Ruba-রুবা

Ruba-রুবা প্রকৃত মানুষ হোন এবং মানুষকে ভালোবাসুন। ❤️
আল্লাহর আনুগত্য প্রকাশ করুন এবং তাঁর আদেশ-নিষেধ মেনে চলুন। 🙏
May Allah bless us. 🤲

১. যারা ( স্বেচ্ছাসেবী ও অন্যান্য টিম) বানভাসি মানুষের জন্য কাজ করছেন তারা সম্ভব হলে এবং যৌক্তিক মনে করলে আজ দেশের সব মস...
23/08/2024

১. যারা ( স্বেচ্ছাসেবী ও অন্যান্য টিম) বানভাসি মানুষের জন্য কাজ করছেন তারা সম্ভব হলে এবং যৌক্তিক মনে করলে আজ দেশের সব মসজিদের কমিটি ও ইমামদের সাথে আলোচনা করে জুম্মার নামাজের পর বিশেষ ফান্ড কালেকশন করে বন্যার্তদের সহায়তায় পাঠাতে বা নিজেরা গিয়ে বিতরণ (খাদ্য ও অন্যান্য দরকারী জিনিসপত্র) করতে পারেন।

২. মসজিদ কমিটি আজকের কালেকশন এই কাজে দান করে দিতে পারেন এবং দিলে তা খুবই ভালো হয়।

এতে করে চলমান মানবিক সংকট কমবে এবং দ্বিতীয়টি করলে তা একটি মাইলফলক হয়ে থাকবে।

উল্লেখ্য বর্তমানে বাংলাদেশে প্রায় কমবেশি সাড়ে ৩ লক্ষ মসজিদ আছে।

23/08/2024

এ মুহূর্তে কেউ কারো দিকে তাকিয়ে না থেকে আপনার আশপাশের বন্যাদুর্গত ও জলাবদ্ধ অসহায় মানুষকে বেঁচে থাকার জন্য সামর্থ্যানুযায়ী প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা করুন,প্লিজ। আল্লাহ আমাদের সহায় হোন। 🤲

মানবিক নোবিপ্রবিয়ানদের আজকের কার্যক্রমের কিছু স্থিরচিত্র। ❤️ Respect 🫡
23/08/2024

মানবিক নোবিপ্রবিয়ানদের আজকের কার্যক্রমের কিছু স্থিরচিত্র। ❤️

Respect 🫡

15/07/2024

এই যে আজকে তোমরা যাদের গায়ে হাত তুলেছ,অস্ত্রের আঘাত করেছ,আহত করেছ।
এছাড়াও এই সংগঠনকে যারা আজ সাপোর্ট করছো,শুধু মনে রেখো তোমাদের সন্তানও একদিন এইসব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে,হলে থাকবে,সাধারণ ছাত্রসমাজের সাথে কোন যৌক্তিক দাবিতে তারাও কোন একদিন আন্দোলন করবে কিন্তু ক্ষমতায় তখন কে থাকবে সেটা কেউ জানি না।
শুধু মনে রেখো,"রিভেঞ্জ অফ নেচার"বলে একটা কথা আছে।
-Wasi

মায়ের গল্প ❤️ Respect to all Mom 🫡 🫶
13/07/2024

মায়ের গল্প ❤️
Respect to all Mom 🫡 🫶

কোটা নিপাত যাকমেধার মূল্যায়ন হোক সর্বত্র। ✊
11/07/2024

কোটা নিপাত যাক
মেধার মূল্যায়ন হোক সর্বত্র। ✊

Ruba on her father's motorcycle. 🥰🥰🥰 MashaAllah. 😊
06/07/2024

Ruba on her father's motorcycle. 🥰🥰🥰 MashaAllah. 😊

ব্যাংকিং এর নতুন সময়সূচি যা ১৯ জুন থেকে কার্যকর হবে ।
09/06/2024

ব্যাংকিং এর নতুন সময়সূচি যা ১৯ জুন থেকে কার্যকর হবে ।

08/06/2024

👉 কুরবানি করা ওয়াজিব আর পাওনাদারের ঋণ পরিশোধ করা ফরজ।

👉একজন শহিদ ব্যক্তির সব গুনাহ্ মাফ করা হয়, কিন্তু ঋণের গুনাহ্ মাফ করা হয় না।

12/04/2024

একটি শিক্ষামূলক গল্প

একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে পার্কে হাঁটছিলেন। পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনতে বললো। লোকটির পকেটে খুব বেশি টাকা ছিলোনা, তাই, মাত্র দুটি আপেল কিনে মেয়েকে দিলেন,মেয়েটি দু'হাতে দুটি আপেল ধরল।

