Sylhet 360 TV

Sylhet 360 TV আমরা ঝড়া ফুল কুড়ে বেড়াই
(3)

24/11/2023

ভন্ডদের ফাদে পা দিবেন না ⁉️সিলেট হযরত শাহ জালাল (র)এর দরগাহ দেখুন কি আছে ⁉️
শায়েখ তালুকদার | সিলেট ৩৬০টিভি | Sylhet 360Tv


24/11/2023

🌿কবরের বাঁশ পঁচার আগে তোমার দেহ পঁচে যাবে সুতারাং
কিসের এতো অহংকার 🌿
আল্লাহ সবাই কে মাফ করুন!
🤲আমিন🤲

23/11/2023

ধৈর্যশীলদের প্রতিদান
দেওয়া হবে হিসাব ছাড়া
[সূরা যুমার আয়াত ১০]
আলহামদুলিল্লাহ্

23/11/2023

যারা নবি(সা)কে মুহব্বত করলো তারা আল্লাহ কে মুহব্বত করলো ⁉️
মাওলানা আব্দুল আহাদ জিহাদি, সিলেট

21/11/2023

রাসুল(সা) এর বয়স কত ছিল ⁉️ আলোচক: মাওলানা আব্দুল আহাদ জিহাদি

21/11/2023

পবিত্র কাবা শরিফে একদিন আমিও চুমু দিব।
ইনশাআল্লাহ

আদর্শ ব্যক্তি ও সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে---মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খানবাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র প্রচার ও প্র...
19/11/2023

আদর্শ ব্যক্তি ও সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে
---মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খান বলেন, বর্তমান সময়ে সমাজে নানা ধরনের ফিতনা পরিলক্ষিত হচ্ছে। ভালো মানুষের সাহচর্য থেকে দূরে থাকার কারণে ছাত্র ও যুব সমাজের অনেকে ভুল পথে পা পাড়াচ্ছে। এমনি মুহূর্তে নতুন প্রজন্মকে ইসলামের প্রকৃত আকীদা ও আদর্শের উপর আগলে রাখা, ভালো মানুষদের সান্নিধ্যে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। আমাদের নিজেদেরকে যেমন ভালো মানুষ হতে হবে তেমনি আদর্শ ব্যক্তি ও সমাজ গঠনে আমাদের কাজ করতে হবে।

১৭ অক্টোবর'২৩, শুক্রবার, বাদ মাগরিব, নগরীর শিববাড়িস্থ জৈনপুর মজিদিয়া হাফিজিয়া মাদরাসা মিলানায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৩০নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত মরহুম আলহাজ্ব গোলাম আম্বিয়া (তুলা মিয়া) সাহেব ও মরহুম আলহাজ্ব গোলাম কিবরিয়া (হীরা মিয়া) সাহেব এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে দু'আ মাহফিল ও ২০২৩-২৪ সেশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু।

শাখা সভাপতি এজাজুল আম্বিয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ড কাউন্সিলর জনাব রাকিব খাঁন, সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম সিদ্দিকী, ২নং বরইকান্দি ইউনিয়ন আল ইসলাহ'র সভাপতি মো. আব্দুল খালিক, জৈনপুর মজিদিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিয খলিলুর রহমান, জৈনপুর আহলে সুন্নাত জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুশ শহীদ, সংগঠনের সিলেট মহানগরীর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল ও সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো আবুল বাশার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বরইকান্দি ইউনিয়ন আল ইসলাহ'র সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. হিরু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মো. নাছিম মিয়া ও সংগঠনের সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর ৩০নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক জাকির আহমদ, সহ-প্রচার সম্পাদক আবির আহমদ, অর্থ সম্পাদক সানোয়ার রশিদ শুভ প্রমুখ।

