সাধারণ জ্ঞান General Knowledge & MCQ

সাধারণ জ্ঞান General Knowledge & MCQ সমাধান জ্ঞান বিষয়

25/12/2024

ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار

উচ্চারণ : আল্লাহুম্মানফা-নি বিমা আল্লামতানি, ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা, ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নারি।

অর্থ : হে আল্লাহ! আমাকে তুমি যা শিখিয়েছ, তা দিয়ে আমাকে উপকৃত করো, আমার জন্য যা উপকারী হবে, তা আমাকে শিখিয়ে দাও এবং আমার ইলম (জ্ঞান) বাড়িয়ে দাও। এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি।

30/11/2024


ধর্ম এক বিশাল হাতিয়ার
এই অন্ধ জাতির জন্য

26/11/2024

ইমাম সাহেবের বেতন ৫ হাজার টাকা ঠিক মতন না দিয়ে, ৫০/৬০ হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ মাহফিল করার মানে হলো- 'মাকে ভাত না দিয়ে শাশুড়িকে হজ্ব করানো

24/10/2024

হটাৎ দেখবেন আপনার এলাকার লুঙ্গি পরা কিছু লোক প্যান্ট পরতে শুরু করেছে।এরকম হলে বুঝে নিবেন তিনি বর্তমানে নেতা।🙂

16/10/2024

কবরস্থানে কত যুবক যুবতী শুয়ে আছে যারা এক সময় ভাবতো বৃদ্ধ বয়সে তোওবা করবে

16/10/2024

বয়স বাড়লেই আমরা বড় হই না,
আঘাত বাড়ালে বড় হই ।

15/10/2024

রাজনীতিক স্থিতিশীলতা ও অর্থনীতির মধ্যে পূর্নাঙ্গ সমন্বয় না হওয়া পর্যন্ত, অর্থনীতি স্থিতিশীল হবে না,এবং দ্রব্য মূল্যও নিম্নগামী হবে না।

10/10/2024

অ'পূর্ণতা একটি ভুল -ভাবনা!
কিছু অ'পূরনীয় হলেই, ভেবে বসো এটা
অ'পূর্ণতা!

ক্যানো ভুলে যাও 'তুমি' বরাবরই শূন্য,
প্রত্যেকই মূলত - নিজের জন্য-একা.

08/10/2024

তিন ধরনের লোক বেশি পেরেশানিতে থাকে
১.সাহায্যকারী
২.দায়িত্বশীল
৩.যার অন্তর পরিচ্ছন্ন।
-হযরত আলী (রা:)

07/10/2024

লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয়,
আর টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয়,

11/09/2024

"মুরুব্বি, মুরুব্বি উঁহুঁ উঁহুঁ"
এই বাক্যে 'মুরুব্বি' কোন ভাষার শব্দ?

নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে ৫০০০০/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি...
01/07/2024

নায়ক মিঠুন চক্রবর্তী মুম্বাইয়ের একটি ব্যাংকে গিয়ে ম্যানেজারের কাছে ৫০০০০/- টাকা Loan চাইলেন। ব্যাংক ম্যানেজার গ্যারান্টি চাইল। বাঙ্গালি বাবু ব্যাংকের সামনে দাঁড়িয়ে থাকা নিজের BMW গাড়িটি দেখিয়ে বললেন, ওটি গ্যারান্টি রাখতে পারেন। Bank manager গাড়ীর কাগজপত্র দেখে বাঙ্গালি বাবুকে 50,000/ টাকা Loan দিতে রাজি হলেন। বাঙ্গালি বাবু ৫০,০০০ টাকা নিয়ে চলে গেলেন। এক কোটি টাকার গাড়ী মাত্র ৫০০০০ টাকায় বন্ধক রেখে যাওয়াতে ব্যাংকের কর্মচারীরা বাঙ্গালির বোকামিতে নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলেন।

দুই মাস বাদে, বাঙ্গালি বাবু ব্যাংকে এসে নিজের গাড়ী ফেরত চাইলেন এবং ৫০,০০০ মূল আর ১২৫০ টাকা সুদ দিয়ে গাড়ী ছাড়িয়ে নিলেন।

ম্যানেজার থাকতে না পেরে জিজ্ঞেস করলেন,
"Sir, কোটিপতি হয়েও মাত্র ৫০,০০০ টাকার জন্য নিজের BMW গাড়ী কেন বন্ধক রাখতে হলো একটু বলবেন? বাঙ্গালি বাবু, দেখুন- আমার দুই মাসের জন্য আমেরিকা যাওয়ার দরকার ছিল। কলকাতা থেকে মুম্বাই এসে গাড়ি parking করা নিয়ে সমস্যায় পড়েছিলাম। Parking ওয়ালারা দুই মাসের জন্য ২০,০০০ টাকা চাইছিল। আপনার এখানে মাত্র ১,২৫০ টাকায় আমার কাজ হয়ে গেল। গাড়ি টাও secured থাকল। তাছাড়া আপনি ৫০,০০০ টাকাও দিলেন খরচ করার জন্য। ধন্যবাদ।
ম্যানেজার বেহূঁশ 😬😵।

🚘 এটাই বাঙ্গালির বুদ্ধি !!!

28/06/2024

এই তথ্য প্রযুক্তির যুগে এসে
যদি আপনি শিরক ও বিদা'আত না বুঝেন
তাহলে আপনি চরমভাবে ব্যর্থ।
আপনার যত বড় ডিগ্রি থাকুক,
তা পাঁচ পয়সারও মুল্য রাখে না।

14/06/2024

কেউ নিখুঁত নয়
অথচ
সবাই সবার খুঁত ধরতে ব‍্যস্ত, কি অদ্ভুত আমরা!

13/05/2024

যে বাড়িতে মহিলা নেতৃত্ব দেয়,
সেই বাড়িতে কেয়ামতের আগে শান্তি আসার
কোন সম্ভাবনা নেই...

19/04/2024

শ্রীমঙ্গলকে যদি চায়ের
রাজধানী বলা হয়,
তাইলে মৌলভীবাজারকে কি
রাজধানী বলা হয়?

Address

Maulvi Bazar

Telephone

+8801711236822

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাধারণ জ্ঞান General Knowledge & MCQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাধারণ জ্ঞান General Knowledge & MCQ:

Share