Current Media Online

Current Media Online বিনোদন, লাইফস্টাইল, ইসলামী, খেলাধূলা স

19/12/2023

ব্রেকিং নিউজ

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মৌলভীবাজার ৩ আসনের আওয়ামী লীগ সমর্থিত ডামি প্রার্থী এম এ রহিম এর মনোনয়ন বাতিল করেছে হাই কোর্ট।

ওনার দ্বি নাগরিকত্বের বিষয়টি বেমালুম চেপে যাওয়াটাই ওনার মনোনয়ন বাতিল এর প্রধান কারণ।

07/12/2023

মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় নতুন ওসি ...

১. গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল-কে মৌলভীবাজার সদর মডেল থানায়,
২. রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়-কে শ্রীমঙ্গল,
৩. শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন-কে কানাইঘাট,
৪. কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তিকে বড়লেখা,
৫. কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ-কে কুলাউড়া,
৬. আর কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক-কে রাজনগর,
৭. মোগলাবাজার থানার ওসি এস এম মাঈনুদ্দিন-কে জুড়ী থানায় বদলির আদেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বিগত নির্বাচন সমূহের তুলনায় এবার মৌলভীবাজার ৩ আসনে সবচেয়ে  বেশিই গণসংযোগ হচ্ছে নৌকা মার্কায় বলতে পারেন অনেকটা ইউনিয়ন নির...
05/12/2023

বিগত নির্বাচন সমূহের তুলনায়
এবার মৌলভীবাজার ৩ আসনে সবচেয়ে বেশিই গণসংযোগ হচ্ছে নৌকা মার্কায়
বলতে পারেন অনেকটা ইউনিয়ন নির্বাচনের মতোই গণমানুষের দুয়ারে ঘুরছেন প্রার্থী আলহাজ্ব জিল্লুর রহমান।

বিএনপি নির্বাচন বয়কট করায় নির্বাচন পিপাসু রাজনগরের অনেক বিএনপির কর্মীদের মনে বইছে আনন্দের ঢেউ, সেই ঢেউ এর কারণ একটাই ঘরের ছেলে জিল্লুর রহমান এমপি হতে চলেছে!

04/12/2023

ব্রেকিং নিউজ
মৌলভীবাজার ৩ আসনের আওয়ামী লীগ সমর্থিত ডামি প্রার্থী এম এ রহিম এর মনোনয়ন বাতিল হওয়ার আশঙ্কা!!!!

ওনার সমর্থনকারীদের মধ্যে একাধিক ব্যক্তির পরিচয় মৃত ও ভূয়া বলে জানিয়েছে জেলা প্রশাসক।

রাজনগরের প্রথম সারির সাংবাদিক আক্তার হোসেন সাগর জুন মাস থেকেই নিরপেক্ষ ও গণমানুষের কথা বলে ও লিখে আসছিলেন তার অনলাইন পত্...
30/09/2023

রাজনগরের প্রথম সারির সাংবাদিক আক্তার হোসেন সাগর জুন মাস থেকেই নিরপেক্ষ ও গণমানুষের কথা বলে ও লিখে আসছিলেন তার অনলাইন পত্রিকা ও ফেসবুকে।
গত ২৯ জুলাই পল্লী বিদ্যুৎ এর অতিমাত্রায় লোডশেডিং এর ব্যাপারে তার একটি ক্ষুব্ধ পোস্ট ফেসবুকে বেশ আলোচিত হয়।
চোখে পরে রাজনগরের পল্লী বিদ্যুৎ ডিজিএম দানবের ও
এতে ডিজিএম সাহেব আক্তার হোসেন সাগরকে পারসোনালি তার পরিচালিত গ্রীড পরিদর্শন করান এবং তার বিরুদ্ধে করা ফেসবুক পোস্ট আক্তার হোসেন সাগর এর আইডি থেকে ডিলিট করান। এবং তার বিপরীতে এক আপ্যায়নে পাল্টে যায় হলুদ সাংবাদিক আক্তার হোসেন সাগর এর সুর।

এরপর আর কোন অভিযোগ ও অনিয়মের খবর কিংবা পোস্ট করেন নি সাংবাদিক আক্তার হোসেন সাগর
উল্টো দানব ডিজিএম এর প্রসংশায় তিনি পঞ্চমুখ।

রাজনগর বাসী জানতে চায় সাগর কত টাকা ঘুষ খেয়েছে!!!

25/09/2023
মানুষ পারা বিষয় নিয়ে মাথা ঘামায় না।কিন্তু না পারা বিষয় নিয়ে  নিজেকে পন্ডিত  জাহির করতে চায়।কিন্তু কোরআন বলে যে জানে আর...
21/08/2023

মানুষ পারা বিষয় নিয়ে মাথা ঘামায় না।
কিন্তু না পারা বিষয় নিয়ে নিজেকে পন্ডিত জাহির করতে চায়।
কিন্তু কোরআন বলে যে জানে আর যে জানে না উভয়ে সমান নয়।

18/08/2023

পবিত্র কাবাঘর নিয়েও মিথ্যাচার 😡
ভিডিও টি দেখুন, সাঈদী সাহেবকে দেখেন কি না?

