Radio Pollikontho FM 99.2 , Moulvibazar

Radio Pollikontho  FM 99.2   , Moulvibazar Shamsernager Road, MatarKapon,
Moulvibazar

Phone : 0861-63760
e-mail : [email protected]

রেডিও পল্লীকন্ঠ এফএম ৯৯.২ মৌলভীবাজার।

মৌলভীবাজারের স্থানীয় জনগোষ্ঠীর কল্যানের জন্য নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান রেডিও পল্লীকন্ঠের অগ্রযাত্রা শুরু হয় ২০১১ সালের ২৫ শে অক্টোবর থেকে। তথ্য ও জ্ঞান প্রাপ্তিতে শহর আর গ্রামের মধ্যে দূরত্ব কমাতে, স্থানীয় জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিতকরণ, মানবাধিকার ও জেন্ডার সমতা বাস্তবায়ন এবং কথা বলার স্বাধীনতা দানে একটি গণমাধ্যম হিসেবে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ

্যমে রেডিও পল্লীকন্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও নারীর প্রতি সহিংসতা রোধ, সু-শাসন প্রতিষ্ঠা, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতাবৃদ্ধি এবং সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রেডিও পল্লীকন্ঠ কাজ করে চলেছে। রেডিও পল্লীকন্ঠ অংশগ্রহণ মূলক প্রক্রিয়াকে উৎসাহিত করে। তাই রেডিও পল্লীকন্ঠের অনুষ্ঠান তৈরি, পরিকল্পনা, ব্যবস্থাপনা সহ বিভিন্ন পযার্য়ে স্থানীয় জনগোষ্ঠীর সকল স্তরের লোকজনের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে।

প্রচার সময়ঃ সকাল ৯টা থেকে রাত ৯টা ।

অনুষ্ঠান তৈরির ভাষাঃ আঞ্চলিক ও প্রমিত বাংলা ।

শ্রোতা সংখ্যাঃ আনুমানিক ১০ (দশ) লক্ষ ।

শ্রোতা ক্লাব তথ্যঃ ১২ টি শিশু ক্লাব, ০৬ টি যুব ক্লাব, ২৪ টি যুব ও বয়স্ক ক্লাব, ৭২৭টি নারী শ্রোতা ক্লাব সহ সবর্মোট শ্রোতা ক্লাব ৭৬৯টি এবং এর সবর্মোট সদস্য সংখ্যা ৮০০১ জন ।

মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিতপলি রানী দেবনাথ:ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়...
17/04/2024

মৌলভীবাজারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পলি রানী দেবনাথ:
ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, ১৭ এপ্রিল মুজিবনগর দিবস বাঙ্গালি জাতির জীবনের এক অবিস্মরণীয়, গৌরব গাঁথা ঐতিহাসিক দিন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব ও অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরী।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সারোয়ার আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক পান্না দত্ত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আবদুল হক, জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরি, পৌরসভা মেয়র ফজলুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষিকা, প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

17/04/2024

নাটক: দিন বদলের ডাক | পপুলার থিয়েটার | Radio Pollikontho FM 99.2

16/04/2024

দিন শেষে যে আমাদের এত গল্প জমা হয়
বলতে না পারার কষ্ট কেমন করে সহ্য হয় ?
মধ্যরাতের বাউন্ডুলে

16/04/2024

পল্লীতারকার রেজিস্ট্রেশন চলছে ......🎙🎙

15/04/2024

পিয়ারী পিরিত করিস না | Piyari Pirit Koris Na | Episode-02 | Radio Pollikontho FM 99.2

বলে না ছিলেম গো পিয়ারী,
পিয়ারী পিরিতি করিস না।
কতো না বুঝায়ে ছিলেম শুনেও তো শুনলি না
এখন নয়নের জল হল সম্ভল, সার হলো ভাবনারে পিয়ারী।
বনে থাকে ভেনু রাখে শ্যাম কালিয়া সোনা,
অবলা রামনের মরম রাখালে জানেনা রে পিয়ারী
বলে না ছিলেম গো পিয়ারী, পিয়ারী পিরিতি করিস না।

