Nasir Uddin Alamin

Nasir Uddin Alamin Welcome to my page! I am "Nasir Uddin Alamin" from Barisal, Bangladesh. This page brings you quality

10/04/2024

সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ✨

ঈদ মোবারক! 🌙❤️

11/03/2024

রমাদান মুবারাক 🌙

20/01/2024

ভালো থাকার সূত্র:

ধৈর্য, অপেক্ষা আর আল্লাহর প্রতি ভরসা..!

15/01/2024

প্রেম দ্বিপাক্ষিক, আনন্দ আছে..!

ভালোবাসা একপাক্ষিক, যে বাসে— সে মরে..!

08/01/2024

❑ কুফু(كُفُو) বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
«قال رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخَيَّرُوا لِنُطَفِكُمْ وَانْكِحُوا الْأَكْفَاءَ وَأَنْكِحُوا إِلَيْهِمْ»
“তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।” [১]

● এখন 'কুফু'-র অর্থ কি?
“কুফু”(كُفُو) একটি আরবী শব্দ; যার অর্থ সমান,সমতুল্য,সমতা,সমকক্ষ[২]ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।

আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো এবং সমতা (কুফু) বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও সমতার প্রতি লক্ষ্য রাখো।
—সহি সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ১৯৬৮

রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে বিবাহের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন কর এবং সমতা (কুফূ) বিবেচনায় বিবাহ কর’ (ইবনু মাজাহ হা/১৯৬৮; সিলসিলা ছহীহাহ হা/১০৬৭; ইবনু ক্বাইয়িম, যাদুল মা‘আদ ৫/১৪৫)।

প্রশ্ন (১৯/৪৫৯) : জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নারী ও পুরুষের কি কি গুণাবলী থাকা আবশ্যক?

উত্তর : বিবাহের ক্ষেত্রে সর্বাগ্রে পাত্র ও পাত্রী উভয়ের ধার্মিকতাকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ বলেন, তোমরা মুশরিক মেয়েদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। নিশ্চয়ই একজন ঈমানদার মেয়ে মুশরিক মেয়ের চেয়ে উত্তম। যদিও সে তোমাদেরকে মোহিত করে। তোমরা মুশরিক পুরুষদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। নিশ্চয়ই একজন ঈমানদার পুরুষ মুশরিক পুরুষের চেয়ে উত্তম। তারা জাহান্নামের দিকে আহবান করে। আর আল্লাহ জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন...(বাক্বারাহ ২২১)। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, সাধারণতঃ মেয়েদের চারটি গুণ দেখে বিবাহ করা হয়- তার ধন-সম্পদ, বংশ-মর্যাদা, সৌন্দর্য এবং ধর্ম। তোমরা ধার্মিক মেয়েকে অগ্রাধিকার দাও। অন্যথায় তোমাদের উভয় হস্ত অবশ্যই ধূলায় ধূসরিত হবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০৮২, ৩০৯০, ‘বিবাহ’ অধ্যায়)। রাসূল (ছাঃ) বলেন, তোমরা বিবাহের জন্য উপযুক্ত পাত্রী নির্বাচন কর এবং কুফু বা সমতা দেখে বিবাহ কর (ইবনু মাজাহ হা/১৯৬৮; সিলসিলা ছহীহাহ হা/১০৬৭)।

31/12/2023

May happiness, success, and prosperity be with us all this year and in the years to come..!

Happy new year 2024. 🎇🎆

সুখী হ‌ওয়ার ১০ টি উপায়।
31/12/2023

সুখী হ‌ওয়ার ১০ টি উপায়।

22/12/2023

কুৎসিত মন একটি সুন্দর মুখের সমস্ত সৌন্দর্য কেড়ে নেয়..!

আমি গর্বিত আমি বাঙালী! 🇧🇩✌️
16/12/2023

আমি গর্বিত আমি বাঙালী! 🇧🇩✌️

14/12/2023

সব চাওয়ার প্রাপ্তি নেই..!

11/12/2023

হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন। হোক তা পিঁয়াজ অথবা মানুষ। দেখবেন পঁচে গলে আবার আগের জায়গায় ফিরে আসবে।

– Collected

02/12/2023

জীবনে দুঃখ কষ্ট থাকবেই..!
দুঃখ আছে বলেই সুখের আশায় থাকি..!