16/08/2023

রিয়ালিটিতে আসেন। সাইদী জাস্ট একজন জনপ্রিয় বক্তা ও একটি দলের সিনিয়র নেতা। না তিনি কোন উঁচু মাপের আলেম বা আধ্যাত্মিক জগতে বিচরণকারী কেউ। তার যথেষ্ট বিতর্কিত ও বর্বরোচিত কর্মকাণ্ড আছে।

অথচ ধর্মীয় লেবাস গায়ে দেওয়াতে আপনারা তাকে এত এত ভালোবাসেন। তার শরীর একটা বার ছুঁয়ে দেখার জন্য পাগলপারা হয়ে আছেন, তাকে পাওয়া মাত্র কবরে রাখার পরও লাশ ও কবরে চুমাচুমি শুরু করে দিয়েছেন। জানি এই আবেগ ও উৎকণ্ঠার মুহূর্তে আপনার না আছে হুশ, না আছে হীতাহিত জ্ঞান। আপনি এককথায় তখন মজনু। সাইদীর মজনু। আপনার বিপরীত পক্ষের লোকেরা ঠিক এই পাগলামিকে "লাশ পূজারী" ট্যাগ দিয়ে আপনাকে নিয়ে তামাশাই মেতেছে। কারণ এতদিন আপনারা এভাবে তাদের নিয়েও তামাশা করতেন।

সামান্য সুকণ্ঠী বক্তার জন্য পাগলপারা হয়ে যদি এতকিছু করতে পারেন, তবে এবার চিন্তা করুন যারা সারা বাংলার মানুষদের মাঝে ইসলাম প্রচার করেছিলেন, যাদের আদব- আখলাক ও আমল ছিল সর্বোচ্চ সুন্দর পর্যায়ের, যাদের সোহবত ঈমানকে দৃঢ় করে, আল্লাহর কথা স্মরিয়ে দেয়, যাঁদের ব্যাপারে আল্লাহ ভয় না থাকার ঘোষণা দিয়েছেন সেই হক্কানি আল্লাহর অলি, পীর, মাশায়েখ এর জন্য সাধারণ মানুষ পাগলামি করলে তখন আপনাদের জ্বলে অথচ সাইদীর জন্য আমজনতার পাগলামিরে "আহ কুরআনের পাখির জন্য জনতার ভালোবাসা" শিরোনামে প্রচার করে কী চমৎকার হিপোক্রেসির জন্ম দিচ্ছেন।

নিজেদের বেলায় ভালোবাসা আর অন্যদের বেলায় পূজা এসব ভণ্ডামি আর কতো।

মাজারে যা হয় এবং সাইদীর লাশের সাথে যা করেছে ভক্তরা তার কোনোটাই আমি সমর্থন করি না। মোহাব্বত অন্ধ জিনিস, মোহাব্বত মানুষকে বেপরোয়া ও বেগানা বানিয়ে দেয়, তাই মোহাব্বতের চেয়ে বেশি জরুরী আদব।

আর এই সাইদী না মোহাব্বতের শিক্ষা দিয়েছে না আদবের। সে নিজেই পীর-আউলিয়া, এমনকি নবীজীর শানে বেয়াদবি করেছে। সমস্যা হলো প্যান্ট শার্ট পড়ে নবীজীর শানে বেয়াদবি করলে আপনার ফুলেফেঁপে ওঠেন কিন্তু পাঞ্জাবি টুপি লাগিয়ে করলে তখন আপনারা তাদের ভালোবাসেন।

যাহোক আদব ও মোহাব্বতের সমন্বয় আপনাকে পরিপূর্ণ করে তুলবে। শুধু মোহাব্বত গোমরাহ করবে।

✍️-------রাশেদুল বারী

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব নাকি মারা গেছেন??
14/08/2023

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী
সাহেব নাকি মারা গেছেন??

২৬ আগষ্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর জনসভা সফল করার লক্ষে মৌলভীবাজার জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার মতব...
12/08/2023

২৬ আগষ্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর জনসভা সফল করার লক্ষে মৌলভীবাজার জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ব্রেকিং নিউজ টেংরা টু তারাপাশা সিএনজি সমিতি রাজনগর মৌলভীবাজার ১০০৭স্মারকের একটি বিবৃতিতে  টেংরা টু তারাপাশা সড়কে সিএনজি ...
11/07/2023

ব্রেকিং নিউজ

টেংরা টু তারাপাশা সিএনজি সমিতি রাজনগর মৌলভীবাজার
১০০৭স্মারকের একটি বিবৃতিতে
টেংরা টু তারাপাশা সড়কে সিএনজি ভাড়া ৫ টাকা বাড়িয়ে ২৫ টাকা ঘোষণা করা হয়েছে।

গতকাল ১০/০৭/২০২৩ ইং তারিখে টেংরা টু তারাপাশা সিএনজি সমিতির সভা সিদ্ধান্তে
টেংরা টু তারাপাশা সড়কের ভাঙ্গা, কর্দমাক্ত, বেহাল দূরাবস্থায় গাড়ির ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। মাস শেষে একজন সিএনজি চালক গুনতে হয় বাড়তি টাকা সিএনজি মেরামত ও সার্ভিস এর জন্য।
তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৫ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

সাধারণ যাত্রীদের ভাড়া এখন ২৫ /= টাকা
শিক্ষার্থীদের ভাড়া সাবেক ২০/= টাকা

11/06/2023

টেংরা টু তারাপাশা রাস্তার মেরামতের দাবীতে মানববন্ধন।
স্থানঃ তারাপাশা বাজার চৌমুহনা।

03/06/2023

🔴 Live
মেদিনিমহল ফাইনাল খেলা থেকে সরাসরি
মেলাঘর বনাম মুন্সিবাজার।

03/06/2023

মেদিনী মহল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান থেকে
লাইভে আছি আমরা রিয়াজ & সাকিব

আগামীকাল ফাইনাল খেলাটি দেখতে চোখ রাখুন এই পেইজে।
02/06/2023

আগামীকাল ফাইনাল খেলাটি দেখতে চোখ রাখুন এই পেইজে।

24/04/2023

Eid mubarak

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Current Media Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Current Media Online:

Videos

Share

Category

watc please our channel

I Tv Islamic Online Tv Channel From Sylhet

powerd By $h@kiB......

[email protected]