14/04/2024

বাংলা নববর্ষ ১৪৩১ কে বরন করে নিতে মৌলভীবাজারে সববয়সী মানুষের ঢল নামে এই উৎসবে

নানা আয়োজনের মাধ্যমে বাঙালি বরণ করে নিল তাদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ কে।
14/04/2024

নানা আয়োজনের মাধ্যমে বাঙালি বরণ করে নিল তাদের প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩১ কে।

14/04/2024

উৎসবে নতুন সাজে, মেতে উঠুন বর্ষবরণে
শুভ নববর্ষ-১৪৩১ বাংলা

বর্ষবরণ ১৪৩১ উপলক্ষে আজ রবিবার(১৪ই এপ্রিল)জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনাও চিত্...
14/04/2024

বর্ষবরণ ১৪৩১ উপলক্ষে আজ রবিবার(১৪ই এপ্রিল)জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনাও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন অনুষ্ঠিত।

মঙ্গলের প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত মৌলভীবাজারে সিপন দেব॥আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে, ...
14/04/2024

মঙ্গলের প্রত্যাশায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত মৌলভীবাজারে
সিপন দেব॥
আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। আজ সূর্যের নতুন আলোর সঙ্গে, এসেছে নতুন বছর ১৪৩১। সূচনা হলো নতুন আরেকটি বাংলার সনের-শুভ নববর্ষ।এসো হে বৈশাখ এসো এসো...মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা।এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি।

অতীতের ভূলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভূলে নতুন করে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ বা বাংলা নতুন বর্ষ। এ উপলক্ষ্যে আজ ১৪ই এপ্রিল রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো: জিল্লুর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, জেলা পুলিশ সুপার মনজুর রহমান (বিপিএম-পিপিএম বার) সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মো: জামাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক,প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে প্রতিকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে।তাছাড়া শোভাযাত্রায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পরে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে বর্ষবরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় এবং জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে বর্ষবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মো: জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল হক, জেলা পুলিশ সুপার মনজুর রহমান (বিপিএম-পিপিএম বার)অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার প্রমূখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,মো: জামাল উদ্দিন,জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এমদাদুল হক মিন্টু প্রমূখ। পরে বাংলা নববর্ষ উপলক্ষে রচনাও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করেন অতিথিরা।

শুভ নববর্ষ-১৪৩১ বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা
14/04/2024

শুভ নববর্ষ-১৪৩১ বাংলা
শুভ নববর্ষের শুভেচ্ছা

10/04/2024

ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ মোবারক।

10/04/2024

আমাদের যান্ত্রিক জীবনে আমরা নিজের সাথেই করে থাকি নানান লুকোচুরি। আমাদের চারপাশকে ভালো আর খুশি রাখতে ভুলেই যাই নিজের জীবনের খুশি। এই যে জীবনের এত এত দিন পার করছি কখনো কি নিজেকে দেওয়া হয়েছে কোন চমকপ্রদ উপহার?
কোন নির্জন নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে গিয়ে একান্ত নিজেকে বলা হয়েছে জীবন আমি তোমাকে বড্ড ভালোবাসি?
জানি কখনোই বলা হয়ে উঠেনি!
তাইতো এই ঈদের লম্বা ছুটিতে নিজেকে নিয়ে বা পরিবার প্রিয়জনের সাথে না বলা জীবনের একান্ত সময় কাটাতে ঘুরেই আসতে পারেন
নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের মাধবপুর লেকে ❤️🥰

