NoteBook

NoteBook Assalamualaikum...

Recite in the name of your Lord who created -
Surah : Al-alaq 96/1

‘যারা আল্লাহ ও তাঁর রাসুলকে কষ্ট দেয়, দুনিয়া ও আখিরাতে তাদের ওপর আল্লাহ লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ...
27/10/2024

‘যারা আল্লাহ ও তাঁর রাসুলকে কষ্ট দেয়, দুনিয়া ও আখিরাতে তাদের ওপর আল্লাহ লানত করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন এমন শাস্তি, যা লাঞ্ছিত করে ছাড়বে।’ (সুরা আহজাব: ৫৭)

25/10/2024
আমিও এভাবে বলতাম।জানতামই না এটা শিরক! জানার আছে এখনো কত বাকি!| প্রশ্নঃ বাকিটা আল্লাহর হাতে বলা যাবে কি? আমাদের মধ্যে অনে...
22/10/2024

আমিও এভাবে বলতাম।জানতামই না এটা শিরক! জানার আছে এখনো কত বাকি!

| প্রশ্নঃ বাকিটা আল্লাহর হাতে বলা যাবে কি? আমাদের মধ্যে অনেকেই কোনো একটা বিষয়ে অনিশ্চিত হলে, আমরা বলে থাকি বাকিটা আল্লাহর হাতে। এখন এই কথার মধ্যে কি শিরক মিশ্রিত আছে?

উত্তরঃজ্বি, এ কথাটি বলা যাবে না। বাকিটা আল্লাহর হাতে না, সবটাই আল্লাহর হাতে। আপনার হাতে কোনো কিছুই নাই। অনেক সময় মানুষ বলে বাকিটা আল্লাহর হাতে। এটা জায়েজ নেই।
এটা শিরক মিশ্রিত কথা। কোনোটাই আপনার হাতে নেই। অনেকে এভাবে বলে থাকে যে, আমি এটা করলাম বাকিটা আল্লাহ করবেন। বাকিটা নয়, আপনি যেটা করেছেন এটাও আল্লাহর রহমতে করেছেন।
বলতে হবে সবসময় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, তাওয়াক্কুলতু আলাল্লাহ্। যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু করেছি বাকিটুকুর জন্য আল্লাহর উপর নির্ভর করছি।
সুতরাং বাকিটা আল্লাহর হাতে এটা বলা যাবে না। এটা শিরক মিশ্রিত কথা।

✅শাইখ ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া হাফিযাহুল্লাহ

21/10/2024

পছন্দের একটা সঙ্গীত

Reality 🙂
19/10/2024

Reality 🙂

28/04/2024

সেদিন বন্ধুরা একে অন্যের শত্রু হবে, শুধু মুত্তাকীরা ছাড়া।
[৪৩:৬৭]

16/04/2024

অর্থাৎ, হে উদ্বেগশূন্য চিত্ত! তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। সুতরাং তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ কর। (ফাজরঃ ২৭-৩০)

25/03/2024

জারীর বিন আব্দুল্লাহ আল-বাজালী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি নম্র স্বভাব বঞ্চিত, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত।

রেফারেন্স :
সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৬৮৭
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ,

25/03/2024

"আমার দিনটা যদি নির্বোধের দিনের মত কাটে, রাতটা যদি অজ্ঞ ব্যক্তির রাতের মত চলে যায়, তাহলে আমি এত ইলম লিখে কী করলাম?"
— সুফইয়ান ইবনু উয়াইনা (রহ.)

সূত্র: আখলাকুল উলামা: পৃ. ৭২

Address


Alerts

Be the first to know and let us send you an email when NoteBook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NoteBook:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share