12/09/2024
'নরকীয় উন্নতি'
মোঃ মিনহাজ বিন আলমগীর
হে আমার মুসলিম ভাই ও বোনেরা, হয়তো তোমরা এখন ২০ বছরের টগবগে যুবক যুবতী । কেউ হয়তো সবেমাত্র যুবক বয়সে উপনীত হলে , আবার কেউ হয়তো বিদায় জানাচ্ছো এই বয়সকে । এই বয়স খুব মূল্যবান বয়স । আল্লাহ তায়ালা এই বয়সের আনুগত্যকে খুব পছন্দ করেন । তাই ইসলাম বিরোধীরা এই যুব সমাজকে আল্লাহ বিমুখ করার জন্য তাদের সামনে উন্মুক্ত করেছে নানা ধরনের গুনাহের পথ । আল্লাহর সাথে নাফরমানিকে করেছে স্বাভাবিক, যেনাকে করেছে সহজ , হালাল ব্যবসায় ঢুকিয়েছে সুদ , নারীর মর্যাদার কথা বলে মুসলিম মা-বোনদের বেপর্দা ভাবে রাস্তায় বের করেছে তারা ।যদি বলা হয় তারা তাদের এই কুকর্ম করে মুসলিম সমাজকে ধ্বংস করতে কতটুকু সফল হয়েছে ? তাহলে বলতে হবে ১০০ থেকে ১০০% । বলতে খুবই লজ্জা হয় যে মুসলিম বিশ্ব আজ বিলাসিতার সামনে দুর্বল । মুসলিম জাতি ভুলে গেছে তাদের ঐতিহ্য , ভুলে গেছে সব ইতিহাস , হারিয়ে ফেলেছে নিজেকে মুসলিম বলার অধিকারটুকু । বিলাস-বহুল জীবন-যাপন করতে আগ্রহী তারা । কারোন তারা ধারণা করে নিয়েছে হয়তো এই ভোগবিলাসের মাঝেই নিহিত রয়েছে প্রশান্তি , সুখ , আনন্দ। তারা জানেনা তাহাজ্জুতের পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করার মাঝে রয়েছে প্রশান্তি , ইসলামের জীবন বিধান মেনে চলার মাঝে রয়েছে আনন্দ , যখন মোনাজাতের দোয়া গুলো এক এক করে কবুল হওয়া শুরু হয় তখন নিজেকে মনে হয় দুনিয়ার সব থেকে সুখী মানুষ।তবে মুসলিম বিশ্ব আজ তা উপলব্ধি করতে পারবে না । কেননা তারা অন্যের দেখানো লক্ষ্য-উদ্দেশ্যকে বানিয়েছে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য | যতদিন পর্যন্ত তারা তাদের পূর্বের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করতে না পারবে , ততদিন পর্যন্ত এই জাতির কোন পরিবর্তন আসবে না । একে একে সবাই জাহান্নামের দিকে অগ্রসর হবে । এ পরিস্থিতির পরিবর্তন আনতে হলে , পুরনো ইসলামী শাসন ফিরিয়ে আনতে হলে রক্ত দিয়ে মুছতে হবে বিগত দিনের ভুলগুলো । এই বিলাসী জীবনের পরোয়া না করে জীবন বাজি রেখে নামতে হবে জিহাদের ময়দানে । একটি বা দুটি দেশের মুসলিম নয় বরং একত্র হতে হবে বিশ্বের সকল মুসলিম জাতিকে । মজবুত করতে হবে ইসলামের মেরুদন্ড ।আর ইসলামের মেরুদন্ড হলো তোমরা । মুসলিম সমাজের সকল যুবক-যুবতীরা । তোমরা যদি বিলাসি জীবনের পিছনে না ছোট , সবাই একত্র হয়ে ইসলামের পতাকাকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির কর তাহলে তা সম্ভব । তোমরাই পারো এই লক্ষ্যকে আনজাম দিতে । তোমরাই পারো ইহুদীরা মুসলিম শিশুর শরীর থেকে যে রক্ত ঝরিয়েছে তা দিয়ে এক নতুন ইতিহাস লিখতে । যৌবনের মাতাল হাওয়ায় নিজেকে দুলিয়ে দিও না । তোমাদের এই মহামূল্যবান সময়কে নষ্ট করো না । হঠাৎ করে দেখবে ঘরের বাহির থেকে বার্ধক্য দরজা করা দিচ্ছে । তখন যদি তুমি তোমার যৌবনকে আল্লাহর জন্য বিলীন করে থাকো তাহলে এক প্রশান্তি অনুভব করবে । আর যদি নিজেকে যৌবনের মাতাল হাওয়ায় দুলিয়ে দিয়ে থাকো , তাহলে বাকি জীবনটাও ধুঁকেধুকে বাঁচতে হবে তোমার ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন প্রস্তুত করার তৌফিক দান করুন । যৌবনের মূল্যবান সময়কে সঠিক কাজে ব্যবহার করার তৌফিক দান করুন । "আমীন"
"জীবন মানেই যুদ্ধ,
আর জীবিত মানেই যোদ্ধা"