VOB বাংলা

VOB বাংলা ভয়েস অফ বাংলাদেশ, Voice Of Bangladesh
বাংলাদেশ এর একটি নিরপেক্ষ গণমাধ্যম

VOB বাংলা Voice Of Bangladesh
সত্য ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সর্ব সাম্প্রতিক খবর জানতে আমাদের সাথে থাকুন।

সিলেট সিটি নির্বাচনআচরণবিধি ভেঙে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্য হাবিবসিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সং...
07/05/2023

সিলেট সিটি নির্বাচন
আচরণবিধি ভেঙে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্য হাবিব

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান (হাবিব) সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত দুই দিন কর্মিসভাসহ প্রচারণায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এর আগে ২ মে সিলেটে ‘ব্যক্তিগত সফরে’ এসে বাগেরহাট-২ (সদর) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের (তন্ময়) নগরের আম্বরখানা-ইলেকট্রিক সাপ্লাই সড়কে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে প্রচারণায় অংশ নেন। তবে তিনি কোনো বক্তব্য দেননি।

পাঁচ সিটির নির্বাচনকতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে ইসিপাঁচ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবার আগে...
06/05/2023

পাঁচ সিটির নির্বাচন
কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে ইসি

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবার আগেভাগেই তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রশ্ন হলো, তাদের এই তৎপরতা শেষ পর্যন্ত কতটুকু কার্যকর হবে? ভোটের মাঠে ইসি নিজেদের নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত অটুট রাখতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে। কারণ, বর্তমান ইসির অধীন গত এক বছরে জাতীয় সংসদের বিভিন্ন আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকারব্যবস্থার যেসব নির্বাচন হয়েছে, সেগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই প্রশ্ন রয়েছে। এ ছাড়া গত এক দশকে নির্বাচন নিয়েই মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে।

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউ...
06/05/2023

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে।


শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকার রেললাইনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুলাউড়া রেলওয়ের স্টেশনমাস্টার মো. রুমান আহমদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লংলা স্টেশন ছাড়ার পর নর্তন এলাকায় পৌঁছলে একটি সিএনজি অটোরিকশা রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, ট্রেনটি দেখে সিএনজি অটোরিকশায় থাকা চালক ও যাত্রীরা লাফ দিলে তারা প্রাণে রক্ষা পান। তবে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনজিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

হাওরে ব্লাস্ট রোগে মারত্মক ক্ষতি, আবাদের ৭০-৮০ শতাংশ ধানে চিটাএবারের বোরো মৌসুমে কৃষকদের কপাল পুড়েছে। খরা ও ব্লাস্ট রোগে...
06/05/2023

হাওরে ব্লাস্ট রোগে মারত্মক ক্ষতি, আবাদের ৭০-৮০ শতাংশ ধানে চিটা

এবারের বোরো মৌসুমে কৃষকদের কপাল পুড়েছে। খরা ও ব্লাস্ট রোগের কবলে পড়ে বোরো ধান উৎপাদনে মারাত্মক ক্ষতি হয়েছে।

দেশের বৃহত্তম হাওর হাকালুকি, কাউয়াদীঘি ও হাইল হাওরসহ মৌলভীবাজার জেলার ছোট বড় হাওরগুলোতে বোরো মৌসুমের ব্রি ২৮ ও ২৯ জাতের ধানের উপর ব্লাস্ট রোগ অনাকাঙ্খিত আঘাত হানে। এতে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষকদের কাংঙ্খিত ২৮ ও ২৯ ধান।

বিভিন্ন এলাকার কৃষক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী চিটায় জেলা জুড়ে আবাদকৃত ব্রি ২৮ ও ২৯ জাতের ধানের প্রায় ৭০ শতাংশ জমির ধান নষ্ট হয়েছে। তবে, কৃষি বিভাগ জানিয়েছে, ৬০ হাজার ৫৭ হেক্টর বোরো জমির মধ্যে পুরো জেলায় ১শ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

সরেজমিনে গিয়ে জমিতে ফেলে আসা ধান ও কৃষকদের সাথে আলাপচারিতায় কৃষি বিভাগের সাথে তেমন কোন মিল খুজে পাওয়া যায়নি। কৃষকরা জানিয়েছেন, প্রত্যেক এলকায় প্রায় ৭০ শতাংশ জমির ধান নষ্ট হয়েছে এবার।

কাউয়াদীঘি হাওর ঘুরে দেখা যায়, ব্রি ২৮ ও ২৯ জাত ধানের অধিকাংশ জমির ফসল নষ্ট হওয়াতে কৃষকেরা ধান না কেটে বাড়িতে চলে গেছেন। মঙ্গলবার দিন ব্যাপী মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার অন্তর্ভুক্ত কাউয়াদীঘি হাওরে গেলে কান্নাবিজড়িত কন্ঠে এমনটা জানান হাওর পাড়ের কৃষকেরা। তাদের অভিযোগ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের তদারকির অভাবে তারা এমন ক্ষতির মুখে পড়েছেন।

কাউয়াদীঘি হাওরের উত্তর অংশের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহাপুর গ্রাম এলাকায় গেলে, আলাপচারিতা হয় কৃষক আফিজ মিয়া’ VOB বাংলা কে জনান, তিনি বলেন, অন্যের জমি এনে ৫ কিয়ার ব্রি ২৮ জাতের ধান রোপণ করেছিলাম। “মরকি আর খরা এসে পুরো জমির ফসল জ্বালিয়ে দিলো”। ৫ কিয়ার জমি থেকে ৪/৫মন ধান পেয়েছি।