মাহফিলে মরহুম গোলাম আম্বিয়া (তুলা মিয়া) ও মরহুম গোলাম কিবরিয়া (হীরা মিয়া) সাহেবের স্মৃতিচারণ করে তাদের মাগফিরাত কামনাসহ এলাকাবাসী ও সকল মুর্দেগানের মাগফিরাত কামনায় দুআ-মুনাজাত করা হয়।

19/11/2023

ভাইরাল সুস্বাদু দই চিরা | টেংরা বাজার | রাজনগর | মৌলভীবাজার|

#দইচিরা
#ভাইরাল

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভারি বর্ষনে সিলেটের মৌলভীবাজারে ঘরের মাটির দেয়াল চাপা পরে তিন সন্তান সহ এক নারী...
18/11/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ভারি বর্ষনে সিলেটের মৌলভীবাজারে ঘরের মাটির দেয়াল চাপা পরে তিন সন্তান সহ এক নারী মৃত্যু বরণ করেছেন।
আল্লাহ তাদের জান্নাত বাসী করুন আমিন।😓

আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করুন।🤍

14/11/2023

এমন দোয়া কলিজা ঠান্ডা করে দেয় | মাওলানা হাবিবুর রহমান হাসানী সাহেব, আরবী প্রভাষক, ভুকশিমইল মুনসুর মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা কুলাউড়া সিলেট।

#ভাইরাল

আদব শিক্ষার এক অনুপম দৃষ্টান্ত ফুলতলী সিলসিলাঐতিহাসিক এই ছবির মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে যা একজন মানুষকে একজন প্রকৃত আল...
14/11/2023

আদব শিক্ষার এক অনুপম দৃষ্টান্ত ফুলতলী সিলসিলা

ঐতিহাসিক এই ছবির মধ্যে এমন কিছু শিক্ষা রয়েছে যা একজন মানুষকে একজন প্রকৃত আল্লাহর বান্দা এবং নবী করিম সা এর খাঁটি উম্মত হিসাবে অধিষ্ঠিত করতে পারবে।

এক :-

এক স্টেইজে সাইয়েদ আহমদ শহিদ রায়বেরলভি রাহঃ এর সুযোগ্য উত্তরসুরি, শামসুল উলামা, হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ) এবং হযরত মোহাদ্দিস ছাহেব হুজুর (হাফি)।
সাধারণত চেয়ারের সাথে চেয়ার মিলিয়ে এক লাইনে বসার কথা কিন্তু এখানে ব্যতিক্রম।

হযরত আল্লামা মোহাদ্দিস ছাহেব হুজুর (হাফি) মুরশিদের সর্বোচ্চ আদব দেখিয়ে নিজের চেয়ার দুই হাত পিছিয়ে নিয়ে বসলেন।

দুই:-

হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী মা: জি: তিনি তাঁর ওয়ালিদ মুহতারাম ও মুরশিদ কে সম্মান প্রদর্শন পূর্বক মঞ্চের নিচে দাঁড়িয়ে মাইকে কথা বলছেন।

আল্লাহর হুকুম এবং প্রিয় নবী মুহাম্মদ সা: এর নির্দেশনা অনুযায়ী আদব শিক্ষার এক অনুপম দৃষ্টান্ত রয়েছে এই ছবির মধ্যে।

14/11/2023

হযরত মুহাম্মাদ(সা) এর উম্মত হিসেবে শুকরিয়া আদায় করে ❝আলহামদুলিল্লাহ ❞ বলা যায় না?

13/11/2023

আলোচক :হযরত মাওলানা মুফতী হাবিবুর রহমান হাসানী সাহেব, আরবি প্রভাষক, ভুকশিমইল দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসা।

13/11/2023

শান্তির ধর্ম কোনটি মনে করেন?

12/11/2023

রাসুলুল্লাহ(সা) এর জীবন কাহিনী ⁉️ আলোচক: মাওলানা হাবিবুর রহমান হাসানী সাহেব, কুলাউড়া, সিলেট


12/11/2023

আপনি কোন নবীর উম্মত?

