Matlab Force- মতলবের প্রতিদিনের খবর

Matlab Force- মতলবের প্রতিদিনের খবর প্রিয় শহর প্রিয় এলাকা ,বৃহত্তর মতলবের ইতিহাস ,ঐতিহ্য ,সংস্কৃতি ,খবরাখবর সবার কাছে তুলে ধরা।

শেয়ার মতলবের প্রতিদিনমতলব Buzz!!!মতলব উত্তর উপজেলা  ,  চাঁদপুর - Matlab Uttar Upazila, Chandpur.মতলব Force
20/01/2025

শেয়ার
মতলবের প্রতিদিন
মতলব Buzz!!!
মতলব উত্তর উপজেলা , চাঁদপুর - Matlab Uttar Upazila, Chandpur.
মতলব Force

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের  আয়োজনে  দিনব্যাপী  ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  এবং বিজ্ঞান মেলা ৯ম বিজ্ঞান অলিম...
20/01/2025

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়।অংশগ্রহণকারী ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্কুল পর্যায়ে বিজ্ঞান প্রকল্প উপস্থাপন প্রতিযোগীতায় নওগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৃতীয় স্থান অধিকার করে। শিক্ষার্থীদের এই অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ হতে সবাইকে জানাই অভিনন্দন ও দোয়া।।

-মো: ওমর ফারুক মৃধা
অভিভাবক প্রতিনিধি
নওগাঁও উচ্চ বিদ্যালয়।

Faruk Mridha

সুস্বাস্থ্য গঠন, মানসিক শক্তি অর্জন ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য প্রতিবছর কেএফটি কলেজিয়েট স্কুলের নবীন শিক্ষার্থীদের(আ...
20/01/2025

সুস্বাস্থ্য গঠন, মানসিক শক্তি অর্জন ও আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য প্রতিবছর কেএফটি কলেজিয়েট স্কুলের নবীন শিক্ষার্থীদের(আবশ্যক) ও অন্যান্য আগ্রহী শিক্ষার্থীদের "আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কোর্স" করানো হয়। আজ ২০ জানুয়ারি, ২০২৫ সালের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার, জনাব ফাতেমা সুলতানা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব গাউছুল আজম পাটোয়ারী।
প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ সালে সানিয়া সাঈদ এবং ২০২৪ সালে কৌশিক ঘোষ অর্ক, "বেস্ট পারফর্মার" হওয়া দুই শিক্ষার্থী অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ, উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদ্বয়কে গিফট প্রদান করেন, অতঃপর বাংলাদেশ কুংফু ফেডারেশনের পক্ষ থেকেও তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তব্যে সম্মানিত অতিথিদ্বয় কেএফটি'র শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। কেএফটি কলেজিয়েট স্কুল, বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে অতিদ্রুত জাতীয় পর্যায়ে প্রকাশ পাবে, সেই আশা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা, সামনে আরও ভালো করার অনুপ্রেরণা এবং সকলের শুভ কামনা করেন।

KFT Collegiate School

আপনার একটি শেয়ার শিশুটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিতে পারে।
17/01/2025

আপনার একটি শেয়ার শিশুটিকে তার বাবা-মার কাছে ফিরিয়ে দিতে পারে।

14/01/2025
14/01/2025

❤️

মতলব উত্তরে ধর্ষণের পর প্রবাসে পাড়ি জমিয়েছে জনি, অন্তঃসত্ত্বা কিশোরীস্টাফ রিপোর্টার :মতলব উত্তরে জোরপূর্বক ধর্ষণের পর প্...
14/01/2025

মতলব উত্তরে ধর্ষণের পর প্রবাসে পাড়ি জমিয়েছে জনি, অন্তঃসত্ত্বা কিশোরী

স্টাফ রিপোর্টার :মতলব উত্তরে জোরপূর্বক ধর্ষণের পর প্রবাসে পাড়ি জমিয়েছে জনি (২২) নামের এক যুবক। এতে ধর্ষণের শিকার ওই কিশোরী (১৫) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

এতে বিপাকে পড়েছে সে। এ বিষয়ে কিশোরী থানায় অভিযোগ দায়ের করেছে। উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ধর্ষিতা কিশোরী থানায় অভিযোগে উল্লেখ করেছে, পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে দেলোয়ার হোসেনের ছেলে জনি নির্জন পরিবেশ পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছে প্রায় পাঁচ মাস আগে। এরপর ১৫ বছর বয়সী ওই কিশোরী ভয়ে কাউকে কিছু বলেনি।

গত ৪ জানুয়ারি তার চালচলনে মা কিছুটা আন্দাজ করতে পারেন। পরে তাকে চাপ প্রয়োগ করে জিজ্ঞেস করলে ধর্ষণের ঘটনাটি খুলে বলে। এরপর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে গত ৫ জানুয়ারি তাকে ঢাকায় একটি প্রাইভেট হসপিটালে নিলে চিকিৎসকরা তাকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। এ ঘটনার পর জনির পিতা-মাতাকে জানালে তাদের ছেলে ভালো এবং তার ছেলের নামে বদনাম ছড়ালে খবর আছে বলে তারা উল্টো হুমকি দেন।

কোনো উপায়ন্তর না পেয়ে গত ৬ জানুয়ারি ওই কিশোরী বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছে। পরে ৭ জানুয়ারি এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ধর্ষিতা কিশোরীর মা বলেন, এ ঘটনার কথা মেয়েটি ভয়ে বলতে চায়নি।

পরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করলে অবশেষে সত্য বলেছে। তিনি আরও বলেন, আমরা মামলা করেছি। আইনগতভাবে যা বিচার হয়, আমরা তা মেনে নিব, তবে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এদিকে জনির পিতা দেলোয়ার হোসেন বলেন, আমরা ছেলে গত ১৩ নভেম্বর সাইপ্রাস চলে গেছে। সে এ কাজ করেনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের বিচারে যা হয় আমি মেনে নেবো।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, এ ঘটনায় জনির বাবা-মা ও বোনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: যুগান্তর।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন জুলহাস এর আমন্ত্রণে পরপর দু'বার ২০২২ ও ২০২৩ সালে স্কুলের স্টুডেন্...
08/01/2025

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন জুলহাস এর আমন্ত্রণে পরপর দু'বার ২০২২ ও ২০২৩ সালে স্কুলের স্টুডেন্ট অব দ্য ইয়ার এবং উপস্থিত ইংরেজি রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন সানিয়া সাঈদ ও তার মা এবং সানিয়ার মেন্টর, কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর মো: জাকির হোসেন কামাল ও সাবেক সঙ্গীত প্রশিক্ষক শাহানা ফেরদৌস ইতি সাত দিনের সফরে ইউএস-বাংলা এয়ারলাইন্স যোগে আজ সকালে মালয়েশিয়া রওনা করেন।
কলেজের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস মেধাবী সানিয়া ও স্কুলের সকল শিক্ষার্থীকে উৎসাহিত করতে নিজ উদ্যোগে ও অর্থায়নে এ আনন্দ সফর আয়োজন করেন। মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের জন্য এই ধারা অব্যাহত থাকবে। সফরকালে তাঁরা মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

KFT Collegiate School
সফরকারীগণ সবার দোয়া কামনা করেছেন।

এভাবেই প্রতিবাদ করতে হবে।
08/01/2025

এভাবেই প্রতিবাদ করতে হবে।

08/01/2025

গাছ কাটতে গিয়ে ওই কাটা গাছের নীচে পড়ে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ভিডিও :মাহফুজ মল্লিক

 #হারানো বিজ্ঞপ্তি: আপনার একটি শেয়ারে আসতে পারে পরিবারের সুখ : তাই সকলের প্রতি শেয়ার করার সহযোগিতা কামনা করি। ফাতেমা আক...
07/01/2025

#হারানো বিজ্ঞপ্তি:
আপনার একটি শেয়ারে আসতে পারে পরিবারের সুখ : তাই সকলের প্রতি শেয়ার করার সহযোগিতা কামনা করি। ফাতেমা আক্তার বয়স ১০ বছর। দেশের বাড়ি চাঁদপুর সদর উপজেলা তাহার বর্তমান ঠিকানা যাত্রাবাড়ী গত বৃহস্পতিবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী একটি মহিলা মাদ্রাসায় থেকে নিখোঁজ হয়। কোনো হৃদয়বান ব্যক্তি যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে এ-ই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
01917323758 ⁨01933-013494⁩
ওর বাবা এমনিতেই অসুস্থ মেয়ের জন্য একদম পাগল প্রায়।

 #ব্রেকিং_নিউজঃ চাঁদপুরে মালবাহী জাহাজে ৭ জনকে হ*ত্যা কারী ইরফান র‍্যাবের হাতে গ্রেফতার.....খাবারের সঙ্গে ঘুমের ঔষধ মিশি...
25/12/2024

#ব্রেকিং_নিউজঃ চাঁদপুরে মালবাহী জাহাজে ৭ জনকে হ*ত্যা কারী ইরফান র‍্যাবের হাতে গ্রেফতার.....
খাবারের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে সবাইকে অচেতন করে হ**ত্যা করে এই ইরফান। ইরফান এই জাহাজেরই স্টাফ। দীর্ঘ ৮ মাস ধরে বেতন ভাতা না পাওয়া ও দূরব্যবহারের কারনে রাগে ক্ষোভে সে জাহাজের মাস্টারকে হ**ত্যা করে। মাস্টারকে হ***ত্যা করার সময় অন্যরা দেখে ফেলে এবং বাধা দেয়ার চেষ্টা করলে জাহাজে থাকা চাইনিজ কুড়াল দিয়ে একে একে কু--পি---য়ে সবাইকে হ**ত্যা করে। ঘুমের ঔষধের প্রভাবে সবাই দূর্বল ও নিস্তেজ থাকায় ইরফানের সাথে কেউই পেরে উঠতে পারেনাই.....সবাইকে হ***ত্যা করে ট্রলারযোগে সে অন্যত্র পালিয়ে যায়। এমনটাই জানিয়েছেন র‍্যাবের প্রেস অফিসার.... খুলনার বাগেরহাটের চিতলমারী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু ভাই রাস্তা পারাপারের সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে পায়...
23/12/2024

মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
নুরুল হক জিতু ভাই রাস্তা পারাপারের সময় গাড়ির সাথে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে পায়ে ও হাতে ব্যাথা পায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।

চাঁদপুর নদীর ঘাট নব্বইয়ের দশক-🛶-Chandpur River Port. 1990's
12/12/2024

চাঁদপুর নদীর ঘাট নব্বইয়ের দশক-🛶

-Chandpur River Port. 1990's

12/12/2024

Address

Matlab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Matlab Force- মতলবের প্রতিদিনের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share