লোকটি বললো, এসো দুজনে ভাগাভাগি করে খাই, একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি একটা আপেলে কামড় দিয়ে একটু খেয়ে নিলো। আরেকটা আপেলের দিকে হাত বাড়িয়ে কিছু বলার আগেই মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিলো...

তার মনটা খুব খারাপ হয়ে গেলো, মেয়েটা এত লোভী হলো কী করে! তাহলে সন্তানকে কি সঠিক শিক্ষা দিতে পারছেন না। লোকাচার, ভদ্রতা, মিলেমিশে চলা, ভাগাভাগি করে খাওয়া এগুলো কি তার সন্তানকে শেখানো হয়নি!!!তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন? মুখ থেকে হাসি মুছে গেল, তিনি চিন্তায় ডুবে গেলেন...

এসময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেল টা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বললো, "বাবা তুমি এটা খাও, এইটা অনেক বেশী টেষ্টি"।

লোকটা ভাষা হারিয়ে ফেললো!!

শিক্ষা: কোনো বিষয়ে দ্রুত কোনো কিছুর বিচার করতে নেই বা দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভালভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেয়া উচিত। এমনওতো হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি, তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনও ভালোবাসা কাজ করছে । ❤️❤️

টায়ারে চুলের মতো এগুলো কেন থাকে?টায়ার তৈরির জন্য গলিত রাবার একটি ছাঁচের মধ্যে দেওয়া হয়।গলিত রাবার ঘনীভূত হলে এর মধ্যে আব...
06/04/2024

টায়ারে চুলের মতো এগুলো কেন থাকে?

টায়ার তৈরির জন্য গলিত রাবার একটি ছাঁচের মধ্যে দেওয়া হয়।গলিত রাবার ঘনীভূত হলে এর মধ্যে আবদ্ধ বায়ুর কারণে টায়ার ফাঁপা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ছাঁচের বিভিন্ন স্থানে ছোটছোট ছিদ্র রাখা হয়। যাতে ছিদ্র দিয়ে বাতাস বেরিয়ে যেতে পারে।
এই ছিদ্র দিয়ে বাতাসের সাথে সাথে কিছুটা রাবারও বেরিয়ে আসে যা কিছুটা চুলের মতো দেখায়। এই চুলের মতো অংশই নিশ্চিত করে যে, টায়ারের মধ্যে কোনো ফাঁপা অংশ নেই।

মাদ্রাসার ছুটি।ভাই বাড়ি ফিরে এসেছে। তিন বোন দৌড়ে রাস্তায় এসেছে ভাইকে নিয়ে যেতে। আর ভাই দুই পাশে তিন বোনকে আগলে নিয়ে হাঁট...
04/04/2024

মাদ্রাসার ছুটি।
ভাই বাড়ি ফিরে এসেছে।
তিন বোন দৌড়ে রাস্তায় এসেছে ভাইকে নিয়ে যেতে।
আর ভাই দুই পাশে তিন বোনকে আগলে নিয়ে হাঁটছে বাড়ির দিকে..

পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, একমত হলে ফলো ও লাইক 👍 দিন।
03/04/2024

পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, একমত হলে ফলো ও লাইক 👍 দিন।

01/04/2024

হেল্প পোস্ট:
ইফতার পার্টি, ঈদ পুনর্মিলনী, ঈদ সালামীসহ এই টাইপের ডোনেশন গুলো প্রদানের জন্য একটা ছোটখাটো ব্যাংক লোন দরকার।
কোন ব্যাংক এ ধরনের লোন দেয়?