11/11/2023

সিলেটি হাসির ওয়াজ | মাওলানা আব্দুল আহাদ জিহাদি | ওলি বলতে কিছুই নেই ‼️ তার প্রতি উত্তর দিতে হাসলেন।

11/11/2023

-হাজারো টেনশনের মাঝে 'আল্লাহ ভরসা' শব্দটা যেন মরুভূমির মাঝে এক গ্লাস পানির সন্ধান.!'🖤

আলহামদুলিল্লাহ 😊🖤

10/11/2023

❝ সূর্য ডুবে গেলে পৃথিবী অন্ধকার ❞
❝ আর মা হারিয়ে গেলে দুনিয়া অন্ধকার
❞ যাদের মা বেঁচে আছে তারাই বলি
Alhamdulillah 💝

10/11/2023

আন্তর্জাতিক ক্বারীদের কন্ঠে তেলাওয়াত শুনুন | সুরা আর-রাহমান | ক্বারী মারুফ আহমদ কেরাত পরিচালক সবুজকুড়ি সিলেট

10/11/2023

অসুস্থ সকল মানুষদেরকে আল্লাহ সুস্থ করে দিন।
আমিন
জুম্মা মোবারক

তুমি ছোটকে স্নেহ করোবড়কে করো সম্মানতুমি এতিমেরে দয়া করোঅসহায়ে করো এহসানরবের খুশির তরে নিজেকে দাও বিলিয়েতুমি আমাদের অনুপ্...
10/11/2023

তুমি ছোটকে স্নেহ করো
বড়কে করো সম্মান
তুমি এতিমেরে দয়া করো
অসহায়ে করো এহসান
রবের খুশির তরে নিজেকে দাও বিলিয়ে
তুমি আমাদের অনুপ্রেরণা...
বড় ছাহেব বড় ছাহেব বড় ছাহেব ওগো মুর্শিদুনা...

09/11/2023

সিলেটি মজার ওয়াজ | মাওলানা আব্দুল আহাদ জিহাদি | জীবন পরিবর্তন হওয়া ওয়াজ

09/11/2023

কোনো একদিন আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ (সা) বলবো 🥀
ইনশা আল্লাহ

"জামানার শ্রেষ্ঠ দুই বুজুর্গ,"শাহ ইয়াকুব বদরে বদরপুরী (রহ:)এর বড় ছাহেবজাদা ও খলিফা "আল্লামা মাহমুদুর রহমান বদরপুরী (রহ...
08/11/2023

"জামানার শ্রেষ্ঠ দুই বুজুর্গ,"শাহ ইয়াকুব বদরে বদরপুরী (রহ:)এর বড় ছাহেবজাদা ও খলিফা "আল্লামা মাহমুদুর রহমান বদরপুরী (রহ:)" ও "শামছুল উলামা, "আল্লামা ফুলতলী সাহেব কিবলা (রহ:)।
(ফাইল ফটো)
"আল্লাহ তায়ালা এই মহান অলিদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমিন

অধিকাংশ মানুষ যেখানে গরিব অসহায় মানুষদের সাথে দুরত্ব রাখতে চায় সেখানে তিনি তাহার প্রতিটা মুহুর্ত তাদের স্বার্থে ব্যায় কর...
08/11/2023

অধিকাংশ মানুষ যেখানে গরিব অসহায় মানুষদের সাথে দুরত্ব রাখতে চায় সেখানে তিনি তাহার প্রতিটা মুহুর্ত তাদের স্বার্থে ব্যায় করতে ব্যাস্ত!!