৩ দিনব্যাপী অনুষ্ঠানমালায় রেডিও পল্লীকন্ঠের সাথেই থাকুন 🎙🥰❤
10/04/2024

৩ দিনব্যাপী অনুষ্ঠানমালায় রেডিও পল্লীকন্ঠের সাথেই থাকুন 🎙🥰❤

পল্লীতারকা রেজিস্ট্রেশন শুরু ১৫ এপ্রিল, ২০২৪ থেকে তারকা হওয়ার এই সুযোগে কেন পিছিয়ে থাকবেন! রেজিস্ট্রেশন করতে চলে আসুন রে...
09/04/2024

পল্লীতারকা
রেজিস্ট্রেশন শুরু ১৫ এপ্রিল, ২০২৪ থেকে
তারকা হওয়ার এই সুযোগে কেন পিছিয়ে থাকবেন!
রেজিস্ট্রেশন করতে চলে আসুন রেডিও পল্লীকণ্ঠে অথবা এস এম এস করুন পেইজের ইনবক্স বা ০১৭৮০২০১৩১৩ এই নম্বরে ।
#পল্লীতারকা



ঈদ উপলক্ষে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ফটো কিল্ক করে প্রতিবেদন পড়ে আসুন প্রতিবেদক: সিপন দেব
09/04/2024

ঈদ উপলক্ষে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা ফটো কিল্ক করে প্রতিবেদন পড়ে আসুন
প্রতিবেদক: সিপন দেব

09/04/2024

সিলেটি বিরইন চাল বিরান || আমরার উন্দাল || পিংকি || পর্ব -০৪ || Radio Pollikontho FM 99.2

08/04/2024

ঈদ বাজার | Poli Rani Debnath | Radio Pollikontho FM 99.2

পহেলা বৈশাখ ও মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত কলি রানী দেবনাথ:মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে...
08/04/2024

পহেলা বৈশাখ ও মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত

কলি রানী দেবনাথ:
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আজ (৮ এপ্রিল) সোমবার পহেলা বৈশাখ ১৪৪৬ উদযাপন এবং ১৭ই এপ্রিল মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম চৌধুরী প্রমুখ।

মৌলভীবাজার পৌর ঈদগাহে ৩ টি জামাত অনুষ্ঠিত হবে হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৪ এর তিনটি জা...
08/04/2024

মৌলভীবাজার পৌর ঈদগাহে ৩ টি জামাত অনুষ্ঠিত হবে

হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ:) পৌর ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৪ এর তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৬.৩০ মিনিটে অনুষ্ঠিত হইবে। প্রথম জামাতে ইমামতি করবেন মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম, ইমাম, জেলা জামে মসজিদ, মৌলভীবাজার। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা হাম্মাদ বিল্লাহ, ইমাম, দর্জির মহল জামে মসজিদ, মৌলভীবাজার ।

দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মুহিবুর রহমান, খতিব, পশ্চিমবাজার জামে মসজিদ, মৌলভীবাজার। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মোঃ মকবুল হোসাইন খান, খতিব ও পেশ ইমাম, উত্তর কলিমাবাদ জামে মসজিদ, মৌলভীবাজার ।

তৃতীয় জামাত সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা মুফতি হিফজুর রহমান ফুয়াদ,খতিব,পূর্ব ধরকাপন জামে মসজিদ, মৌলভীবাজার। সানী ইমাম হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা মুজাম্মেল হক মাহিরী, ইমাম, শান্তিবাগ জামে মসজিদ, মৌলভীবাজার ।

ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ মৌলভীবাজারেপলি রানী দেবনাথ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ...
08/04/2024

ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ মৌলভীবাজারে

পলি রানী দেবনাথ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উদ্যাপন উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়। মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, গরিব-দুঃখী মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, তারাও যেন সবার সঙ্গে উৎসবের সম-অংশীদার হতে পারে, পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করেছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার।