সাবধানে থাকবেন দাদু বাঙ্গালী হাজ্বীরা যেন আবার আপনাকে শয়তান ভেবে পাথর না মারে! 🤣 বলা তো যায় না সুযোগ সন্ধানী ক্ষুব্ধ কোন...
31/03/2024

সাবধানে থাকবেন দাদু বাঙ্গালী হাজ্বীরা যেন আবার আপনাকে শয়তান ভেবে পাথর না মারে! 🤣 বলা তো যায় না সুযোগ সন্ধানী ক্ষুব্ধ কোনো দেশী লোক অঘটন ঘটিয়ে দিতে পারে। 😜

29/03/2024

ভালো করে খেয়াল করলে দেখবেন এখন যেটাকে ধর্মনিরপেক্ষতা বলা হয় তা আসলে ইসলাম বিদ্বেষ। ক্যাম্পাস গুলোতে এখন যেকোন ধর্মের চর্চা করা যায় বাট ইসলামের প্রশ্ন আসলেই যতসব বিধিনিষেধ! যারা ইফতার বন্ধ করে বা কোরআনের আয়োজনে হামলা করে তারাই আবার হুতুম পেঁচার মূর্তি বানিয়ে কল্যাণের লক্ষ্যে ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা করে নাকি অশুভ শক্তিকে বিতাড়িত করবে! অথচ ক্যাম্পাসের সবচেয়ে বড় অশুভ শক্তি হচ্ছে এই ভার্সিটি প্রশাসন।

29/03/2024

ভালো সন্তান পাওয়ান জন্য ভালো বাবা হওয়া আবশ্যক। নিজে ভালো না হয়ে ভালো সন্তান আশা করা বোকামি। বাবা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্ব রয়েছে, সেগুলো আগে পালন করতে হবে, নিজেকে উপমা হিসেবে উপস্থাপন করতে হবে, তারপর সন্তানের থেকে উত্তম আচরণ আশা করতে হবে। অনেক বাবা আছেন-যারা সারা জীবন নিজে অপরাধের সাগরে হাবুডুবু খায়, কিন্তু সন্তানকে নিষ্কলুষ হিসেবে দেখার প্রত্যাশা করেন। এটা ইনসাফের প্রত্যাশা হতে পারে না।

একবার উমর ফারুক (রা.) এর কাছে এক বাবা এসে বিচার দিলেন-'আমিরুল মুমিনিন! ছেলে তো আমার কথা শোনে না, বেয়াদবি করে।'

উমর সন্তানকে ডাকলেন। জিজ্ঞেস করলেন-'তোমার বাবার সাথে বেয়াদবি করো?'

ছেলে বলল-'হে আমিরুল মুমিনিন! সব দায়-দায়িত্ব কি শুধু আমাদেরই? বাবা-মা'র কোনো দায়িত্ব নেই?'

উমর বললেন-'অবশ্যই আছে। বাবার তিনটি দায়িত্ব-

• সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে।

• সন্তানের ভালো নাম রাখবে।

• সন্তানকে কুরআন শিক্ষা দেবে।'

এবার ছেলে বলল-'আমার বাবা এই তিনটির একটিও করেননি। আমার বাবা বিয়ে করেছেন এক নিগ্রো নারীকে; যিনি এক অগ্নি উপাসকের দাস ছিলেন। তিনি আমার নাম রেখেছেন খুনফাসা (خُفَسَاءُ অর্থ-গোবরে পোকা। অন্য বর্ণনায়-চামচিকা)। আর কুরআনের একটি অক্ষরও তিনি আমাকে শেখাননি।'

উমর এবার সেই বাবাকে বললেন-'সন্তানের প্রতি তুমি নিজের দায়িত্ব পালন করোনি, আর এসেছ তার বিরুদ্ধে বিচার দিতে!' (আবুল লাইস সমরখন্দি রচিত তানবিহুল গাফিলিন)

#ভালো_বাবা_হোন

#ম্যাসেজ

28/03/2024

ঈদে তো কত টাকা কত দিকে খরচ করেন।
যে মসজিদে নামাজ আদায় করেন, সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন এর হাতে দুইটি হাজার টাকা দিয়ে আইসেন সম্ভব হলে।

উনারা ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পায়। এই টাকা দিয়ে চলা বর্তমান বাজারে কত কঠিন তা সবাই জানেন।
যেখানে একজন রিকশাওয়ালা ২০ থেকে ৩০ হাজার টাকা মাসে ইনকাম করছেন, সেখানে ইমাম সাহেবরা তো আমাদের নেতা।
উনারা চোখ লজ্জায় চায় না বলে অনেকে মনে করে উনাদের প্রয়োজন হয় না।