সর্বোত্তম মানুষ তো তারাই যারা নিঃস্বার্থভাবে ওপরের উপকারে নিজেকে বিলিয়ে দিতে পারে। আর তা রাসুলে পাক ﷺ এর অমীয় বাণী خير الناس من ينفع الناس দ্বারা সহজেই অনুধাবন করা যায়।

আল্লাহ পাক তাহার খেদমতের মধ্যে আরো মকবুলিয়ত দান করুন এবং হায়াতের মধ্যে বারাকাহ দান করুন আমিন।

আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী।

08/11/2023

ফ্রি থাকলে আলহামদুলিল্লাহ
বলুন।

07/11/2023

সিলেটি মজার ওয়াজ | প্রকৃত ওলি-আল্লাহ কারা⁉️ | মাওলানা আব্দুল আহাদ জিহাদি | ফেঞ্চুগঞ্জ সিলেট

07/11/2023

আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে শহিদি মরন দান করেন,আমিন

07/11/2023

★পৃথিবীতে প্রায় ৪০-লক্ষ মসজিদে
দৈনিক ৫-বার করে
২ কোটি বার আজান দেয়া হয়! আলহামদুলিল্লা🕌

জীবনের শেষ ঠিকানা সারে তিন হাত মাটির গড়। আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন
06/11/2023

জীবনের শেষ ঠিকানা সারে তিন হাত মাটির গড়।
আল্লাহ তায়ালা যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দান করেন, আমিন

মুজাহিদ মিল্লাত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ)১৯৭৪ ইংরেজী ডঃ কুদরতে খোদা ইসলামী শিক্ষাকে বিলুপ্তির জন্য শিক্ষা কমিশন ...
06/11/2023

মুজাহিদ মিল্লাত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ)

১৯৭৪ ইংরেজী ডঃ কুদরতে খোদা ইসলামী শিক্ষাকে বিলুপ্তির জন্য শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করে। তৎকালীন আওয়ামী সরকার তা বাস্তবায়ন করতে চাইলে, আমাদের মুরশিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ) ঘরে বসে থাকেন নি, তিনি জীবনের ঝুকি নিয়ে প্রতিবাদ সভার আহ্বান করেছিলেন, তখন বাংলাদেশের কোন আলিম প্রতিবাদ করার সাহস পান নাই।
যেহেতু তখন পাবলিক মিটিং করা নিষিদ্ধ ছিল। সেই প্রতিবাদ সভা হয়েছিল সিলেট শহরের ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে। ১৯৭৪ইংরেজীর প্রথম দিকে।

উক্ত সভায় সভাপতিত্ব করেছিলেন আমাদের মুরশিদ মুজাহিদে মিল্লাত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ)। প্রধান অথিতি ছিলেন ডঃ মুস্তাফিজুর রাহমান, যিনি পরে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হন।

তখন ডি,সি ছিল মোহাম্মাদ এরশাদুল হক। আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ) ও ডঃ মুস্তাফিজুর রাহমান সিলেটের সার্কেট অবস্থান করলে ডি,সি সেখান গিয়ে বলে, উপর থেকে নির্দেশ এসেছে আপনারা দু’জনকে গ্রেফতার করার জন্য। আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ) বলেন, করেন আমরা প্রস্তুত আছি। তখন ডিসি বলল আজকের সিলেটের মানুষের যে অবস্থা দেখেছি যদি আপনাদেরকে গ্রেফতার করা হয়, জেলখানা, আমার অফিসের ঘর ও দেয়ালের একটা ইট থাকবেনা সবগুলা সুরমা নদীতে সিলেটের মুসলমানেরা ফেলে দিবে।
বলেন না সুবহানাল্লাহ তিনিই হলেন আমাদের মুশির্দ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহঃ)।

