মাকতাবাতুল ইসলাহ

মাকতাবাতুল ইসলাহ This is my YouTube related page

12/09/2024

'নরকীয় উন্নতি'

মোঃ মিনহাজ বিন আলমগীর

হে আমার মুসলিম ভাই ও বোনেরা, হয়তো তোমরা এখন ২০ বছরের টগবগে যুবক যুবতী । কেউ হয়তো সবেমাত্র যুবক বয়সে উপনীত হলে , আবার কেউ হয়তো বিদায় জানাচ্ছো এই বয়সকে । এই বয়স খুব মূল্যবান বয়স । আল্লাহ তায়ালা এই বয়সের আনুগত্যকে খুব পছন্দ করেন । তাই ইসলাম বিরোধীরা এই যুব সমাজকে আল্লাহ বিমুখ করার জন্য তাদের সামনে উন্মুক্ত করেছে নানা ধরনের গুনাহের পথ । আল্লাহর সাথে নাফরমানিকে করেছে স্বাভাবিক, যেনাকে করেছে সহজ , হালাল ব্যবসায় ঢুকিয়েছে সুদ , নারীর মর্যাদার কথা বলে মুসলিম মা-বোনদের বেপর্দা ভাবে রাস্তায় বের করেছে তারা ।যদি বলা হয় তারা তাদের এই কুকর্ম করে মুসলিম সমাজকে ধ্বংস করতে কতটুকু সফল হয়েছে ? তাহলে বলতে হবে ১০০ থেকে ১০০% । বলতে খুবই লজ্জা হয় যে মুসলিম বিশ্ব আজ বিলাসিতার সামনে দুর্বল । মুসলিম জাতি ভুলে গেছে তাদের ঐতিহ্য , ভুলে গেছে সব ইতিহাস , হারিয়ে ফেলেছে নিজেকে মুসলিম বলার অধিকারটুকু । বিলাস-বহুল জীবন-যাপন করতে আগ্রহী তারা । কারোন তারা ধারণা করে নিয়েছে হয়তো এই ভোগবিলাসের মাঝেই নিহিত রয়েছে প্রশান্তি , সুখ , আনন্দ। তারা জানেনা তাহাজ্জুতের পর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করার মাঝে রয়েছে প্রশান্তি , ইসলামের জীবন বিধান মেনে চলার মাঝে রয়েছে আনন্দ , যখন মোনাজাতের দোয়া গুলো এক এক করে কবুল হওয়া শুরু হয় তখন নিজেকে মনে হয় দুনিয়ার সব থেকে সুখী মানুষ।তবে মুসলিম বিশ্ব আজ তা উপলব্ধি করতে পারবে না । কেননা তারা অন্যের দেখানো লক্ষ্য-উদ্দেশ্যকে বানিয়েছে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য | যতদিন পর্যন্ত তারা তাদের পূর্বের লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করতে না পারবে , ততদিন পর্যন্ত এই জাতির কোন পরিবর্তন আসবে না । একে একে সবাই জাহান্নামের দিকে অগ্রসর হবে । এ পরিস্থিতির পরিবর্তন আনতে হলে , পুরনো ইসলামী শাসন ফিরিয়ে আনতে হলে রক্ত দিয়ে মুছতে হবে বিগত দিনের ভুলগুলো । এই বিলাসী জীবনের পরোয়া না করে জীবন বাজি রেখে নামতে হবে জিহাদের ময়দানে । একটি বা দুটি দেশের মুসলিম নয় বরং একত্র হতে হবে বিশ্বের সকল মুসলিম জাতিকে । মজবুত করতে হবে ইসলামের মেরুদন্ড ।আর ইসলামের মেরুদন্ড হলো তোমরা । মুসলিম সমাজের সকল যুবক-যুবতীরা । তোমরা যদি বিলাসি জীবনের পিছনে না ছোট , সবাই একত্র হয়ে ইসলামের পতাকাকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য স্থির কর তাহলে তা সম্ভব । তোমরাই পারো এই লক্ষ্যকে আনজাম দিতে । তোমরাই পারো ইহুদীরা মুসলিম শিশুর শরীর থেকে যে রক্ত ঝরিয়েছে তা দিয়ে এক নতুন ইতিহাস লিখতে । যৌবনের মাতাল হাওয়ায় নিজেকে দুলিয়ে দিও না । তোমাদের এই মহামূল্যবান সময়কে নষ্ট করো না ‌। হঠাৎ করে দেখবে ঘরের বাহির থেকে বার্ধক্য দরজা করা দিচ্ছে । তখন যদি তুমি তোমার যৌবনকে আল্লাহর জন্য বিলীন করে থাকো তাহলে এক প্রশান্তি অনুভব করবে । আর যদি নিজেকে যৌবনের মাতাল হাওয়ায় দুলিয়ে দিয়ে থাকো , তাহলে বাকি জীবনটাও ধুঁকেধুকে বাঁচতে হবে তোমার ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মন প্রস্তুত করার তৌফিক দান করুন । যৌবনের মূল্যবান সময়কে সঠিক কাজে ব্যবহার করার তৌফিক দান করুন । "আমীন"

"জীবন মানেই যুদ্ধ,
আর জীবিত মানেই যোদ্ধা"

عيد مبارك 🖤🖤🖤
10/04/2024

عيد مبارك 🖤🖤🖤

🥰🥰
08/04/2024

🥰🥰

🥰🥰🥰
08/04/2024

🥰🥰🥰

জীবন 🙂
06/04/2022

জীবন 🙂

শেষ বিকেল 🖤
04/04/2022

শেষ বিকেল 🖤

04/04/2022

মুসলমানদের জন্য সবচেয়ে বড় গুনাহ কোনটি ?

Address


Telephone

+8801743319915

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাকতাবাতুল ইসলাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাকতাবাতুল ইসলাহ:

Videos

Share