25/03/2024

টাকা ও ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে চাইলে আপনার সন্তানকে বুয়া-খালা,ডে কেয়ার বা পরিবারের বাহিরের কাউকে দিয়ে প্রতিপালন করাতে পারবেন এবং সন্তান না বুঝে বা বুঝে (একটা সময় পর) এটা মেনেও নিবে কিন্তু এই সন্তান যখন বৃদ্ধ বয়সে আপনার প্রতিও একইভাবে দায়িত্ব পালন করবে তখন আপনি মেনে নিতে পারবেন?পারবেন না।

টাকা-পয়সা তো সন্তানদেরকে মানুষ করা ও সবাই মিলে সুন্দর জীবনযাপনের জন্য। তাই ঠিক ততোটা উপার্জন করুন যতটা করলে সবকিছু সুন্দর থাকে এবং আপনজনও কাছে থাকে। অর্থ-সম্পদের পিছনে অন্ধভাবে ছুটতে গিয়ে সন্তানের সাথে আত্মিক সম্পর্কের বিচ্ছেদ ঘটাবেন না কিংবা অন্তরের দূরত্ব তৈরী করবেন না যেটার ফলে ভবিষ্যৎ আপনাকে ভোগাবে। মমতার সম্পর্কের ভিতর একবার মমতাহীন দূরত্ব তৈরী হয়ে গেলে কিংবা আপনজন ছাড়া থাকার অভ্যাস হয়ে গেলে সে মানুষ আর আপনজনের সানিধ্যের গুরুত্ব বোঝেনা, বুঝতে চায়ও না;এমনকি অনেকে আপন নীড়েই ফিরতে চায় না।
স্বাচ্ছন্দ্যে বাঁচতে জীবিকা নির্বাহের জন্য নিজ কর্ম করতে গিয়ে যারা বাধ্য হয়ে সন্তানকে পরিবারের কোনো না কোনো সদস্যের কাছে রেখে যান তাদের ব্যাপারটা গ্রহণযোগ্য । খেয়াল করলে দেখবেন যে প্রকৃতপক্ষে এরা দারুণ সংগ্রামী মানুষ এবং তারা সন্তান,পরিবার,কর্ম সবকিছু মেন্টেইন করেন দারুণ দক্ষতায়। স্যালুট আপনাদেরকে। আর সন্তান যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় সেজন্য যারা সন্তানকে (বাচ্চা থাকাকালীন) সাথে নিয়ে কর্মক্ষেত্রে (যেখানে সম্ভব ) যান এবং আবার পরিবারও ঠিকমতো সামলান তারা তো আরও দুর্দান্ত। রেস্পেক্ট টু দেম।

পৃথিবীর সকল সন্তান পরিবারের সানিধ্যে ভালোবাসা নিয়ে সঠিকভাবে বেড়ে উঠুক এবং সকল বাবা-মা যথাযথ সম্মান ও সেবাযত্ন পাক।

ওয়াজ মাহফিলে বক্তারা যখন বলেন, সবচেয়ে ছোট জান্নাতটি হবে এই পৃথিবীর দশগুণ, কিংবা দোজখের বিশালতা বুঝাতে গিয়ে বলেন, দোজখের ...
24/03/2024

ওয়াজ মাহফিলে বক্তারা যখন বলেন, সবচেয়ে ছোট জান্নাতটি হবে এই পৃথিবীর দশগুণ, কিংবা দোজখের বিশালতা বুঝাতে গিয়ে বলেন, দোজখের উপর থেকে একটি পাথর ছেড়ে দিলে সেই পাথর দোজখের তলদেশে পৌঁছাতে সময় লাগবে ৭০ বছর, তখন অবিশ্বাসীরা এসব নিয়ে ঠাট্টা-তামাশা করে।

এবার নীচের ছবিটি দেখুন।

যে বিন্দুগুলো দেখতে পাচ্ছেন তার প্রত্যেকটা একেকটা গ্যালাক্সি!

প্রতিটি গ্যালাক্সিতে প্রায় ১০০ বিলিয়ন স্টার আছে।

এছাড়াও, প্রতিটি স্টারে কমপক্ষে একটি করে প্ল্যানেট আছে।

এখন এই ছবিতে কতগুলো ছায়াপথ থাকতে পারে চিন্তা করুন!