পৌরসভা মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান।

১০ কেজি করে ৪ হাজার ৬ শত ২১ জনের মধ্যে চাল বিতরণ করা হয়।

05/04/2024

এই যে জীবন নিয়ে এত হতাশ আমরা, কর্ম ব্যস্ত জীবনে আষ্টেপৃষ্ঠে জমে থাকা কাজের চাপে মাঝে মাঝে মনে হয় সবকিছু থেকে ছুটি পেলেই বাঁচি।
কিন্তু হাজারো কর্ম ব্যস্ততার মাঝেও যে জীবনকে উপহার দেওয়া যায় সীমাহীন আনন্দ, তার প্রমাণ পেলাম এই চা শ্রমিক আপার কাছে।
যাদের কাছে জীবনের জন্য জমে থাকা অভিযোগের থেকে জীবনকে কিঞ্চিৎ সুখ উপহার দেওয়াটাই মূখ্য।
তাইতো কাজের ফাঁকে গলায় বাঁধেন সুখের আরতি❤️❤️

চল গৌরি লি যাব তোকে মোর গায় ❤️❤️

04/04/2024

নাটক: ব্যাটাগিরি | পপুলার থিয়েটার | Radio Pollikontho FM 99.2

আস্থা  প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মৌলভীবাজারেবে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে ও আ...
03/04/2024

আস্থা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে

বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে ও আস্থা প্রকল্পের আওতায় আজ বুধবার (৩ এপ্রিল) জেলা গার্লস গাইড এসোসিয়েশন হলরুমে মৌলভীবাজার সদর উপজেলার যুব ফোরাম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক সিপন দেব এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন, যুবদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে যুব উন্নয়ন অধিদপ্তর সব সময় পাশে থাকবে।যুবরা এগিয়ে গেলে আমাদের দেশ এগিয়ে যাবে এজন্য যুবদের দক্ষ ও স্মার্ট জনশক্তিতে পরিনিত হতে হবে তার জন্য বিভিন্ন প্রশিক্ষণ গ্রহন করতে হবে ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্ম এর উপদেষ্টা ও প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আকমল হোসেন নিপু,নাগরিক প্লাটফর্ম এর সদস্য ও রেডিও পল্লি কন্ঠ এর সিনিয়র স্টেশন ম্যনেজার মো: মেহেদি হাসান প্রমূখ।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর, রূপান্তর এর জনাব হাসান তারেক। নাগরিক অধিকার ও গনতন্ত্র চর্চা নিয়ে আলোচনা করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর উপদেষ্টা ও প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার আকমল হোসেন নিপু ওহুইসেল ব্লোয়ার নিয়ে আলোচনা করেন নাগরিক প্লাটফর্ম এর সদস্য ও রেডিও পল্লি কন্ঠ এর সিনিয়র স্টেশন ম্যনেজার মো: মেহেদি হাসান মেহেদী হাসান ।
সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন যুব উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় যুব সদস্যরা নিজ নিজ ইউনিয়নে উঠোন বৈঠক করার অভিজ্ঞতা আলোচনা ওসাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সমাজ গঠন ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করার জন আগামী তিন মাসের পরিকল্পনা করেন ।

03/04/2024

Tumi Shudhu Lila Bojho | তুমি শুধু লীলা বোঝ | Tithi Roy | Radio Pollikontho FM 99.2

02/04/2024

মধ্যরাতের বাউন্ডুলে 🎧

02/04/2024

Proshesta PSA Inclusive Education

১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত মৌলভীবাজারেপলি রানী দেবনাথ:“সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধি...
02/04/2024

