনি অনেক প্রশাসনিক ও আইনি সংস্কারও বাস্তবায়ন করেছিলেন যা ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে সাহায্য করেছিল। ব্যক্তিগত ধর্মপরায়ণতা, প্রজ্ঞা এবং ন্যায়বিচারের জন্য তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত।

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন। তিনি ইসলা.....

https://youtu.be/6XUN3UWfUrUউমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম...
07/02/2023

https://youtu.be/6XUN3UWfUrU

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন। তিনি ইসলামী রাষ্ট্রের প্রাথমিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং চারজন "সঠিক নির্দেশিত খলিফাদের" একজন হিসাবে বিবেচিত হন যারা তাঁর মৃত্যুর পরে নবীর স্থলাভিষিক্ত হন। একজন খলিফা হিসেবে, উমর (রা.) তার শক্তিশালী নেতৃত্ব এবং ইসলামী সাম্রাজ্যের প্রাথমিক সম্প্রসারণে তার ভূমিকার জন্য পরিচিত। তিনি অনেক প্রশাসনিক ও আইনি সংস্কারও বাস্তবায়ন করেছিলেন যা ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপনে সাহায্য করেছিল। ব্যক্তিগত ধর্মপরায়ণতা, প্রজ্ঞা এবং ন্যায়বিচারের জন্য তিনি ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত।

উমর ইবনুল খাত্তাব (রাঃ) ছিলেন নবী মুহাম্মদ (সাঃ) এর একজন সাহাবী এবং ইসলামে ধর্মান্তরিত প্রথম দিকের একজন। তিনি ইসলা.....

27/01/2023

ওমর (রাঃ) যে কারণে ইসলামের প্রতি আকৃষ্ট হলেন

#প্রাথমিক #প্রসার #বিশিষ্ট #নেতা #ইসলাম #ধর্মান্তর #ইতিহাস #সাহাবী #হযরত #মুহাম্মদ #ধর্মের #অন্তরে #ঐতিহ্য #বিশ্বাস #ইসলামী #শিক্ষা #ইসলামের #ইতিহাসে #ইসলামে #উমর

27/01/2023

#বিশ্বাস #উমর #তাৎপর্য #সাহাবী #ইতিহাসে

26/01/2023

নবীজি (সাঃ)কে হত্যার উদ্দেশ্যে ওমর (রাঃ) এর রওয়ানা।

#ইসলামেরআলো #উমর #তাৎপর্য #সাহাবী #ধর্মান্তর #বিশ্বাস

24/01/2023

উমর (রা.)-এর হৃদয়ে সর্বপ্রথম ইমানের বীজ সেই মুহূর্তটিকে বোঝায় যখন নবী মুহাম্মদ (সা.)-এর একজন সহচর এবং প্রাথমিক ইসলামের একজন বিশিষ্ট নেতা উমর (রা.) বিশ্বাসে দীক্ষিত হন। ইসলামী ঐতিহ্য অনুসারে, উমর (রা.) প্রাথমিকভাবে ইসলাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর প্রচণ্ড বিরোধী ছিলেন, কিন্তু তার বোন এবং চাচাতো ভাইয়ের কাছ থেকে ইসলামের শিক্ষা শুনে তিনি ধর্মান্তরিত হয়েছিলেন এবং বিশ্বাসের অন্যতম প্রবল সমর্থক হয়েছিলেন। . . এই ঘটনাটি ইসলামী ইতিহাসে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় কারণ উমর (রা.) ইসলামের প্রাথমিক বিকাশ ও প্রসারে প্রধান ভূমিকা পালন করেছিলেন।

#উমর #ইসলামে #ধর্মান্তর #ইসলামের #প্রাথমিক #ইতিহাস #সাহাবী #হযরত #মুহাম্মদ #ইসলাম #ধর্মের #বিশিষ্ট #নেতা #ইসলামী #ঐতিহ্য #অন্তরে #বিশ্বাস #ইসলামী #শিক্ষা #ইসলামের #প্রসার #ইসলামের #ইতিহাসে #তাৎপর্য #ইসলামে #উমর #ভূমিকা #উমর #উমর #ইসলামে

Address

Maulvi Bazar
MOULVIBAZAR

Alerts

Be the first to know and let us send you an email when The Muslim Teacher posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Muslim Teacher:

Videos

Share



You may also like