11/04/2020
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:“ ইসলাম পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত
১_সাক্ষ্য দেওয়া যে আল্লাহ যারা আর কোন মাবুদ নেই, এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ;
২_সালাত প্রতিষ্ঠা করা ।
৩_ যাকাত দেওয়া ।
৪_রমজানে রোজা রাখা
৫_ হজ করা ।„ ( সহি বুখারী )
সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , “ যে ব্যক্তি মনোযোগসহ সালাত আদায় করে , কেয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হবে ।„ ( তাবারানী )
একদা হযরত মোহাম্মদ (সাঃ) তার সাথীদের লক্ষ্য করে বললেন- ‘ যদি কারো বাড়ির পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয় এবং কোন লোক দৈনিক পাঁচবার ওই নদীতে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে ? সাহাবীগণ বললেন, ‘না’ হে আল্লাহর রাসূল ! তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- পাঁচ ওয়াক্ত সালাত ঠিক তেমনি তার (সালাত আদায় কারীর ) গুনাহসমূহ দূর করে দেয় । মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, “সালাত হলো ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী।”, ( তিরমিযি )
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে সালাত আদায় করার গুরুত্ব বর্ণনা করেছেন । তিনি বলেন ‚ “ জামায়াতে সালাত আদায় করলে একাকী আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায় ।” ( বুখারী ও মুসলিম )