উক্ত প্রতিবাদ সভা সম্পর্কে দু'জন দেওবন্দী আলিম যারা এই সভায় উপস্থিত ছিলেন, উনারা পরে যে উক্তি করেছিলেন তা নিম্নে দেয়া হল।
১- সিলেটের গোলাপগঞ্জ থানার ফুলবাড়ী আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক মাওলানা আব্দুর রাহমান সাহেব ছিরিপরী হুজুর নামে পরিচিত ছিলেন। তিনি ঐ প্রতিবাদ সভার অনেকদিন পরে ফুলতলী সাহেবের সাহসিকতার বর্ণনা দিতে গিয়ে সেদিনকার মাহফিলের আলোচনা করেন। তিনি বলেন, আমি সেদিন দেখেছি ফুলতলী সাহেবের সাহস, যে সময় কোন আলিম আওয়ামীলিগ সরকারের ভয়ে কথা বলার সাহস করেন নাই, তখনো ফুলতলী সাহেব ৭৪ইং রেজিষ্টারী মাঠে সিংহের মত গর্জন দিয়েছিলেন। তাঁর আওয়াজে মনে হচ্ছিল সিলেটে ভূমিকম্প শুরু হয়েছে।
আবার বলেন। সুবহানাল্লাহ

২-আরেক জন দেওবন্দী আলিম যিনি তখন দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, মাওলানা আব্দুল হান্নান, যিনি হজ্জে গেলে মিনাতে অবস্থানকালে তাবুতে আগুন লেগে গেলে নিহত হন। তিনির একছাত্র বর্ণনা করেছেন|

05/11/2023

গা-জা-য় দখলদার বাহিনীর মূল কেন্দ্র ধ্বংস। শতাধিক জাহান্নামে, সমস্ত সামরিক অ-স্ত্র পুড়ে ছাই। আলহামদুলিল্লাহ

05/11/2023

মিলাদুন্নবী (সা) বাংলাদেশে বেদাত,মালেশিয়ায় জায়েজ কেন ⁉️ মুফতী মাওলানা ওসমান গনি সালেহী সাহেব, প্রধান ফকিহ দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা। ঢাকা

05/11/2023

প্রিয় রেদ্বওয়ান ২
শায়েখ তালুকদার

তালামীযে ইসলামিয়ার ছিল একটি নিবেদিত প্রাণ
বহু প্রতিভাবান তারুণ্য শিল্পী নাম তার রেদ্বওয়ান।
টেম্পু আর সিএনজির সংঘর্ষে গেল যার প্রান
আমাদের সবার প্রিয় রেদ্বওয়ান।।

রেদ্বওয়ানের এই মর্মান্তিক মৃত্যুতে কাঁদিছে লক্ষ হৃদয়
ভালো থেকো অপারে তুমি হোক জান্নাতি পরিচয় ।

জানাজার মাঠে মানুষ করেছে হাহাকার
শুনেছে শুধু হাজারও মানুষের কান্না আর চিৎকার।

জনক তোমার কাঁদিছেন আর করছেন আর্তনাদ
নিথরে কাঁদিয়েছে মন আমার তুমি ছিলে সোনার চাঁদ |

জানাজা পরে সবাই চলে গেল
নিজ নিজ তরে নিজ নিজ ঘরে।
তালামীযে ইসলামিয়ার একঝাঁক তরুন
দাড়িয়ে রহিলো রেদ্বওয়ানের দ্বারে সেটা ছিল করুণ।।

04/11/2023

কুলাউড়া আলালপুর, বদরপুরী (রহঃ) এর ৬৫ তম ঈসালে সাওয়াব মাহফিল আগামী ২৮ জানুয়ারি ২০২৪ ইং রবিবার।

04/11/2023

র*ক্ত গর*ম করা জাগরণী সংগীত | লা*তিমার ভাং*রে তালা | সুরের প্রভাত সাংস্কৃতিক একাডেমি রাজনগর |

আমাদের প্রিয় রাহবার ❤️
04/11/2023

আমাদের প্রিয় রাহবার ❤️

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আনজুমানে আল ইসলা...
04/11/2023

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আনজুমানে আল ইসলাহ'র মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।

০৪ নভেম্বর,শনিবার,২০২৩ ঈসায়ী
কমলগঞ্জ,মৌলভীবাজার।

04/11/2023

৪৯৫ টি উপজেলার মধ্যে আপনার উপজেলার নাম কী?

Address

Maulvi Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet 360 TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet 360 TV:

Videos

Share