Sayem Ahmed

Sayem Ahmed Hay Sayem
I’m just man, I have weakness, I make mistakes and I experience sadness; But I learn

11/04/2020

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত
১_সাক্ষ্য দেওয়া যে আল্লাহ যারা আর কোন মাবুদ নেই, এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ;
২_সালাত প্রতিষ্ঠা করা ।
৩_ যাকাত দেওয়া ।
৪_রমজানে রোজা রাখা
৫_ হজ করা ।„ ( সহি বুখারী )

সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , “ যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে , কেয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে ।„ ( তাবারানী )

একদা হযরত মোহাম্মদ (সাঃ) তার সাথীদের লক্ষ্য করে বললেন- ‘ যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোন লোক দৈনিক পাঁচবার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে ? সাহাবীগণ বললেন, ‘না’ হে আল্লাহর রাসূল ! তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- পাঁচ ওয়াক্ত সালাত ঠিক তেমনি তার (সালাত আদায় কারীর ) গুনাহসমূহ দূর করে দেয় । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, “সালাত হলো ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী।”, ( তিরমিযি )

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন । তিনি বলেন ‚ “ জামায়াতে সালাত আদায় করলে একাকী আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় ।” ( বুখারী ও মুসলিম )

11/04/2020

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
," এক মুসলিমের উপর অপর মুসলিমের 6 টি
অধিকার রয়েছে । যেমন
:১_ সালামের জবাব দেওয়া ।
২_ রোগীকে দেখতে যাওয়া ।
৩_ জানাজায় অংশগ্রহণ করা ।
৪_ দাওয়াত কবুল করা।
৫_ মজলুমকে সাহায্য করা ।
৬_ হাসির জবাব দেওয়া ।" ( বুখারী ও মুসলিম )

29/03/2020

পড়াশোনা কে কিভাবে আনন্দদায়ক করা যায়

আমরা যারা স্টুডেন্ট তারা সর্বদাই পড়তে বসলে অনেক আজে বাজে চিন্তা ভাবনা আমাদের খুব বেদনা দেয় , যেমন : ফেসবুকে আজকে কি পোস্ট ? দিয়েছিলাম? ,কালকে কি পোস্ট দেবো ,? মাস্টারের সাথে কি কথা বলেছিলাম ?, কালকে কি বলবো ?ওকে কি এটা বলা ঠিক হয়েছে ? ইত্যাদি ।
এসব চিন্তা ভাবনা দূর করার জন্য নিচে কয়েকটি কাজ উপলব্ধি করা হলো :

প্রথমত তোমার পড়ার টেবিলে 3 থেকে 4 টা বিভিন্ন রঙের মার্কার পেন রাখতে পারো যা গুরুত্বপূর্ণ
কমঅনলাইনে উপরে মার্ক করবে

আমরা বিভিন্ন চ্যাপ্টার পড়তে থাকি , পড়তে পড়তে যখন পৃষ্ঠা উল্টাই তখন দেখি আরো 10 থেকে 20 টা পাতার রয়ে গেছে । কেমনটা লাগে ? তখন ছোট ছোট চকলেট বা বিস্কুট এবং বিভিন্ন খাবারের জিনিস চ্যাপ্টারের শেষে রেখে দিতে পারি আর তখন চিন্তা করতে হবে যে এই চ্যাপ্টার শেষ হলে আমি এই খাবারগুলো হাত দিয়ে টেনে নিয়ে খেতে পারব ।

পড়াশোনার আরেকটি ক্লাস হচ্ছে ইউটিউব যেখান থেকে বিভিন্ন ক্লাস পড়ানো হয় । বিভিন্ন স্যার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যাপ্টার ওপর ক্লাস নেন ‌।আমরা যদি কোনো পড়ে না বুঝি বা বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউবে ক্লাস করে আমরা মজা প্রাপ্ত হয়ে পড়া গুলো বুঝতে পারি ।

তুমি যখন একটা জিনিস পারবা বা শিখে গেছো তুমি অন্যদেরও শিখাও যাতে তোমার একটা পড়া বারবার পড়া হয় এবং তুমি যদি নোট করে থাকো , নোট দিবানা এরকম না, দিবে যদি কোন রকম ভুল থাকে যখন তারা ওই নোটগুলো তুলবে ভুলগুলো তখন তোমাকে ভুলগুলো ধরিয়ে দেবে এবং তুমি শুদ্ধ করে নেবে।

28/03/2020

Your password strenged

তোমার পাসওয়ার্ডটি কতটুকু শক্তিশালী । তোমার পাসওয়ার্ডটি শক্তিশালী করতে হলে নিচের দশটি উদাহরণ উপলব্ধি করতে পারো :

১/ নিজের পাসওয়ার্ডে কখনো নিজের নাম দিবে না

২/ জন্মসাল কখনোই পাসওয়ার্ডে দিবে না

৩/common word কখনোই পাসওয়ার্ড দিবে না । যেমন : Dog , Cow , School etc / Uncommon word : x , y ,z , n, ,m ( যে ওয়ার্ডের কখনোই মিনিং হয় না )

