Fayaz & mom's daily

Fayaz & mom's daily Assalamoalaikum.welcome to may page. please support me.

সকালে স্কুলে যাওয়ার আগে আমার ছেলের অবস্থা।😄😄
15/01/2025

সকালে স্কুলে যাওয়ার আগে আমার ছেলের অবস্থা।😄😄

ফুলকপি পাকোরা কেমন হলো 🫠😋
14/01/2025

ফুলকপি পাকোরা কেমন হলো 🫠😋

01/01/2025

ঘড়োয়া ভাবে নতুন বছরে আনন্দ

#

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ❤️❤️শুভ দুপুর।
31/12/2024

নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ❤️❤️
শুভ দুপুর।

30/12/2024

অনেকদিন পর আজ একটা লং ভিডিও দিলাম।ভিউ হয় না তাই লং ভিডিও দিতে মন চায় না।

যা ছিল কপালে।🤕
28/12/2024

যা ছিল কপালে।🤕

27/12/2024

সামনে দাড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে বসে সমালোচনা করার মানুষের অভাব নেই😜😜

26/12/2024

দেশের অর্ধেক পাবলিক গেছে ট্যুরে।বাকি অর্ধেক দেখি গেছে বিয়ে বাড়িতে। একমাত্র আমিই বুঝি বাড়িতে ঘুমাচ্ছি।
আপনি কোথায় আছেন??🥴

❤️❤️শুভ দুপুর❤️❤️
26/12/2024

❤️❤️শুভ দুপুর❤️❤️

21/12/2024
16/12/2024

🙂রৌদ্রের তাপ মৃদু, শিশির ঝরা রাত আর কুয়াশাচ্ছন্ন ভোরবেলা চারিদিক,
ধোঁয়ার মতন বাষ্পকণা উড্ডীন নদী ও পুকুরের জল হতে,
পাতা ঝরা মরশুম যে কড়া নাড়ে দ্বারে
আর জানান দিয়ে যায়;
উদাসী সন্ন্যাসীর বেশে শীত এসেছে অাজ প্রকৃতিকে রিক্ত করতে।🐣🎆⛄

16/12/2024

১৬ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মুক্তির বার্তা নিয়ে বার বার ফিরে আসুক এই বিজয়ের মাস।

15/12/2024

শোনে কম রটায় বেশি অন্যের দুঃখে খুব খুশি
পরের সুখে জ্বলে বেশি
তার নাম প্রতিবেশী।

14/12/2024

মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরীচিকার মতো। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হয়, যাদের সাথে মনের সব কথা না বলা পর্যন্ত ভাত হজম হয় না বড় হয়ে নিজ নিজ সংসারে ঢুকে যাওয়ার পর মাস, বছর গড়িয়ে গেলেও অনেক সময় আর তাদের সাথেই দেখা করার ফুরসত হয় না। এখনকার অনলাইনের যুগে অবশ্য একেবারে হারিয়ে যাওয়া হয় না, ইচ্ছা থাকলে যোগাযোগ রাখা যায় ঠিকই। তারপরও সেটা মানসিক দূরত্ব ঘোচানোর জন্য যথেষ্ট না। যে বন্ধুরা একসময় জীবনের অক্সিজেনের মতো ছিল তারাই একসময় একেকটা ‘নাম’ হয়ে থাকে শুধু।

13/12/2024

বাঙালিরা এমন এক জাতি তাদের অন্য খাবার হজম করতে ভাত খেতে হয়।

12/12/2024

সময় বলে দেয় কে কার কতটা আপন
সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন
সময়ের সাথে বোঝা যায়
কে আপন,কে পর
কে বন্ধু, কে স্বার্থপর।

ভাই এর মেয়ের জন্মদিনের কেক।তেমন কিছুনা শুধুমাত্র বাচ্চাদের খুশির জন্য।
25/11/2024

ভাই এর মেয়ের জন্মদিনের কেক।
তেমন কিছুনা শুধুমাত্র বাচ্চাদের খুশির জন্য।

আজকের আকাশের সুপার মুন।এ বছরের সবচেয়ে বড় চাঁদ।
16/11/2024

আজকের আকাশের সুপার মুন।এ বছরের সবচেয়ে বড় চাঁদ।

Address

Manikganj

Alerts

Be the first to know and let us send you an email when Fayaz & mom's daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share