এটা মহাবিশ্বের খুব ছোট অংশের একটি ছবি।

সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করলে মাথায় কাজ করেনা। তিনি কতো মহান! আমরা কতো ক্ষুদ্র!

© জাহান

23/03/2024

Rashed Khan -- বড় ভাই রোজা রেখে বউকে 'আই লাভ ইউ " বলা যাবে??

মুখলেছ উর রহমান : নারে ভাই রোজা রেখে মিথ্যা বলা নিষেধ আছে...

🤪🤪🤪

23/03/2024

সন্তান এমন সম্পদ, যা পিতা-মাতার মৃত্যুর পরও আমলনামা সচল রাখে। সন্তানের ভালো কাজের একটি অংশ পিতা-মাতা কবর থেকেই লাভ করেন। সন্তানকে যদি সুসন্তানরূপে গড়ে তোলা যায়, তাহলে সেই সন্তান পিতা-মাতার জন্য নিয়ামতস্বরূপ। আল্লাহ পবিত্র কুরআনে বলেন-

'মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা, নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রুপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত্র। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল।' (সূরা আলে ইমরান: ১১৪)

আর যদি সন্তানকে ঠিকমতো গড়ে তোলা না যায়, তাহলে তা হবে পিতা-মাতার জন্য ফিতনাস্বরূপ। আল্লাহ কুরআনে বলেন-

'আর জেনে রাখো, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি ফিতনাস্বরূপ।' (সূরা আনফাল: ২৮)

অনেকে সন্তানকে একটু বেশি সুখ দেওয়ার জন্য, একটু ভালো স্কুলে পড়াশোনা করানোর জন্য অবৈধ পথে পা বাড়ান। এমন পথ অবলম্বন করা হলে সেই সন্তান হবে পিতা-মাতার জন্য বিপদের কারণ। কিয়ামতের মাঠে এই সন্তানের জন্য পিতা-মাতা আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আল্লাহ তায়ালা বলেন-

'হে ঈমানদারগণ! তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু। তাদের ব্যাপারে সতর্ক থাকো।' (সূরা আত-তাগাবুন: ১৪)

কুরআন সন্তানকে মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে: সৌন্দর্যের প্রতীক, ফিতনার উৎস এবং শত্রু। এই তিন ক্যাটাগরির মধ্যে আমরা কোন ধরনের সন্তান চাই-তা নিজেদেরই ঠিক করতে হবে। যদি সৌন্দর্যের প্রতীক সুসন্তান চাই, তবে এর জন্য পিতা-মাতাকে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে; আরেকটু ঢেলে সাজাতে হবে নিজেকে।

#ম্যাসেজ

শস্য দানায় তৈরী করা নোয়াখালী জেলার অসাধারণ একটি মানচিত্র।
22/03/2024

শস্য দানায় তৈরী করা নোয়াখালী জেলার অসাধারণ একটি মানচিত্র।

22/03/2024

জগতে আপনি হাজারটা সুখী নারী দেখবেন কিন্তু সন্তুষ্ট নারী হাজারে একটা দেখবেন কিনা সন্দেহ আছে।

্যা_নারী

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে। স...
21/03/2024

দেশকে স্বনির্ভর করতে বিদেশী পণ্য বাদ দিয়ে স্বদেশী পণ্য কিনুন পণ্য কিনলেই মান বাড়বে, কোম্পানী বাড়বে, প্রতিযোগীতা বাড়বে।

সাবান - মেরিল, কেয়া, সেপনিল, তিব্বত, তিব্বত ৭৭৭, Lifeguard, Cute

বাথরুম পরিষ্কার – Shakti, Clean Master, Finis, Amana, Xtreme

টুথপেষ্ট - Magic Harbal, White Plus, Cute, Active Toothpaste

চুলের তৈল - জুঁই, মায়া, কলম্বো, মেরিল অলিভ অয়েল, Cute

গুড়োদুধ – Pusti, ACI, Pure Milk, AMA, Mars, Starship

ডিটারজেন্ট - কেয়া, তিব্বত, White Plus, Chaka, Jet

চা-ইস্পাহানি, Bengal, Kazi, Cylon (আবুল খায়ের)