৪/ বারবার এক পাসওয়ার্ড কখনও কোন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে দিবানা জিমেইলের পাসওয়ার্ড ফেসবুকে দিবা না ফেসবুকের পাসওয়ার্ড কখনোই জিমেইলে দিবেনা

৫/ পাসওয়ার্ড কোন খাতায় বা কোথাও লিখে রাখবে না

৬/ তুমি যে পাসওয়ার্ডটি সোশ্যাল মিডিয়ায় দিবে সেটা ১২+ অক্ষরের অধিক হতে হবে

৭/ পাসওয়ার্ডের সর্বদা ফোন নাম্বার না দিয়ে বিজোড় সংখ্যা গুলো দেবার চেষ্টা করবা । যেমন : 7 9 5 13 11

৮/ পাসওয়ার্ড সর্বদা ! ? & # @ সংখ্যা ব্যবহার করবা

৯/ পাসওয়ার্ড বারবার পরিবর্তন করবা

১০/ বড় হাতের ছোট হাতের পাসওয়ার্ড দিবে । যেমন : FcEeBook , xYuRKwl , soNeoNsoNs

নিচে কয়েকটি পাসওয়ার্ড এর মত তোমার পাসওয়ার্ডটি বানাতে পারো :

1 / xYZcDpk9656
2/ AEKPskau2820$
3/ VOMINkbJWjo299?
4/ KsOwM192 #*@/?
5 / KwnIelHen@ #$;*)-

28/03/2020

স্কুল / ছাত্রদের / জন্য

সুসংবাদ
স্কুলের বন্ধুরা !

তোমাদের জন্য ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ( নেছারাবাদ মাদ্রাসা ) উদ্ভাবন করেছে এক বিশেষ পদ্ধতি। তোমরা স্কুল থেকে যে ক্লাসে পাশ করে আসবে অএ মাদ্রাসার তার পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারবে ।
শুধুমাত্র পঞ্চম শ্রেণীর ছাত্র দের জন্য এ সুযোগ প্রযোজ্য।অএ মাদ্রাসা থেকে যে কোন ক্লাস শেষ করে পরবর্তী ক্লাস ইচ্ছে করলেই স্কুলে পড়তে পারবে । এমনকি মাদ্রাসায় পড়ে কলেজ , বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে ভর্তি হওয়া যায়।

______________________________________যোগাযোগ
মোবাইল : ০১৭১৯৬৮৮৫৫৮ , ০১৭৫৪৩৭৯২১৭

27/03/2020

একদিন এক রাজা তার রাজ্যে এক ছবি আঁকার প্রতিযোগিতা রাখেন এবং বলেন " যে ছবিটি নিজের শান্তি প্রকাশ করবে সেই পাবে এই প্রতিযোগিতার প্রথম পুরষ্কার এবং পুরস্কার স্বরূপ একশটি স্বর্ণমুদ্রা পাবে "
এই ছবি আঁকা নিয়ে গ্রামটা হয়ে গেল হইচই দিয়ে
ভরে । বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন লোকজন আসা শুরু করলো । এই প্রতিযোগিতা দেখার জন্য প্রতিযোগিতা সব লোকজনের একটি ছবি মন কেড়ে নিল , সেই ছবিটি ছিল নীলনদ উচু উচু পাহাড় মেঘ পাখি দ্বারা আবদ্ধ আকাশ আর এই আকাশের ভিতরে ছিল টকটকে লাল রংয়ের সূর্য সবাই নিশ্চিত হয়ে গেলেন যে এই ছবিটি প্রথম স্থান অধিকার করবে । কিছুক্ষণ পর ছবি প্রদর্শন করে রাজা ফলাফল জানালেন , সবাই অবাক হয়ে গেলেন রাজার ফলাফল শুনে কারণ ছবিটি ছিল অন্য একটি , ওই ছবিটি ছিল না যা ভেবেছিল প্রজারা । প্রজার আরও বলেন এই ছবিটি রেখে কিভাবে অন্য একটি ছবি বাছাই করলেন আমাদের প্রিয় রাজা , যার মধ্যে প্রবল বৃষ্টিপাত চমকে ওঠা বিদ্যুৎ কঠিন বড় বড় পাহাড় এবং বড় বড় গাছ দিয়ে আবদ্ধ ছবিটি , প্রজাদের এই প্রশ্ন শুনে রাজা যে উত্তর দিলেন তা শোনার জন্য প্রজারা কখনই প্রস্তুত ছিলেন না , রাজা বললেন "" শান্তি প্রকাশ করার মতো ছবিটি আমি বাছাই করে নিয়েছি কারণ ওই ছবিটিতে দেখো যে কঠিন চমকে ওঠা বিদ্যুৎ হলেও বড় বড় পাহাড় থাকলেও বৃষ্টিপাত খুব প্রবল বেগে চললে ও কিন্তু শান্তির ব্যাপারটা হল গাছের উপর দিয়ে পাখির বাসা এবং মা পাখিটি শিশু পাখিকে খাবার খাওয়াচ্ছে

এর থেকে যা শিক্ষা পাওয়া যায় তার জন্য কমেন্ট বক্সে লিখতে পারো ..

Address

Maniknagar

Telephone

01317749929

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayem Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share