– এডমিন

02/12/2023

আমি আল্লাহর কাছে প্রর্থনা করেছি আমাকে শক্তিশালী করে তুলুন! তারপর তিনি আমার হৃদয় ভেঙে দিয়েছে! কিন্তু আমি কষ্ট পেয়েছি, আমি শিখেছি এবং এখন আমি যথেষ্ট শক্তিশালী।

এবং সব কষ্ট থেকে আমি একটা জিনিস শিখেছি যে; "মাঝে মাঝে আল্লাহ তোমাকে দূর্বল নিঃসঙ্গ অনুভব করান তোমাকে এটা বোঝানোর জন্য যে তোমার সর্বদা তাঁকেই প্রয়োজন এবং তিনি ছাড়া তোমার সত্যিকার অর্থে অন্য কোনো সঙ্গী নেই। এবং তুমি সবসময় তাঁর এবং তাঁর শক্তির মুখাপেক্ষী। তাঁর সাহায্য ছাড়া তুমি কিছুই করতে পারবে না।"

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল" 🌸

– Collected

30/11/2023

যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে।

– (সূরা আহযাব: ৮৫)

23/11/2023

কাউকে ভুলে যাওয়াটাও বিধাতার পক্ষ থেকে একটা আশীর্বাদ। ‌ কারণ যে মানুষটা আপনার কাছে অনেক বেশি স্মৃতি বিজড়িত। তাকে ভুলে যাওয়াটাই শ্রেয়।

– Collected

22/11/2023

ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন। 💚

– সংগৃহীত

20/11/2023

– তুমি সুন্দর কারন আমি তোমাকে সুন্দর চোখে দেখি..! 🖤💓

– এডমিন

Congratulations, Australia! ❤️
19/11/2023

Congratulations, Australia! ❤️

1987 🏆 1999 🏆 2003 🏆 2007 🏆 2015 🏆 2️⃣0️⃣2️⃣3️⃣ 🏆

𝙰𝚄𝚂𝚃𝚁𝙰𝙻𝙸𝙰 𝙰𝚁𝙴 #𝙲𝚆𝙲𝟸𝟹 𝙲𝙷𝙰𝙼𝙿𝙸𝙾𝙽𝚂 🎉

18/11/2023

কিছু কিছু সম্পর্ক শুধু স্মৃতির জন্য তৈরি হয়,, ভবিষ্যতের জন্য নয়..! 🙂🥀

যদিও বুঝতে অনেক দেরি করে সবাই..!

– এডমিন

16/11/2023

আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়ো করবেন না!

তিনি সঠিক সময়ে আপনাকে উত্তম জিনিসটাই দিবেন,, ইনশাআল্লাহ.! 🖤🌸

15/11/2023

আমি হাল ছেড়ে দেওয়ার পরেও,
আমার হৃদয় এখনও আমার
অনুমতি ছাড়াই তোমাকে খুঁজছে..!

13/11/2023

বিধাতা যা করবেন নিশ্চয়ই আমাদের মঙ্গলের জন্য করবেন।

উপন্যাস : "নরক যাত্রা"

11/11/2023

এক আকাশ শূন্যতার মাঝে, তুমি এক পূর্ণতার ছায়া..! 🌳

হাজারো মানুষের ভিড়ে, তুমি আমার অদ্ভুত এক মায়া..! 🥰

– Copy

10/11/2023

ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে যাচ্ছে! 😔

কেউ ছবি তোলা ছে'ড়ে দিয়েছে, কেউ সুন্দর জামা পড়া ছে'ড়ে দিয়েছে, কেউ প্রেম করতে ভ'য় পায়, কেউ একাকীত্ব পছন্দ করে, কেউ আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে ভয় পায়, কেউ ভালো আছি"এরকম প্রতিদিন না'ট'ক করতে থাকে.! ❤️‍🩹💔

– Collected

09/11/2023

গতিময় এ জীবনে বাঁচো প্রাণভরে.! 😊
ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাক অন্তরে.! 😌

09/11/2023

– হাসিটা ছড়িয়ে দাও, লুকিয়ে রাখো ক্ষত.! ☺💔

– আনন্দটা সর্বজনীন, দুঃখটা ব্যক্তিগত.! 👬🥲

08/11/2023

ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও। কারন দূরত্ব যতই বাড়বে, ফেরার রাস্তা ততোই কঠিন হয়ে পড়বে!

– সংগৃহীত

07/11/2023

– কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে.!😊

– যখন আপনার মত অন্য কাউকে খুঁজে পাবেনা.!💔

04/11/2023

বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।

– হুমায়ূন আহমেদ

31/10/2023

সবসময়ই কি সব আশা পূরণ হয়? মাঝে মাঝে না পাওয়ার মাঝেও থাকে প্রাপ্তির চেয়ে বড় আনন্দ...!

Address

Barishal
Mathbaria
8560

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Uddin Alamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like