শ্যাম্পু-কেয়া, Cute, Revive, Meril, Select Plus

সয়াবিন তৈল – পুষ্টি, বসুন্ধরা, সেনা, Teer, Fresh

Petrolium Jelly - Meril, Tibet, Cute, SMC,

মশা নিরোধ সামগ্রী – Xpel, Sepnil, Xtreme -

Room Freshner - Spring, Basundhara

ময়দা, আটা – Teer, Basundhara, Fresh

নুডলস - কোকোলা, বসুন্ধরা, Foodi

চাল - পুষ্টি, চাষী, চিনিগুড়া, Teer

চিনি - Teer, Fresh, আখের চিনি

সরিষার তৈল - রাধুনি, পুষ্টি, Teer

বিস্কুট - Radisho, Olympic

লবণ- Teer, ACI, Fresh

পানি - Jibon, MUM

টিস্যু - বসুন্ধরা, Fresh

 #ফিলিস্তিন থেকে প্রশ্ন আসে,,"আমার বয়স হচ্ছে ১১। আমার প্রশ্ন হল, শায়খ! মিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে ...
19/03/2024

#ফিলিস্তিন থেকে প্রশ্ন আসে,,
"আমার বয়স হচ্ছে ১১। আমার প্রশ্ন হল, শায়খ! মিসাইলের বিস্ফোরনের কারনে আমার মুখের ভিতর ঢুকে যাওয়া ময়লা এবং পাথরের কারনে আমার রোজা কি ভেঙে যাবে.??

" #সোমালিয়া থেকে প্রশ্ন আসে,,
"আমাদের যদি সাহরী বা ইফতার খাবার জন্য কোন কিছু না থাকে, তবে কি আমাদের রোজা হবে.?

#সিরিয়া থেকে প্রশ্ন আসে,,
"কেমিক্যাল অস্ত্রের আক্রমনে কি রোজা ভেঙে যাবে.??

#আর, আমাদের প্রশ্নের নমুনা:
তারাবীর নামাজ ৮ রাকাআত নাকি ২০ রাকায়াত.??
হাত নাভির নিচে বাঁধবো নাকি বুকে.??
শবে বরাতে রুটি হালুয়া খাওয়া যাবে কি না.??
আমিন জোরে বলবো নাকি আস্তে.??

চরম সুখে আছি আমরা তাই নাহ??
একদিন এই সুখ আর ঘুম দুটুই ভাঙ্গবে।
তখন হয়তো অনেকটা দেরী হয়ে যাবে!

আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন,আমিন । 🤲

প্রতিবেশী:   তোমার বয়সী অনেকেই চাকরি করছে,তুমি কবে করবা?আমি :   আপনার বয়সী অনেকেই মারা গেছে, আমিকি আপনাকে কিছু বলছি!😒
18/03/2024

প্রতিবেশী: তোমার বয়সী অনেকেই চাকরি করছে,
তুমি কবে করবা?

আমি : আপনার বয়সী অনেকেই মারা গেছে, আমি
কি আপনাকে কিছু বলছি!😒

প্রেমিক পুরুষ কাডের ভাই 🥰
16/03/2024

প্রেমিক পুরুষ কাডের ভাই 🥰

14/03/2024

সেহরি খাওয়ার সময় শেষ।

মুক্তিযোদ্ধার নাতি/নাতনি সন্তানদের জন্য আরো দশ মিনিট আছে।

14/03/2024

সারাব ছর কাচ্চি বিরিয়ানির ছবি পোস্ট করেন তাতে কোনো সমস্যা হয়না,রমজান মাসে ইফতারের ছবি পোস্ট করলেই গরীবরা কষ্ট পাবে!🥲

আরে ভাই যার ইফতার কেনার টাকা নাই তার এমবি কিনে ফেসবুক চালানোর টাকা কই থেকে আসে!🤭

(আসলেইতো! কাশিমপুরের পাশা ভাই এর উপরোক্ত বয়ান কিন্তু অযৌক্তিক না)

Address

Housing State, Maijdee Court
Maijdee Court
3800

Telephone

+8801712843286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruba-রুবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruba-রুবা:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Maijdee Court

Show All