একই গ্রামের কৃষক ইব্রাহীম মিয়া VOB বাংলা কে বলেন, ২৫ কিয়ার জমি চাষাবাদ করেন। সব মিলিয়ে ১৫ থেকে ২০ মন ধান পাবো। ভালো ফসল হলে আড়াই থেকে ৩ লাখ টাকার ধান গোলায় তুলতে পারতাম।

একই গ্রামের কাউয়াদীঘি হাওর এলাকার রেমান মিয়া বলেন, মনে বহু আশা নিয়ে বোরো চাষাবাদ করেছি। ২ কিয়ার জমি থেকে মাত্র ৩মন ধান পেয়েছি। “এখন কামলা খরচ কিভাবে দেবো ভেবে পাচ্ছি না”।

হাওর পাড়ের সুমন মিয়া,জাফর মিয়া ও সুরমান আলী বলেন, বর্গা নিয়ে ১৭ কিয়ার জমি চাষাবাদ করেছি। ৮ কিয়ার জমির ধান জ¦লে ছাঁই হয়েছে। সব মিলিয়ে ৩৪ মন ধান পেয়েছি। তারা জানান, অধিকাংশ জমিতে কাচি লাগাইনি এখনো। ধান মরে যাবার কারণে ফেলে এসেছি। তারা আরও বলেন, পুরো ফসল হলে প্রায় দেড়শো মন ধান পেতাম। তবে, হাইব্রিট জাতের ফলন কিছুটা ভালো হয়েছে।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ বুধবার বিকেলে VOB বাংলায় বলেন, জেলার হাওর অঞ্চলে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উঁচু এলাকায় ফলন ভালো হয়েছে।

তিনি বলেন, এবার হাওর অঞ্চলের ১শ হেক্টর জমি নষ্ট হয়েছে। জেলা জুড়ে ৬০ হাজার ৫৭ হেক্টর জমি আবাদ হয়েছে। এবার ফসলের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন ধান।

পাকিস্তানে স্কুলে বন্দুকধারীর গুলিতে ৮ শিক্ষক নিহতপাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় পৃথক গুলির ঘটনায়...
04/05/2023

পাকিস্তানে স্কুলে বন্দুকধারীর গুলিতে ৮ শিক্ষক নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় পৃথক গুলির ঘটনায় অন্তত ৮ জন শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলার সদর হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক কায়সার আব্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির সংবাদমাধ্যম ডনকে কুররাম জেলা পুলিশের কর্মকর্তা মুহাম্মদ ইমরান বলেছেন, প্রথম গুলি চালানোর ঘটনাটি কুররাম জেলার শালোজান সড়কে এবং দ্বিতীয়টি তেরি মেঙ্গল স্কুল এলাকায় ঘটেছে। ওই এলাকা থেকে ডন ডটকমের একজন প্রতিনিধি বলেছেন, প্রথম ও দ্বিতীয় গুলির ঘটনাস্থলের দূরত্ব শালোজান সড়ক থেকে ছয় কিলোমিটার।
কুররাম জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কায়সার আব্বাস গুলিতে মোট ৮ জন মারা গেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, একটি স্কুলে গুলির ঘটনায় ৭ জন ‘শিক্ষক’ নিহত হয়েছেন।

এই বিষয়ে দেশটির পুলিশ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি বলছে, কুররাম জেলার তেহসিল উচ্চ বিদ্যালয়ের স্টাফরুমে শিক্ষকদের ওপর গুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। দেশটিতে চলমান মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব পালনের জন্য ওই ভবনে অবস্থান করছিলেন আক্রান্ত শিক্ষকরা। এই ঘটনায় কর্তৃপক্ষ এলাকার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে।
বন্দুকধারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে খাইবার পাখতুনখোয়া পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গুলির এই ঘটনার পর চলমান মাধ্যমিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

একই এলাকায় অন্য একটি ঘটনায় চলন্ত গাড়িতে একজনকে শিক্ষককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এ নিয়ে ওই এলাকায় এক দিনে মোট ৮ শিক্ষক নিহত হয়েছেন।

জিও টিভি বলছে, গাড়ির ভেতরে গুলিতে নিহত শিক্ষকের নাম মোহাম্মদ শরীফ। তিনিও তেহসিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। শালোজান সড়কে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি।

এদিকে, গুলিতে শিক্ষক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। একই সঙ্গে হত্যার ঘটনায় যারা জড়িত তাদেরকে শিক্ষার শত্রু হিসেবে আখ্যা দিয়ে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

লিটার প্রতি ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দামবৃহস্পতিবার (৪ মে) সকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ দর বৃদ্ধ...
04/05/2023

লিটার প্রতি ৯ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

বৃহস্পতিবার (৪ মে) সকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ দর বৃদ্ধির তথ্য জানানো হয়।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে এক বৈঠকে আলোচনা করে ভোজ্য তেলের এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে বোতলজাত ১ লিটার সয়াবিনের আনুষ্ঠানিক দাম ১৯০ টাকা। এর আগে গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনাক্রমে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হলো। এই মূল্য অবিলম্বে কার্যকর করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়ে বিক্রি হবে প্রতি লিটার ১৭৬ টাকা। বোতলজাত ১ লিটার ১৯৯ টাকা এবং বোতলজাত ৫ লিটার ৯৬০ টাকা। সেই সঙ্গে পাম সুপার তেলের দাম হবে খোলা প্রতি লিটার ১৩৫ টাকা।

ভোজ্য তেলের এ দর অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

Address

Moulvibazar
Maulvi Bazar
3223

Telephone

+8801772361272

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOB বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VOB বাংলা:

Share



You may also like