১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত মৌলভীবাজারে

পলি রানী দেবনাথ:
“সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪ পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ মঙ্গলবার (০২ এপ্রিল) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, অটিজম সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। যেসব সমস্যার কারণে শিশুর অটিজমসহ অন্যান্য রোগের সৃষ্টি হতে পারে, সেইসব কারণ সম্পর্কে সচেতন হতে হবে। সেইসাথে পরিবার সমাজ এবং রাষ্ট্রের সর্বস্তরে অটিজম আক্রান্ত শিশুদের প্রতি সমবেদনা ও ভালোবাসা সৃষ্টি করতে হবে। তাদের সুস্থ করে তোলার মাধ্যমে দেশের সম্পদে পরিনত করতে হবে। যাতে তারাও সুস্থ হয়ে তাদের উপযোগী বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিতে পারে। তাহলেই একজন অটিস্টিক শিশু বা ব্যক্তি এই সুন্দর পৃথিবীতে তার বেঁচে থাকার উপলক্ষ্য পাবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মৌলভীবাজার এর সহকারি পরিচালক মো: মোশাররফ হোসেন, মেডিক্যাল অফিসার ডা: মো: রবিউস সানি, ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পরিচালক ডি ডি রায় বাবলু, আব্দুর রউফ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: হাবিবুর রহমান।

উল্লেখ্য, অটিজমে আক্রান্ত শিশু ও বয়স্কদের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তার প্রয়োজনীয়তাকে তুলে ধরতে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০৭ সালের ২ এপ্রিল 'বিশ্ব অটিজম সচেতনতা দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহনের পর থেকে প্রতিবছর দিবসটি পালন করা হচ্ছে।

একসময় অটিজম ছিল একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু। এটি নিয়ে সমাজে নেতিবাচক ধারণা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। সায়মা ওয়াজেদ ২০০৭ সালে এ বিষয়ে দেশে কাজ শুরু করেন। তিনি এই অবহেলিত জনস্বাস্থ্য ইস্যুতে তার বিরাট অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছেন।

Address

Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radio Pollikontho FM 99.2 , Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio Pollikontho FM 99.2 , Moulvibazar:

Videos

Share

Category

Our Story

রেডিও পল্লীকণ্ঠ এফএম ৯৯.২ মৌলভীবাজার। মৌলভীবাজারের স্থানীয় জনগোষ্ঠীর কল্যানের জন্য নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান রেডিও পল্লীকণ্ঠের অগ্রযাত্রা শুরু হয় ২০১১ সালের ২৫ শে অক্টোবর থেকে। তথ্য ও জ্ঞান প্রাপ্তিতে শহর আর গ্রামের মধ্যে দূরত্ব কমাতে, স্থানীয় জনগোষ্ঠীর তথ্য অধিকার নিশ্চিতকরণ, মানবাধিকার ও জেন্ডার সমতা বাস্তবায়ন এবং কথা বলার স্বাধীনতা দানে একটি গণমাধ্যম হিসেবে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে রেডিও পল্লীকন্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও নারীর প্রতি সহিংসতা রোধ, সু-শাসন প্রতিষ্ঠা, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতাবৃদ্ধি এবং সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রেডিও পল্লীকণ্ঠ কাজ করে চলেছে। রেডিও পল্লীকণ্ঠ অংশগ্রহণ মূলক প্রক্রিয়াকে উৎসাহিত করে। তাই রেডিও পল্লীকণ্ঠর অনুষ্ঠান তৈরি, পরিকল্পনা, ব্যবস্থাপনা সহ বিভিন্ন পযার্য়ে স্থানীয় জনগোষ্ঠীর সকল স্তরের লোকজনের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। প্রচার সময়ঃ সকাল ৯টা থেকে রাত ৯টা । অনুষ্ঠান তৈরির ভাষাঃ আঞ্চলিক ও প্রমিত বাংলা । শ্রোতা সংখ্যাঃ আনুমানিক ৫ (পাঁচ) লক্ষ । শ্রোতা ক্লাব তথ্যঃ ১২ টি শিশু ক্লাব, ০৬ টি যুব ক্লাব, ২৪ টি যুব ও বয়স্ক ক্লাব, ৭২৭টি নারী শ্রোতা ক্লাব সহ সবর্মোট শ্রোতা ক্লাব ৭৬৯টি এবং এর সবর্মোট সদস্য সংখ্যা ৮০০১ জন ।


Other Radio Stations in Maulvi Bazar

Show All